
ফের পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha) খবরের শিরোনামে। এবারে তাঁদের ফের একসঙ্গে দেখা গেল অমৃতসরে (Amritsar)। তবে তাঁরা হঠাৎ অমৃতসরে কেন এসেছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এর মধ্যেই দু'জনকে দেখা গেল অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple)। ফলে এর থেকেই বোঝা যাচ্ছে, বিয়ের আগেই বাগদত্তাকে নিয়ে শ্রী হরমন্দির সাহিবে আশীর্বাদ নিতে পৌঁছে গিয়েছেন রাঘব। রাঘব-পরিণীতি দু'জনই সেই স্বর্ণমন্দিরের সামনে দাঁড়িয়ে একসঙ্গে ছবি তুলে তা সমাজমাধ্যমে শেয়ার করেছেন। দু'জনেই এই দিনটিকে 'বিশেষ' বলে উল্লেখ করেছেন।
আজ, শনিবার সকালে রাঘব-পরিণীতিকে অমৃতসর বিমানবন্দরে দেখা যায়। এরপরই তাঁদের দেখা যায় স্বর্ণমন্দিরে। তাঁদের এইসব ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে ভাইরাল। এদিন পরিণীতিকে দেখা যায় অফ-হোয়াইট রংয়ের সালোয়ার পরতে ও মাথায় ওড়না দিয়ে রয়েছেন। অন্যদিকে রাঘবের পরনে ছিল সাদা রংয়ের পাঞ্জাবি,প্যান্ট ও উপরে ধূসর রংয়ের জ্যাকেট।
মন্দির দর্শনের পর রাঘব-পরিণীতি দু'জনেই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন যে, আজকের স্বর্ণমন্দির দর্শন কতটা বিশেষ। কারণ আজ তাঁদের পাশে রয়েছেন জীবনের বিশেষ মানুষটি। প্রসঙ্গত, চলতি বছরেই শীতকালে তাঁরা বিবাহ-বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। ফলে তাঁদের বিয়ে দেখার জন্য মুখিয়ে বসে রয়েছেন তাঁদের অনুরাগীরা।