
বলিউডের (Bollywood) সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বয়স যত বাড়ছে তিনি যেন সব সীমা পেরিয়ে জীবনদর্শন হয়ে উঠছেন। বলিউডে তাঁকে যে কেবল অভিনয়ের জন্য 'বিগ বি' বলা হয় না, তা এতদিনে অনেকেই বুঝে গিয়েছেন। মেধা-প্রজ্ঞা তাঁকে বিরাট পরিসরে নিয়ে গিয়েছে। শোনা যায়, তিনি নাকি বয়সে কম অভিনেতাদের 'আপনি' বলে সম্বোধন করেন। বয়সে ছোট হলেও সহ অভিনেতাদের প্রতি এই সম্মান প্রদর্শনের গল্প অনেকে শুনেছেন। এবার শেহেনশাকে ঘিরে আরও এক রহস্যের উত্তর পাওয়া গেল।
অভিনেতার মুম্বইয়ের বাড়ির নাম 'জলসা'। প্রত্যেক দিনই তারকার বাড়ির সামনে ভিড় জমান ভিন দেশ বা ভিন রাজ্য থেকে আসা ভক্তরা। কাজের ফাঁকে প্রতি রবিবার করে নাকি অমিতাভ তাঁদের সঙ্গে দেখা করেন। হেসে হাত নাড়েন, করজোড়ে প্রণাম করেন। বাড়তি আড়ম্বর দেখা যায় না তাঁর পোশাকে। তবে একটি বিষয় দেখার মতো। অমিতাভ যখন ভক্তদের সঙ্গে দেখা করেন, তখন তাঁর পায়ে জুতো থাকে না। এই ঘটনা নাকি একেবারেই ইচ্ছাকৃতভাবে করে থাকেন অভিনেতা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন অমিতাভ। ছবিতে দেখা গিয়েছে বাড়ির দরজায় দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। তাঁকে ঘিরে ভক্তদের দল। শীতপোশাকের ভিতর সাদা পাজামা-পাঞ্জাবি পরেছেন তিনি। কিন্তু পায়ে জুতো নেই। অভিনেতা এই ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, 'সবাই আমাকে জিজ্ঞেস করে কেন আমি ভক্তদের সঙ্গে খালি পায়ে দেখা করতে যায়? আমি তাঁদের উত্তরে বলি, রবিবারে আমাকে দেখতে আসা ভক্তরা মন্দির। আর মন্দিরে কী কেউ জুতো পরে যায়?' এই উত্তরে আবারও মন গলেছে নেটিজেনদের।