Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

খেলাধুলা

Virat Kohli: ওয়ার্ল্ড কাপের আগেই দর্শকদের কাছে অনুরোধ করলেন বিরাট, কী লিখলেন তিনি

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের (World Cup 2023) দামামা বেজে গিয়েছে। ৫ অক্টোবর, বৃহস্পতিবার শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে ময়দানে সমুখ সমরে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। তারই আগে সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট দিলেন বিরাট। খানিকটা বিরক্তি ও হিউমর মিশ্রিত পোস্ট দিয়েছেন ভারতীয় দলের এই খেলোয়াড়। সেই পোস্টে আবার বিরাটের (Virat Kohli) সঙ্গে তালে তাল মিলিয়েছেন অনুষ্কা।

বিরাট আজ তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে লিখেছেন, 'যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপের কাছে চলে এসেছি। আমি বিনম্রভাবে আমার সমস্ত বন্ধুদের জানাতে চাইব আমাকে এই পুরো ম্যাচ চলাকালীন টিকিটের জন্য অনুরোধ না করতে। বাড়ি থেকেই উপভোগ করুন দয়া করে।'


বিরাটের এই পোস্ট নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করে অনুষ্কা লিখেছেন, 'এবং আমাকে আরেকটু যুক্ত করতে দিন। আপনাদের মেসেজের যদি কোনও উত্তর না আসে তাহলে আমার কাছে অনুরোধ করবেন না। ধন্যবাদ আমাকে বোঝার জন্য।'


প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ শুরু হলেও ভারতকে ময়দানে দেখতে একটু অপেক্ষা করতে হবে দর্শকদের। ৮ অক্টোবর রবিবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

7 hours ago
Asian Games: এশিয়ান গেমসে ভারতের মুখ উজ্জ্বল করল 'সোনার' মেয়ে পারুল চৌধরী

চলতি বছর এশিয়ান গেমসে (Asian Games 2023) আবারও ভারতের মুখ উজ্জ্বল হল। ভারতকে সোনা এনে দিল পারুল চৌধরী (Parul Chaudhary)। হাংঝৌ-তে মহিলাদের ৫০০০ মিটার দৌড়ে সোনা এনে দিলেন তিনি। এর আগে ৩০০০ মিটার স্টিপলচেজে ভারতকে রুপো এনে দিয়েছিলেন তিনি। এবার ছিনিয়ে নিলেন সোনা। শুধু তাই নয়, ভারতের জন্য নয়া রেকর্ডও গড়লেন। এর আগে ৫ হাজার মিটার দৌড়ে সোনা ছিল না ভারতের কাছে। এই জয় ঐতিহাসিক মাইলস্টোন তো বটেই। 

১০টি ল্যাপের এই রেসে চতুর্থ স্থানে ছিলেন পারুল। রেসের প্রথম দিকে মনে হয়েছিল চলতি বছর এশিয়ান গেমসের দৌড়ে ভারতকে রুপোতেই খুশি থাকতে হবে। কিন্তু যত সময় এগোতে থাকে প্ৰতিদ্বন্দ্বিদের ফেলে ক্রমশ ব্যবধান কমতে থাকে। রুদ্ধশ্বাস কয়েক মিনিট পেরিয়ে জাপানের রিরিকা হিরোনাকাকে পিছনে ফেলে জয়ের হাসি হাসে ভারতের সোনার মেয়ে।

চলতি বছর এশিয়ান গেমসে ৩ অক্টোবর পর্যন্ত ৬৭টি মেডেল এসেছে ভারতের ঘরে। এর মধ্যে রয়েছে ১৫টি সোনা, ২৬টি রূপো এবং ২৮টি ব্রোঞ্জ। এই অর্জন নিঃসন্দেহে ভারতের মুখ উজ্জ্বল করছে।

yesterday
Asian Games: নন্দিনীকে 'রূপান্তরিত' বলে খোঁচা বাংলার মেয়ে স্বপ্নার, পদক ফেরত চাইলেন

