
ক্রিকেট জগতের এক জনপ্রিয় নাম সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ক্রিকেট জগতে 'দাদা'-র অবদানের কোনও শেষ নেই। ঠিক করা হয়েছে যে, তাঁর বায়োপিক (Biopic) বানানো হবে। আর চলতি বছর থেকেই দাদার বায়োপিকের জন্য শ্যুটিং শুরু হবে। কিন্তু ছবি নিয়ে পরিকল্পনা চলাকালীনই প্রশ্ন উঠছে যে, কাকে পর্দায় সৌরভের চরিত্রে দেখা যাবে। আর এই নাম নিয়ে প্রথম থেকেই গুঞ্জন যে, দাদার চরিত্রে নাকি দেখা যাবে রণবীর কাপুরকে। কিন্তু অবশেষে খবর এসেছে যে, দাদার চরিত্রে দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে (Ayushmann Khurrana)।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বায়োপিক তৈরি করা হোক, এমনটা চাননি খোদ দাদা নিজেই। কিন্তু অবশেষে তাঁর এতে মত এসেছে। আর এই পরিকল্পনায় সম্মতি জানাতেই বায়োপিক বানানোর প্রস্তুতিও শুরু হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই গুঞ্জন শুরু হয় যে, কে হবে বড় পর্দার 'দাদা'। শোনা গিয়েছিল যে, বায়োপিকে কার্তির আরিয়ানকেও দেখা যেতে পারে দাদার চরিত্রে। কিন্তু আয়ুষ্মান খুরানা যে পর্দার সৌরভ হতে চলেছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আবার একই মতো ছবির পরিচালক কে হবেন, তা নিয়েও শুরু হয়েছে কানাঘুষো। জানা গিয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পরিচালনা করবেন রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা রজনীকান্ত। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে পর্দার সৌরভ গঙ্গোপাধ্যায় অবশেষে কে হতে চলেছেন বা আয়ুষ্মান হলেও তিনি কীভাবে দাদার চরিত্র পর্দায় ফুটিয়ে তুলে ধরবেন, তা দেখার জন্য মুখিয়ে বসে রয়েছেন অনুরাগীরা।