Breaking News
Deganga: গুরুতর অভিযোগ! মিড ডে মিলের চাল লুকিয়ে রাখা হচ্ছে স্কুলের শৌচালয়ে      Sujoykrishna: সুজয়কৃষ্ণের ভয়েস স্যাম্পেল টেস্টে 'ঢিলেমি'! এসএসকেএম-এর ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন      Recruitment Scam: এবারে দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে উদ্ধার নিয়োগ সংক্রান্ত একাধিক নথি!      Jyotipriya: এসএসকেএম-এও নেই স্বস্তি! সিসিটিভি ক্যামেরার নজরাধীন রাখার নির্দেশ আদালতের      CBI: কোথাও বিধায়ক, কাউন্সিলর, কোথাও ব্যবসায়ীর বাড়িতে হানা, রাজ্যজুড়ে ফের সক্রিয় সিবিআই      Mamata Banerjee: 'অনেক বিধায়কের কোটি কোটি টাকা', বিজেপি বিধায়কদের চাঁচাছোলা আক্রমণ মমতার      Amit Shah: লোকসভার আগে বিজেপির শাহী সভা যেন প্রেস্টিজ ফাইট, সভার লাইভ আপডেট      Suvendu: অসম্মানজনক আচরণ! শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু      Fraud: সেনা কর্মীর পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার, বৃদ্ধের ব্যাংক থেকে উধাও দেড় লক্ষ টাকা      ED: কখনও হৃদরোগ, কখনও বা মানসিক, কাকুর কণ্ঠস্বর নিয়ে ইডির সঙ্গে লুকোচুরি এসএসকেএমের     

খেলাধুলা

Dhoni: ধোনির ভক্ত, যুবকের কাণ্ড শুনলে অবাক হবেন!

বিয়ের কার্ডে এবার মহেন্দ্র সিং ধোনি। সেই কার্ড সামনে আসতেই ভাইরাল। দেশের প্রতিটি কোণেই মাহি ভক্তের শেষ নেই। তেমনই এক ধোনি ভক্ত ছত্তিশগড়ের দীপক। যাঁর বিয়ে এই মাসের সাত তারিখ। নিজের বিয়ের কার্ডে ধোনির ছবি দিয়ে থালা বলে সম্বোধনও করেছেন। পাত্রী গরিমাও এই কাছে সাহায্য করেছেন দীপককে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই বিয়ের কার্ড। রায়গড় জেলার বাসিন্দা এই দীপক।

সদ্য শেষ হওয়া আইপিএলেই দেখা গিয়েছে মহেন্দ্র সিং ধোনির ভক্তদের ঢল। কলকাতা থেকে আমেদাবাদ, সব মাঠই ভরে গিয়েছিল সরষে ফুলের মতো। ফাইনালের মঞ্চে দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ দিয়েও আরও একটি বছর মাঠে থাকার কথাই জানিয়েছিলেন মাহি। তবে সবটাই তাঁর শরীর উপর নির্ভর করছে বলেও দাবি করেছিলেন।

এরমধ্যেই মুম্বইয়ে তাঁর হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। ভাল আছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। তারমধ্যেই ভাইরাল হল তাঁর ছবি দিয়ে ছাপানো বিয়ের কার্ড।

6 months ago
IPL: আইপিএল মানসিকতা ছাড়তে হবে, দলকে বার্তা অজি অধিনায়কের

৭ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই দলই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের জন্য মুখিয়ে। ২০২৩ মরশুমে টেবিলের সবথেকে উপরে শেষ করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স মনে করছেন, আইপিএলের মানসিকতা ছেড়ে এবার বেরিয়ে আসতে হবে। আরও বেশি নিজেদের দেশের জন্য প্রস্তুত হবে।

