Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

DC

WC: রোহিতের আর একটা ম্যাচ ও নজরে অশ্মিন

চিরঞ্জিত চক্রবর্তী (বিধায়ক/অভিনেতা): রবিবারের ফাইনালে শেষ পর্যন্ত সেই অস্ট্রেলিয়া? আমি সিএন পোর্টালে শুরুর দিকে লিখেছিলাম, অস্ট্রেলিয়া যা করছে তা আনপ্রেডেক্টিবল। কিন্তু একই সাথে শেষ ৮টি ম্যাচ জিতে তারা ফাইনালে গেলো। এই মুহূর্তে টিম ইন্ডিয়া তুলনাহীন। বিশ্বের সর্বকালের সেরা কম্বিনেশন কিন্তু তা সত্ত্বেও বলবো লীগ একরকম আর ফাইনাল আরেক রকম। কাজেই অজিদের খাটো করা চলবে না। আবার অস্ট্রেলিয়া ফাইনালে ঘাবড়ে যাওয়াও চলবে না। হতে পারে ফাইনালে অস্ট্রেলিয়া সাংঘাতিক কিন্তু পুরোনো ইতিহাস ঘেঁটে দেখুন ১৯৯৬-এ টপ ফর্মে থাকা শ্রীলংকা অস্ট্রেলিয়াকে হেলায় হারিয়ে দিয়েছিলো। তা হলে ভারত পারবে না কেন। স্টিভ ওয়া বা রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়ার থেকে এই দল যথেষ্ট দুর্বল। এই টুর্নামেন্টে দুর্দান্ত জিতেছে এমন উদাহরণ কই? আফগানিস্তানের দিন ম্যাক্সওয়েলের ক্যাচ ধরে নিলে বা দক্ষিণ আফ্রিকা আর ২০টি রান করলে তো অস্ট্রেলিয়া হারে। আরও একটি বিষয়ে এই দলে বয়স্ক খেলোয়াড় যথেষ্ট। কাজেই ভারত কয়েকটি স্ট্র্যাটেজি নিয়ে খেলুক। মনে রাখতে হবে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে ভারত কোনও চাপেই পরেনি সুতরাং ফাইনাল নিয়ে ভাবনা কিসের?

দুটি বিষয় বলতে চাই। আহমেদাবাদের পিচ বা উইকেট যেন স্পিনারদের অনুকূলে থাকে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্পিনে হাবুডুবু খাচ্ছিলো। অন্যদিকে ভারতীয় স্পিনাররা এই মুহূর্তে বিশ্ব সেরা। আমার মনে হয় অশ্মিনকে দলে নেওয়া উচিত। প্রশ্ন কার জায়গায়? আমি সিরাজকে বাদ দিতে বলবো। যদিও সিরাজ শুরুর বোলার কিন্তু এভারেজ বলছে যথেষ্ট রান দিচ্ছেন। তিনি পক্ষান্তরে উইকেট পেয়েছেন কম। বুমরা শামিকে দিয়ে পাওয়ার প্লের প্রথম দশ ওভার করিয়ে অশ্মিনকে বা জাদেজাকে নিয়ে আসুক যদি অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করে। পরে হলে ৭/৮ ওভারের মধ্যেই স্পিনার নিয়ে আসা হোক।

আমি কিন্তু অনেক বেশি আশা রাখছি রোহিতের উপর। ওর আরও একটা ভালো শুরু চাই। ইদানিং ওঁর পেটানোতেই কাহিল হয়েছে। শুরুতেই সমস্ত দল কাজেই আরও একটা হোক। আর রোহিত মোটেই ৫০ বা সেঞ্চুরির দিকে নজর দিচ্ছে না। ফাইনালে দিক। পিছনে কোহলি, শ্রেয়স, রাহুল, সূর্য জাদেজা ছিলই তার সঙ্গে যুক্ত হোক অশ্মিন। মনে রাখতে হবে যিনি টেস্টে প্রচুর রান করেন বা সেঞ্চুরি করেন বা টি-২০ তে ভালো ব্যাট চালান তাঁকে ব্যাটারই বলা হয়। তাই অশ্মিন। যদি অতিরিক্ত বোলার নেহাতই দরকার হয় তবে সূর্য অস্ত যাক। আলোর খেলায় সূর্য না থাকলেও চলবে। ইডেনে দেখলাম তো। পুরো খেলাটাই বিদ্যুতের আলোতেই হলো।

