
সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। আর বিয়ের পরই মালদ্বীপ পাড়ি দিয়েছেন বলি অভিনেত্রী পরিণীতি চোপড়া। তবে অভিনেত্রীর এই ভ্রমণ স্বামী রাঘব চাড্ডার সঙ্গে হানিমুন নয়। তবে কার সঙ্গে মালদ্বীপ গেলেন তিনি, তা নিয়েই জল্পনা তুঙ্গে। পরে মালদ্বীপের ছবি শেয়ার করে নিজেই জানিয়ে দিলেন, এটি একটি 'গার্লস ট্রিপ'।
সোমবার নায়িকা পরিণীতি চোপড়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মালদ্বীপ থেকে কিছু ছবি শেয়ার করেছেন। হাতে চায়ের কাপ তুলে নীল সমুদ্র সৈকতের দিকে বাড়িয়ে দিয়ে একটি ছবি শেয়ার করেন রাঘব পত্নী। যে ছবিতে পরিণীতির বিয়ের গোলাপি চূড়াও জ্বলজ্বল করছে। আর সেখানেই নায়িকা স্পষ্ট করে দিয়েছেন, মালদ্বীপ তিনি মধুচন্দ্রিমায় নয়, বরং গার্লস ট্রিপে গিয়েছেন। অর্থাৎ বিয়ের পর স্বামীর সঙ্গে নয়, তাঁর বান্ধবীদের সঙ্গে মালদ্বীপ ঘুরতে গিয়েছেন তিনি।
অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) কাছে নিজের মন খুইয়েছেন আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। শুধু কি তাই, রাজনীতিবিদ সাংসারিক জীবনে একেবারে জব্দ হয়ে গিয়েছেন। বাগদানের আগে রাঘবকে শপথ নিয়ে বলতে হয়েছিল, 'পরিণীতিই সবসময় সঠিক'। এই জের জারি রইল বিয়ের আগে পর্যন্ত। তবে এবার কেবল পরিণীতি নয়, পুরো চোপড়া পরিবারের কাছেই হার মানতে হল রাঘবকে।
সামাজিক মাধ্যমে পরিণীতি চোপড়া নিজেই একটি ভিডিও আপলোড করেছেন। বিয়ের আগে ময়দানে মুখোমুখি হয়েছিলেন 'চোপড়াস' এন্ড 'চাড্ডাস'। একটি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছিল। একদিকে ছিল পরিণীতি ও তাঁর পরিবার বন্ধুবান্ধব, একইভাবে অপরদিকে ছিলেন রাঘব। পরিনীতিকে দেখা গিয়েছে গেরুয়া রঙের 'ব্রাইড লেখা টিশার্ট ও ডেনিমে। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছিল নীল রঙের টিশার্ট ও ডেনিমে।
বিয়ের আগে গুলি চামচ, তিন পায়ে দৌড়, মিউজিক্যাল চেয়ারের মতো বেশ কিছু খেলার আয়োজন করা হয়েছিল। অন্যান্য খেলার ফলাফল জানা না গেলেও ক্রিকেট ম্যাচের বিজেতা হয়েছেন কনেপক্ষ। অনেকে সমালোচনা করে বলেছেন, 'বিয়ে না স্পোর্টস ডে?' এই বিষয়ে অবশ্য পরিণীতির যুক্তি, 'বিয়ের জন্য নতুন ট্র্যাডিশন তৈরী করছি। কোনও চাপ নয়, নাটক নয় শুধু নিজেদের পরিবারের সঙ্গে উপভোগ করছি এবং ভালোবাসা উদযাপন করছি।'
সামাজিক মাধ্যমে এখনও পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডাকে (Raghav Chadha) নিয়ে আলোচনার শেষ নেই। গত ২৪ সেপ্টেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন তারকারা। রাজস্থানে, একেবারে সকলের অন্তরালে গিয়ে। বিয়ের কিছু টুকরো ছবি ছাড়া পাপারাৎজিদের হাতে আর বিশেষ কিছুই আসেনি। তবে নিজের ভক্তদের অবশ্য একটি অপ্রত্যাশিত উপহার দিয়েছেন অভিনেত্রী। শুক্রবারই সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও আপলোড করেছেন পরিণীতি। বিয়েতে রাঘবের জন্য যে সারপ্রাইজ রেখেছিলেন, সেই সন্ধানও পাওয়া গিয়েছে।