সোমবার সকাল থেকেই আলোচনায় বাংলার মেয়ে স্বপ্না বর্মন (Swapna Barman)। চলতি বছরের এশিয়ান গেমসে অংশ নিয়েছিলেন তিনি। ৮০০ মিটার মহিলা হেপ্টাথলন এর প্রতিযোগী ছিলেন তিনি। জাকার্তা এশিয়ান গেমসে (Asian Games 2023) স্বর্ণ পদক এনে দিয়েছিলেন স্বপ্না। তাই তাঁকে নিয়ে আশা বেড়েছিল সকলের। যদিও হাংঝৌতে ভালো ফল করতে পারলেন না তিনি। হেপ্টাথলনে চতুর্থ হয়েই থেমেছে তাঁর দৌড়। সেই জায়গায় ভারতের হয়ে ব্রোঞ্জ ছিনিয়ে এনেছেন নন্দিনী আগাসারা (Nandini Agasara)। সতীর্থর বিরুদ্ধেই এবার নিজের ক্ষোভ উগরে দিলেন স্বপ্না।

এশিয়ান গেমসে নন্দিনীর বিপরীতে হার, মেনে নিতে পারছেন না স্বপ্না।  তাই নাম না করেই সামাজিক মাধ্যমে নন্দিনীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন তিনি। সামাজিক মাধ্যমের পোস্টে স্বপ্না লিখেছেন, 'হাংঝৌ, চিনে অনুষ্ঠিত হয়েছিল ১৯তম এশিয়ান গেমস। আমি আমার এশিয়ান গেমস ব্রোঞ্জ মেডেল একজন রূপান্তরিত মহিলার কাছে হারিয়েছি। যেহেতু এটি অ্যাথলেটিক্স-এর নিয়ম বিরুদ্ধ, তাই আমি আমার মেডেল ফেরত চাই।'

স্বপ্নার এই মন্তব্য থেকেই আলোচনার সূত্রপাত হয়েছে। প্রসঙ্গত এর আগে নন্দিনীর বিরুদ্ধে কেউ এমন অভিযোগ তোলেননি। ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থাও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। নন্দিনীর বিরুদ্ধে স্বপ্নার এমন মন্তব্যে সামাজিক মাধ্যমেও আলোড়ন সৃষ্টি হয়েছে। বহু নেটিজেন এমন অভিযোগের স্বপক্ষে প্রমাণ চাইছেন। আবার অনেকে স্বপ্নার পাশে দাঁড়িয়েছেন।

3 days ago


Asian Games: দলগত ও ব্যক্তিগত, এশিয়ান গেমসের শুটিংয়ে দুই ইভেন্টেই পদক জয় ভারতের

শুটিংয়ে ফের সোনা ভারতের। ৫০ মিটার ট্র্যাপে দলগত ইভেন্টে সোনা জিতলেন পৃথ্বীরাজ তোন্ডাইমান, কাইনান চেনাই ও জোরাভার সিং। তাঁদের স্কোর ছিল ৩৬১। ছেলেদের টিম সোনা জয়ের পাশাপাশি মেয়েদের টিমও ট্র্যাপ ইভেন্টে রুপো জিতেছে। রাজেশ্বরী কুমারী, মণীশা কির ও প্রীতি রাজকের স্কোর ছিল ৩৩৭। এই ম্যাচেও সোনার পদকের জন্য প্রত্যাশা করেছিল ভারত।

রবিবার সকালে অল্পের জন্য সোনার পদক মিস করেছেন গলফার অদিতি অশোক। এবার ৫০ মিটার ট্র্যাপে দলগত ইভেন্টে সোনা ও রুপো পুরুষ ও মহিলা টিমের। রবিবার ইতিমধ্যেই তিনটি পদক এল দেশে। দিনের শেষে কতগুলি পদক আসে, তার দিকে তাকিয়ে ক্রীড়াপ্রেমীরা।

দলগত ইভেন্ট ছাড়াও ব্যক্তিগত ইভেন্টেও শুটিংয়ে পদক। কাইনান দারিউস চেনাই ছেলেদের ৫০ মিটার ট্র্যাপ ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন।

এদিন ৫০ মিটার ট্র্যাপে ছেলেদের ফাইনালে প্রথম ৬ জনের মধ্যে ছিলেন দুই ভারতীয়। চেনাই ছাড়াও লড়াইয়ে ছিলেন জোরাভার সিং। প্রথম পাঁচ রাউন্ডের পরই তিনে উঠে আসেন চেনাই দারিউস। শীর্ষে ছিলেন কুয়েতের তালাই আল রশিদি। দুই নম্বরে ছিলেন চিনের কুই ইয়িং। এরপরই ব্রোঞ্জ জিতে নেন চেনাই।

