Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

Odisha

PM Modi: 'যারা দায়ী, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে', বালেশ্বর থেকে বার্তা প্রধানমন্ত্রীর

ওড়িশার (Odisha) বালেশ্বরে তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ (Train Accident) পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার পরই শনিবার দুর্ঘটনাস্থলে আহতদের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর সেখানে পৌঁছতেই তিনি জানালেন, 'দুর্ঘটনার জন্য যারা দায়ী, তাদের কঠিন শাস্তি দেওয়া হবে।' আজ, শনিবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে একে একে গিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার সকালে নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তারপরেই বালেশ্বরের উদ্দেশে রওনা দেন তিনি। শনিবার বিকেল পৌনে ৪টা নাগাদ বালেশ্বরে পৌঁছন মোদী। এরপর রেলমন্ত্রীকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন তিনি। সঙ্গে ছিলেন কেন্দ্রের আরও এক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। খতিয়ে দেখেন উদ্ধারকাজ। ঘটনাস্থলে তিনি ওড়িশা মন্ত্রিসভার সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন। আহতদের এবং তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি।

এরপর দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর বালেশ্বর হাসপাতালেও যান প্রধানমন্ত্রী। আহতদের সঙ্গে দেখা করেন তিনি। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। এরপর প্রধানমন্ত্রী বলেন, 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আহতদের চিকিৎসার জন্য সরকার কোনও চেষ্টাই বাকি রাখবে না। এটা একটা গুরুতর ঘটনা। প্রতিটি কোণ থেকে এর তদন্তের নির্দেশ জারি করা হয়েছে। যারা দোষী সাব্যস্ত হবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে।'

11 months ago
Signal: করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার নেপথ্যের কারণ! সিএন ডিজিটালকে কী জানাল রেল কর্তৃপক্ষ

দীপিকা দাস: প্রাথমিক তদন্তে (Preliminary Probe) উঠে এল, ট্রেন দুর্ঘটনার পিছনের কারণ। সিগন্যাল (Signal) ত্রুটির জন্যই ওড়িশার বালেশ্বরে প্রাণ গেল ২৮৮ জনের, এমনটাই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। শনিবার সিএন-ডিজিটালকে এমনটাই জানালেন দক্ষিণ-পূর্ব রেলওয়ের সিপিআরও আদিত্য কুমার চৌধুরী। তিনি জানান, একটি যৌথ পরিদর্শনের পর প্রাথমিকভাবে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রেল আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শনের পর সিগন্যালের ত্রুটির কথাই জানিয়েছেন। লুপ লাইনে ঢোকার ফলেই নাকি করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির সংঘর্ষ হয়। তবে জানানো হয়েছে, এটি প্রাথমিক রিপোর্ট। এখনও তদন্ত বাকি রয়েছে ও বিস্তারিত তদন্তের পরই প্রকাশ্যে আসবে যে, ঠিক কী কারণে এমন ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটেছে। আপাতত ভাবে পাওয়া প্রাথমিক তথ্যের পর জানা গিয়েছে, যে এই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা হার মানিয়েছে গাইসলের দুর্ঘটনার ভয়াবহতাকেও।

শুক্রবার সন্ধ্যা ৭ টায় ট্রেন দুর্ঘটনার পর থেকেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ওড়িশার বালেশ্বর। সূত্রের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ২৮৮ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। আবার আহত হয়েছেন ১০০০-এর বেশি। এরপরই সিএন ডিজিটালের তরফে দক্ষিণ-পূর্ব রেলওয়ের সিপিআরও আদিত্য কুমার চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'প্রাথমিকভাবে তদন্ত করার পর রিপোর্টে উঠে এসেছে যে, আপ মেন লাইনে সিগন্যাল দেওয়া ছিল কিন্তু পয়েন্ট ছিল লুপ লাইনে। ফলে সিগন্যালের ত্রুটির কারণেই এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। এরপর পাশে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষেই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়।' তিনি আরও জানিয়েছেন, 'এই তথ্য একেবারেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ঠিক কী ঘটেছিল, তা পুরোপুরি স্পষ্ট নয়। পুরো ঘটনা চূড়ান্ত তদন্তের পরই প্রকাশ্যে জারি করা হবে প্রেস বিজ্ঞপ্তি।'

এছাড়া এই দুর্ঘটনার নেপথ্যে কী কারণ, তা জানতে দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অর্চনা জোশীর সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু তাঁর ফোন ব্যস্ত থাকায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