পরিনীতিকে যারা চেনেন, তাঁরা জানেন, অভিনয়ের পাশাপাশি তাঁর বিশেষ পছন্দের গান। মাঝেমধ্যে নিজের সামাজিক মাধ্যমেও গানের ভিডিও পোস্ট করে থাকেন পরিণীতি। জীবনের বিশেষ দিনে গান থাকবে না তা কি হয়! তবে কেবল বলিউডের গান নয়। পরিণীতি তাঁর নিজের গাওয়া একটি গান রেখেছিলেন বিয়ের মুহূর্তের জন্য। সেই গানটিই শোনা গিয়েছে পরিণীতির আপলোড করা ভিডিওতে। সেই গান শুনেই নিজের প্রতিক্রিয়া দিলেন রাঘব।
সেই ভিডিওই সামাজিক মাধ্যমে আপলোড করে রাঘব লিখেছেন, 'আমি কখনও ভাবিনি এমন একটা উপহার পাব কোনওদিন। কিন্তু আমার মনে হয় আমার গায়িকা স্ত্রী আমাকে সারপ্রাইজ দিতে ভালোবাসে। আমি সত্যিই আপ্লুত। তোমার কণ্ঠস্বর আমার জীবনের সঙ্গীত হয়ে উঠেছে। ধন্যবাদ মিসেস চাড্ডা। তোমাকে পাশে পেয়ে আমি নিজেকে সবচেয়ে সবচেয়ে ভাগ্যবান মানুষ বলে গণ্য করি।'
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর দীর্ঘদিনের প্রেমিক রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে বিয়ে (Wedding) সেরেছেন পরিণীতি চোপড়া (Parineeti Chopra)। কনে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী, অন্যদিকে রাঘব 'আম আদমি পার্টি'-এর সাংসদ। তাই জনঅরণ্য থেকে দূরে গিয়ে রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং করেছেন তাঁরা। বিয়েতে এতটাই গোপনীয়তা বজায় রেখেছিলেন তারকারা যে বাইরে থেকে কোনও উত্তাপ পাওয়া যায়নি।
২৫ সেপ্টেম্বর তারকারা সামাজিক মাধ্যমে নিজেদের বিয়ের ছবি আপলোড করেছিলেন ঠিকই, তবে তাতে মন ভরেনি নেটিজেনদের। তবে এবার 'মেঘ না চাইতেই জল' পাওয়া গেল। পরিণীতি তাঁর বিয়ের বিশেষ মুহূর্তের ভিডিও আপলোড করেছেন সামাজিক মাধ্যমে। একই সঙ্গে রাঘবের জন্য তুলে রাখা বিশেষ সারপ্রাইজের কথাও জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
বিয়ের শুরু থেকে ঝলক পাওয়া গিয়েছে পাত্র-পাত্রীর। কখনও রাঘবের অপেক্ষায় বারান্দায় দাঁড়িয়েছিলেন পরিণীতি। রাঘব দু'চোখে হারিয়েছেন পরিনীতিকে। অবশেষে পরিণীতি হেঁটে গিয়েছিলেন ছাদনাতলার দিকে। বিয়েতে রাঘবের জন্য পরিণীতির বিশেষ উপহার একটি গান। অভিনেত্রী তথা গায়িকা নিজেই গানটি লিখেছেন, গেয়েছেন। সেই গানটিই বেজেছে বিয়ের সময়।
আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও অভিনেত্রী পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) রিসেপশন কবে, এই নিয়ে জল্পনা তুঙ্গে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করা হবে। দিল্লিতেও বসবে রিসেপশনের আসর। কিন্তু এখন খবর শোনা যাচ্ছে, চণ্ডীগড়-দিল্লি কোনও জায়গাতেই আপাতত কোনও রিসেপশন হচ্ছে না। তবে দফায় দফায় রিসেপশন বাতিল হওয়ায় প্রশ্ন উঠছে, এর নেপথ্যে কারণ কি?
