
চলছে সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন (Parliament Session)। কিন্তু এই মুহূর্তে ভারতেই নেই তৃণমূল সাংসদ (TMC MLA Mimi) মিমি চক্রবর্তী। দিব্য প্যারিস ভ্রমণে মত্ত যাদবপুরের এই ঘাসফুল সাংসদ। তাঁর সাম্প্রতিক প্যারিস ভ্রমণের (Paris Tour) ছবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। কিন্তু ১১ ফেব্রুয়ারি আবার মিমি চক্রবর্তীর জন্মদিন। তাই প্রিয় 'বনুয়া'কে শুভেচ্ছা জানাতে ভোলেননি অপর এক তৃণমূল সাংসদ নুসরত জাহান। টলিউড ইন্ডাস্ট্রির এই দুই পরিচিত মুখ পর্দার বাইরে একে অপরের প্রিয় বন্ধু।
জানা গিয়েছে, যাদবপুরের সাংসদ প্যারিসে থাকলেও বসিরহাটের সাংসদ বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন। তাও মিমিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভোলেননি নুসরৎ। ‘বার্থডে গার্ল’-এর ছবি দিয়ে নুসরত লেখেন 'শুভ জন্মদিন।'
এদিকে, প্যারিস ভ্রমণের একাধিক ছবি এখন মিমির ইনস্টাগ্রামে। তবে লোকসভা চলাকালীন তাঁর এই বিদেশ সফর ঘিরে সমালোচনা তুঙ্গে।