11 months ago
Train Accident: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! মৃত অন্তত ১০০

শুক্রবার সন্ধ্যায় ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা (Train Accident)। বড়সড় দুর্ঘটনার কবলে হাওড়া-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস (Howrah-Chennai Coromandel Express)। সূত্রের খবর, ওড়িশার (Odisha) বালেশ্বর স্টেশনের কাছে এই ট্রেনের একাধিক কামরা লাইনচ্যুত হয়েছে। মালগাড়ি ও এক্সপ্রেসের মুখোমুখি ধাক্কার ফলেই এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে। ট্রেনটি শালিমার স্টেশন থেকে চেন্নাই যাচ্ছিল। আর চেন্নাই যাওয়ার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা। ঘটনায় বহু যাত্রী আহত হয়েছেন বলে খবর। ১৩২ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, জানালেন ওড়িশার মুখ্যসচিব। রেলমন্ত্রকসূত্রে খবর, ঘটনায় মৃতের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে যেতে পারে।  কিন্তু কীভাবে একই লাইনে মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, প্রবল সংঘর্ষে তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের সবকটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে। এমনকি গতি এতটাই ছিল যে, মালগাড়ির পাঁচটি বগিও লাইনচ্যুত হয়েছে। এতটাই জোরে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষ লাগে যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপরে। ইতিমধ্যে খড়্গপুর থেকে বেশ কয়েকটি উদ্ধারকারী দল রওনা দিয়েছে দুর্ঘটনাস্থলের দিকে। সূত্রের খবর, উদ্ধারকারী ও চিকিৎসকদের ২ টি দল পাঠানো হয়েছে ও প্রায় ৫০টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে ঘটনাস্থলে।

তবে দুর্ঘটনার তীব্রতা ও ভয়াবহতা দেখে আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা অনেক হতে পারে। মুখোমুখি সংঘর্ষের পর স্থানীয়রা প্রথমে ছুটে আসেন ঘটনাস্থলে। এরপর শুরু হয় উদ্ধারকার্য। তবে কীভাবে দুটি ট্রেন এক লাইনে এসে পড়ল? সিগনালিংয়ের কোনও সমস্যা নাকি কারোর গাফিলতির জেরে এমন ভয়াবহ দুর্ঘটনা, তা খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে।

11 months ago


Odisha: চুরি করা ভগবানের গয়না ৯ বছর পর ফেরাল চোর, সঙ্গে দিয়েছে জরিমানাও!

মন্দিরের (Temple) দেবতার গয়না চুরি করেছে ৯ বছর আগে। এবারে সেগুলিই ফিরিয়ে দিয়ে গেল এক চোর (Thief)। গয়না ফেরানোর পাশাপাশি ক্ষমা চেয়ে একটি চিঠিও লিখেছে সে। চিঠিতে লেখা রয়েছে, যখন সে এই গয়নাগুলো চুরি করেছে তারপর থেকেই তার দুঃস্বপ্ন আসে। ফলে সেএগুলো ফিরিয়ে দিয়ে গিয়েছে। ঘটনাটি ওড়িশার (Odisha)।

সূত্রের খবর, ওড়িশার গোপীনাথপুরের গোপীনাথ মন্দির থেকে ভগবান কৃষ্ণের মূর্তি থেকে অলংকার চুরি করা হয়েছিল। সেসমসয় সেই গয়না কে চুরি করেছিল তা খুঁজে বের করতে পারেনি পুলিস। এরপর হঠাৎ ৯ বছর পর মন্দিরের সামনে একটি ব্যাগ দেখা যায়, যেখানে রাখা ছিল সেই চুরি হওয়া গয়না ও একটি চিঠিও ছিল। সেখানে লেখা ছিল, '২০১৪ সালে আমি ভগবানের গয়নাগুলো চুরি করেছিলাম। তারপর থেকেই গত ৯ বছর ধরে একাধিক সমস্যায় পড়েছি আমি। আমি স্বীকার করছি আমি চুরি করেছি।' শুধু তাই নয় সে আবার ৩০০ টাকাও রেখে গিয়েছে পুরোহিতের দক্ষিণার জন্য। তবে সেই ব্যক্তি তার নাম জানায়নি। চিঠিতে নাম না লিখেই এই গয়নাগুলো ফেরত দিয়েছে সে।

