
বলিউডের দম্পতিদের মধ্যে নেটিজেনদের বর্তমান প্রিয় সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। সংক্ষেপে সিড-কিয়ারা। 'শেরশাহ' সিনেমার সেট থেকে তাঁদের সম্পর্ক প্রেমে পরিণত হয়েছিল। লম্বা সময় প্রেম করার পর রাজস্থানে রাজকীয় আয়োজনে বিয়ে করেছিলেন দু'জনে। তারকাদের বিয়ের ছবি-ভিডিও আজও দর্শকদের কাছে স্বপ্নের মতো। দাম্পত্য জীবনেও বেশ খুশি সিড-কিয়ারা। মাঝেমধ্যেই তাঁদের দাম্পত্য যাপনের ঝলক দিয়ে থাকেন নেট দুনিয়ায়।
কিছুদিন আগেই নেট মাধ্যমে ব্রেকফাস্ট টেবিলের ছবি দিয়েছিলেন দুই তারকা। একে অপরকে ব্রেকফাস্ট পার্টনার হিসেবে গ্রহন করেছেন, সেকথা বলেছিলেন। এবার তাঁদের যৌথযাপনের আরও ছবি দিলেন সামাজিক মাধ্যমে। কিয়ারা এবং সিড ঘুরতে গিয়েছেন জাপানে। সেখানে যে সিদ্ধার্থ স্বামীর কর্তব্য পালন করছেন, সামাজিক মাধ্যমে সেই ছবি দিয়েছেন।
সিদ্ধার্থের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবিতে দেখা গিয়েছে অভিনেতার কাঁধে বেশ কিছু শপিং ব্যাগ। ক্যাপশনে লিখেছেন, 'স্বামীর কর্তব্য পালন করছি।' অন্যদিকে কিয়ারা সিদ্ধার্থকে এর জন্য কী উপহার দিলেন জানেন? সিদ্ধার্থের পছন্দের খাবার। ছবিতে সিদ্ধার্থকে সাদা টিশার্টে যথারীতি হ্যান্ডসাম দেখাচ্ছিল।