ইন্ডিয়া জিতে এস। 

6 months ago
WC: ২০ বছর পর ফের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত, কি মত প্রাক্তন অধিনায়কের

২০ বছর আগে জোহানেসবার্গ। ২০০৩ বিশ্বকাপের ফাইনাল। সেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের টিম ইন্ডিয়া। এবার আহমেদাবাদে সেই ২০০৩ বিশ্বকাপ ফাইনালের প্রতিশোধ নেওয়ার পালা রোহিতদের। তৎকালীন অধিনায়ক ও প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানালেন, এই ভারতকে রোখা খুবই কঠিন।

ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের সেমিফাইনালে থ্রিলার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের পরই টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানান মহারাজ। জানান, ভারত গ্রুপ লিগে ও সেমিফাইনালে দাপট দেখিয়েছে। আর মাত্র একটা ম্যাচ। মাঝখানে অস্ট্রেলিয়া। এই ফর্ম ধরে রাখতে পারলে, ভারতকে আটকানো কঠিন। ম্যাচটাও খুবই ভাল হবে।

6 months ago
WC: স্বপ্নের ভেলায় চড়ে ফাইনালে টিম ইন্ডিয়া

চিরঞ্জিত চক্রবর্তী (বিধায়ক/অভিনেতা ): প্রায় ২০ ঘন্টা হয়ে গেলো এখনও বুধবারের ভারত নিউজিল্যান্ডের খেলাটা চোখে ভাসছে। কি ভীষণ টেনশন হচ্ছিলো যখন উইলিয়ামসন আর মিচেলের জুটি দাঁড়িয়ে গিয়েছিলো। তবে কি জানেন একদিবসীয় ক্রিকেটটা তো দীর্ঘদিন ধরে দেখছি, এই ৩৯৭ রান তোলা অসম্ভব ছিল। পারা যায় না। দেখবেন ভালো দল হলে দুএকটা জুটি কিছু রান তুলে নেবে ঠিকই কিন্তু শেষ পর্যন্ত পরাস্ত হতেই হয়ে থাকে। এর উপর বিশ্বকাপ বলে কথা। আমি তো অবাক হলাম নিউজিল্যান্ডের দুই বিখ্যাত ওপেনার কনওয়ে এবং রাচিনের দ্রুত বিদায় নেওয়া দেখে।সাংঘাতিক এই দুই খেলোয়াড়।

আসি ভারতের খেলা নিয়ে। আমি আগেও সিএন সংবাদে লিখেছিলাম যে, এই ভারত সাংঘাতিক শক্তিশালী। সর্বকালের সেরা, বিশ্বেও বোধকরি। ২০১৯-এ নিউজিল্যান্ডের কাছে বিলেতের বিশ্বকাপে আমরা জঘন্য হেরেছিলাম। ২৩৯ রান তুলতে পারিনি। সেই ক্ষোভ আজকেও আমাদের ক্রীড়াপ্রেমীদের কাছে দগদগে ঘা হয়ে ছিল, বুধবার তার সংগঠিত সুমিষ্ট প্রতিশোধ নেওয়া গেলো। দেখুন এই ম্যাচে কাকে খারাপ বলবেন? সূর্য্য যাদবের হাতে বল ছিল না কাজেই তাঁকে চালিয়ে খেলতে হয়েছে এবং আউটও হয়েছেন, এটাতে আমি কোনও দোষ দেখি না। এ ছাড়া  একেবারে পাকা উইকেট, বোলারদের বদ্ধভূমি। এই পিচ ঠিকই আছে। যদি ভারত পরে ব্যাট করতো তবে আরামসে খেলতে পারতো। দ্বিতীয়ত মুম্বইয়ের মাঠে শিশির পরে না কাজেই পেসাররা পরে বল করে সুবিধা পায় নি।

