
দেবলীনা কুমার (Devlina Kumar) টলিউড (Tollywood) জগতের জনপ্রিয় মুখ। রাজনীতিক পিতার সুকন্যা, অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের নাতবৌ। নৃত্যশিল্পী হিসেবেই তাঁর পরিচিতি, কিন্তু বর্তমানে অভিনয় জগতেও পরিচিত মুখ হয়ে উঠেছেন। হামি, গোত্র, তীরন্দাজ শবর, মহালয়া এবং প্রাক্তনের মতো সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয় দেবলীনা। নিজেকে রীতিমত মেইনটেইন করে চলেন তিনি। শরীর চর্চায়-ডায়েটে এখন তাঁকে টোনড ফিগারে দেখা গেলেও আগে কিন্তু তিনি এমন ছিলেন না। তাই জন্যেই শুনতে হয়েছিল কুমন্তব্য।
দেবলীনার বয়স যখন কম ছিল, সেসময় বেশ ওজনদার ছিলেন তিনি। তাঁর দিকে ধেয়ে এসেছিল নানা মন্তব্য। দেবলীনাকে দেখেই অবধারিত 'বাবাহ, কী গোলগাল'-এর মতো মন্তব্য ছুটে এসেছিল। কেউ বলেছিলেন, 'বয়সের থেকে অনেক বড় লাগে', কেউ বলেছিলেন ,'এত মোটা নাচতে অসুবিধা হয় না?' কেউ আবার একধাপ এগিয়ে দেবলীনাকে, তাঁর বাবার স্ত্রী হিসেবে ধরে নিয়েছিলেন। সেই দিন পেরিয়ে দেবলীনা এখন ছিপছিপে চেহারায় এসেছেন। কিন্তু আজও সেই বাক্যবাণ ছুটে আসে তাঁর দিকে।
বর্তমানে ছিপছিপে চেহারায় দেবলীনাকে দেখে অনেকে বলেন, 'শাকচুন্নির মতো', কেউ বলেন 'লালিত্ব কমে গিয়েছে', কেউ আবার বলেন 'একটু কম ওয়ার্কআউট করো তো!' সমাজের এই নির্মম বাক্য এবং বিচারক মানসিকতা নিয়ে দেবলীনা সরব হয়েছেন। এত এত রকম কথা শুনে অভিনেত্রী বুঝেছেন,'যা ইচ্ছে হয় তাই কর।' নিজের এত কথা সামাজিক মাধ্যমে শেয়ার করার পিছনে আরও একটি কারণ রয়েছে।
মুক্তি পেয়েছে অরিত্র মুখার্জী পরিচালিত এবং ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত সিনেমা 'ফাটাফাটি'। এই সিনেমা সমাজের প্রতি এক বার্তা তুলে ধরতে চাইছে। সজোরে বলতে চাইছে 'যাঁরা মোটা, তাঁদের জীবন মোটামুটি নয় ফাটাফাটি'। এই বার্তায় সামিল হতে চেয়েছেন দেবলীনা। সমাজের প্রতি বার্তা দিয়েছেন, 'ফাটাফাটি' সিনেমার প্রচারও করেছেন একইসঙ্গে।