Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

আন্তর্জাতিক

Modi: ৪০ বছর পর গ্রিসে ভারতের প্রধানমন্ত্রী! মোদীর সফর ঘিরে প্রবাসী ভারতীয়দের উন্মাদনা তুঙ্গে

দীর্ঘ ৪০ বছর পর ফের গ্রিসের (Greece) মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী। এর আগে ১৯৮৩ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে গ্রিসে গিয়েছিলেন ইন্দিরা গান্ধী। আর এবারে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে গ্রিসে গেলেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। তিনি সেদেশে পা রাখার আগেই সারা দেশজুড়ে ওঠে মোদী ঝড়। শুক্রবার তিনি গ্রিসের এথেন্সে পৌঁছন। আর সেখানে তাঁর বিমান অবতরণ করার পরই তাঁকে স্বাগত জানান গ্রিসের বিদেশমন্ত্রী জর্জ জেরাপেটরিটিস। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে প্রবাসী ভারতীয়রা মুখোমুখি হতেই উচ্ছ্বসিত হয়ে পড়েন তাঁরা। চারিদিক থেকে ভেসে আসে মোদী স্লোগান।

সূত্রের খবর, গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস-এর আমন্ত্রণেই শুক্রবার সকালে গ্রিসে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিদেশমন্ত্রক সূত্রের খবর, ইতিমধ্যেই গ্রিসের রাষ্ট্রপতি ক্যাটেরিনা সাকেলারোপলু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন ও তাঁকে সম্বর্ধনা দিয়েছেন। সূত্রের খবর, মোদী এর পর গ্রিসের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এই গ্রিস সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। তাছাড়াও সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত দ্বিপাক্ষিক বোঝাপড়া আরও নিবিড় এবং মজবুত করার চেষ্টা করা হবে এই সফরে। এছাড়াও দুই রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে জাহাজনির্মাণ শিল্প নিয়ে কোনও মউ স্বাক্ষর হতে পারে বলে খবর।

অন্যদিকে এদিন মোদী বিমানবন্দর থেকে এথেন্সের হোটেলে পৌঁছলে তাঁকে স্বাগত জানাতে গ্রিসের ভারতীয় সম্প্রদায়ের একাংশ উপস্থিত হন সেখানে। পরে এথেন্সের হোটেল গ্রেনেড ব্রেটাগনে-তে পৌঁছনো ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলতে দেখা যায় মোদীকে। ভিড়ের মধ্যেও শিশু থেকে শুরু করে বয়স্ক, প্রত্যেকের সঙ্গে হাসিমুখে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে করমর্দন করতে বহু মানুষ একসঙ্গে হাত বাড়িয়ে দেন। কাউকেই ফিরিয়ে দেননি মোদী। ভাইরাল ভিডিও-তে দেখা গিয়েছে, তাঁর সঙ্গে দেখা হতেই 'মোদীজি কি জয়', 'জয় হো', 'চক দে'এর মতো স্লোগান দিতে থাকেন প্রবাসী ভারতীয়রা।

a month ago
BRICS Summit: দক্ষিণ আফ্রিকায় প্রধানমন্ত্রী মোদী-শি জিনপিং বৈঠক! সীমান্ত সমাধানে সম্মত দুই রাষ্ট্রপ্রধান

ভারত এবং চিনের 'নরম গরম' সম্পর্ক দীর্ঘদিনের। ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং-এর মধ্যে কী কথোপকথন হয়, সেদিকেই নজর ছিল দেশবাসীর। বৃহস্পতিবার দুই রাষ্ট্রনেতার মধ্যে একটি সংক্ষিপ্ত বৈঠক হয়। সেখানে উভয় নেতাই লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি দ্রুত শান্ত করার ক্ষেত্রে একমত হয়েছেন বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার বিদেশ সচিব বিনয় কোয়াত্রা বলেছেন, ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী ও অন্য ব্রিকস নেতাদের সঙ্গে মত বিনিয়ম করেন। চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও তিনি বৈঠক করেন। সেই বৈঠকে প্রধানমন্ত্রী ভারত-চীন সীমান্ত এলাকায় লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) বরাবর অমীমাংসিত সমস্যাগুলি নিয়ে উদ্বেগের কথা তুলে ধরেন। সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখা এবং ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। আর দু-পক্ষই দ্রুত সীমান্ত-সমস্যা সমাধান করতে সম্মত হয়েছেন। যদিও এটা সরকারি দ্বিপাক্ষিক বৈঠক ছিল না বলেও জানান বিদেশসচিব।