জানা গিয়েছে, সে সম্প্রতি ভাগবত গীতা পড়েছে। তারপরেই সে তার জীবনের ভুল বুঝতে পেরেছে ও গয়নাগুলো যে ভগবান শ্রী কৃষ্ণ ও রাধার, সেটা বুঝে গয়নাগুলো আবার মন্দিরেই ফেরত দিয়ে গিয়েছে। তবে এই ঘটনায় খুশি মন্দির কর্তৃপক্ষ। ভগবানের হারিয়ে যাওয়া গয়না ফেরত পেতেই বেজায় খুশি সেখানকার স্থানীয়রা। 

12 months ago
Odisha: রোদ মাথায়, টাকার জন্য জবুথবু শরীরে চেয়ারে ভর দিয়ে ব্যাংকের পথে বৃদ্ধা

চাঁদিফাটা রোদ, তার মধ্যে দিয়েই ভাঙা চেয়ারের সাহায্য নিয়ে হেঁটে চলেছেন এক বৃদ্ধা। তবে কারণ কী? জানা গিয়েছে, সেই ৭০ বছরের বৃদ্ধা পেনশনের টাকার জন্য অনেক দূর থেকে প্রচন্ড তাপের মধ্যেই হেঁটে যাচ্ছেন ব্যাঙ্কে। অবসরপ্রাপ্তদের পেনশন পাওয়া নিয়ে প্রায় সবসময়ই সমস্যায় পড়তে হয়। এবারেও এমনই এক দৃশ্য ফুটে উঠল যা দেখে চোখে জল আসবে আপনারও। এই ভিডিওটি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই মহিলার জন্য উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পদক্ষেপ নিয়েছেন।

এই ঘটনাটি ওড়িশার বানুয়াগুড়া গ্রামের। খবরে উঠে এসেছে, পেনশনের টাকার জন্য এক ৭০ বছরের সূর্য হরিজনকে ভাঙা চেয়ারের সাহায্য নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার খালি পায়ে হেঁটে যেতে হচ্ছে। কারণ বার্ধক্যজনিত কারণে তিনি হাঁটতে পারেন না। ফলে বাধ্য হয়েই প্রচন্ড গরমের মধ্যে তাঁকে এভাবে কষ্ট করতে হচ্ছে। কারণ এই পেনশনের টাকা পেলেই তাঁর বাড়িতে হয়তো হাঁড়ি চড়বে। গত ৪ মাস ধরে তিনি পেনশন পাননি, এরপর তাঁকে বাধ্য হয়েই সেই ব্যাংকে যেতে হচ্ছে। এর আগে পেনশনের জন্য তাঁকে ব্যাংকে যেতে হত না, তবে এখন নিয়ম পরিবর্তনের জন্য ব্যাংক অ্যাকাউন্টেই সেই টাকা চলে যায়। তার মধ্যে তাঁর হাতের ছাপ ব্যাংকের তথ্যে থাকা ছাপের সঙ্গে মিল না হওয়ায় আরও সমস্যার মধ্যে পড়তে হয় তাঁকে।

এই পরিস্থিতিতে সূর্যকে দেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এসবিআই ব্যাংককে মেনশন করে ট্যুইট করেছেন, 'এসবিআই ম্যানেজার কি এই দেখে কিছু মানবিকতা দেখাবে না?' এরপরেই এসবিআই থেকে ট্যুইট করে জানানো হয়েছে, সূর্যকে এখন পর্যন্ত ৩০০০ টাকা পেনশন দেওয়া হয়েছে, তারা খুব শীঘ্রই তাঁর পেনশনের সমস্যাটির সমাধান করবেন।

12 months ago


Marriage: শিশুদের বিয়ে দেওয়া হয় কুকুরের সঙ্গে! কোথায় এমন অদ্ভূত নিয়ম

কুসংস্কার (Superstition) এখন আর আমাদের দেশে নেই, এমনটা অনেককেই বলতে শোনা যায়। কিন্তু ভারতের বিভিন্ন প্রান্তে এমনও কিছু জায়গা রয়েছে, যেখানে এমন এমন কুসংস্কারে ভরা রীতি-নিয়ম রয়েছে, যা দেখে আপনি অবাক হতে বাধ্য। এমনই এক রীতির কথা জানা গেল, যা শুনে আকাশ থেকে পড়বেন আপনি। জানা গিয়েছে, এমন একটি গ্রাম আছে, যেখানে নাবালিকা-নাবালকদের শরীর থেকে ভূত তাঁড়াতে (Evil Spirit) কুকুরের (Dog) সঙ্গে বিয়ে (Marriage) দেওয়া হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এই অদ্ভূত নিয়মটি ওড়িশার বালাসোর জেলার বাদশাহি গ্রামের।

