
কিছুদিন আগেই কঙ্গনার (Kangana Ranut) জন্মদিন (BirthDay) নিয়ে জোর তরজা চলেছিল। উইকিপিডিয়াতে অভিনেত্রীর জন্মদিনের তারিখ ভুল থাকায় তিনি কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন বামেদের। ভুল শুধরে দিয়ে কঙ্গনা জানিয়েছিলেন তাঁর জন্মদিন ২০ মার্চ নয়, ২৩ মার্চ। আজ সেই দিন। পদ্মশ্রী (Padmashree) কঙ্গনা রানাউতের জন্মদিন। নেট মাধ্যমে আজও তিনি নিজের সক্রিয় উপস্থিতি রাখলেন। একটি ভিডিও আপলোড করে তাতেই জন্মদিনে নিজের মনের কথা জানালেন। তবে আজ কঙ্গনা আক্রমণাত্মক নয়, বরং বিনয়ীভাবেই ভক্তদের উদ্দেশে নিজের বার্তা পাঠালেন।
জন্মদিনে কঙ্গনা বেছে নিয়েছিলেন গোলাপি পাড় ও সবুজ সিল্কের শাড়ি। সঙ্গে পরেছিলেন ভারী সোনার হার ও কানের দুল। গা কাপড় দিয়ে ঢেকে পর্দার 'থালাইভি' যেন বাস্তবের মাটিতে নেমেছেন। করজোড়ে সকলের থেকে আশীর্বাদ চাইলেন তিনি। ক্ষমাও চাইলেন করজোড়ে। সামাজিক মাধ্যমে কঙ্গনা একটি ভিডিও পোস্ট করে বললেন, 'আজ নিজের জন্মদিনের মুহূর্তে আমি আমার মা-বাবার প্রতি কৃতজ্ঞতা ব্যাক্ত করতে চাই। আমার কুলদেবী অম্বিকাজিকেও প্রণাম, যিনি আমাকে জন্ম দিয়েছেন। আমার সব গুরু, বিশেষত আমার আধ্যাত্মিক গুরু শ্রী সদগুরুজি, স্বামী বিবেকানন্দজি, আমার সকল প্রশংসক, শুভাকাঙ্খী যারা আমার সঙ্গে কাজ করেছেন যাদের কারণে আমি এত সাফল্য পেয়েছি। আমার পরিবার-বন্ধু-ভক্তরা সবার প্রতি কৃতজ্ঞতা ব্যাক্ত করছি।'
তবে জন্মদিনে ভুলে গেলেন না নিজের সমালোচকদের। তাঁদের উদ্দেশে কঙ্গনা বললেন, 'আমার সকল শত্রু। যারা আজও আমাকে শান্তি দেয় না। আমি যতই সফলতা অর্জন করি না কেন, আমাকে সফলতার পথে সংগ্রাম করতে শিখিয়েছে তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ।' কঙ্গনা আরও বলেন, তিনি সরল, তাঁর চিন্তাধারা সরল। তিনি সর্বদাই সকলের ভালো চাইবেন। অন্য সময় কঙ্গনাকে যেভাবে সামাজিক মাধ্যমে দেখা যায়, আজ যেন তাঁকে অন্যভাবে দেখা গেল। জন্মদিনে কি তাহলে অভিনেত্রী কোনও সংকল্প নিলেন? তা অবশ্য কঙ্গনা জানাননি।