
একদিনে বলিউড তথা হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) অন্যদিকে সর্বভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। দুজনেই দর্শকদের পছন্দের অভিনেত্রী। তবে এবার একইসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই দুই তারকা। তবে চরিত্র নিয়ে নেট দুনিয়ায় নাকি চাপা গুঞ্জন শুরু হয়েছে। ওটিটিতে গত এপ্রিল মাসে মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ক্রাইম থ্রিলার 'সিটাডেল' (Citadel)। সেই সিরিজের ভারতীয় সংস্করণ নিয়েই জল্পনা শুরু হয়েছে।
রুশো ব্রাদার্সের সিরিজ সিটাডেলের ভারতীয় সংস্করণ আসছে, তা আগেই জানা গিয়েছিল। সিরিজে সামান্থা এবং বরুণ ধাওয়ানকে দেখতে পাওয়া যাবে, দর্শক তাও জানতেন। তবে তাঁরা কোন চরিত্রে অভিনয় করবেন তা নিয়ে কোনও স্পষ্ট ধারণা ছিল না। তবে এবার শোনা যাচ্ছে, সিটাডেল সিরিজে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্র নাদিয়ার মা হিসেবে দেখা যাবে সামান্থাকে। এই খবর শুনে সামান্থা ভক্তদের মন খারাপ।
তাঁরা বলছেন, 'সামান্থা প্রিয়াঙ্কার থেকে ৪ বছরের ছোট। তিনি কেন প্রিয়াঙ্কার মায়ের চরিত্র করবেন?' যদিও এর কোনও সদুত্তর পাওয়া যায়নি। কারণ সিটাডেলের প্রযোজনা সংস্থার তরফে এখনও চরিত্রের বিষয়ে খোলসা করে কিছু বলা হয়নি। তাই আপাতত সবটাই গুঞ্জন। তবে এতটুকু জানা গিয়েছে, সিটাডেলের ভারতীয় সংস্করণের প্রেক্ষাপট তৈরী হবে ৮০ বা ৯০ এর দশকের সময়কালের উপর। সিরিজ নিয়ে বিশদে জানতে অপেক্ষায় দর্শকেরা।