শোনা গিয়েছিল, আগামী ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে রিসেপশনের জমকালো আয়োজন করেছিলেন পাত্র পক্ষ। দিল্লিতে তাঁর রাজনৈতিক সতীর্থদের জন্যও রাঘব পার্টির আয়োজন করতে পারেন। এরপর এও শোনা গিয়েছিল, ৪ অক্টোবর পরিণীতি তাঁর সিনেমা জগতের বন্ধুদের জন্য মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করবেন। কিন্তু এখন শোনা যাচ্ছে, পরিণীতি চোপড়ার নতুন সিনেমার রিলিজ যেহেতু সামনেই, সেই কারণেই আপাতত রিসেপশনের আয়োজনে মন দিতে নারাজ তিনি। আবার এও শোনা যাচ্ছে, ৪ অক্টোবর মুম্বইয়ে রিসেপশন হওয়ার খবরও নাকি 'ভুয়ো'।
আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে উদয়পুরে রবিবার পাঞ্জাবি রীতি মেনে রাজকীয়ভাবে বিয়ে হয়েছে বলিউড অভিনেত্রীর। পরের দিনই দিল্লিতে ফিরে গিয়েছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। তবে 'রাঘনীতি'র রিসেপশন কবে তা জানতে মুখিয়ে রয়েছেন তাঁর অনুরাগীরা।
উদয়পুরে সকলের অন্তরালে গিয়ে একেবারে জাঁকজমকভাবে বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) এবং রাজনীতিবিদ রাঘব চাড্ডা (Raghav Chadha)। উদয়পুরে দু'দিনের ডেস্টিনেশন ম্যারেজ করেছেন তাঁরা। হলদি থেকে সঙ্গীত, বিয়ের সব নিয়মই পালন করেছেন তাঁরা। সোমবার সকালে সামাজিক মাধ্যমে নবদম্পতির ছবি প্রকাশ্যে আসতেই যেন ঘোর লেগেছে চারিদিকে। দম্পতির ভক্ত, নেটিজেন এমনকি বলিউডের অন্যান্য অভিনেত্রীরাও শুভেচ্ছা জানাচ্ছেন তাঁদের।
বিয়ে পর্ব মিটিয়ে উদয়পুর থেকে দিল্লি চলে এসেছেন পরিণীতি রাঘব। সোমবারেই বিমানবন্দরে যাওয়ার পথে পাপারাৎজিদের সামনে পোজ দিয়েছেন তাঁরা। মাথায় সিঁদুর, হাতে চুরি ও ক্যাজুয়াল পোশাকে ধরা দিয়েছেন পরিণীতি। অন্যদিকে রাঘবকে দেখা গিয়েছে সাদা শার্টে। ক্যামেরার সামনে হাসিমুখে দেখা গিয়েছে নবদম্পতিকে। হাত জোর করে সকলকে ধন্যবাদও জানিয়েছেন।
বলিউডের কোনও তারকা আমন্ত্রিত ছিলেন না পরিণীতি-রাঘবের বিয়েতে। তাই পরপর দুটি রিসেপশন পার্টি হওয়ার কথা রয়েছে। একটি চণ্ডীগড়ে, অন্যটি দিল্লিতে। এরপর কী দম্পতি হানিমুনে যাবেন? তেমন কোনও পরিকল্পনার কথা যদিও শোনা যাচ্ছে না। আপাতত শোনা যাচ্ছে, রিসেপশন পর্ব শেষ করে নিজের সিনেমার প্রচার শুরু করবেন পরিণীতি। তাঁর আসন্ন সিনেমা 'মিশন রানীগঞ্জ'। এরপর দম্পতির হানিমুনের ছবি 'সারপ্রাইজ' হয়ে আসতেই পারে যেকোনও সময়।