কোহলির ইনিংস অনবদ্য। ৫০টি একদিবসীয়তে সেঞ্চুরি হয়ে গেলো, আমি মনে করি ও আরও একডজন করতে পারবে। প্রথমেই বলেছিলাম এই মাঠ একেবারেই ব্যাটটারদের কাজেই বোলাররা সুবিধা পাবে না, কিন্তু নিউজিল্যান্ডকে ৩২৭ রানে শেষ করার অন্যতম অস্ত্র বাংলার ম.শামি। ওকে যতই দেখছি অবাক হচ্ছি। ৭টি উইকেট তাও বিশ্বকাপে? ওকে দলের বাইরে রাখা হয়েছিল কেন স্বাভাবিক প্রশ্ন জাগে। তবে কি এখানেও রাজনীতি। কোহলি ঘনিষ্ঠ শামি দেখিয়ে দিলো ধংসাত্বক বোলিং কাকে বলে? এটাই টিম ইন্ডিয়া।চলুন রোববারের মাঠে। আহমেদাবাদ না যাই টেলিভিশনে তো চোখ রাখতে পারি। রোহিতকে অনুরোধ টস জিতলে ব্যাট। পরে ব্যাট হলেও ক্ষতি নেই। শামি তো আছে। (অনুলিখন-প্রসূন গুপ্ত)

6 months ago


Virat-Anushka: দু'চোখ যেন তাঁকেই খোঁজে! শতরান করে সাজঘরে যেতেই অনুষ্কাকে খুঁজলেন বিরাট

অবশেষে একযুগ পর ক্রিকেট বিশ্বকাপে ফাইনালে (World Cup final 2023) প্রবেশ ভারতের। আর নেপথ্যে বড় অবদান রয়েছে বিরাট কোহলির (Virat Kohli)। তিনি যেমন শতরান করেছেন, তেমনি গড়েছেন একের পর এক নজির। তবে মাঠে রেকর্ড গড়তেই ভোলেননি স্ত্রী অনুষ্কাকে। গ্যালারি থেকেই চুমু ছুড়ে দিলেন অনুষ্কা, আবার বিরাটও ফ্লাইং কিস দিলেন তাঁকে। এই দৃশ্য মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে, কিন্তু এখন আরও এক ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বিরাট সাজঘরে পৌঁছতেই হন্যে হয়ে খুঁজে চলেছেন তাঁর 'বেটার হাফ'কে।

একের পর এক রেকর্ড গড়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর বিধ্বংসী ব্যাটিং মন জয় করে নিয়েছে প্রত্যেক ভারতীয়ের। এর মধ্যেই বিরুষ্কার কিছু কিউট মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই ঝড়ের গতিতে ভাইরাল। মাঠে দাঁড়িয়ে চুম্বনের দৃশ্যের পর বিরাট যখন আউট হয়ে সাজঘরে ফেরেন, তখন তাঁকে দেখা যায়, বারবার উপরের গ্যালারির দিকে তাকাতে। তারপরই বোঝা যায়, তাঁর সাজঘরের উপরেই বসেছিলেন অনুষ্কা। তাঁকেই দেখার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু একাধিকবার চেষ্টা করলেও তাঁকে অবশেষে দেখতে না পেয়ে সাজঘরের ভিতরে চলে যান তিনি। আর এই কিউট মুহূর্তই ট্রেন্ডিং-এ।

অন্যদিকে বিরাটের কৃতিত্বে মুগ্ধ হয়ে অনুষ্কা ইনস্টাগ্রামের স্টোরিতে এক পোস্ট করেন, যেখানে তিনি লেখেন, 'বিরাট ঈশ্বরের সন্তান।' আবার ঈশ্বরকে ধন্যবাদও জানিয়েছেন, তাঁর জীবনে বিরাটকে দেওয়ার জন্য।


6 months ago
Modi-Shami: 'ওয়েল প্লেড, প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে', শামির প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

অবশেষে এক যুগ পর ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে (ICC World Cup Final 2023) উঠল ভারত। পুরো দেশ যেন উচ্ছ্বাস, উন্মাদনা, আনন্দে ভাসছে। আর এই ক্রিকেট জ্বরে কাবু খোদ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে (ICC World Cup Semi Final) ৭০ রানে কিউয়ি বধ করার পিছনে বড় অবদান রয়েছে মহম্মদ শামির (Mohammad Shami)। তিনি নিজেই ৭টি উইকেট নিয়ে বিশ্বকাপ জেতার পথ এক ধাপ এগিয়ে দেন 'মেন ইন ব্লু'-কে। ফলে পুরো ক্রিকেট টিমকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী, এর পাশাপাশি পৃথকভাবে শামির প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, 'শামিকে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে।'