জানা গিয়েছে, এই গ্রামের মানুষরা হো নামক সম্প্রদায়ের। তাদের মধ্যে এই নিয়ম প্রচলিত রয়েছে যুগ যুগ ধরে। দেখা গিয়েছে, হো সম্প্রদায়ের এক ব্যক্তি দারি সিং তাঁর ১১ বছরের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছেন এক মেয়ে কুকুরের আবার তাঁর ৭ বছরের মেয়ে লক্ষীর সঙ্গে বিয়ে দিয়েছেন ছেলে কুকুরের। কোন কুকুরের সঙ্গে বিয়ে দেওয়া হবে, তা ঠিক করা হয় যখন সেই ছেলে-মেয়ের উপরের চোয়ালে প্রথম দাঁত বেরোয়। এই সম্প্রদায়ের মানুষরা বিশ্বাস করেন, শিশুদের উপরের চোয়ালে দাঁত বেরোনো অশুভ। ফলে এই সন্তানদের শরীর থেকে অশুভ শক্তিকে বের করার জন্য কুকুরদের সঙ্গে বিয়ে দেওয়া হয়। এতে তাদের শরীরের অশুভ আত্মা কুকুরদের দেহে চলে যায়। সকাল ৭টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নানা নিয়ম-রীতি মেনে এই বিয়ে দেওয়া হয় ও হো সম্প্রদায়ের মানুষরা বিশাল খাওয়া-দাওয়ারও আয়োজন করে।

সেই সম্প্রদায়েরই একজন সদর সিং জানিয়েছেন, হো সম্প্রদায়ের মানুষরা মনে করেন, এই বিয়ে সম্পন্ন হলেই অশুভ আত্মা কুকুরের দেহে চলে যাবে। তিনি আরও জানিয়েছেন, কুসংস্কারে ভরা এই নিয়ম যুগ যুগ ধরে মেনে চলা হচ্ছে। তবে এর কোনও বৈজ্ঞানিক যুক্তি নেই।

12 months ago
Marathon: সম্বলপুরী শাড়ি পরে ৫ ঘণ্টায় সাড়ে ৪২ কিমি দৌড়লেন ইন্দো-ব্রিটিশ মধুস্মিতা

যে রাঁধে সে চুলও বাঁধে! পেশায় শিক্ষিকা, তবে এক ম্যারাথনে (Marathon) শাড়ি পরে দৌড়ে নজির গড়লেন ব্রিটেনের এক মহিলা। ব্রিটেনে থাকলেও তিনি আসলে ওড়িশার (Odisha)। ম্যারাথনের দিন তাঁর পরনে দেখা গিয়েছে ওড়িশার ঐতিহ্যবাহী সম্বলপুরী (Sambalpuri) শাড়ি, পায়ে কমলা রংয়ের স্নিকার। ৪১ বছর বয়সী মধুস্মিতা জেনা ৪ ঘণ্টা ৫০ মিনিটে ৪২.৫ কিমি পথ দৌড়েছেন।

জানা গিয়েছে, ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম ম্যাঞ্চেস্টার ম্যারাথন ২০২৩-এর আয়োজন করা হয়েছিল। সেখানেই মধুস্মিতা অংশগ্রহণ করেন। তবে ম্যারাথনে অংশ নিয়েই তিনি সবার তাক লাগিয়ে দিলেন। ভারত তথা ওড়িশার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে এক অভিনব পন্থা নিয়ে ম্যারাথনে দৌড়ান। এতে তিনি তাঁর রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরতে চেয়েছেন। কারণ শাড়িপ্রেমীদের সবারই জানা যে, সম্বলপুরী শাড়ি ওড়িশার এক ঐতিহ্যবাহী শাড়ি।

