
সপ্তাহান্তে বলিউডের তারকাদের দেখতে মুম্বইতে ভিড় জমান ভক্তরা। অমিতাভ বচ্চনের বাড়ি 'জলসা', সলমানের বাড়ি 'গ্যালাক্সি' এবং শাহরুখের বাড়ি 'মান্নত'-এ দর্শকদের ভিড় থাকে দেখার মতো। বাড়িতে থাকলে এদিন তারকারা ভক্তদের দেখা দিয়ে থাকেন। শনিবারে তাই করলেন বাদশা। মান্নতের চেনা খাঁচায় ঘেরা ছাদে উঠে ভক্তদের দেখা দিয়েছেন শাহরুখ খান (Shahrukh Khan)।
শাহরুখ ভক্তদের দেখে চিরাচরিত নিয়মে প্রণাম করেছেন, সালাম করেছেন, হাত নেড়েছেন। ছুড়ে দিয়েছেন উড়ন্ত চুমু। তাঁর 'পাঠান' ছবির ঝুমে জো পাঠান গানের বেশ কয়েকটি স্টেপ করেছেন অভিনেতা। তবে দেখার মতো বিষয় ছিল অভিনেতার পরনের পোশাক। শাহরুখ গায়ে পরেছিলেন ছেলে আরিয়ানের পোশাকের ব্র্যান্ড ডি'ইয়াভলের একটি সাদা টিশার্ট।