২০২০ সালে লাদাখে LAC-এ লাল ফৌজের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথমবার দুই রাষ্ট্রপ্রধান মুখোমুখি হলেন। উল্লেখ্য, গালওয়ান উপত্যকায় উত্তজনাকে কেন্দ্র করে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তর অবনতি হয়।

a month ago
BRICS Summit: ব্রিকসের সম্প্রসারণে সম্মতি ভারতের! আমন্ত্রিত কোন কোন দেশ

ব্রিকস শীর্ষ সম্মেলেনে (BRICS Summit) এক বড় ঘোষণা করা হল। এবারে সম্প্রসারণ করা হচ্ছে ব্রিকসে। আর এর সম্প্রসারণের ক্ষেত্রে একমত ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন, দক্ষিণ আফ্রিকা। জানা গিয়েছে, ব্রিকসে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে ইরান, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরব, আফ্রিকার মিশর, ইথিওপিয়া ও আর্জেন্টিনাকে। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে ১৫ তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। আর সেখানেই ব্রিকস সম্প্রসারণের কথা ঘোষণা করা হয়েছে।

সূত্রের খবর, গত ২২ অগাস্ট অর্থাৎ ব্রিকস শীর্ষ সম্মেলনের প্রথম দিনেই চিনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল ব্রিকসের সম্প্রসারণের জন্য়। এরপর আজ অর্থাৎ সম্মেলনের শেষ দিনে সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে ব্রিকেসের সদস্য দেশগুলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ জানিয়েছেন, 'এই তিনদিনের বৈঠকে অনেক ইতিবাচক ফলাফল বেরিয়ে এসেছে, তার জন্য আমি অত্যন্ত খুশি। ভারত সবসময়  ব্রিকসের সম্প্রসারণের জন্য সমর্থন দিয়েছে।' জানা গিয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসে এই দেশগুলো ব্রিকসে যোগ দেবে।

অন্যদিকে বৃহস্পতিবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সেই থেকেই জল্পনা তুঙ্গে যে, ব্রিকস সম্মেলনের শেষ দিনে কি দুই দেশের রাষ্ট্রেনতারা কোনও দ্বিপাক্ষিক বৈঠকে বসবে? তবে এখনও পর্যন্ত এটা স্পষ্ট নয় যে, তাঁরা কোনও বৈঠক আদৌও করবেন কিনা।

a month ago


Pakistan: রাস্তায় দাউদাউ করে জ্বলছে যাত্রীবোঝাই বাস, পাকিস্তানে দুর্ঘটনায় মৃত কমপক্ষে ১৬

মর্মান্তিক বাস  দুর্ঘটনা পাকিস্তানে (Pakistan)। চলন্ত বাসে আগুন (Fire) লেগে জীবন্ত দগ্ধ (Burned Alive) হয়ে মৃত্যু হল ১৬ জনের। নিহতদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশুরাও। পাকিস্তানের ফয়সলাবাদে বাসে অগ্নিদগ্ধ হওয়ার এই ঘটনাটি ঘটে। রবিবার ভোরে ওই দুর্ভাগ্যজনক ঘটনায় গুরুতর জখম ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা? পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, করাচি থেকে ইসলামাবাদ যাচ্ছিল বাসটি। বাসে প্রায় ৩৫ থেকে ৪০ জন যাত্রী ছিল। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই ডিজেল ড্রামবাহী এক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় বাসটির। আর তারপরই তাতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় দুই গাড়ির চালকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে আগুন নেভাতে শুরু করে। আর দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধারে তৎপর হন। বাসের জানলা ভেঙেও বের করে আনা হয় যাত্রীদের। পুলিস সূত্রে জানা গিয়েছে, আহতদের সকলেরই অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।

