
বিনোদন জগতে যেন শোকের ছায়া কাটতেই চাইছে না। একের পর এক অভিনেতা-অভিনেত্রীদের মৃত্যু ঘটেই চলেছে। এবারে প্রয়াত হলেন জনপ্রিয় ধারাবাহিক 'অনুপমা'-এর (Anupamaa) অভিনেতা নীতেশ পাণ্ডে (Nitesh Pandey)। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। বয়স হয়েছিল ৫১ বছর। নীতেশ অনুপমা ছাড়াও একাধিক ছবি ও সিরিয়ালেও কাজ করেছেন তিনি। বিনোদন জগতে পর পর তারকাদের মৃত্যুতে শোকস্তব্ধ টেলি ইন্ডাস্ট্রি।
সূত্রের খবর অনুযায়ী, শ্যুটিংয়ের জন্য ইগাতপুরী ছিলেন নীতেশ। সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার ভোররাত ২টোর সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এরপর সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয় বলে খবর। বুধবার সকালে নীতেশের শ্যালক ও প্রযোজক সিদ্ধার্থ নগর নীতেশের মৃত্যুর খবর দেন। তাঁর মৃত্যুর খবর সামনে আসার পরই টেলিভিশন জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনুপমা সিরিয়ালে তিনি ধীরজ কাপুরের চরিত্রে অভিনয় করছিলেন।
ছোট পর্দা হোক বা বড় পর্দা, দুই জায়গাতেই নীতেশ পাণ্ডে নাম বেশ জনপ্রিয়। ১৯৯০ সাল থেকে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত তিনি। ১৯৯৫ সালে 'তেজস' ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন। 'মঞ্জিলে আপানি', 'অস্তিত্ব... এক প্রেম কাহানি', 'সায়া', 'জুস্তজু' এবং 'দুর্গেশ নন্দিনি'র মতো ধারাবাহিকেও কাজ করেছেন। আবার 'ওম শান্তি ওম', 'দাবাং', 'খোসলা কা ঘোশলা এবং 'বাধাই দো'-এর মতো ছবিতেও কাজ করেছেন তিনি। বিনোদন জগতে তিনি প্রায় ২৫ বছর ধরে কাজ করে চলেছিলেন তিনি।