
ঋতাভরী চক্রবর্তীর (Ritabhari Chakraborty) অভিনয়ে উত্তরণ টলিপাড়া থেকে। প্রথম অভিনয় করেছিলেন ছোটপর্দায়। কিন্তু যেভাবে তাঁর কেরিয়ারের গ্রাফ তরতরিয়ে উপরের দিকে উঠল, তেমন উদাহরণ বোধহয় টলিউডে খুব একটা দেখা যাবে না। ছোট পর্দা থেকে বড় পর্দা, টলিউড থেকে একেবারে বলিউডে চলে গেলেন তিনি। সিনেমা করলেন, ক্যাটরিনা কাইফের সঙ্গে বিজ্ঞপনের মুখ হলেন। তাই ঋতাভরীর পার্সোনালিটির ওজন যে আছে, তা বেশ বুঝেছে বলিউড জগতের সঙ্গে জড়িত ব্যক্তিত্বরা। ১২ মে আসতে চলেছে তাঁর সিনেমা 'ফাটাফাটি'(Fatafati)। তার জন্যই অভিনেত্রীর কাছে শুভেচ্ছা এল কত।
ঋতাভরীকে শুভেচ্ছা পাঠিয়েছেন সিনেমা সমালোচক তরণ আদর্শ। সিনেমার ট্রেলার নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে তিনি 'ফাটাফাটি'র পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন গায়ক স্বনন্দ কিরকিরে। এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন, অভিনেতা ইমরান হাশমি, অপারশক্তি খুরানা, পাভেল গুলাটি। শুভেচ্ছা জানিয়েছেন, গায়ক পলাশ সেন সহ আরও অনেকে।
হাতে গোনা কয়েকদিন তারপরেই কলকাতার সমস্ত সিনেমাহলে দেখা যাবে ,'ফাটাফাটি'। মুখ্য চরিত্রে অবশ্যই দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে। অভিনয় করবেন আবির চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। ফ্যাশন রোগা-মোটা শারীরিক গঠনের বাইরে বেরিয়ে ভালো লাগার। এই ধারণা প্রতিষ্ঠা করতে উড়ান নেবে 'ফাটাফাটি'।