উল্লেখ্য, এর আগেও পাকিস্তানে একাধিক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। মৃত্যু হয়েছে বহু। বারবার এমন ঘটনা ঘটায় আতঙ্কিত সাধারণ যাত্রীরাও।

2 months ago
Nurse: 'আমিই শয়তান', সাত নবজাতককে হত্যা করে ফের ৬ শিশুকে খুনের চেষ্টা নার্সের!

এক-দুটো নয়, পরপর সাত নবজাতক (New Born) শিশুকে হত্যা করার অভিযোগ উঠেছে এক নার্সের (Nurse) বিরুদ্ধে। এখানেই শেষ নয়, পরে আরও ছয় নবজাতক শিশুকে হত্যা করার চেষ্টা করারও অভিযোগ উঠেছিল। তাকেই এবারে দোষী সাব্যস্ত করল আদালত। আগামী সোমবার তার সাজা ঘোষণা করা হবে। জানা গিয়েছে, ঘটনাটি ব্রিটেনের (Britain) এক হাসপাতালের। সূত্রের খবর, সেই নার্সকে ধরিয়ে দিতে সাহায্য় করেছেন ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসক।

সূত্রের খবর, ৩৩ বছর বয়সী অভিযুক্ত নার্সের নাম লুসি লেটবি (Lucy Letby)। সে উত্তর-পশ্চিম ইংল্য়ান্ডের চেস্টার হাসপাতালে কাজ করত। ২০১৫ সালের জুন মাস থেকে ২০১৬ সালের জুন মাসের মধ্য়ে একাধিক শিশুর মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। তখন ভারতীয় বংশোদ্ভূত এক চিকিৎসকই লুসির উপর প্রথমে সন্দেহ করেন। সেই সময়ে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি। কিন্তু ২০১৮ সালে তার বাড়ি থেকে কিছু চিঠি পাওয়ার পরে লুসি লেটবিকে গ্রেফতার করা হয়।

জানা গিয়েছিল, লুসি নবজাতকদের হাওয়া ভরা ইনজেকশন, বেশি করে দুধ খাইয়ে ও ইনসুলিন দিয়ে হত্যা করত। কিন্তু তার বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ আনা হলেও সে সবকিছুই অস্বীকার করে। তবে তার বাড়ি থেকে যে চিঠিগুলো উদ্ধার করা হয়েছিল, সেখানে লেখান ছিল, 'আমিই শয়তান, আমিই সবকিছু করেছি।' ফলে সেই সময় থেকে এই মামলা চলছে। অবশেষে শুক্রবার তাকে দোষী সাব্যস্ত করা হয় ও সোমবার তার সাজাও ঘোষণা করা হবে।

2 months ago


Rishi Sunak: 'আমি হিন্দু, শ্রী রামচন্দ্র আমার অনুপ্রেরণা', 'রাম কথা'র অনুষ্ঠানে গিয়ে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

'রাম কথা' (Ram Katha) শুনতে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক (Rishi Sunak)। মঙ্গলবার অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের দিন ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আধ্যাত্মিক বক্তা মোরারি বাপুর (Morari Bapu) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানেই গিয়েই তিনি মঞ্চে উঠে এমন কথা বলেন যার জন্য হিন্দুদের মন ছুঁয়ে যান তিনি। তিনি সেই অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে জানান, প্রধানমন্ত্রী হিসেবে নয়, হিন্দু হিসাবেই তিনি এখানে এসেছেন। সেখানে এসে তিনি সম্মানিত বোধ করছেন।

