
ক্রিকেট (Cricket) তারকাদের মধ্যে মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক তৈরী হয়েছিল অনেক আগেই। মহেন্দ্র সিং ধোনীর বায়োপিকও দর্শক দেখেছেন। এই তালিকায় অনেকদিন ধরেই ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) নাম শোনা যাচ্ছিল। দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের কন্যা ঐশ্বর্যা রজনীকান্ত সিনেমা পরিচালনা করবেন, এই খবরও শোনা গিয়েছিল। এমনকি ঐশ্বর্যার কলকাতায় মহারাজের বাড়িতে আসা নিয়েও কথা হয়েছে বিস্তর।
শোনা গিয়েছিল, সৌরভ গাঙ্গুলির চরিত্রে দেখা যেতে পারে রণবীর কাপুরকে। যদিও অভিনেতা জানিয়েছিলেন, এমন কোনও প্রস্তাব তাঁর কাছে যায়নি। এখন জল্পনা, দাদার চরিত্রাভিনেতা হিসেবে দেখা যেতে পারে আয়ুষ্মান খুরানাকে। কথাবার্তা নাকি এগিয়ে গিয়েছে অনেকটাই, এখন শুধু আনুষ্ঠানিক সই সাবুদ বাকি। সৌরভ গাঙ্গুলি নাকি নিজেই এই নির্বাচনে সমর্থন করেছেন। তবে এই খবর প্রকাশ্যে আসতে নেটিজেনদের কী প্রতিক্রিয়া?
সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়ে প্রথম থেকেই আগ্রহী বাংলার জনগণ। তাঁরা চাইছিলেন, দাদার চরিত্রে কোনও বাঙালি অভিনেতা অভিনয় করুন, যীশু সেনগুপ্ত ছিলেন এই পছন্দের তালিকায়। তবে সেই জায়গায় আয়ুষ্মানের নাম শুনে সামান্য নিরাশ হয়েছেন যেন নেটিজেনরা। নেট মাধ্যমে প্রবল আপত্তি জানাচ্ছেন অনেকে। একজন লিখেছেন, 'যীশুকে একেবারে দাদার মতো দেখতে লাগে। আয়ুষ্মানের সংলাপে বাংলা বসালে তা কি আদৌ ভালো শোনাবে!' যদিও এই খবর এখনও জল্পনা। সৌরভ গাঙ্গুলির চরিত্রে কাকে দেখা যাবে, তার কোনও চূড়ান্ত ঘোষণা করা হয়নি।