
বিতর্ককে সঙ্গী করে বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে চলেছে সুদীপ্ত সেন (Sudipto Sen) পরিচালিত ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story)। মাত্র দশদিনে ১৩৬ কোটি টাকা কামিয়ে ফেলল এই ছবি। দেশের বক্স অফিস কালেকশনেই মাত্র কদিনে প্রায় ১৫০ কোটি ছুঁয়ে ফেলেছে। গত ৫ মে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেন পরিচালিত ছবি দ্য কেরালা স্টোরি। এই রবিবার, ১৪ মে ছবিটি দেশ জুড়ে মোট ২৩ কোটি টাকার ব্যবসা করে। একদিনে সর্বোচ্চ আয় করে রেকর্ড গড়ে ফেলল এই ছবি। আর ১১ দিনে মোট ১৪৬ কোটির ব্যবসা করেছে আদাহ শর্মার 'দ্য কেরালা স্টোরি'।
সূত্রের খবর, 'দ্য কেরালা স্টোরি' ২০২৩ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবিগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা ছবি। জানা গিয়েছে, প্রথম সপ্তাহে ছবিটি ৮১.১৪ কোটি টাকা রোজগার করে বক্স অফিসে। দ্বিতীয় সপ্তাহে সেটা ৫৫.৬০ কোটি ছাপিয়ে যায়। আর ১৫ মে-এর আয় মিলিয়ে মোট ব্যবসা করেছে ১৪৬.৭৪ কোটি। ফলে আশা করা হচ্ছে, তৃতীয় সপ্তাহেই এই ছবি ২০০ কোটির ক্লাবে প্রবেশ করতে পারে।