মোরারি বাপুই প্রথম হিন্দু আধ্যাত্মিক বক্তা যিনি ব্রিটেনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় গিয়েছেন 'রাম কথা' শোনাতে। তাঁর অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়েছিল ব্রিটিনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককেও। ফলে তিনি সেই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে পাঁচ মিনিটের জন্য বক্তৃতা রাখেন। তিনি প্রথমেই বলেন, 'জয় সিয়া রাম', এরপর বলেন, 'বাপু, আমি আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি প্রধানমন্ত্রী হিসাবে নয়, হিন্দু হিসাবে।' তিনি আরও বলেন, 'ভারতের স্বাধীনতা দিবসে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর রাম কথা শুনতে এসে সম্মানিত ও আনন্দিত বোধ করছি।'

ঋষি সুনাক আরও বলেন, 'আমার কাছে ধর্মীয় বিশ্বাস একান্তই আমার ব্যক্তিগত বিশ্বাস। সেই বিশ্বাস আমাকে জীবনের প্রতি ক্ষেত্রে পথ দেখায়। আমার জন্য ভগবান রামচন্দ্র আমার অনুপ্রেরণা। আমি গর্বিত আমি হিন্দু।' এছাড়াও মোরারি বাপুর মঞ্চে রাখা হনুমানের মূর্তির প্রসঙ্গে সুনাক জানান, এখানে এক সোনার হনুমানের মূর্তি রয়েছে, তাঁর ১০ ডাউনিং স্ট্রিটের অফিসেও সোনার গণেশ মূর্তি রয়েছে। এরপর অনুষ্ঠান শেষে পরে তিনি আরতিতেও অংশ নেন।

2 months ago
Eiffel tower: আইফেল টাওয়ারে বোমা বিস্ফোরণের হুমকি! নেপথ্যে কারা

প্যারিসের (Paris) ঐতিহ্যবাহী আইফেল টাওয়ারে (Eiffel tower) বোমা বিস্ফোরণের (Bomb Threat) হুমকি দেওয়ার খবর এবার প্রকাশ্যে এল। আচমকা এমন হুমকি আসায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্যারিসে। সূত্রের খবর, শনিবার এই হুমকির খবর প্রকাশ্যে আসতেই তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে ফেলা হয় পর্যটকদের। জানা গিয়েছে, পর্যটকদের নিরাপত্তার জন্য এর তিনটি তলা ও সামনের চত্বর খালি করে ফরাসি পুলিস।

আন্তর্জাতিক সংবাদ সূত্রে খবর, বোমা হামলার আশঙ্কা থাকায় স্থানীয় সময় শনিবার দুপুর দেড়টার পর আইফেল টাওয়ারের নিচ থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়। টাওয়ারের তিনটি তলায়ও লোকজন ছিল, তাদেরও সরিয়ে নেওয়া হয়।  প্যারিসের এই আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে SETE নামের একটি সংস্থা। শনিবার বিস্ফোরণের হুমকি মিলতেই বম্ব স্কোয়াডকে খবর দেয় তারা। এর পরই গোটা এলাকা ঘিরে ফেলে ফরাসি পুলিস। শুরু হয় চিরুনি তল্লাশি। আইফেল টাওয়ার-সংলগ্ন হোটেল, রেস্টুরেন্টও খালি করে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও প্যারিস পুলিস।

SETE সংস্থার মুখপাত্র বলেন, 'এটা একটা অদ্ভুত ঘটনা। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা কখনও হইনি।' অন্যদিকে প্যারিস পুলিসের মুখপাত্র জানান, এই ধরনের ঘটনা বিরল। তবে বোমাতঙ্ক কীভাবে ছড়াল, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। শেষ পাওয়া খবর পর্যন্ত, আইফেল টাওয়ার বা সংলগ্ন এলাকায় বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু মেলেনি। তবে এর নেপথ্যে কাদের হাত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিস।

2 months ago
Tourists: ছবি তুলতে গিয়ে ভয়ানক বিপদে পড়ল এক দল পর্যটক, ঠিক কী ঘটেছে জানুন...

