
মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রির কন্ট্রোভার্সি কুইন (Bollywood Drama-Queen) রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। সম্প্রতি আবারও বিতর্কে তিনি। জানুয়ারি মাসে রাখি জানিয়েছিলেন, প্রেমিক আদিল খান দুরানিকে (Adil Durrani Khan) সাত মাস আগে বিয়ে করেছিলেন তিনি। সম্প্রতি স্বামীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন বলিউডের এই পরিচিত মুখ। তিনি বধূ নির্যাতন এবং পরকীয়ায় লিপ্ত হওয়ার অভিযোগ তুলেছেন স্বামীর বিরুদ্ধে। রাখির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার আদিল। ১৪ দিনের পুলিসি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এবার আরও গুরুতর অভিযোগ করেন রাখি।
আদিলের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, 'স্বামী তাঁর নিরাবরণ মুহূর্তের ভিডিও করেছেন। আর সেই ভিডিও বাজারে বিক্রি করে টাকা রোজগার করছেন।' এই অভিযোগ তুলে সাইবার ক্রাইম শাখার দারস্থ রাখি। সেখানেও অভিযোগ দায়ের করেন তিনি। রাখি দাবি করেন, আদিলের সবসময় প্রচুর টাকার প্রয়োজন হয়। ফলে টাকার জন্য যেকোনও পর্যায়ে চলে যেত আদিল। আর সে কারণেই রাখির নিরাবরণ ভিডিও বিক্রি করেন।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে আদিলকে স্বীকার করতে শোনা গিয়েছে তিনি রাখির থেকে দেড় কোটি টাকা নিয়েছেন। রাখি সেই টাকা কবে ফেরত দেবে জিজ্ঞাসা করলে আদিল বলেন, চার মাসের মধ্যে সেই টাকা দিয়ে দেবেন। রাখির জীবনের বিভিন্ন চড়াই-উতরাইয়ের সাক্ষীই বারবার থেকেছে বিনোদন জগৎ।