
কিছুদিন আগেই বাংলার সিনেমাহলে সফলভাবে মুক্তি পেয়েছে কৌশিক গাঙ্গুলি (Koushik Ganguly) পরিচালিত ছবি 'অর্ধাঙ্গিনী'। দর্শকদের থেকে প্রশংসা কুড়োনোর পর নতুন ছবি 'অসুখ-বিসুখ' পরিচালনার ব্যাটন ধরেছিলেন কৌশিক গাঙ্গুলি। কিন্তু শুরুতেই বিপত্তি। ছবি থেকে সরে দাঁড়ালেন অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রাভিনেতা অঞ্জন দত্ত (Anjan Dutt)। শুরুতে খানিকটা বিড়ম্বনায় পড়লেও দুঁদে পরিচালকের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশেষ সময় লাগেনি। ইতিমধ্যেই অঞ্জন দত্তর পরিবর্ত ঠিক করে ফেলেছেন কৌশিক।
'অসুখ-বিসুখ' ছবিতে যেটুকু অংশ অঞ্জনের করার কথা ছিল, এবার ততটুকু অংশে অভিনয় করবেন খোদ কৌশিক গাঙ্গুলি। কিন্তু তিনি তো এই ছবিতে অভিনয় করার কথা ভাবেননি। ভেবেছিলেন ক্যামেরার পিছনে থেকে নির্দেশনা দেবেন। তাহলে যেটুকু সময় কৌশিক ক্যামেরার সামনে থাকবেন, ক্যামেরার পিছনে কে থাকবেন? শোনা যাচ্ছে, এতদিন ক্যামেরার সামনে কাজ করলেও এই প্রথম কৌশিক পুত্র উজানের মুখে থাকবে কেবল 'লাইট-ক্যামেরা-অ্যাকশন' সংলাপ। অর্থাৎ এবার বাবা মায়ের মতো পর্দায় অভিনয়ের পাশাপাশি পরিচালনার দায়িত্ব যাচ্ছে উজানের হাতে।
এই ছবিতে অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইশা সাহা, অঙ্কুশ হাজরা। এছাড়াও দেখা যাবে বাঙালি অভিনেত্রী সায়নী গুপ্তকে। বলিউডে একাধিক ছবি করলেও এই প্রথম বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন তিনি। সোমবার অর্থাৎ ১২ জুন থেকে শুরু হয়েছে ছবির শ্যুটিং।