3 days ago
ISL: হায়দরাবাদকে ২-১ গোলে হারিয়ে আইএসএলের প্রথম জয় পেল ইস্টবেঙ্গল

এক ব্রাজিলিওর পায়ে স্বস্তি পেলেন এক স্প্যানিশ। শনিবার যুবভারতীতে আইএসএল-এর ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল ইস্টবেঙ্গল। এই প্রথম তাঁরা হারাল হায়দরাবাদ এফসি-কে। ম্যাচের ফল ২-১।  জোড়া গোলের নায়ক ক্লেটন সিলভা।

এদিন আইএসএল-এর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছিল লাল হলুদ , প্রথম ম্যাচে জামশেদপুরের সঙ্গে ড্র।  এই অবস্থায় নিজেদের ডিফেন্সের ভুলে গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল , ম্যাচের ৮ মিনিটে হায়দ্রাবাদকে এগিয়ে দেন হিতেশ শর্মা। ৯০ সেকেন্ডের মধ্যে গোল শোধ করে ইস্টবেঙ্গল।  গোলদাতা ক্লেটন।

এরপর ৯৩ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া ক্লেটনের ফ্রিকিক থেকে এই আইএসএল-এ প্রথম ৩ পয়েন্ট পেল ইস্টবেঙ্গল।  মাঝের সময়টুকু শুধু ‘ওঠা আর নামা’ আর ‘বিরক্তিকর’ ফুটবলের নমুনা রাখল দুই দল।ইস্টবেঙ্গলের পরের ম্যাচে প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স।

4 days ago


Hockey: হকিতে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ইতিহাস গড়ল ভারত

বিশ্ব হকিতে ইতিহাস গড়ে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করল ভারত। শনিবার চিনের মাটিতে পাকিস্তানকে পুরুষদের হকিতে ১০-২ গোলে হারাল ভারত। প্রায় ৫০ বছরেরও বেশি সময়ে হকি খেলছে ভারত পাকিস্তান। এই জয় ভারতীয় হকির কাছে এক নতুন ইতিহাস।

ভারত-পাক হকি মানেই টানটান উত্তেজনা। কিন্তু এশিয়ান গেমসের মঞ্চে এদিন পাক দলকে দাঁড়াতেই দিলেন না হরমনপ্রীত, মনদীপ, বরুণ কুমাররা। এই ম্যাচে হ্যাটট্রিক সহ ৫ গোল ভারত অধিনায়ক মনপ্রীন সিংয়ের।

মনদীপের গোলে ম্যাচ শুরু করেছিল ভারত। আর শেষ করল বরুন কুমারের গোলে। ৪ কোয়ার্টারে পাক দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করলেন গ্রেড ফুলটনের ছেলেরা। এশিয়ান গেমস হকিতে ১৯৮২ সালে পাকিস্তানের কাছে ৭ গোলে হেরেছিল ভারত। ভারতের মাটিতে সেটাই ছিল দুদেশের হকির সবচেয়ে বড় রেজাল্ট। সেই ফলকেও এদিন ছাপিয়ে গেলেন গুর্জন্ত, নীলকান্তরা। ৪ ম্যাচে ৪৬ গোল ভারতের।

4 days ago
Pakistan: ভিসা সমস্যায় আটকে পাকিস্তানের সাংবাদিক-সমর্থকরা, ফের আইসিসিকে চিঠি

বিশ্বকাপের আগে ভারতে আসা নিয়ে সমস্যায় পড়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। আইসিসি-কে চিঠি লিখেই সমাধান হয়। হায়দরাবাদে ইতিমধ্যে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলে ফেলেছেন পাকিস্তান। এখনও ভারতে আসতে পারেননি পাকিস্তানের সাংবাদিক, সমর্থকদের একাংশ। শনিবার এই নিয়ে ফের আইসিসি-কে চিঠি লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

৫ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হয়ে যাবে। ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম ম্যাচ পাকিস্তানের। সমর্থক ও সাংবাদিকদের ভিসা পাস করানোর আবেদন করে আইসিসিকে এবার আবেদন করল পিসিবি। জানা গিয়েছে, পাকিস্তান থেকে প্রায় ৫০ জন সাংবাদিকের বিশ্বকাপ উপলক্ষে ভারতে আসার কথা।