ছবি তুলতে গিয়ে ভয়ানক বিপদে পড়ল এক দল পর্যটক (Tourists)। আর সেই ভয়ানক ঘটনাটিকে ক্যামেরাবন্দি করলো আর এক পর্যটক। ঘটনাটি ঘটেছে ব্রিটেনের (UK) অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল ডরসেট ওয়েস্ট বে-তে। এটি একটি ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইট’। এমনই একটি ভিডিও (Viral Video) ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিওটিতে দেখা গিয়েছে, একদল পর্যটক নিশ্চিন্তে সমুদ্র ও পাহাড়ের মধ্যে থাকা একটি খোলা স্থানে দাঁড়িয়ে ছবি তুলছে। বেশ কিছুক্ষণ ধরে ছবি তোলার পর তাঁরা খেয়াল করেন পাহাড়ের গা বেয়ে ছোট ছোট পাথর গড়িয়ে নীচে নেমে আসছে। এই ঘটনার পরই আচমকা পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে। কোনও রকমে রক্ষা পান ওই পর্যটকরা। 

এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ১৫০ ফুট উঁচু থেকে পাহাড়ের একাংশ ভেঙে পড়েছে। ডরসেট কাউন্সিল থেকে এই ঘটনার ভিডিও শেয়ার করা হয়েছে। একইসঙ্গে এই ঘটনার কারণে সতর্কবার্তাও দেওয়া হয়েছে পর্যটকদের। এই ঘটনায় কেউ হতাহত হননি, সূত্রের খবর। আপাতত ওই পর্যটনস্থল বন্ধ রাখা হয়েছে।

2 months ago


Luna 25: চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছনোর প্রতিযোগিতায় রাশিয়াও, উৎক্ষেপণ করা হল 'লুনা ২৫'

বাকি আর হাতেগোনা দিন, ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে নামতে চলেছে ইসরোর মহাকাশযান চন্দ্রযান ৩ (Chandrayaan 3)। এর আগে চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান কোনও দেশই পাঠায়নি। এবারে ভারত সেটাই করতে চলেছে। ফলে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রম (Lander Vikram) সফল হলে এক ইতিহাস তৈরি করবে ভারত। কিন্তু এই প্রতিযোগিতায় এবারে নাম নামল রাশিয়াও (Russia)। আজ অর্থাৎ শুক্রবার ভোরে রাশিয়া থেকে চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশে রওনা দিল লুনা ২৫ (Luna 25)।

সূত্রের খবর, ভারতীয় সময়ে শুক্রবার ভোর ৪টে ৪০ মিনিটে সয়ুজ ২.১বি রকেট সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। জানা গিয়েছে, উৎক্ষেপণের খুব কম সময়ের মধ্যেই রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে লুনা ২৫ ল্যান্ডার চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছে। রাশিয়া প্রায় ৪৭ বছর পর চাঁদের উদ্দেশে কোনও মহাকাশাযান পাঠিয়েছে। ফলে রাশিয়াও ইতিহাস গড়ে তোলার প্রতিযোগিতায় সামিল হয়েছে। সূত্রের খবর, লুনা ২৫ ১৬ অগাস্টের মধ্যে চাঁদের কক্ষপথে প্রবেশ করবে। এরপর ৫-৬ দিন কক্ষপথে ঘোরার পর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে। ২১-২২ অগাস্টের মধ্য়ে লুনা ২৫ ল্যান্ডিং করতে পারে বলে খবর।

অন্যদিকে চন্দ্রযান ৩ ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করতে চলেছে। ফলে দক্ষিণ মেরুতে অবতরণ করার ক্ষেত্রে কোন দেশ এগিয়ে থাকবে, তারই অপেক্ষায় বিশ্ববাসী। রাশিয়ার মহাকাশ সংস্থা 'রসকমস'-কে সফল উৎক্ষেপণের জন্য শুভেচ্ছাও জানিয়েছে ইসরো।

2 months ago
Luna 25: ইসরোর ল্যান্ডার 'বিক্রম' অবতরণের আগেই চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছবে রাশিয়ার লুনা ২৫!

