
২০২০ সালে ভক্তদের কাঁদিয়ে পরলোক গমন করেছিলেন অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। বলিউডের জনপ্রিয় অভিনেতার শূন্যস্থান আজও পূরণ হয়নি। ২০২২ সালে বলিউডে ডেবিউ করেন ইরফান পুত্র বাবিল খান (Babil Khan)। চরিত্রটি ছোট হলেও প্রথম কাজেই সকলের নজর কেড়েছেন বাবিল। বিরাট মাপের অভিনেতা বাবা তাঁর প্রথম কাজ দেখে যেতে পারলেন না, এই দুঃখ চাপা রয়েছে বাবিলের মনে। তাই মাঝেমধ্যেই সামাজিক মাধ্যমে বাবা ইরফান খানকে নিয়ে নানা পোস্ট করে থাকেন বাবিল।
সম্প্রতি বাবিল আবারও বাবার স্মৃতিতে কলম ধরেছেন সামাজিক মাধ্যমে।ইরফান যে অভিনেতা হওয়ার থেকেও বেশি বাবা হওয়ার গৌরব উপভোগ করতেন, সেকথা বাবিল লিখেছেন সামাজিক মাধ্যমে। বাবার একটি ছবিও দিয়েছেন সেই পোস্টে। অভিনেতা পুত্র লিখছেন, 'তুমি যখন আয়ানের চোখের দিকে তাকাতে সেই সময়গুলো খুব মনে পড়ে। সেই চোখে যেন আর কিছুই দেখা যেত না। একজন মানুষ হিসেবে যা কিছু অর্জন করা যায়, তার থেকে বেশি অর্জন করেছিলে তুমি। তারপরও আমার মনে হত অভিনেতা হওয়ার থেকেও বেশি যেন তুমি বাবা হতে ভালোবাসতে।'
বাবিলের লেখা এই পোস্ট পড়ে আবারও চোখে জল এসেছে ইরফান-অনুরাগীদের। এক নেটিজেন কমেন্ট করেছেন, 'তোমার দুঃখ আমাকেও ছুঁয়ে যাচ্ছে। আমিও ওঁকে খুব মিস করি।' আরেক নেটিজেন লিখেছেন, 'এই পৃথিবীতে তুমিই ইরফানের প্রতিচ্ছবি। তোমার মধ্যেই তোমার বাবা বেঁচে থাকবেন।'