
৫৭ বছর বয়সে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত আশিষ বিদ্যার্থী (Ashish Vidyarthi)। ফ্যাশন ডিজাইনার রূপালি বড়ুয়ার (Rupali Barua) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ফের বিয়ের পিড়িতে বসার বিষয়টিকে অনেকেই প্রশংসা করেছেন। কিন্তু তাঁর এই পদক্ষেপে অনেকেরই কটূক্তি শুনতে হয় তাঁকে। এমনকি তাঁকে 'বুড্ডা', 'খুশট' বলে উল্লেখ করেছেন। আর এবারে এইসব কথারই উত্তর দিয়েছেন আশিষ বিদ্যার্থী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আশিষ বিদ্যার্থী প্রশ্ন করেছেন, 'বৃদ্ধ বলে কি আমাদের খুশি না হয়েই জীবনে মরে যাওয়া উচিত?'তিনি আরও বলেন, 'আপনি বৃদ্ধ বলে এগুলো করা উচিত নয়! সুতরাং আমাদের জীবনে খুশি না হয়েই মরে যেতে হবে? কেউ যদি সঙ্গী চায়, তবে কেন পাবে না সে?' এখানেই তিনি থেমে যাননি, তিনি আরও বলেছেন, 'এসব কমেন্ট করে আমরা একে অপরের মধ্যে দেওয়ালের সৃষ্টি করছি। একজন মানুষের নিজের পছন্দ বেছে নেওয়ার অধিকার রয়েছে।'