
এক অনুষ্ঠানে অনেক দিন পর ছোটপর্দায় একসঙ্গে রণবীর-করিনা। অনেকদিন পর রণবীর ও করিনাকে একসঙ্গে দেখতে পেয়ে বেশ খুশি অনুরাগীরা। বলিউডের অন্যতম চর্চিত চরিত্র রণবীর কাপুর এবং করিনা কাপুর খান। সম্পর্কে এঁরা তুতো ভাইবোন। ‘হোয়াট ওমেন ওয়ান্ট’-অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন রণবীর। সেখানে দুজনে মিলে বেশ কয়েকটি ছবি তোলেন। জানা গিয়েছে, রণবীর এবং করিনার সম্পর্ক নষ্ট করার পিছনে নাকি ছিলেন করণ জোহর। এই সম্পর্ক নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন রণবীর।
তিনি বলেন, 'তাঁর কাছে সম্পর্কের মূল্য অনেক বেশি। যদি কোনও ভুল করে থাকেন, তবে ক্ষমা চাওয়ায় কোনও ক্রটি রাখেন না। কারণ সম্পর্ক ভাঙতে কিংবা মানুষকে হারাতে একদম চান না।'
সম্প্রতি মুক্তি পাওয়া রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুর অভিনীত 'তু ঝুটি ম্যায় মক্কার' বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করছে। করিনার পরিবেশনায় সম্প্রচারিত এই শোয়ে এসে রণবীর জানান, 'রণবীর-করিনার সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন করণ জোহর।'