
বলি (Bollywood) পাড়ায় আবারও শোকের ছায়া। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লতকর (Sulochona latkar)। হিন্দি এবং মারাঠি সিনেমা মিলিয়ে মোট ২০০টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অধিকাংশ চরিত্র মায়ের, তাই একসময় তাঁকে বলিউডের 'মা' বলা হত। ভারত সরকারের অন্যতম সম্মান 'পদ্মশ্রী' পেয়েছিলেন অভিনেত্রী। বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন। রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকজ্ঞাপন করেছেন মাধুরী দীক্ষিত সহ বলিউড তারকারা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে লিখেছেন, 'সুলোচনা দেবীর প্রয়াণে ভারতীয় সিনেমায় শূন্যস্থান তৈরী হয়েছে। তাঁর ভুলতে না পারা পারফরম্যান্স আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং প্রজন্মের কাছে তাঁকে নিজের করে তুলেছে। চলচ্চিত্র জগতে তিনি কাজের মাধ্যমে রয়ে যাবেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।'
অন্যদিকে মাধুরী দীক্ষিত লিখেছেন, 'সুলোচনা মাসি সিনেমা জগতের অন্যতম মাধুর্যমণ্ডিত এবং ভালোবাসা প্রাপ্ত অভিনেত্রী। তাঁর অভিনীত আমার সবসময়ের পছন্দের ছবি হয়ে রয়ে যাবে 'সঙ্গীতা আইকা'। প্রত্যেকটি সিনেমায় তাঁর অভিনয় মনে রাখার মতো। আমাদের আলাপচারিতা আমার মনে পড়বে। ভারতীয় সিনেমায় তোমার প্রতিদান মনে থাকবে।'
অভিনেত্রীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন অভিনেতা রীতেশ দেশমুখও। প্রভাদেবী রেসিডেন্সে তাঁকে শায়িত রাখা হবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বিকেল ৫টা ৩০ মিনিটে শিবাজী পার্ক শ্মশানে তাঁর অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে।