
এবারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) প্রশংসায় পঞ্চমুখ বিখ্যাত সংগীতশিল্পী মিকা সিং (Mika Singh)। বিদেশে গিয়েও ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পেরে বেজায় খুশি মিকা সিং। তাঁর মতে বিদেশের মাটিতে ভারতীয় রুপি ব্যবহার করার এই সুবিধা এসেছে মোদীর হাত ধরেই। তাই তিনি একটি ভিডিও-তে মোদীকে স্যালুট করেছেন।
বুধবার কাতারের দোহা এয়ারপোর্টে গিয়ে একটি বিলাসবহুল ব্র্যান্ডের দোকান থেকে শপিং করার পর সেখানে ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পারেন। এরপরেই তিনি ট্যুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বলেছেন, 'আমি খুব গর্বিত যে দোহার বিমানবন্দরে লুই ভিতোঁ-এর শোরুমে কেনাকাটা করার পর ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পেরেছি। আপনারা যে কোনও রেস্তরাঁতেও ভারতীয় মুদ্রা ব্যবহার করতে পারবেন। ভারতীয় মুদ্রাকে ডলারের মতো ব্যবহার করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমার স্যালুট।'
মিকার এই ভিডিও দেখে নেটিজেনরাও বেশ আপ্লুত। এই বিষয়টি মিকা শেয়ার করেছেন ও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন তাই মিকাকেও নেটিজেনরা ধন্যবাদ জানিয়েছেন। কেউ বলেছেন, 'ভারতীয় মুদ্রা ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছে।'
উল্লেখ্য, কাতার ছাড়াও, দুবাই ডিউটি ফ্রিও ভারতীয় মুদ্রায় অর্থপ্রদান গ্রহণ করা যাবে। নতুন নিয়মটি ১ জুলাই, ২০১৯ থেকে শুরু হয়েছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিক্রির সমস্ত পয়েন্টে ভারতীয় মুদ্রা গ্রহণ করা হবে। ২০২২ সালে, বিজনেস ইনসাইডার অনুযায়ী, ভারতীয় মুদ্রা ব্যবহার করা যাবে ভুটান, নেপাল, বাংলাদেশ, মালদ্বীপ ও জিম্বাবোয়েতেও। আবার আরবিআই ঘোষণা করেছে যে, জি-২০ দেশগুলির দর্শকদের ভারতে কেনাকাটা করার জন্য UPI পেমেন্ট করার অনুমতি দেওয়া হবে। গত মাসে, সরকার ঘোষণা করেছে, ১০ টি দেশের ভারতীয়রা ৩০ এপ্রিল থেকে UPI অ্যাক্সেস করতে সক্ষম হবে।