আন্তর্জাতিক ক্রিকেটে আইপিএলের দাপট নিয়েও প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কামিন্স মনে করেন, এক দশক আগে থেকে আইপিএল ক্রিকেটকে বদলানো শুরু করেছে। ফ্র্যাঞ্চাইজি লিগের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন ট্রেন্ট বোল্ট। তারও প্রশংসা করেছেন কামিন্স। তিনি মনে করেন, আইপিএলের দাপটে আন্তর্জাতিক সূচি পরিবর্তিত হচ্ছে। গত বছরেও কেকেআরের হয়ে নামেন প্যাট কামিন্স। এবার ছিলেন না তিনি।

কামিন্স চান, তাঁর সতীর্থরা ফ্র্যাঞ্চাইজি লিগের থেকে দেশে খেলার বিষয়ে বেশি গুরুত্ব দিন। যদিও কামিন্স মনে করেন, আইপিএলের লোভনীয় প্রস্তাব ফেরানোও সম্ভব নয়। তবে দেশের জন্য বিশ্বকাপ জয়, বা বড় সিরিজ জয়কে গুরুত্ব দিতে চান কামিন্স।

6 months ago
Ruturaj Gaikwad: বান্ধবীর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন সিএসকে তারকা রুতুরাজ

জীবনের নতুন ইনিংস শুরু করলেন রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। বান্ধবী তথা ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের সঙ্গে শনিবার সাত পাকে বাঁধা পড়লেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) এই ব্যাটার।

শনিবার মহাবালেশ্বরে রুতুরাজ এবং উৎকর্ষার চার হাত এক হয়েছে। ইতিমধ্যেই বিয়ের একাধিক ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই ওপেনিং ব্যাটার। লিখেছেন, 'পিচ থেকে বিয়ের মণ্ডপ, পর্যন্ত আমাদের যাত্রা শুরু।'

সতীর্থর বিয়েতে আমন্ত্রিত ছিলেন শিবম দুবে, প্রশান্ত সোলাঙ্কির মতো একাধিক ক্রিকেটার। উপস্থিত না থাকলেও রুতুরাজকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ান, শ্রেয়স আয়ার, রশিদ খান, উমরান মালিক, মাহিশ থিকসানা, বেঙ্কটেশ আয়ারেরা।

6 months ago


Messi: সোশ্যাল মিডিয়ায় বিদায় জানিয়ে ফুটবল রাজা মেসিকে বিদায় ক্লাব প্যারি সাঁজার

বিদায় মেসি (Lionel Messi)। আধুনিক ফুটবলের রাজকুমারকে সরকারি ভাবে গুডবাই করে দিল তাঁর ক্লাব প্যারি সাঁজা (PSG)। শনিবার শেষ ম্যাচ খেলেই মাঠ ছেড়েছিলেন লিও। সোশ্যাল মিডিয়ায় (Social Media) এক ভিডিও পোস্টে ক্লাবের তরফে জানানো হয়েছে, সাতবারের ব্যালন জয়ীকে ধন্যবাদ। এই কয়েক বছরে মেসি তাদের ঘরের ছেলে হয়ে উঠেছিল। মেসির জন্য চ্যাম্পিয়ন্স লিগ এবং লিগ ওয়ান খেতাব জয় বলেই জানিয়েছে ফরাসি এই ক্লাব।

সবাই ভেবেছিলেন নিজের সেরাটা দিয়েই প্যারিসকে বিদায় জানাবেন। কিন্তু ফরাসি ক্লাবের শেষ দিনে তিনি আটকে গেলেন। তিনি লিওনেল মেসি। লিগ জেতা হয়ে গিয়েছিল। তবু শেষ ম্যাচে হেরে শেষ হল তাঁর প্যারিসের শেষ রাত। লিগের শেষ ম্যাচে ক্লেরমের কাছে তিন-দুই গোলে হেরেই লিগ জয়ের উৎসব মঞ্চে উঠতে হল এমবাপে, নেইমারদের। আর একরাশ বিষন্নতা নিয়েই মাঠ ছাড়লেন লিওনেল মেসি।

