
সবাইকে চমকে দিয়ে জামাইষষ্ঠীর দিন ফের বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেতা আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ৬০ বছর বয়সে এসে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সিঁদুর তুলে দেন ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়ার (Rupali Barua) সিঁথিতে। বৃহস্পতিবার একেবারে ছিমছাম বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁরা। ঘনিষ্ঠ মানুষজনদের উপস্থিতিতেই বৃহস্পতিবার কোর্ট ম্যারেজ সারেন আশিষ ও রূপালি। তবে তাঁদের কিছু ছবি সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা দেখে বোঝাই যাচ্ছে, হাতেগোনা কয়েকজন থাকলেও নাচে-গানে বেশ জমজমাট হয়ে উঠেছিল তাঁদের বিয়ের অনুষ্ঠান। কলকাতা শহরেরই এক অভিজাত ক্লাবে তাঁদের বিয়ের আসর বসেছিল বলে খবর।
ভাইরাল ছবিতে বরের বেশে দেখা গিয়েছে অভিনেতাকে। কেরলের ট্র্যাডিশনাল ধুতিতে দেখা গিয়েছে তাঁকে। গলায় ছিল তাঁর অসমের ঐতিহ্যবাহী গামছা। পাশে অসমের সোনালি ও সাদা মেখলায় দেখা মিলল রূপালির। সঙ্গে পরেছিলেন দক্ষিণ ভারতীয় ডিজাইনে সোনার গয়না।
সম্প্রতি প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, রূপালি কোমরে ও মাথায় হাত দিয়ে বিহু নাচ করছেন, সেই দেখে আশিষও কোমরে হাত দিয়ে নাচছেন। কোথাও দেখা যাচ্ছে আশিষ তাঁর স্ত্রীর গলার মালা ঠিক করে দিচ্ছেন। আবার এক ছবিতে রূপালির মেয়ের সঙ্গেও ছবি তুলতে দেখা গিয়েছে তাঁদের। আশিষের মতো রূপালিরও এক সন্তান রয়েছে। মায়ের বিয়েতে আনন্দের সঙ্গে উপস্থিত হয়েছিল মেয়ে। সবমিলিয়ে আনন্দে আত্মহারা ছিলেন আশিষ-রূপালি।