বলিউড জগতে এখন রীতিমতো হইচই পরে গিয়েছে। জনপ্রিয় অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) জীবনের গাঁটছড়া বেঁধেছেন আপ নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে। যদিও ডেস্টিনেশন বিয়েতে আমন্ত্রিত ছিলেন না বলিউডের তারকারা। তবুও অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন অনেকেই। এদিকে আমন্ত্রণ থাকলেও বোনের বিয়েতে আসতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাই বিদেশে বসেই বোনকে শুভেচ্ছা জানালেন তিনি।
পরিণীতি ও রাঘবের বিয়ের তিনটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'পিকচার পারফেক্ট। নববিবাহিতদের বিশেষ দিনে অনেকটা ভালোবাসা পাঠাচ্ছি। চোপড়া পরিবারে স্বাগত রাঘব চাড্ডা। আশা করি তুমি আমাদের মধ্যে উন্মাদের মতো নিমজ্জিত হউ। তিশা তুমি সবচেয়ে সুন্দর বউ। আমরা তোমাকে এবং রাঘবকে সারাজীবন আনন্দে থাকার জন্য ভালোবাসা, আশীর্বাদ পাঠাচ্ছি। একে অপরের যত্ন নিও এবং এই সুন্দর ভালোবাসা যত্ন করে রেখো।'
অন্যদিকে পরিনীতিকে বিবাহিতদের দলে স্বাগত জানিয়েছেন, অভিনেত্রী আলিয়া ভাট ও কিয়ারা আডবাণী। আলিয়া লিখেছেন, 'সবার আদুরেকে অভিনন্দন। তোমাদের দুজনকেই জীবনের যাত্রাপথের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাবে স্বাগত।' কিয়ারা সামাজিক মাধ্যমে লিখেছেন, 'ক্লাবে স্বাগত। তোমাদের দুজনকেই সারাজীবনের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি।'
পরিণীতি ও রাঘবের বিয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে করিনা লিখেছেন, 'অনেক অভিনন্দন পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। অনেক শুভেচ্ছা জানাচ্ছি। ভালোবাসা, সইফ এবং করিনা।'
অভিনেত্রী ক্যাটরিনা লিখেছেন, 'অনেক শুভেচ্ছা এবং তোমাদের দুজনকে সারাজীবনের আনন্দ এবং যৌথযাপনের জন্য শুভেচ্ছা জানাই।' অভিনেত্রী অনুষ্কা শর্মা লিখেছেন, 'সুন্দর দম্পতিকে অভিনন্দন এবং শুভেচ্ছা। তোমরা যেন একে অপরের মধ্যে শান্তি ও আনন্দ খুঁজে পাও।'
দেশজুড়ে চর্চার কেন্দ্রবিন্দুতে আপ সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) ও পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) হাইপ্রোফাইল বিয়ে। বিবাহ সুসম্পন্ন করে ইতিমধ্যেই তাঁরা বিয়ের মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। কিন্তু বিয়ে শেষ হলেও বিতর্ক পিছু ছাড়ছে না রাঘবের। সাংসদ হয়ে কীভাবে এমন 'গ্র্যান্ড ওয়েডিং'-এর আয়োজন করেছেন তা নিয়েই শুরু বিতর্ক। রাঘবের বিয়ে নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যেই অস্বস্তিতে পড়তে হল আম আদমি পার্টিকে। বিয়ের বিপুল খরচ ঘিরে রাঘবকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেসের বিধায়ক সুখপাল সিং খইরা (Sukhpal Singh Khaira)। রাঘবকে কটাক্ষ করে তিনি বলেছেন, 'এটা যদি আম আদমির নমুনা হয়, তাহলে খাস (ভিভিআইপি) কারা?'