মধুস্মিতার ম্যারাথনে দৌড়নোর মুহূর্তটি ক্যামেরাবন্দি করে ট্যুইটারে শেয়ার করা হয়েছে। সেখানে তাঁকে দেখা যাচ্ছে অন্য অংশগ্রহণকারীদের সঙ্গে দৌড়তে। তাঁকে শাড়িতে দেখে নেটিজেনরা কুর্নিশ জানিয়েছেন। অনেকেই বলেছেন, শাড়িতে দৌড়নো কঠিন, তবুও তিনি এই পদক্ষেপ নিয়েছেন। অন্য একজন তাঁর জায়গার ঐতিহ্যকে শাড়ির মাধ্যমে তুলে ধরার জন্য মধুস্মিতাকে প্রশংসা করেছেন।

12 months ago
Odisha: গরমে জলের কষ্ট, জঙ্গলে অসুস্থ হয়ে মৃত্যু একটি স্ত্রী হাতির

মৃত্যু (Death) হল একটি হাতির (Elephant)। ওড়িশার (Odisha) নরসিংহপুর এলাকায় গভীর জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে হাতির দেহটি। তীব্র গরমের জেরেই মৃত্যু হয়েছে হাতিটং বলে জানিয়েছে বন দফতর (Forest Department)। বন দফতর সূত্রে আরও খবর, ২০-২৫ দিন আগে মৃত্যু হয়েছে হাতিটির। মৃত্যুকালীন ওই স্ত্রী হাতিটির বয়স হয়েছিল প্রায় ৩ বছর। গরমের কারণে হাতিটির মৃত্যু হয়েছে বলে বন দফতর জানালেও, এই বিষয়ে স্থানীয়রা অন্য দাবি করেছেন। স্থানীয়দের অনুমান, কোনও পাচারকারীর হাতেই মৃত্যু হয়ে থাকতে পারে হাতিটির।  

ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পার করেছে। এই হাঁফছাড়া গরমে মানুষের সাথে অসুস্থ হয়ে পড়ছে বন্যপ্রাণীরাও। এই বিষয়ে নরসিংহপুর ইস্টার্ন ফরেস্ট ডিভিশনের আধিকারিক সুরেশ রাউত জানিয়েছেন, তীব্র গরমে পানীয় জলের অভাবেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে হাতিটির।

one year ago


Heat: প্রচন্ড গরমে স্কুল পড়ুয়াদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ ওড়িশা সরকারের

প্রচন্ড গরম (Summer) থেকে স্বস্তি দিতে পাঁচ দিনের জন্য সব স্কুল (School) ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ ওড়িশা (Odisha) সরকারের। মৌসম ভবনের পূর্বাভাস, ১৩ থেকে ১৫ এপ্রিলের মধ্যে রাজ্যের কয়েকটি জায়গায় তাপপ্রবাহ চলবে। এই তীব্র গরমে ছোট ছোট পড়ুয়াদের যাতে বাড়ির বাইরে বেরোতে না হয়, সেই জন্য স্কুল বন্ধের সিদ্ধান্ত।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রবল দাপট বেড়ে চলেছে। এই প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা মানুষের। রীতিমতো লু বইছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে ছোটরা। কারণ তাদেরকে নিয়ম করে স্কুলে যেতে হচ্ছে। যার ফলে অনেকেই অসুস্থ হয়ে পড়ছে। এই কারণে পাঁচ দিন রাজ্যের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিল ওড়িশা সরকার। 

ওড়িশার একাধিক জায়গায় তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস  ছাড়িয়ে গিয়েছে। বাড়ি থেকে বেরোলেই সূর্যের প্রখর তাপে চোখমুখ পুড়ে যাওয়ার মতো অবস্থা। গরম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। পড়ুয়াদের কথা ভেবে তাই পাঁচ দিন রাজ্যের সমস্ত স্কুল বন্ধ রাখা হবে। পরিস্থিতি পর্যালোচনা করে বুধবার থেকে পাঁচ দিন রাজ্যের সমস্ত স্কুল এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংক্রান্তির উৎসবেও হাঁসফাঁস করা গরমের প্রবল দাপট থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

