
হিন্দি ধারাবাহিকের জগতে বেশ জনপ্রিয় দিলীপ জোশী (Dilip Joshi) ওরফে 'জেঠালাল'। শুধুমাত্র হিন্দিভাষী দর্শক নয়, 'তারক মেহেতা কে উলটা চশমা' (Tarak Meheta ka Ulta Chasma) ধারাবাহিকটি মন জিতেছিল বাঙালি দর্শকদের। হাস্যরসে ভরা ধারাবাহিকের অন্যতম আকর্ষণ ছিলেন জেঠালাল। কয়েক দশক ধরে দর্শকদের মনোরঞ্জন করে চলেছেন দিলীপ জোশী। তাঁর কমেডি টাইমিং, অভিনয়ের ভক্ত সংখ্যা অনেক। কিন্তু এই ধারাবাহিক করার জন্যই জনপ্রিয় অনুষ্ঠান ছেড়েছিলেন তিনি।
দিলীপ জোশী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বলি পাড়ার এক জনপ্রিয় কমেডি শোয়ে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগ ছেড়ে দিয়েছিলেন অবলীলায়। কারণ দিলীপ ভালো কাজ করতে চেয়েছিলেন, বাজে জোক বলতে চাননি। দিলীপ বলেছিলেন, 'আমার হাতে একসময় কাজ ছিল না, অর্থ ছিল না। তখন কমেডি সার্কাসের সুযোগ আসে। কিন্তু জোকগুলি খুব একটা ভালো ছিল না। তাই কাজটা ছেড়ে দিয়েছিলাম। এরপর তারক মেহেতা কে উলটা চশমায় অভিনয় করার সুযোগ পান।'
সাক্ষাৎকারে অভিনেতা তাঁর সংগ্রামের দিনগুলির কথা বলেছিলেন। শাহরুখ খান, সলমান খানের সঙ্গে কাজ করেছিলেন। সিনেমা হিট করলেও তেমন কাজ পাননি দিলীপ। দিনে ৪৫০ টাকার বিনিময়ে অভিনয় করতেন। তারক মেহেতা জীবনে আসতেই সুদিন ফেরে।