
বছরের শুরু থেকেই নেটিজেনদের কাছে চর্চিত কাপল হিসেবে ধরা দিয়েছেন কিয়ারা আদবানি (Kiara Advani) ও সিদ্ধার্থ মালহোত্রা (Siddharth Malhotra)। তাঁদের বিয়ে নিয়েও সোশ্যাল মিডিয়ায় চলে একাধিক পোস্ট। ফেব্রুয়ারি মাসেই সিড-কিয়ারা জুটি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন বলেও খবর ছিল। এবার সেই খবরে পড়লো সিলমোহর। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের ৪ তারিখেই মেহেন্দি পর্ব সারছেন তাঁরা।
জানা গিয়েছে, বিয়ের জন্যই সিদ্ধার্থ এবং কিয়ারা রয়েছেন রাজস্থানের জয়সলমিরে। চলতি মাসের ৬ তারিখ বিয়েও সেরে ফেলবেন বলিউড ডিভা কিয়ারা এবং পর্দার 'শেরশাহ'। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসের ৫ তারিখে মেহেন্দি হওয়ার কথা ছিল তবে সেই দিনটিকে এগিয়ে ৪ তারিখ করা হয়েছে। বিয়ের দিনে উপস্থিত ঘনিষ্ঠদের তালিকায় দক্ষিণী অভিনেতা থেকে বলিউডের পরিচালকদের নাম নথিভুক্ত। বিয়ের দিন সিদ্ধার্থ ও কিয়ারার ছবির গানে তাল মেলাবেন দুজনেই।
ইতিমধ্যেই দু'পক্ষের মেহেন্দি অনুষ্ঠান সম্পন্ন করতে জয়সলমিরে উপস্থিত হয়েছেন মেহেন্দি আর্টির্স্ট ভীনা নাগদা। দুপুর বা সন্ধ্যায় এই অনুষ্ঠান হতে পারে বলে খবর।