
বর্তমানে বলিউডের অন্যতম চর্চিত যুগল হল পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha)। তাঁদের প্রেমের সম্পর্কের গুঞ্জনের শুরু থেকেই তাঁদের নিয়ে চর্চা জোরকদমে। কিছুদিন আগে ধুমধাম করে বাগদান পর্ব সেরে নিয়েছেন দু'জনেই। পাপারাৎজিদের (Paparazzi) সামনাসামনি হয়ে একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছেন। পরিকে সবসময় হাসিমুখে সবার সঙ্গে কথা বলতেই দেখা গিয়েছে। কিন্তু এবারে এমন এক কাণ্ড করে বসলেন তিনি যে, তাঁর ব্যবহার নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
২৪ জুন, শনিবারও পরিণীতিকে পাপারাৎজিদের সঙ্গে মিষ্টি মুখে কথা বলতে দেখা গিয়েছে। তাঁকে যখন প্রশ্ন করা হয় যে, বিবাহিত জীবন কেমন চলছে। তখন তিনি বলেন, 'এখনও আমার বিয়ে হয়নি।' কিন্তু রবিবার একেবারেই তার বিপরীতটা দেখতে পেল পাপারাৎজিরা। আর সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল।
দেখা গিয়েছে, পরিণীতিকে ক্যামেরাম্যানরা আজ ক্যামেরাবন্দি করতে চাইলে তিনি গম্ভীর মুখ নিয়ে হঠাৎ বলে ওঠেন, 'অভি ইয়ার বস বস'। তাঁর এমন 'অভব্য ব্যবহারে' হতবাক ক্যামেরাম্যানরা। তাঁকে দেখে বোঝাই যাচ্ছে যে, তিনি একেবারেই ছবি তোলা বা কথা বলার মুডে নেই। খানিকটা ক্লান্তও দেখাচ্ছিল তাঁরকে। তবে তাঁর এই ভিডিও দেখে নেটিজেনরা কটাক্ষ করতে শুরু করেছে। নেটিজেনদের বেশিরভাগ অংশ তাঁর ব্যবহার নিয়ে কথা বলতে শুরু করেছে।