
বর্তমানে এক পুরস্কার প্রদান অনুষ্ঠানের জন্য আবুধাবিতে রয়েছেন অভিনেতা সলমান খান (Salman Khan)। সেই অনুষ্ঠান স্থলে এমন ঘটনা ঘটল যা দেখে নেট দুনিয়া সমালোচনায় মুখর হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল (Viral) হয়েছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছে, নিজের ভক্তদের সঙ্গে হাত মেলাচ্ছেন অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। অন্যদিকে ভাইজান অর্থাৎ সলমান খান তাঁর নিরাপত্তারক্ষীদের ফৌজ নিয়ে সেই অনুষ্ঠান স্থলে ঢুকছেন। এরপরেই ঘটে গেল সেই অপ্রত্যাশিত ঘটনা।
ভিডিওতে দেখা গিয়েছে, ভিকিকে দেখে তাঁর দিকে তাকিয়ে বাক্য বিনিময় করছেন সলমান। ভিকিও কথা বলছেন তাঁর সঙ্গে। খানিকটা কাছে যেতে চাইছেন সলমানের। এমন সময় ভাইজানের নিরাপত্তারক্ষী ভিকিকে এক হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন। এই ভিডিও মোটেই পছন্দ করেননি ভিকি কৌশলের ভক্তরা। দেশে যেমন সালমানের ভক্তরা রয়েছেন, তেমন ভিকির ভক্তরাও রয়েছেন। নেট দুনিয়া বর্তমানে নানা মন্তব্যে ছয়লাপ।
এক নেটিজেন বলেছেন, 'ভিডিওটি দেখে খুব খারাপ লাগছে। ভিকিকে এমনভাবে সরিয়ে দেওয়া হল যেন তাঁর বলিউডে কোনও অস্তিত্ব নেই।' আরেক নেটিজেন বলছেন, '৬ ফুটের একজন তারকাকে নিরাপত্তারক্ষীরা দেখতে পেলেন না, এটা কেমন কথা!'