এই ম্যাচ ছিল মেসির পাশাপাশি সার্জিও রামোসেরও শেষ ম্যাচ। তাই উৎসবের আবহে শুরু হয়েছিল। পরিবার নিয়ে প্যারিসকে শেষ বিদায় জানাতে মাঠে নেমেছিলেন লিও। তবে এই ম্যাচে আরও একজনও জায়গা করে নেনে তিনি সার্জিও রিকো। যিনি ফরাসি এই ক্লাবের হয়ে একটি ম্যাচও খেলেননি। কিন্তু দুর্ঘটনায় জখম রিকো এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাই তাঁর জন্য এই ম্যাচে মাঠে নেমেছিলেন সাঁজার ফুটবলাররা।

পিছিয়ে থেকে শুরু। তারপর আবার ম্যাচে ফিরে আসা। সবকিছুই হল। কিন্তু মেসি যেন আনমনা। দ্য লাস্ট ইভনিং আ প্যারিস। বর্ষা আসার আগেই মেসি চলে যাচ্ছেন। আরও যেন মন ভার কবিতার এই শহরের। কারণ সবুজ গালিচায় কে চালাবেন ওই সূক্ষ্ম কলম। যার থেকে তৈরি হবে ফুটবলের নানা ছড়া এবং ছন্দ।

6 months ago
Jersey: নতুন জার্সিতে ভারতীয় ক্রিকেট দল, প্রকাশে এল ভিডিও

আর মাত্র কয়েকদিন বাকি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপ (Test Championship) ফাইনালে খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার আগে অ্যাডিডাসের (Adidas) নতুন জার্সিতে দেখা গেল টিম ইন্ডিয়াকে (India)। অ্যাডিডাসের সাইটে টিম ইন্ডিয়ার নতুন জার্সি দেখা গিয়েছে। সেই প্রমোশনাল ভিডিয়ো পোস্ট করেছে বিসিসিআইও।  

ভিডিয়োতে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা, প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারা। বিরাট ও রোহিতকে ওয়ানডে ও টেস্ট জার্সি, দুটি পরেই দেখা গিয়েছে। আছেন শুভমান গিল, মেয়েদের টিমের অধিনায়ক হরমনপ্রীত কাউর ও স্মৃতি মান্ধানা। আগামী ৭ জুন থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে ভারত। 

আইপিএল চলাকালীন টিম ইন্ডিয়ার জার্সি পরে দেখা যায় কিছু ক্রিকেটারকে। এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি এই জার্সির।

6 months ago


Cricket: সদ্য শেষ আইপিএল, ক্রিকেটারদের ১ মাস ছুটি দিলো বোর্ড

সদ্য শেষ হল আইপিএল (IPL)। এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (Test Championship) ফাইনাল। টানা খেলা চলছে, বিশ্রামই পাচ্ছেন না ভারতীয় দলের (Indian Team) ক্রিকেটাররা। তবে, কোহলি, রোহিত শর্মাদের জন্য একটাই স্বস্তির খবর যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন তাঁরা। ১১ জুনের পর থেকে টানা একমাস ছুটি ভারতীয় দলের। তারপর আগামী কয়েকমাস আবার টানা খেলতে হবে।

বিসিসিআই-এর তরফে ভারতীয় দলের যে সূচি, তাতে জানা গিয়েছে, টেস্ট বিশ্বকাপের ফাইনাল শেষ হচ্ছে ১১ জুন। তারপর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত কোনও খেলা নেই। একমাসের অবসর পাবে ভারতীয় দল। ১২ জুলাই আবার ওয়েস্ট ইন্ডিজ সফর। সেখানে দু’টি টেস্ট, তিনটি এক দিনের ম্যাচ এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত।

অগস্টে আবার রয়েছে এশিয়া কাপ। তারপর ৫ অক্টোবর থেকে শুরু হবে এক দিনের বিশ্বকাপ। এরপর দক্ষিণ আফ্রিকা সফর। অর্থাৎ জানুয়ারি পর্যন্ত পর পর ম্যাচ রয়েছে ভারতীয় দলের।