বিসিসিআই সূত্রে খবর, বিদেশমন্ত্রকের পক্ষ থেকে সাংবাদিকদের নাম জানতে চাওয়া হয়েছে। সেই আবেদন বিদেশমন্ত্রক মঞ্জুর করলেই তাঁদের অ্যাক্রিডিয়েশন পাশ করাবে বিসিসিআই। আইসিসি-কে চিঠি লিখে পিসিবি জানিয়েছে, ভিসা না পাওয়ায় সমর্থক ও সাংবাদিকরা হতাশ। আইসিসি যেন বিষয়টি খতিয়ে দেখে।

4 days ago
WC23: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হার পাকিস্তানের, বড় জয় বাংলাদেশের

রাজীব গান্ধী স্টেডিয়ামে ওয়ার্ম আপ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমেই আটকে গেল পাকিস্তান। এদিকে বড় জয় বাংলাদেশের।

এদিন প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৪৫ রান তোলে পাকিস্তান। দুই ওপেনার ব্যর্থ হলেও ৮০ রান করেন বাবর আজম। সেঞ্চুরি করেন মহম্মদ রিজওয়ান। সাউদ শাকিলের ব্যাটে আসে ৭৫ রানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে কিউয়ি ওপেনার রচিন রবীন্দ্র করেন ৯৭ রান। উইলিয়ামসন, ড্যারিল মিচেল, মার্ক চ্যাপম্যানরা সহজেই ওই রান তাড়া করে ফেলেন। ৩৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। 

এই দিন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারাল বাংলাদেশও। প্রথমে ব্যাট করে ২৬৩ রান তোলে শ্রীলঙ্কা। বাংলাদেশের তানজিদ হাসান ৮৪ রান করেন। লিটন দাস ও অধিনায়ক মেহদি হাসান মিরাজ ৬১ ও ৬৭ রান করেন। ৩৫ রান করেন মুসফিকার রহিম। ৪২ ওভারে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

4 days ago


India: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত

আজ বিশ্বকাপ অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। প্রস্তুতি ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড। এশিয়া কাপ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর রীতিমতো আশাবাদী রোহিত ব্রিগেড।

উল্লেখ্য, গত বৃহস্পতিবারই বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই। আহত অক্ষর পটেলের জায়গায় দলে এসেছেন অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন। প্রাথমিক দলের বাকি ১৪ জনই আছেন চূড়ান্ত দলে।

গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবার উপমহাদেশের মাটিতেও  খেতাবের দাবিদার। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স দেখে মত বদলেছে ক্রিকেটপ্রেমীদের। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে, ভারত কতটা নিজেদের শক্তি দেখাতে পারে, তার দিকে নজর থাকবে ক্রিকেটবিশ্বের।

4 days ago
Kolkata League: মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লীগ চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং

মোহনবাগানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগে চ্যাম্পিয়ন মহমেডান স্পোর্টিং ক্লাব। ৮৫ বছর পর লিগ জয়ের হ্যাটট্রিক করল সাদা কালো ব্রিগেড। মহমেডানের হয়ে গোল করলেন রেমসাঙ্গা, ডেভিড লালানসাঙ্গা। সুপার সিক্সে শেষ ম্যাচেই লিগ জয় নিশ্চিত করে ফেলল সাদা-কালো ব্রিগেড। এই নিয়ে ১৪ বার কলকাতা লিগ জিতল তাঁরা।

ম্যাচের শুরু থেকে আক্রমণ করে মহমেডান স্পোর্টিং ক্লাব। মোহনবাগানের ডিফেন্সের অবস্থা তখন বেশ খারাপ। ১২ মিনিটের মাথায় গোললাইন সেভ করেন মোহনবাগানের ডিফেন্ডার। পরের মিনিটেই গোল খায় মোহনবাগান। লালরেমসাঙ্গা গোল করেন। ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করেন ডেভিড।

১৯৩৪-১৯৩৮, টানা পাঁচবছর কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয় মহমেডান স্পোর্টিং। ৮৫ বছর পর কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করল মহমেডান।