one year ago
Puri: মমতাকে বিনামূল্যে জমি দেবেন ওড়িশার মুখ্যমন্ত্রী

নতুন পুরী (Puri) এলাকায় বিশ্ববাংলা ভবন তৈরির জন্য বিনামূল্যে জমি দিচ্ছে ওড়িশা (Odisha) সরকার (Goverment)। সূত্রের খবর, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক বাংলাকে দু'একর জমি দেবেন। জানা গিয়েছে, দু'একর জমির জন্য পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটি পয়সাও নেবেন না ওড়িশার মুখ্যমন্ত্রী। ওই দু'একর জমির দাম প্রায় দু'কোটি টাকা। কয়েকদিন আগে ওড়িশা সফরে গিয়ে জমি পছন্দ করে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, পুরীতে বাঙালি ভ্রমণার্থীদের জন্য বিশ্ববাংলা ভবন বানাতে চায় মমতা বন্দোপাধ্যায়। সে জন্যই মার্চ মাসে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেন মমতা বন্দোপাধ্যায়। ভুবনেশ্বরে গিয়ে তিনি পুরীর মন্দিরে পুজো দেন। সেসময় ওই জমিও দেখে আসেন। তারপরে এই জমি বিনামূল্যে বাংলাকে উপহার দেবেন বলে ঘোষণা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী।

বিনামূল্যে পশ্চিমবঙ্গ সরকারকে জমি দিয়ে সম্মান দেওয়ায় নবীন পট্টনায়কের প্রতি খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় দু'রাজ্যের মধ্যে অন্যতম বন্ধুত্বের ভীত গড়ে উঠল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। নবীন পট্টনায়কই বন্ধুত্বের হাত বাড়ালেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

one year ago


Crime: কাফ সিরাপের বদলে বিষ প্রয়োগ! সৎ ছেলেকে খুনের দায়ে ওড়িশায় অভিযুক্ত বাবা

চরম নৃশংসতা! তিন বছরের সৎছেলেকে বিষ খাইয়ে খুনের (Murder) অভিযোগ বাবার বিরুদ্ধে। কাফ সিরাপের বদলে বিষপ্রয়োগ (poisoning) করে ছেলেকে মেরে ফেলা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের। ইতিমধ্যে গ্রেফতার (Arrested) করা হয়েছে অভিযুক্ত সৎবাবাকে। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) কুন্ডেই এলাকার নবরঙ্গপুর গ্রামে। জানা গিয়েছে, অভিযুক্তের নাম বিশ্বনাথ গোন্ড। পেশায় হাতুড়ে চিকিৎসক।

স্থানীয় সূত্রে খবর, বিশ্বনাথ মাস তিনেক আগে গায়ত্রীকে বিয়ে করেন। তাঁদের মধ্যে প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি হয়। তারপর বিয়ে করেন তাঁরা। মৃত ওই শিশু গায়ত্রীর প্রথম পক্ষের ছেলে। পুলিস সূত্রে খবর, গায়ত্রী জানিয়েছেন, তাঁর ছেলে বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি কাশিতে ভুগছিলেন। তাই স্বামীকে ছেলের জন্য কিছু ওষুধ আনতে বলেছিলেন। শিশুটির জন্য বিশেষ একটি কাফ সিরাপ দেন বিশ্বনাথ। সকাল ১১টার সময় ছেলেকে ওষুধ খাওয়ানো হয়। এরপরই বমি হওয়া শুরু হয়। সেদিনই বিকেল ৩টে নাগাদ সে মারা যায়।

উল্লেখ্য, গায়ত্রী নিজে থানায় বিশ্বনাথের নামে অভিযোগ দায়ের করেন। তাঁর সন্দেহ কাফ সিরাপের বদলে ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলেছেন। খবর পেয়ে পুলিস এসে শিশুর দেহ উদ্ধার করে। কাফ সিরাপের শিশিটিও বাজেয়াপ্ত করে। অভিযুক্তকেও গ্রেফতার করে নিয়ে যায়।

one year ago
Odisha: গরুর গাড়ি চড়ে শ্বশুরবাড়ি এলেন নববধূ! নেটমাধ্যমে ভাইরাল সেই ভিডিও

একসময় গ্রামগঞ্জে যাতায়াতের একমাত্র মাধ্যমই ছিল গরুর গাড়ি (bullock cart)। নতুন বউকেও ঘরে আনা হত গরুর গাড়িতে করে। ধীরে ধীরে গ্রামের কাঁচা রাস্তা পাকা হয়েছে। গ্রামের পথে নেমেছে ভ্যান, মোটরচালিত যানবাহন, সাইকেল, মোটরবাইক। কিন্তু সম্প্রতি সেই পুরোনো প্রথাকে ফিরিয়ে আনল নবদম্পতি। নববধূ গরুরগাড়ি চড়েই গেলেন শ্বশুরবাড়িতে। আর সেই ভিডিও শেয়ার করেছেন তাঁরাই। ভিডিওটি ভাইরাল (Viral Video) হতেই প্রশংসাও কুড়িয়েছে নেটিজেনদের। ঘটনাটি ঘটেছে ওড়িশাতে (Odisha)।