6 months ago
Messi: কেবল সময়ের অপেক্ষা, পিএসজির হাত ছাড়ছেন মেসি, জানিয়ে দিলেন কোচ

এই মরশুমেই শেষ। ফরাসি ক্লাব প্যারিস সাঁ জাঁ ছাড়ছেন লিওনেল মেসি। বৃহস্পতিবার একথা জানিয়ে দিলেন ক্লাবের কোচ ক্রিস্টোফ গালতিয়ে। প্যারিস ছাড়লেও মেসি কোন ক্লাবে যাচ্ছেন, তা জানা যায়নি।

বৃহস্পতিবার পিএসজির কোচ গালতিয়ে জানিয়েছেন, "ফুটবল ইতিহাসে সেরা খেলোয়াড়কে কোচিং করানোর অভিজ্ঞতা পেয়েছি। শনিবার ঘরের মাঠে ক্লেমন্টের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবেন।"  মে মাসের শুরুতেই পিএসজি ছাড়ার কথা প্রথম প্রকাশ্যে আসে। পিএসজি-কে এই সিদ্ধান্ত জানান  মেসির বাবা। সৌদি আরবের আল হিলাল ও মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি মেসিকে নিতে আগ্রহী। তালিকায় রয়েছে মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনাও।

২০২০ সালে বার্সা ছাড়়েন লিওনেল মেসি। ২ বছরের চুক্তি ছিল তাঁর। প্রথম মরশুম ভাল কাটলেও দ্বিতীয় মরশুম থেকে সমস্যা হচ্ছিল। পিএসজি সমর্থকদের বিদ্রুপ সহ্য করতে হয়। বিশ্বকাপ জয়ের পর সেই বিদ্রুপ আরও বাড়ে। এরই মধ্যে ক্লাবকে না জানিয়ে সৌদি আরবে যাওয়া নিয়ে মেসিকে নির্বাসিত করে পিএসজি।

6 months ago
Dhoni: সফল হাঁটুর অস্ত্রোপচার, দু-দিন হাসপাতালে কাটিয়ে ছাড় পাবেন মাহি

সফল হয়েছে ভারতীয় ক্রিকেট (Indian Cricket) দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর অস্ত্রোপচার। সূত্রের খবর, আপাতত ভাল আছেন তিনি। চেন্নাইয়ের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার রেশ কাটতে না কাটতেই মুম্বইয়ের (Mumbai) কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার করালেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বৃহস্পতিবার সকালেই সাফল্যের সঙ্গে ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাসি বিশ্বনাথন। ধোনি সুস্থ রয়েছেন এবং দিন দুই হাসপাতালে কাটিয়ে ছাড়া পেয়ে যাবেন বলেও জানা গিয়েছে।

চলতি মরশুমের আইপিএল চলাকালীন মাহির বাঁ হাঁটুতে চোট লাগে। সেই চোট নিয়েই মাঠে নেমেছিলেন তিনি। আইপিএল শেষ হতেই বুধবার হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন ধোনি। চিকিৎসকেরা দেরি না করে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। সেই মতো বৃহস্পতিবার অস্ত্রোপচার হয় তাঁর।

6 months ago


Ruturaj: বিয়ে করছেন সিএসকে তারকা রুতুরাজ, পাত্রী কে জানেন!