5 days ago


World Cup: বিশ্বকাপের আগে ভারতকে দুশমন বলে কটাক্ষ, সমালোচনার মুখে পাক কর্তা

দুশমন মুলক। বিশ্বকাপের আগে ভারতকে এবার এই ভাষাতে সমালোচনা করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান জাকা আফরফ। বৃহস্পতিবারই অনেক টালবাহানার পর বেতন বৃদ্ধি হয়েছে পাক ক্রিকেটারদের।

তা নিয়ে সাংবাদিক বৈঠক করতে গিয়ে ভারতকে দুশমন মুলক বলে উল্লেখ করেন জাকা। সোশাল মিডিয়ার তাঁর এই মন্তব্য এখন ভাইরাল। এদিকে, সাত বছর পর শুক্রবার ভারতের মাটিতে প্রথম ক্রিকেট খেলতে নামল পাকিস্তান। হায়দরাবাদে বিশ্বকাপের ওয়াম-আপ ম্যাচে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছেন বাবর আজমরা।

তার আগে পিসিবি প্রধানের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এশিয়া কাপের সময় থেকেই ভারতের সঙ্গে দ্বন্দ্ব  পাক ক্রিকেট বোর্ডের। এবার তার বহিঃপ্রকাশ জাকার কণ্ঠে।

সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হওয়ার পর ভারত তো বটে এমনকী পাক ক্রিকেট প্রেমীরা পিসিবি প্রধানের কড়া সমালোচনা করেছেন। ভারতকে দুশমন মুলক বলে উল্লেখ করায় সোশ্যাল মিডিয়াতেই জাকাকে ক্ষমা চাওয়ার দাবি তোলা হয়েছে। বোর্ডের এক কর্তার জানিয়েছেন, পিসিবির প্রধানের এই মন্তব্যকে বেশ গুরুত্ব দিয়েই দেখবে বিসিসিআই।

5 days ago
Football: কর্তারা আগ্রহী হলে তবেই কাজ করবেন, স্পষ্ট বার্তা ভারতীয় ফুটবল দলের কোচ স্তিমাচের

ভারতীয় ফুটবলের দলের কোচের পদে তিনি আর থাকবেন কীনা, তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই জানিয়ে দেবেন ইগর স্তিমাচ। এশিয়ান গেমস ফুটবল থেকে ভারতের বিদায়ের পর এই হুঁশিয়ারি ভারতীয় কোচ স্তিমাচের। ম্যাচ শেষে স্তিমাচ জানিয়েছেন, ভারতের ফুটবল কর্তারা যদি সত্যি ফুটবল নিয়ে আগ্রহী হন, তাহলেই এই দেশে তিনি কাজ করবেন।

বৃহস্পতিবার সৌদি আরবের কাছে হেরে এশিয়ান গেমস ফুটবল থেকে বিদায় নিয়েছে ভারত। দীর্ঘ ১৩ বছর পর নকআউটে উঠে প্রথম ৪৫ মিনিট সৌদিকে আটকে রেখেছিলেন সুনীল ছেত্রীরা। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের দরজা খুলে যায়। ভারতের বিরুদ্ধে জোড়া গোল করেন মহম্মদ খালি মারান। যিনি আল-নাসের ফুটবল ক্লাবে রোনাল্ডোর পাশে খেলেন।

ভারতীয় ফুটবল নিয়ে কর্তাদের আচরণে হতাশ ভারতের ক্রোট কোট স্তিমাচ। তাই ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, একজোট হয়ে কাজ করলেই সাফল্য আসে। তার জন্য সৌদির ফুটবলকেই উদাহরণ হিসাবে দেখান। তিনি জানান, মাত্র চার ম্যাচে ভারতের বিরুদ্ধে ২০টি গোল করেছে সৌদি আরব। অথচ, ১৯৮২ সালে এশিয়ান গেমসে এই সৌদি আরব ভারতকে হারিয়েছিল মাত্র ১-০ গোলে।

5 days ago
Gold: দিনের শুরু সোনা দিয়ে, এশিয়ান গেমসে ফের সোনা জয় শুটিংয়ে

এশিয়ান গেমস শুটিংয়ে ভারতের সোনার দৌড় অব্যাহত।  শুক্রবার প্রথম সোনা এল ছেলেদের ৫০ মিটার রাইফেলের ট্রিপিল পজিশনের দলগত ইভেন্টে। এদিন দেশের হয়ে সোনা জিতলেন স্বপনীল খুসলে, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার এবং অখিল শেওরান। ১৭৬৯ পয়েন্ট পেয়ে সোনা জয় ভারতীয় দলের। 

দিনের প্রথম মেডেল। আবারও শুটিংয়ে। এশিয়ান গেমসের মঞ্চে আবারও মেয়েদের জয়জয়কার। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে রুপো জিতলেন ভারতীয় মেয়েরা। ভারতকে গর্বিত করেছেন এষা সিং, পলক ও দিব্যা থাড়িগোল। এষা ও পলক দু'জনেই ব্যক্তিগত ইভেন্টের ফাইনালের জন্য খেলবেন।

6 days ago


Rohit: ফোকাসে এখন বিশ্বকাপ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরজি জিতে আরও কড়া রোহিত ব্রিগেড

অস্ট্রেলিয়া অতীত। ফোকাসে এখন বিশ্বকাপ। আগামী বৃহস্পতিবার থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তাঁর দল তৈরি। তাঁর দলের ১৫ জন ক্রিকেটার কী করবেন, তাও ঠিক হয়ে গিয়েছে। অপেক্ষা এখন মাঠে নামার।

আট তারিখ থেকে বিশ্বকাপে শুরু ভারতের অভিযান। চেন্নাই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ পাঁচ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে সিরিজ জিতে রোহিত জানিয়েছেন, যা হয়েছে ভালই হয়েছে। তাদের হাতে প্রস্তুতির সময় আছে।

বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। তার আগে ব্যাটে রান ফিরে পেয়ে খুশি ভারত অধিনায়ক। রোহিতের মতে, তাড়াহুড়ো না করলে রাজকোটে একটা শতরান আসতে পারত।

7 days ago
Richa: সোনা জিতে ফিরলেন বাংলার মেয়ে রিচা, ঢাক-ঢোল বাজিয়ে ঘরের মেয়েকে স্বাগত শিলিগুড়িবাসীর

এশিয়ান গেমসে সোনা জিতে বাড়ি ফিরলেন রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়ে রিচা। এদিন, বাগডোগরা বিমানবন্দরে নামেন। মেয়েকে নিতে সকাল সকাল এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলেন বাবা মানবেন্দ্র ঘোষ । ঘরের মেয়েকে বরণ করে নিচে ভিড় করেছিলেন শিলিগুড়িবাসীও। এদিকে, বাড়িতেও হয়েছিল বিশেষ আয়োজন। ঢাক-ঢোল বাজিয়ে ঘরের মেয়েকে স্বাগত জানাল, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন।

এদিন সকাল থেকেই সাজো সাজো রব শিলিগুড়ির সুভাষপল্লীর বাড়িতে। সোনা জিতে মেয়ে ফিরছে। বাড়ির সামনে দেখা গেল বিশাল পোস্টার। রিচার ছবি দেওয়া, লেখা ওয়েলকাম হোম। এদিন, বাড়িতে পৌঁছতেই ফুলের স্তবক দিয়ে তাঁকে স্বাগত জানান অনেকে । সেইসঙ্গে চলে পুষ্পবৃষ্টি, মিষ্টিমুখ। এরপর মেয়েকে বরণ করে নেন মা। নিজের হাতে খাওয়ালেন  পায়েসও।

 রিচা জানাচ্ছেন, বহুদিন পর বাড়ি ফিরেছেন। স্বাভাবিকভাবেই ভাল লাগা তো আছে। প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতেছেন,তাই আরও ভাল লাগছে। যদিও, রিচার কথায়, সোনা তো স্পেশ্যাল বটেই, তবে যে কোনও পদকই তাঁদের জন্য স্পেশ্যাল। তবে, এটা সবে শুরু, বলছেন রিচা। আগামীদিনে এভাবেই এগিয়ে যেতে চান ও আরও সোনা জিততে চান বলে জানিয়েছেন তিনি।  সব আগামীদিনে লক্ষ্য সম্পর্কে রিচা জানান, ওয়ার্ল্ড কাপের দিকেই এখন নজর তাঁদের। সেটা মাথায় রেখে নিজেকে তৈরি করছেন তিনি।

7 days ago