
জিয়া খান আত্মহত্যা মামলায় দীর্ঘ ১০ বছর ধরে অভিযুক্ত থাকার পর অবশেষে বেকসুর খালাস হয়েছেন প্রেমিক সুরজ পাঞ্চোলি। নির্দোষ প্রমাণিত হওয়ার পরই তিনি সংবাদমাধ্যমে বলেছিলেন, 'তাঁর অতীতের ১০ বছর কেউ কি ফিরিয়ে দিতে পারবে?' এরপরই সম্প্রতি তাঁকে দেখা গেল গুরুদ্বারে। তিনি হঠাৎ গুরুদ্বারে কী করছেন, সব কিছু ছেড়ে ধর্মে মন দিলেন নাকি তিনি, এই নিয়ে বেশ কৌতুহলী হয়ে পড়েছেন নেটাগরিকরা।
সুরজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে দুটো ছবি শেয়ার করেছেন। দেখা গিয়েছে, দিল্লির বাংলা সাহিব গুরুদ্বারের সামনে দাঁড়িয়ে প্রণাম করছেন তিনি। তাঁর পরনে ছিল নীল জিন্স ও টি-শার্ট। আবার গুরুদ্বারের রীতি মতো মাথায় রুমালও বেঁধেছেন। ছবিতে দেখা গিয়েছে, গুরুদ্বারের দিকে তাকিয়ে প্রণাম করছেন তিনি। তবে শুধু গুরুদ্বার নয়, আদালতের বেকসুর খালাস রায়ের পর তাঁকে পরদিনই সিদ্ধি ভিনায়ক মন্দিরেও দেখা গিয়েছিল। সেখানেও তিনি আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছিলেন। তবে ধর্মীয়স্থান যাওয়ার নেপথ্যে কী কারণ, তা স্পষ্ট নয়। তবে তাঁর অনুরাগীদের বক্তব্য, ভগবানের থেকে আশীর্বাদ নিতেই পৌঁছে গিয়েছে তিনি।
উল্লেখ্য, ২০১৩ সালের জুন মাসে সুরজের প্রেমিকা জিয়া খানের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতারও করা হয়। এরপর জামিন পেলেও গত ১০ বছর ধরে এই দোষের বোঝা নিয়েছিলেন। ফলে আদালতে তাঁর বিরুদ্ধে প্রমাণ না পাওয়ায় নির্দোষ প্রমাণিত হতেই বর্তমানে স্বস্তিতে সুরজ পাঞ্চোলি।