
কলকাতায় এসেছিলেন সারা আলি খান (Sara Ali Khan)। তবে রথ দেখার পাশাপাশি কলা বেঁচবেন বলেই কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। ২ জুন তাঁর সিনেমা 'জারা হাটকে জারা বাচকে' (Zara Hatke Zara Bachke) মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। অভিনেত্রীর কলকাতা আগমণ সেই সিনেমার প্রচারেই। তবে এর সঙ্গে কলকাতায় (Kolkata) নিজের কিছু ইচ্ছাপূরণ করতে চেয়েছিলেন নবাব-কন্যা। ছোট্ট এই কলকাতা সফরে রাস্তার ধারের ফুচকা খেতে চেয়েছিলেন। একইসঙ্গে কলকাতার রসগোল্লার স্বাদও পেতে চেয়েছিলেন। সব ইচ্ছা পূরণ হয়েছে সারার।
সারা কলকাতার রাস্তার দাঁড়িয়ে ফুচকা খেয়েছেন। কলকাতার রসোগোল্লাও খেয়েছেন। চুটিয়ে নিজের সিনেমার প্রমোশনও করেছেন। নিজের সামাজিক মাধ্যমে কলকাতা সফরের একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। ভিডিওর শুরুতে সারাকে ভাঙা ভাঙা বাংলায় বলতে শোনা গিয়েছে, 'নমস্কার বন্ধুরা। আমি এসে গেছি কলকাতায়।' এই শহরের ঐতিহ্য হলুদ ট্যাক্সিকেও ভোলেননি। ট্যাক্সি সফরও করেছেন অভিনেত্রী।
কিছুদিন আগে সিনেমার প্রোমোশনের জন্য সারা আলি খান এবং সহ অভিনেতা ভিকি কৌশল রাজস্থান গিয়েছিলেন। সেখানে গিয়ে গ্রামের বাসিন্দাদের সঙ্গে সময় কাটিয়েছেন। তাঁদের হাতের তৈরী রুটি সবজি খেয়েছেন। গ্রামের মহিলাদের সঙ্গে জমিয়ে নাচও করেছেন। কলকাতার পর তাঁরা কোথায় যান, সেইটাই দেখার।