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO) পর এবারে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার পাঠাতে প্রস্তুত রাশিয়া (Russia)। ইসরো সূত্রে খবর, আজ পর্যন্ত চাঁদের মাটিতে সফলভাবে নামতে পেরেছে তিনটি দেশ রাশিয়া, চিন ও আমেরিকা। তবে এর একটিও এখনও পর্যন্ত চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযানকে অবতরণ করাতে পারেনি। তবে এই ইতিহাস গড়ার পথে রয়েছে ভারত। ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, সব ঠিক থাকলে ২৩ অগাস্ট বিকেলের দিকে চাঁদের বুকে সফট ল্যান্ডিং করবে ল্যান্ডার 'বিক্রম'। কিন্তু এবারে এই দৌড়ে অংশগ্রহণ করতে চলেছে রাশিয়াও। জানা গিয়েছে, ১১ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে রাশিয়ার থেকে পাঠানো হচ্ছে লুনা ২৫ (Luna 25) মহাকাশযান।

সূত্রের খবর, চলতি মাসের ১১ তারিখ রাশিয়ার ভসটোসনি কসমোড্রোম থেকে সোয়ুজ রকেটের মাধ্যমে লুনা ২৫ ল্যান্ডারকে চাঁদের উদ্দেশে পাঠানো হবে। প্রায় ৫০ বছর পর রাশিয়া ফের চাঁদে মহাকাশযান পাঠাতে চলেছে। জানা গিয়েছে, এটির চাঁদের দেশে পৌঁছতে সময় লাগবে মাত্র পাঁচদিন। এরপর ৪-৫ দিন চাঁদকে প্রদক্ষিণ করার পর চঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে চলেছে। ফলে প্রশ্ন উঠছে, তবে কি ইসরোর ল্যান্ডার বিক্রম-এর আগেই রাশিয়ার লুনা ২৫ দক্ষিণ মেরুতে পা রাখতে চলেছে? তবে কি দক্ষিণ মেরুতে প্রথমবার পৌঁছনোর ইতিহাসটা রাশিয়াই গড়তে চলেছে, এই নিয়েই এখন সংশয় সাধারণ মানুষের। তবে এই বিষয়ে এখনও বিশদে কিছু জানাননি ইসরোর বিজ্ঞানীরা।

2 months ago


Bangladesh: বাংলাদেশে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, এখনও অবধি মৃত্যু ৩১৩ জনের

মারাত্মক আকার ধারণ করছে বাংলাদেশের (Bangladesh) ডেঙ্গি (Dengue) পরিস্থিতি। বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্ত এবং এই রোগে মৃতের সংখ্যা। সেখানকার স্বাস্থ্য অধিদফতর সূত্রে খবর, ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। চলতি বছর ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ৩১৩ জনের। অগাস্টের প্রথম ৬ দিনে মৃত্যু হয় ৬২ জনের।

আধিকারিকরা আরও জানিয়েছেন, রবিবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ২,৭৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১,০৭৮ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১,৬৮৬ জন। একইসঙ্গে রবিবার ডেঙ্গি আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুসারে, বর্তমানে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৩৪৭ জন ডেঙ্গি রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪,৬০৫ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪,৭৪২ জন ডেঙ্গি রোগী ভর্তি রয়েছেন।

উল্লেখ্য, চলতি বছর ডেঙ্গি আক্রান্ত হয়ে সারা দেশে এখনও পর্যন্ত ৬৬ হাজার ৭৩২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৫ হাজার ৬০১ জন এবং ঢাকার বাইরে ৩১ হাজার ১৩১ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৭২ জন। ঢাকায় ৩০ হাজার ৭৪৮ এবং ঢাকার বাইরে ২৬ হাজার ৩২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

2 months ago
Water: ২০ মিনিটে প্রায় ২ লিটার জল পান করে মৃত্যু হল মহিলার!

