
বাংলার ব্যান্ডিট কুইন অর্থাৎ দেবী চৌধুরানীর (Devi Chowdhurani) জীবনী সিনেমার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন বাংলার দর্শক। শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় সিনেমার পর্দায় দেবী চৌধুরানীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Shrabonti Chatterjee)। ভবানীর চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অনুসরণ করেই এগোবে চিত্রনাট্য। সিনেমাটি মুক্তি পেতে চলেছে ২০২৪ সালে। শ্যুটিং শুরু হতেও ঢের দেরি। কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সিনেমার প্রস্তুতি।
এই সিনেমায় বেশ কিছু অ্যাকশন দৃশ্য থাকবে। সেইসব দৃশ্য পরিচালনা করবেন বিখ্যাত অ্যাকশন পরিচালক শ্যাম কৌশল। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেসব দৃশ্যে অভিনয় করার প্রস্তুতি সারছেন। পুরোনো দিনের অ্যাকশন দৃশ্য, তাই সেখানে ঢাল তরোয়ালের উপস্থিতি থাকবে। সেই সময়কালকে যাতে নিখুঁতভাবে ফুটিয়ে তোলা যায়, তার জন্য সচেতন পরিচালক।সিনেমার শ্যুটিং নাকি হতে চলেছে বঙ্গেই। সেই প্রস্তুতিও ধীরে ধীরে সেরে ফেলছেন পরিচালক।
শুধুমাত্র বাংলা নয়, হিন্দি-তামিল-ইংরেজি-কন্নড়-তেলেগু ও মালায়ালম ভাষাতে মুক্তি পাবে সিনেমাটি। ইংরেজদের সঙ্গে লড়াইতে বাংলার প্রথম মহিলা সংগ্রামীর চিত্রনাট্য ফুটে উঠবে সিনেমায়। শ্রাবন্তী ও প্রসেনজিৎ ছাড়াও সিনেমায় দেখা যাবে অর্জুন চক্রবর্তী, বিবৃতি চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিককে। সিনেমাটি দেখতে অধীর আগ্রহে রয়েছেন দর্শকেরা।