জানা গিয়েছে, কয়েকদিন আগেই ওড়িশার গঞ্জাম জেলায় গাঁটছড়া বেঁধেছেন সরিতা বেহেরা ও মহেন্দ্র নায়েক। দম্পতির পূর্ব পরিকল্পনা ছিল পুরনো প্রথা মেনে বিয়ে করবেন। যেমন ভাবা তেমন কাজ। মোটরগাড়িতে চড়ে তাঁরা বিয়ে করতে চাননা বলে পরিবারকে জানায়। স্থির হয় ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাবেন মহেন্দ্র। আর গোরুরগাড়িতে করে শ্বশুরবাড়ি আসবেন সরিতা। এমন অভিনব প্রস্তাবে রাজিও হয়ে যায় দুই পরিবার।

এরপর বহু খোঁজাখুঁজি করে মেলে একটি গরুরগাড়ির সন্ধান মেলে। বিয়ের দিন মহেন্দ্র ঘোড়ায় চড়ে বিয়ে করতে গঞ্জাম জেলার বাঁকটারা গ্রামে আসেন সরিতার বাড়িতে। ঘোড়াটি সুন্দর করে সাজানো হয়েছিল। বিয়ের অনুষ্ঠান শেষে সুন্দরভাবে সাজানো গরুরগাড়িতে চড়ে সরিতা ৮ কিলোমিটার দূরে মহেন্দ্রর বাড়িতে যান।

সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা নতুন উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন। 

one year ago
Odisha: মৎস্যজীবীর ট্রলারে 'স্পাই' পায়রা! পায়ে ক্যামেরা, ডানায় সংকেত

পায়রার (spy pigeon) পায়ে বাঁধা গোপন ক্যামেরা (Hiiden Camera)। উড়তে উড়তে ধবধবে সাদা পায়রাটি বসেছিল পুরীর উপকূলে এক মৎস্যজীবীর ট্রলারে। আর তখনি এক মৎস্যজীবীর নজরে আসে বিষয়টি। সন্দেহজনক কিছু অনুমান করে সঙ্গে সঙ্গে ক্যামেরার মুখ কালো টেপ দিয়ে ঢেকে দেন তিনি। এমনকি পায়রার ডানায় লেখা ছিল লাল ও নীল কালিতে কিছু শব্দ, যে ভাষা এখনও পর্যন্ত উদ্ধারের চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে ওড়িশার (Odisha) জগতসিংহপুরে। গোটা ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে।

ওই মৎস্যজীবী ওড়িশার বুধবার পারাদ্বীপ বন্দরে পৌঁছে পায়রাটিকে উপকূল পুলিসের হাতে তুলে দিয়েছেন। সাইবার বিশেষজ্ঞরা ওই ক্যামেরা ও ডিভাইসকে খতিয়ে দেখে আসল তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। সোমবার পায়রাটি ধরা পড়ে মৎস্যজীবীর কাছে। জানা গিয়েছে, ওই মৎস্যজীবী ওই ট্রলারের মালিক। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'পায়রাটিকে দেখে আনন্দের বশে ধরেন। এরপর খেয়াল করেন পায়ের মধ্যে একটি ক্যামেরা বাঁধা রয়েছে। এর সঙ্গে গুপ্তচরদের কোনও যোগ থাকতে পারে বলে অনুমান করে সঙ্গে সঙ্গে তাতে কালো টেপ লাগিয়ে দেন। এরপর নজরে আসে ডানায় লাল কালিতে চিনা ভাষায় এবং নীল রঙে উর্দুতে কিছু লেখা ছিল পায়রার গায়ে। কিন্তু কী লেখা ছিল তা বুঝতে পারেননি।'

এরপর বুধবার পায়রাটি মেরিন পুলিসের হাতে হস্তান্তর করেন তিনি। পুলিস সূত্রে খবর, ওই ক্যামেরাটি একটি জিপিএস যন্ত্রও। কোথা থেকে কারা ওই পায়রাটি কী উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।

one year ago


Odisha: বাড়ি ফেরার পথে স্ত্রীর মৃত্যু, মাঝপথে নামিয়ে দেয় অটো! দেহ কাঁধে ৮০ কিমি হাঁটলেন ব্যক্তি

