
'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) নিয়ে বিতর্কের শেষ নেই। কিন্তু এই বিতর্ককে সঙ্গী করেই বক্স অফিসে ঝড় তুলেছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ছবিটি। সূত্রের খবর, এবারে ওটিটিতেও (OTT) আসতে চলেছে এই ছবি। একাধিক সমালোচনা, ব্যান করার পরও এক মাসের মধ্যেই ২০০ কোটির গন্ডি পার করেছে এই ছবিটি। 'পাঠান'-এর পর এই ছবিই চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি। ফলে যাঁরা এই ছবির জন্য উৎসুক ছিলেন, তাঁরা এখন তাঁদের মুঠোফোনেই দেখতে পাবেন এই ছবি। তাই আর কিছুদিনের অপেক্ষা।
সূত্রের খবর, জুনেই জি ফাইভে আসছে 'দ্য কেরালা স্টোরি'। জানা গিয়েছে, এই ছবি ইতিমধ্যেই জি ফাইভ কিনে ফেলেছে। জানা গিয়েছে, জুনের ২৩ তারিখ এই ছবি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে চলেছে। হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় মুক্তি পাবে এটি। তবে জি ফাইভ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি যে, ২৩ তারিখেই এই ছবি মুক্তি পাবে। তবে খুব শীঘ্রই যে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে চলেছে ছবিটি, তা নিশ্চিত।