জলের (Water) অপর নাম জীবন। জল ছাড়া আমরা একেবারেই অচল। তাই বেশী করে জল পান করা উচিত। এমনটা ছোট থেকে সবাই আমরা মেনে চলি। তবে এবারে এক মহিলার (Woman) মৃত্যু হল জল পান করেই। শুনতে অবাক লাগছে তো! তবে এটাই সত্যি। জানা গিয়েছে, ৩৫ বছর বয়সী এক মহিলা 'ডিহাইড্রেশন' (Dehydration) অনুভব করায় মাত্র ২০ মিনিটে পান করেন চার বোতল জল যা প্রায় ২ লিটার। আর এরপরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। জানা গিয়েছে, ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের (USA)।

সূত্রের খবর, আশলে সামার নামে এক ৩৫ বছর বয়সী মহিলা দুই কন্যা সন্তানের মা। তিনি তাঁর স্বামী ও সন্তানদের নিয়ে বেড়াতে গিয়েছিলেন। এরপরই তিনি ডিহাইড্রেটেড অনুভূত করেন। ফলে তিনি প্রায় ২০ মিনিটের মধ্যে ১.৮৯ লিটার জল পান করে নেন। এরপর থেকেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। গা-হাত-পা ব্যথা, মাথা ঘুরে যাওয়ার মত উপসর্গ দেখা যায় তাঁর মধ্যে। তারপরই তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আশলের মৃত্যুর কারণ বলতে গিয়ে চিকিৎসকরা জানান, আচমকা খুব কম সময়ের মধ্যে এত পরিমাণে জল পান করার ফলে বিষক্রিয়া হয়ে যায়। 'জলে বিষক্রিয়া', যাকে চিকিৎসার ভাষায় বলে 'হাইপোনাট্রেমিয়া'। আর এর কারণেই আশলের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। অতিরিক্ত জল পান করার জেরে রক্তে সোডিয়াম, পটাসিয়াম কমে যায় এবং তার ফলেই আশলের মৃত্যু হয়। জল পান করার ফলেও যে কারোর মৃত্যু হতে পারে, তা জানতে পেরে তাঁর পরিবার হতবাক। তাই চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, জল পান করা শরীরের জন্য উপকারী, তবে তা পর্যাপ্ত পরিমাণেই পান করা উচিত।

2 months ago
Covid Variant: নয়া রূপে হাজির কোভিড! নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে নতুন ভ্যারিয়েন্ট 'এরিস'

নতুন রূপে হাজির করোনা (Covid 19)। ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস, কিন্তু এবার অন্য রূপে। জানা গিয়েছে, ওমিক্রন তার জিনের বদল ঘটিয়ে নতুন এক উপপ্রজাতি তৈরি করেছে যার নাম 'এরিস' (ইজি.৫.১) (Eris)। আর এই মুহূর্তে করোনার এই নয়া রূপ দাপট দেখাচ্ছে ব্রিটেনে (UK)। ব্রিটেনের হেলথ সিকিউরিটি এজেন্সি সূত্রে খবর, ব্রিটেনে প্রতি সাতজনের কোভিড আক্রান্তের একজনের শরীরে এই উপপ্রজাতির দেখা মিলেছে।

সূত্রের খবর, জুলাই মাসে প্রথম ব্রিটেনে ধরা পড়ে করোনার এই রূপ এরিস। তার পর থেকে যত সময় গিয়েছে, এর প্রভাবে সংক্রমণ বেড়েছে। বর্তমান রিপোর্ট অনুসারে, ব্রিটেনে এরিস আক্রান্তের হার ১৪.৬ শতাংশ। গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কোভিড-১৯ সংক্রমণের হার অনেকটা বেড়েছে বলে জানা গিয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রনের মতোই এই প্রজাতিও দ্রুত মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। এরিস সংক্রমণেরও জটিল রোগ হওয়ার সম্ভাবনা আছে।