বিয়ে করছেন চেন্নাই সুপার কিংসের (CSK) তারকা ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। ৩ জুন বান্ধবী উৎকর্ষা পওয়ারের (Utkarsha Power) সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। সম্প্রতি, আইপিএল ফাইনালে স্টেডিয়ামে রুতুরাজের হয়ে, চেন্নাইয়ের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁকে। ম্যাচের পর সাজঘরে ধোনি ও রুতুরাজের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে উৎকর্ষাকে। সেসব ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কে এই উৎকর্ষা? জানা গিয়েছে, রুতুরাজের হবু স্ত্রীও নাকি ক্রিকেটার।

১৯৯৮ সালের ১৩ অক্টোবর জন্ম উৎকর্ষার। মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট খেলতেন। অলরাউন্ডার ছিলেন। দেড় বছর আগে শেষবার রাজ্যের হয়ে খেলেছেন তিনি। ২০২১ সালে মহিলাদের একদিনের ট্রফিতে তিনি পঞ্জাবের বিরুদ্ধে খেলেছিলেন। এখন ক্রিকেট ছেড়ে পুনের একটি বেসরকারি সংস্থায় পড়াশোনা করছেন তিনি।

6 months ago
Mohun Bagan: বৃহস্পতিবার থেকেই এটিকে মোহনবাগানের নাম বদলে মোহনবাগান সুপারজায়ান্ট

আজ অর্থাৎ ১লা জুন বৃহস্পতিবার থেকে নতুন নামে মোহনবাগান (Mohun Bagan)। এটিকের (ATK) পরিবর্তে এদিন থেকে সবুজ মেরুনের নতুন নাম হল মোহনবাগান সুপার জায়ান্টস। মোহনবাগানের বোর্ড সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেন বাগান সমর্থকেরা। গত ১৮ মার্চ নতুন নামের ঘোষণা করেছিলেন টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর সুপার কাপেও এটিকে মোহনবাগান নাম নিয়েই খেলেছে দল। ৭৫ দিনের মাথায় এবার নতুন নামে সবুজ-মেরুন।

এই শতাব্দী প্রাচীন ক্লাবের নাম পরিবর্তন মার্টিনেজ আসার আগেই। উল্লেখ্য, আগামী ৪ জুলাই মোহনবাগানে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইতিমধ্যেই ক্লাবের জন্য সই করা বল ও জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার।

6 months ago


Dhoni: আইপিএল জিতেই হাঁটুর চিকিৎসা ধোনির! হতে পারে অস্ত্রোপচার

অবসর যে নিচ্ছেন না সেটা আগেই জানিয়েছিল চেন্নাই (CSK) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MSD)। পঞ্চমবার আইপিএল জিতে মাঠে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপরেও মনে করা হচ্ছে, আগামী বছর চেন্নাই দলে বদলে যেতে পারে তাঁর ভূমিকা। কারণ, আগামী কয়েকদিনের মধ্যেই হাঁটুতে অস্ত্রোপচার করতে পারেন ধোনি। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাঁকে কতদিনের বিশ্রামের কথা বলবেন, মূলত তার উপরেই নির্ভর করছে ধোনির মাঠে ফেরা। যদিও ধোনি নিজে দাবি করেছেন, তাঁর হাতে এখনও আট থেকে নয় মাস সময় আছে। তবুও, আগামী বছর মাঠ না ডাগআউট, কোথায় থাকবেন ধোনি, সেই আগ্রহ এখন থেকেই তৈরি হল।

হাঁটুর ব্যথা নিয়ে এই মরশুমে পুরো আইপিএল খেলছেন ধোনি। একবারের জন্য বুঝতে দেন চোটের কথা। তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন উঠলেও, বারবার তা সুকৌশলে এড়িয়েছেন ধোনি। তবে ফাইনালের দিন সবাইকে চমকে দিয়ে হঠাৎ করেই চার নম্বরে ব্যাট করতে মাঠে নেমেছিলেন তিনি। আমেদাবাদের ৭৫ হাজার দর্শক কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। শূন্য করলেও, দল চ্যাম্পিয়ন হয়েছে।

ধোনির সংস্থা থেকেই দাবি করা হয়েছে, আর নয়। এবার সত্যিই হাঁটুর চিকিৎসা করাবেন ধোনি। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই মুম্বইয়ে হতে পারে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার। তারপরেই ঠিক হবে মাঠ না মাঠের বাইরে কোথায় দেখা যাবে ধোনিকে।

