
'স্টুডেন্ট অফ দা ইয়ার' সিনেমার সেই শানায়া অর্থাৎ আলিয়া ভাট (Alia Bhatt) এখন অনেক বড় হয়েছেন। পরিণত হয়েছেন। সেই সময় যে আলিয়াকে দেখে অনেকে 'ন্যাকা' বলে মন্তব্য করেছিলেন, আজ তাঁরাও আলিয়ার অভিনয়ের প্রশংসা করতে বাধ্য হন। তাঁর পরিশ্রম কেরিয়ার সূচককে উপরের দিকে উঠতে সাহায্য করে চলেছে। বিশেষ করে ২০২২ থেকে যেন তাঁর জীবনে ভালো সময় শুরু হয়েছে। দিন কয়েক আগেই মেট গালায় ডেবিউ করেছিলেন তিনি। আবারও আন্তর্জাতিক স্তরে ভারতের নাম উজ্জ্বল করলেন আলিয়া।
আন্তর্জাতিক ব্যাগ প্রস্তুতকারক সংস্থা 'গুচি'র হয়ে ভারতের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন আলিয়া। নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে ব্র্যান্ডের হয়ে প্রথম বিজ্ঞাপনের ঝলক শেয়ার করেছেন আলিয়া। ভারতের অভিনেত্রী, প্রোডিউসার এবং নতুন উদ্যোক্তাকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে বেশ খুশি আন্তর্জাতিক ব্রান্ডও। ২০২৪ সালে 'গুচি'র হয়ে বিশ্বব্যাপী নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আত্মপ্রকাশ করবেন আলিয়া।
আলিয়ার সময়টা বেশ ভালোই যাচ্ছে। বলিউডের সীমা পেরিয়ে যেমন ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরে নিজেকে প্রতিষ্ঠা করছেন, একইসঙ্গে ব্যক্তিগত জীবনও গুছিয়ে নিচ্ছেন। অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করে গুছিয়ে সংসার করছেন আলিয়া। কন্যা 'রাহা'কে জন্ম দিয়েছেন। পরিবারের ছোট্ট সদস্যের সঙ্গেও চুটিয়ে মাতৃত্ব উপভোগ করছেন আলিয়া। নেটিজেনরা বলছেন, আলিয়া ধীরে ধীরে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠছেন।