
সম্প্রতি এক পডকাস্টে ডিম্বাণু সংরক্ষণের বিষয়ে কথা বলেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সাধারণ মানুষ এই বিষয়টি নিয়ে তেমন সচেতন নয়, তাই এমন জরুরি বিষয় নিয়ে বিশেষ আলোচনা হয় না। তবে বলিউডের সঙ্গে জড়িত এমন অনেক ব্যক্তিত্ব এই বিষয়ে সচেতন। তাই আগে থেকেই মাতৃত্বের এক ধাপ এগিয়ে রেখেছেন। কে তাঁরা? জানুন।
প্রিয়াঙ্কা চোপড়া : ৩০ বছর বয়সে মা হতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু সেই সময় উপযুক্ত মানুষের অভাব ছিল জীবনে। মা স্ত্রীরোগ বিশেষজ্ঞ, তাঁর উপদেশেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন প্রিয়াঙ্কা। এরপর নিক জোনাসকে বিয়ে করে সারোগেসির মাধ্যমে মা হন তিনি।
তানিশা মুখোপাধ্যায়: ৩৩ বছরে নিজের ডিম্বাণু সংরক্ষণ করতে চেয়েছিলেন তানিশা। কিন্তু তাঁর চিকিৎসক সেই সময় তাঁকে বাধা দেয়। সাময়িকভাবে সেই চিন্তা স্থগিত রাখলেও পুরোপুরি ভুলে যাননি। ৩৯ বছরে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেনা তানিশা। যদিও এখনও মা হননি তিনি। তবে ভবিষ্যতে সেই পরিকল্পনা তিনি করতেই পারেন।
একতা কাপুর : মা হতে চেয়েছিলেন একতা কাপুর। কিন্তু তিনি বিয়ে করবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত ছিলেন না। তাই ৩৬ বছরে নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন। ২০১৯ সালে সারোগেসির দ্বারা মা হন তিনি। একতার কোল জুড়ে আসে পুত্র সন্তান।
মোনা সিং: অভিনেত্রী মোনা সিং নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছিলেন ৩৪ বছর বয়সে। বর্তমানে বিয়ে করেছেন। তবে নিজের সম্পর্ককেই সময় দিতে চান যিনি। ঘুরে বেড়াতে চান দেশে-বিদেশে। বাচ্চা ভালোবাসেন। ভবিষ্যতে সন্তানের কথা চিন্তা করবেন বলে জানিয়েছেন।