6 months ago
IPL Final: বিরিয়ানি থেকে কন্ডোম, আইপিএল ফাইনালে অবাক করা বিক্রির তালিকা

বৃষ্টির জন্য রবিরার ভেস্তে গিয়েছিল আইপিএল-এর ফাইনাল ম্যাচ (IPL Final Match)। ফলে সোমবার গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও চেন্নাই সুপার কিং-এর (Chennai Super King) খেলা দেখতে মুখিয়ে বসেছিলেন ক্রিকেটপ্রেমীরা। এরপর অবশেষে সোমবার ধোনি ও পান্ডিয়ার খেলা দেখতে পারলেন ভারতবাসী। কিন্তু এই খেলা দেখার মধ্যেই আরও এক কাণ্ড ঘটে গেল, যা নিয়ে তোলপাড় নেটপাড়া। সোমবার ম্যাচ চলাকালীন খাবার সরবরাহকারী সংস্থা সুইগি এমন এক মজাদার টুইট করেছে, যা এখন সমাজমাধ্যমে ভাইরাল। 'সুইগি' থেকে জানানো হয়েছে, ম্যাচের দিন যেমন বিক্রি হয়েছে বিরিয়ানি (Biryani), তেমনি দেদার বিক্রি হয়েছে কন্ডোম। ফলে সমাজমাধ্যমে ঠাট্টা-মশকরা করে নেটিজেনরা বলছেন, 'প্রকৃতপক্ষে কে জিতল ধোনি না বিরিয়ানি?'

সোমবার ম্যাচ চলাকালীন সুইগি টুইট করে জানিয়েছে, 'এই মরশুমে সবথেকে বেশি অর্ডার করা খাবারের মধ্যে ট্রফি জিতেছে বিরিয়ানি। প্রতি মিনিটে ২১২ টি প্লেট অর্ডার করা হয়েছে বিরিয়ানি। মোট ১২ মিলিয়নের মতো বিরিয়ানি প্লেটের অর্ডার এসেছে।' আবার সুইগি থেকে আরও একটি টুইট করা হয়েছে, যেখানে লেখা রয়েছে, '২৪২৩ টি কন্ডোম সুইগির মাধ্যমে ডেলিভার করা হয়েছে। মনে হচ্ছে, আজকের এই ২২ জন খেলোয়াড় ছাড়াও আরও অনেক খেলোয়াড় রয়েছে।' আর এই টুইট নেটাগরিকদের নজরে আসতেই ঠাট্টা-মশকরায় মেতেছে নেটিজেনরা।

6 months ago
Neeraj: অনুশীলনে চোট পেলেন নীরজ, নাম তুললেন প্রতিযোগিতা থেকে

অনুশীলনে চোট পেলেন অলিম্পিকের (Olympic) সোনাজয়ী অ্যাথলেট নীরজ চোপড়া (Neeraj Chopra)। আসন্ন নেদারল্যান্ডসের প্রতিযোগিতায় খেলতে পারবেন না তিনি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন নীরজ। যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন।

সোমবার চোট পাওয়ার কথা নিজেই জানিয়েছেন নীরজ। জ্যাভলিন তারকা লেখেন, "চোট খেলার অঙ্গ। সম্প্রতি অনুশীলনের সময় পেশিতে চোট পেয়েছি। চিকিৎসকদেরও পরামর্শ নিয়েছি। চোট যাতে আর না বাড়ে, তার জন্য কোনও ঝুঁকি নিতে চাইছি না।"

আগামী ৪ জুন থেকে নেদারল্যান্ডসে ফ্যানি ব্ল্যাঙ্কার্স কোয়েন প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছেন নীরজ। কয়েকদিন আগেই জ্যাভলিন ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে এসেছেন নীরজ।

6 months ago


Test: রুতুরাজের বদলি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ দলে জায়গা যশস্বীর