আবারও অমানবিকতার চিত্র ধরা পড়ল! এবার ঘটনাস্থল ওড়িশা (Odisha)। জানা গিয়েছে, অসুস্থ  স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। চিকিৎসায় সাড়া না দেওয়ায় হাসপাতাল (Hospital) থেকে স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে বলা হয়। তিনি অটোয় করে স্ত্রীকে নিয়ে ফেরার পথে স্ত্রীয়ের মৃত্যু হয়। মহিলার মৃত্যুর পরই অটোচালক জানিয়ে দেন, তিনি আর যেতে পারবেন না। এরপর উপায় না দেখেই নিজেই স্ত্রীর দেহ কাঁধে তুলে নেন। আর ৮০ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাড়ি পৌঁছন কোরাপুটের সামুলু পাঙ্গি।

ওড়িশার কোরাপুটের ৩৫ বছর বয়সী সামুলু পাঙ্গি। তাঁর অসুস্থ স্ত্রী গুরুকে সম্প্রতি বিশাখাপত্তনমের একটি হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু চিকিৎসায় কোনওরকম সাড়া না দেখায় চিকিৎসকরা তাঁকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। হাসপাতাল থেকে বাড়ি ১০০ কিলোমিটার দূরে। তাই একটি অটো ভাড়া করেছিলেন সামুলু।

অটোতে করে গ্রামে ফেরার সময় সামুলুর ৩০ বছর বয়সী স্ত্রী মারা যান। অটো চালক তখন বাকি পথ তাঁদের নিয়ে যাবেন না বলে জানিয়ে দেন। ওই নির্জন রাস্তায় তাঁদের ছেড়ে দিয়ে চলে যায়। অনেক্ষণ অপেক্ষা করেও কোনও গাড়ি না পেয়ে নিজেই স্ত্রীর মরদেহ কাঁধে তুলে ৮০ কিলোমিটার পথ পাড়ি দিলেন। বাড়ি পৌঁছতে আর মাত্র বাকি ছিল ২০ কিলোমিটার। পুলিস খবর পেয়ে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করে দেয়।

one year ago
Odisha: পুলিসকর্মীর গুলিতে নিহত স্বাস্থ্যমন্ত্রী, অভিযুক্ত এএসআই 'মানসিক ভারসাম্যহীন'!

ওডিশার (Odisha) স্বাস্থ্যমন্ত্রী (Health Minister) তথা বিজেডি নেতা নবকিশোর দাসের (Naba Kishore Das) মৃত্যুতে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রবিবার বুকে গুলি লেগে মৃত্যু হয়েছে তাঁর। জানা গিয়েছে, মানসিক ভারসাম্য হারিয়ে যাওয়ায় মন্ত্রীকে গুলি করেন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর গোপাল চন্দ্র দাস (ASI Gopal Chandra Das)।

রবিবার দুপুরে ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরের কাছে গান্ধী চকে রাজ্য পুলিসের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর তাঁকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়েন। সেখানেই মাটিতে পড়ে যান মন্ত্রী। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে এয়ারলিফট করে ভুবনেশ্বরেও নিয়ে যাওয়া হয়। এত কিছুর পরেও হয়নি শেষরক্ষা। এদিকে অভিযুক্ত পুলিসকর্মীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দুপুর একটার দিকে ঝাড়সুগুদা জেলার ব্রজনগরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন নবকিশোর দাস। সেই সময় নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালায় ওড়িশা পুলিসের এক অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। গুলি চালানোর সঠিক কারণ কী, তদন্ত করে দেখছে পুলিস।

ঘটনার পর অভিযুক্ত এএসআইয়ের স্ত্রী জয়ন্তী দাস বলেন, 'ঘটনার দিন সকালেও মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন। ৭-৮ বছর থেকে মানসিক অসুস্থতার কারণে চিকিৎসা চলছিল গোপালের। তবে ওষুধ খেলে সুস্থ থাকতেন। পাঁচ মাস আগে শেষবার বাড়ি এসেছিলেন।' এখন প্রশ্ন উঠছে মানসিক অসুস্থতা থাকা সত্ত্বেও তাঁর কাছে রিভলবার কেন দেওয়া হল? তাঁকেই বা কেন নিরাপত্তার দায়িত্বে পাঠানো হল?

one year ago