
চিত্রসমালোচক কমল রশিদ খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইন্দোরের জেলা আদালত। ২০২২ সালে অভিনেতা মনোজ বাজপেয়ী, কমল রশিদ খান ওরফে কেআর কে-র বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তিনি অভিযোগে বলেন, 'কেআর কে মাদকাসক্ত। ট্যুইটারে অভিনেতার সামাজিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন কমল।' তারপর নানা চেষ্টা করেও এই মামলা থেকে ছাড় পায়নি কমল।
২০২২ সালের জুলাই মাসে কমলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিযোগ, '২৬ জুলাই তাঁকে দু’টি ট্যুইটে হেনস্থা করেছিলেন কমল।' কমলের আইনজীবী জানান, যে টুইটার হ্যান্ডেল থেকে সেই টুইটগুলি করা হয়েছিল, সেটি ২০২০-র ২২ অক্টোবরে বিক্রি হয়ে গিয়েছে। তার দায়ভার কেন নেবেন কমল? অভিযোগ, মনোজ একা নয় টুইটারে একাধিকবার বলিউড অভিনেতাদের হেনস্থা করেছেন কমল। সলমন খান, শাহরুখ খান থেকে অনুষ্কা শর্মা—কেউই বাদ যাননি। মনোজের আইনজীবীর দাবি, টুইটার হ্যান্ডেল বিক্রির অজুহাত দিয়ে মামলায় শেষ হতে পারে না। তাই এই মামলা চলতে থাকবে। এই মামলার পরবর্তী শুনানি ১০-ই মে।