করোনার নয়া রূপ এরিসে আক্রান্তের শরীরে কী কী উপসর্গ দেখা দিতে পারে, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। এর বৈশিষ্ট্য নির্ধারণের প্রক্রিয়া চলছে এখনও। তবে শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকার বার্তা দিচ্ছেন চিকিৎসকেরা। আগের মতোই করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

2 months ago


Cyclone: প্রবল বেগে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, ভারী বৃষ্টির তাণ্ডব বাংলাদেশে

বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি অতি গভীর নিম্নচাপ। যার জেরে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় (Cyclone)। এই ঝড় আছড়ে পড়বে বাংলাদেশে বলে পূর্বাভাস দিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা অগাস্ট মাস জুড়েই ভারী বৃষ্টিপাত (Rain) হওয়ার আশঙ্কা বাংলাদেশ (Bangladesh) জুড়ে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

ল্যান্ডফলের পরে, সাধারণত পশ্চিম-উত্তর-পশ্চিমে এগিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপটি আরও পশ্চিম- উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপে পার্থক্যের আধিক্য বিরাজ করছে।

এর ফলে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে। সতর্কতায় বলা হয়েছে, উপকূলীয় জেলা এবং এবং নিকটবর্তী দ্বীপ ও চর সমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ২-৩ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অন্যান্য অঞ্চলগুলির উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

যার জেরে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলিকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সতর্ক করা হয়েছে। গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা এবং ট্রলারগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

2 months ago
Pakistan: তোশাখানা মামলায় তিন বছরের কারাদণ্ড ইমরান খানের, ভোট লড়তে পারবেন না ৫ বছর

তোশাখানা মামলায় দোষী সাব্যস্ত হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার ইসলামাবাদের একটি নিম্ন আদালত তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান দুর্নীতির অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ইমরানকে। সেই সঙ্গে আগামী পাঁচ বছর কোনও নির্বাচনে লড়তে পারবেন না ‘কাপ্তান’ ইমরান। পাশাপাশি তাঁকে এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।

উল্লেখ্য, তোশাখানা মামলায় প্রথম থেকেই অভিযোগ উঠছিল ইমরান খানের বিরুদ্ধে। বিভিন্ন রাষ্ট্র থেকে পাকিস্তান সরকার যে উপহার পেয়েছে, সেগুলি ইমরান খান নিজের বাড়িতে নিয়ে গিয়েছেন বলে অভিযোগ উঠেছিল। দাবি করা হচ্ছিল, তা সম্পূর্ণ সংবিধানবিরোধী এবং পাকিস্তানের পক্ষেও সম্মানহানিকর। এবার সেই মামলায় ইমরানকে দোষী সাব্যস্ত করল আদালত। পাকিস্তানের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, আদালত প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে। তোশাখানা উপহারের বিবরণ গোপন করার জন্য পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি ফৌজদারি অভিযোগে ১০ মে এই মামলায় ইমরান খানকে অভিযুক্ত করে। বিচারের সময় ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে ভুয়ো বিবরণ জমা দিয়েছেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। সেদেশের ১৭৪ ইলেকশন অ্যাক্টে দোষী সাব্যস্ত হয়েছেন ইমরান খান।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ হুমায়ুন দিলাওয়ার রায় দেন যে, এই মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে৷ ইমরান খান ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের নির্বাচন কমিশনে জাল বিবরণ জমা দিয়েছেন এবং দুর্নীতির জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ইমরান খানের বাড়ির বাইরে পুলিস মোতায়েন করা হয়েছে এবং জামান পার্ক সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কোনও জমায়েত এবং বিক্ষোভকারীদের অনুমতি দেওয়া হয়নি। আদালতের আদেশ বাস্তবায়নের জন্য আদেশের একটি অনুলিপি ইসলামাবাদের পুলিস প্রধানের কাছে পাঠানোরও নির্দেশ দিয়েছেন দিলওয়ার।

2 months ago