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship) আগে ভারতীয় (India) দলে ফের পরিবর্তন। এবার রোহিত শর্মাদের দলে যোগ দিচ্ছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে উদীয়নমান প্রতিভা যশস্বী জয়সওয়াল (Jaisawal)। তাঁকে রুতুরাজ গাইকোয়াডের বদলে ইংল্যান্ড পাঠানো হচ্ছে। মূলত স্ট্যান্ডবাই দলে থাকবে যশস্বী। রবিবার ফাইনাল খেলে রুতুর লন্ডন যেতে পাঁচ তারিখ হয়ে যাবে। বোর্ড সেই কারণে চেন্নাইয়ের এই ব্যাটারের বদলি হিসাবে যশস্বীকে ভারতীয় দলে সঙ্গে যোগ দিতে নির্দেশ দিয়েছে। 

এই আইপিএলে যশস্বী ব্যাট দেখার পর অনেক প্রাক্তনই দাবি করেছিলেন, উত্তরপ্রদেশের এই ছেলেটার অবিলম্বে জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত। সুনীল গাভাসকরের দাবি ছিল, টি-টোয়েন্টি ফরম্যাটে এই টেকনিক নিয়ে যিনি ব্যাট করেন, তাঁর টেস্ট দলে সুযোগ পাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। হয়তো বিলেতের মাটিতে এখনও সরকারি ভাবে তাঁর গায়ে জাতীয় দলের জার্সি উঠছে না। তবুও স্ট্যান্ডবাই ব্যাটার হিসাবে ডাক পাওয়াকে বেশ বড় ঘটনা বলেই দাবি করেছেন যশস্বীর কোচ জওয়ালা সিং। 

একইসঙ্গে তিনি জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ একুশ বছরের যশস্বীর কাছে অনেক বড় হোমওয়ার্ক হতে পারে। উল্লেখযোগ্য, বিলেতে মাটিতে আরও একজন নিজের ছাত্রকে পেলেন রাহুল, দ্রাবিড়। আগেই শুভমন গিল ছিলেন, এবার তাতে যোগ দিলেন যশস্বী জয়সওয়াল।

6 months ago
World cup: আসন্ন একদিনের বিশ্বকাপের সূচি কবে প্রকাশ করা হবে? জানুন

একদিনের বিশ্বকাপের (World Cup) সূচি কবে প্রকাশ করা হবে? জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Joy Shah)। বছর শেষে একদিনের বিশ্বকাপ। কিন্তু, সূচি এখনও প্রকাশ করেনি বোর্ড। তবে, এবার অপেক্ষা অবসান হতে চলেছে। জয় শাহ জানিয়েছেন, ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলাকালীনই সূচি প্রকাশ করা হবে। তাছাড়া, এশিয়া কাপের বিষয়টিও চূড়ান্ত হয়ে যাবে। উল্লেখ্য, আগামী ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। 

বোর্ড সচিব জয় শাহ বলেন, 'আইসিসির বিশ্ব টেস্ট ফাইনাল চলাকালীনই সাংবাদিক বৈঠক করে বিশ্বকাপ কোন কোন মাঠে খেলা হবে তা জানিয়ে দেওয়া হবে। পুরো সূচিও প্রকাশ করা হবে। এ ছাড়া, এশিয়ার কাপের ভবিষ্যতও স্থির হয়ে যাবে।' উল্লেখ্য, আইপিএলের ফাইনাল দেখতে এশিয়ার সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানিয়েছে বোর্ড। ফাইনালের পরে বৈঠক হবে। সেই বৈঠকেই চূড়ান্ত হবে এশিয়া কাপের বিষয়টি।

আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (ICC) তরফে জানানো হয়েছিল, ৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হতে পারে। প্রায় ৪৫ দিন ধরে খেলা চলবে। ফাইনাল হতে পারে ১৯ নভেম্বর। যদিও, এই দিনক্ষণ চূড়ান্ত নয়। সেই চূড়ান্ত সূচি প্রকাশ করা হতে চলেছে শীঘ্রই।

6 months ago