Although i wish @raghav_chadha good luck for his new innings with his wife Parneeti Chopra but he must explain how an @AamAadmiParty (Aam Aadmi) like him filing a meager Income Tax return of Rs 2.44 Lacs can afford such a pompous wedding bash at the bestest 7 Star hotels spending… pic.twitter.com/Bcf4M0hzTq
— Sukhpal Singh Khaira (@SukhpalKhaira) September 24, 2023
রাঘব-পরিণীতির বিয়ে ঘিরে শুক্রবার থেকেই সাজ সাজ রব রাজস্থানে। সেখানকার সাত তারা হোটেল লীলা প্যালেসে তাঁদের বিয়ের আসর বসে। জানা গিয়েছে, সেই হোটেলের যে স্যুটে থাকার কথা ছিল, তার প্রতি রাতের খরচ ১০ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়ায় রাঘব চাড্ডার প্যান এবং আয়কর রিটার্নের তথ্য তুলে ধরেন ও কোথা থেকে এই বিপুল অর্থ খরচ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন পঞ্জাবের কংগ্রেস নেতা। সেই তথ্য অনুসারে ২০২০-২১ অর্থবর্ষে আয়কর রিটার্ন ফাইল করার সময়, তাঁর বার্ষিক আয় ২ লক্ষ ৪৪ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছিলেন আপ সাংসদ। ফলে তিনি প্রশ্ন করেছেন, রাঘব কীভাবে একরাতের জন্য ১০ লক্ষ টাকার স্যুটের আয়োজন করেছেন। এমনকী তাঁর 'বস' অরবিন্দ কেজিরওয়াল এবং ভগবন্ত মানের কাছেও জবাবদিহি চেয়েছেন তিনি। এর পর সুখপাল বলেছেন, 'এরা যদি আম আদমি পার্টি হয়, তবে খাস কারা?'
মোদী সরকারের বিরোধী ইন্ডিয়া জোটে হাতে-হাত দিয়ে রয়েছেন রাহুল-কেজরিওয়ালরা। কিন্তু তাঁদের মধ্যের বিরোধিতাই এবারে এল প্রকাশ্যে। বিবাহের খরচ নিয়ে পঞ্জাবের কংগ্রেস নেতার এই অভিযোগের ফলে ইন্ডিয়া জোটে কোনও আঁচ আসে কিনা, বা কতটা কী প্রভাব পড়ে, সেটাই এখন দেখার।
ব্রেকফাস্ট টেবিলে প্রথমবার আলাপ। কয়েক মুহূর্তেই বুঝতে পেরেছিলেন, মনের মানুষ পেয়ে গিয়েছিলেন। সেইদিন থেকে শুরু হয়েছিল নতুন অধ্যায়ের অপেক্ষা। বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডা (Raghav Chadha) আজ 'মন নিয়ে কাছাকাছি', পাশাপাশি। বিয়ের পর তাঁদের অনুভূতি ঠিক কেমন, সে সাক্ষ্য দিচ্ছে সামাজিক মাধ্যমের পোস্ট।
২৪ সেপ্টেম্বর, রবিবার তাঁরা বিয়ে করেছেন। সোমবার সকালে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করেছেন। মুক্তার মতো শুভ্র বিয়ে করতে চেয়েছিলেন পরিণীতি। বিবাহবাসর সেজে উঠেছিল একেবারে তাঁদের মনের মতো। চারপাশে সবুজ ঘাসের উপর সাদা ফুলে ঢাকা সরণি। মাঝের পথ দিয়ে একে অপরের হাত ধরে, হাসিমুখে ছাদনাতলা পর্যন্ত হেঁটে গিয়েছেন পরিণীতি রাঘব।
আইভরি রঙের লেহেঙ্গা পরেছিলেন পরিণীতি। গায়ে পান্নার গয়না। ন্যাচারাল মেকআপে পরীর মতোই দেখতে লাগছিল তাঁকে। তবে দেখার মতো তাঁর মাথার দোপাট্টাটি। অফ হোয়াইট দোপাট্টায়, সোনালী জরিতে লেখা ছিল 'রাঘব'। অন্যদিকে রাঘব পরেছিলেন সাদা রঙের শেরওয়ানি।