
ফের বিপাকে বলিউড গায়ক হানি সিং (Honey Singh)। মুম্বই পুলিস (Mumbai Police) সূত্রে খবর, মুম্বইয়ের এক ইভেন্ট অর্গানাইজারকে অপহরণ ও অত্যাচার করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিস জানিয়েছে, সেই ইভেন্ট অর্গানাইজারের নাম বিবেক রমন। তিনি বৃহস্পতিবার মুম্বইয়ের বিকেসি পুলিস স্টেশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিস বলেছেন, 'ইভেন্ট কোম্পানির মালিক বিবেক রমনকে অপহরণ করে তাঁকে আটকে রেখে তাঁর উপর অত্যাচার করার অপরাধে তিনি পুলিসে অভিযোগ দায়ের করেছেন।' বিবেকের দাবি, মুম্বইয়ের এক হোটেলে তাঁকে আটকে রেখে তাঁকে নির্যাতন করা হয়েছে। ১৯ এপ্রিলে দায়ের করা লিখিত অভিযোগে লেখা রয়েছে মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে হানি সিংয়ের জন্য এক ইভেন্টের আয়োজন করেছিলেন বিবেক। কিন্তু কোনও এক সমস্যার জন্য় টাকা লেনদেনে সম্পূর্ণ হয় না ও ইভেন্টটিও বাতিল করা হয়। এরপরই বিবেককে হানি সিং ও তাঁর সঙ্গীরা তাঁকে অপহরণ করে বন্দি করে রাখেন।
এমন অভিযোগ পেয়ে মুম্বই পুলিস এই ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে। এর আগেও একাধিক মামলায় নাম জড়িয়েছে তাঁর। ফলে এবারে যদি এই অভিযোগ সত্যি হয়, তবে ফের বিপাকে পড়তে চলেছেন জনপ্রিয় গায়ক।