
শনিবার ছিল ইদ (Eid) আর এই উৎসবের সময়ে বি-টাউনে কোনও পার্টি হবে না, এটাও কখনও সম্ভব! অবশ্যই না, সলমন খানের বোন অর্পিতা শর্মা ইদের শুভ মুহূর্তে এক পার্টির আয়োজন করেছিলেন, যেখানে উপস্থিত ছিলেন বলিউড (Bollywood) তারকারা। প্রত্যেকবারই দেখা যায় সলমনের (Salman Khan) বাড়িতে ইদের দাওয়াত বসে, সেজেগুজে তারকারা হাজির হয়, নাচ-গানে জমে যায় পার্টি, এবার সেই পার্টিই দেখা গেল সলমনের বোন অর্পিতার বাড়িতে। ইদের জন্য বাড়িতে বিশেষ পার্টির আয়োজন করেছিলেন অর্পিতা খান শর্মা ও তাঁর স্বামী অভিনেতা আয়ুশ শর্মা। দেখে নিন কারা কারা এসছিলেন তাঁদের পার্টিতে।
পার্টিতে প্রথমেই যাঁকে দেখা যায়, তিনি হলেন সলমন খান। তাঁকে কালো শার্ট ও নীল জিন্সে দেখা যায়।
পার্টিতে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফও। পার্টিতে ওয়েস্টার্ন পোশাককে বাদ দিয়ে এথনিক পোশাকেই দেখা যায় ক্যাটরিনাকে। তিনি অফ-হোয়াইট রংয়ের আনারকালি চুড়িদার পরেছিলেন।
এছাড়াও পার্টিতে দেখা যায় সইফ পুত্র ইব্রাহিম, শেহনাজ গিল, কার্তিক আরিয়ান, মণীশ মলহোত্রাকে।
ঝলমলে পোশাকে সবার নজর কাড়লেন কঙ্গনা রানাউত, সুনীল শেট্টি, অনিল কাপুর, হুমা কুরেশি, দিয়া মির্জা, সোনাক্ষী সিনহা, রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া, টাব্বু, পলক মুচ্চল প্রমুখ।
পাপারাৎজিদের সামনে পোজ দিলেন অনিল কাপুর, সোহেল খান, আরবাজ খান, দিশা পাটানি।