
বি-টাউনে কানাঘুষো, বলি অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar) নাকি মা হতে চলেছেন। আর এই খবরে সম্মতি জানিয়েছেন তাঁর স্বামী ফাহাদ আহমেদ (Fahad Ahmed)। বিয়ের পর থেকেই তাঁর অন্তঃসত্ত্বা (Pregnant) নিয়ে জল্পনা তুঙ্গে। তবে এবারে এই জল্পনা আরও উস্কে দিলেন এক টুইটার ব্যবহারকারী। তিনি টুইট করে জানিয়েছেন, স্বরা কিনা মা হতে চলেছেন। বিয়ের চারমাসের মাথায় তাঁর অন্তঃসত্ত্বার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হচ্ছে স্বরাকে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বরা। প্রথমে কোর্ট ম্যারেজ করেই সবার তাক লাগিয়ে দেন তাঁরা। প্রথমে তাঁরা ছিমছাম বিয়ের অনুষ্ঠানেরই আয়োজন করে আইনি পদ্ধতিতে বিয়ে সারেন। পরে তাঁরা ধুমধাম আয়োজন করে নিজেদের ধর্ম অনুসারে বিয়ে করেন। আর সেই বিয়ের কিছুদিন যেতে না যেতেই তাঁর অন্তঃসত্ত্বার খবর ছড়িয়ে পড়ল চারিদিকে। ফলে এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। তবে এই খবরের বিশেষ কোনও সত্যতা নেই বলেই জানা যাচ্ছে অভিনেত্রীর ঘনিষ্ঠ মহলের তরফে। আবার এই খবর নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি স্বরা ও তাঁর স্বামী ফাহাদ।