
বলিউডের (Bollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan), যিনি তাঁর অভিনয়ের জন্য প্রত্যেকের মন জিতে তো নিয়েছেনই, এর পাশাপাশি তাঁর স্বভাবের জন্য বেশ জনপ্রিয় তিনি। এই সারাকেই দেখা গিয়েছে, বরাবর শিবের আরাধনা করতে। ফলে এর থেকে মনে করাই যায়, মহাদেবের বড় ভক্ত তিনি। তাই এবারে তাঁকে দেখা গেল অমরনাথ যাত্রায়। কিছুদিন আগেই কেদারনাথ দর্শন করে এসেছেন তিনি। কিন্তু এবারে অমরনাথে (Amarnath Yatra) গেলেন সারা। বর্ষা আসার পর থেকেই বিপর্যয় নেমে এসেছে অমরনাথের বিভিন্ন এলাকায়। কিন্তু এই সব দুর্যোগকে উপেক্ষা করেই তিনি পৌঁছে গিয়েছেন অমরনাথে।
সারা আলি খান ও ভিকি কৌশলের ছবি 'জারা হটকে জারা বাঁচকে'-এর সাফল্যের পরই তাঁরা গিয়েছেিলেন উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরে। এরপর সারাকে দেখা গেল অমরনাথে। তিনি কাশ্মীর ভ্রমণ করেই অমরনাথের পথে যাত্রা শুরু করেন। তিনি যাওয়ার ফলে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা পোক্ত করা হয়েছে। সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দেখা গিয়েছে, তুঁতে রংয়ের জ্যাকেট-প্যান্ট পরে অমরনাথ দর্শনে গিয়েছেন সারা। নিরাপত্তারক্ষীদের মাঝেই হাতে লাঠি নিয়ে হেঁটে চলেছেন তিনি। তবে তারকা সুলভ তেমন কোনও জৌলুস দেখা যায়নি তারমধ্যে, যা দেখে বেজায় খুশি অনুরাগীরা।