বুধবার নিউজিল্যান্ডকে হারিয়ে ভারত ফাইনালে উঠতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, "অভিনন্দন টিম ইন্ডিয়া! অসাধারণ পারফরম্যান্স দিয়ে স্মরণীয়ভাবে ফাইনালে প্রবেশ করল ভারত। আমাদের টিমের অসাধারণ ব্যাটিং ও দারুণ বোলিংই ম্যাচ জিতিয়েছে। ফাইনালের জন্য শুভেচ্ছা রইল।" এর পরই শামিকে নিয়ে তিনি লেখেন, "আজকের এই সেমিফাইনাল ম্যাচটি আরও বিশেষ হয়ে উঠেছিল একক পারফরম্য়ান্সের জন্যও। এই ম্যাচে মহম্মদ সামির বোলিং এবং গোটা বিশ্বকাপ জুড়েই তাঁর পারফরম্যান্স ক্রিকেটপ্রেমীরা প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। ওয়েল প্লেড সামি!" প্রধানমন্ত্রীর শুভেচ্ছার উত্তর দিয়ে তাঁকে ধন্যবাদও জানিয়েছেন শামি।

6 months ago


WC: এবারে চার দলই সতর্ক

প্রসূন গুপ্ত: ভারত বাদ দিয়ে এশিয়ার সমস্ত দল এতক্ষণে দেশের মাটিতে পা দিয়ে ফেলেছে। নেদারল্যান্ডস ও ইংল্যান্ডও ফিরে যাচ্ছে। রয়ে গেলো দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ভারত। সেমিফাইনাল বুধ এবং বৃহস্পতিবার। লিগে যা হয়েছে হয়েছে কিন্তু এবারে চার দলই সতর্ক। গতবার নিয়মের গেঁড়োতে পরে চ্যাম্পিয়ন হতে পারে নি কিউইরা। ভারতও সেমিফাইনালে অদ্ভুত নিয়মের প্যাঁচে পরে হেরে গিয়েছিলো এই নিউজিল্যান্ডের কাছে। দুদিন ধরে ওয়ান ডে ম্যাচ হয়েছিল। আগে ব্যাট করে নিউজিল্যান্ড যা রান করেছিল তা কোহলির দল আনায়াসেই তুলতে পারতো যদি দিনেরটা দিনেই খেলা হতো কিন্তু বৃষ্টির চক্করে পরে খেলা গড়ায় পরের দিন অবধি। ছন্দ সেখানেই নষ্ট হয়ে যায় বলেই দাবি অভিজ্ঞ মহলে। অবিশ্যি প্রাক্তন অধিনায়ক ধোনির দোষও অগ্রহ্য করা যায় না। অনেকেই বলে বিশ্বের সেরা ফিনিশার সেদিন এতো ধরে খেলছিল যে ম্যাচটি সেখানেই শেষ হয়ে যায়, ধোনি নাকি চান নি ফের বিশ্বকাপ অন্য কারুর হাতে উঠুক।অবান্তর ধারণা হয়তো।

তবে এ কথা ঠিক নিউজিল্যান্ডের সঙ্গে ভারতকে বুঝে খেলতে হবে।পূর্বতন রেকর্ড বলছে বিশ্বকাপে কিউইরা ভারতকে বেগে ফেলেছে আগেও। ভারতের এখন যা দল তাতে চিন্তা করুক কেন উইলিয়ামসরা। অনেকেই বলছে নেদারল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ৫০ তম শতরান না পেয়ে ভালোই হয়েছে। ওঁর মধ্যে জেদ কাজ করবে পরের ম্যাচে সেঞ্চুরি করার। তবে খেলা ওয়ানখেড়ে স্টেডিয়ামে, ওখানে যত বল গড়াবে ততই পিচ ঢিমে হবে কাজেই টস জিতে বিরাটের আগে ব্যাট নেওয়াই শ্রেয়।

অন্যদিকে ইডেনে অন্য সেমিফাইনাল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। দক্ষিণ আফ্রিকাকে সবাই চোকার্স বলে। এরা দুর্দান্ত শুরু করেও আইসিসির কোনও টুর্নামেন্টের ট্রফি পায় নি কিন্তু নক আউট ম্যাচে অস্ট্রেলিয়া ভয়ঙ্কর। যে কেউই খেলে দেবে। আগের দিন ম্যাক্সওয়েলের খেলা মানুষ কোনও দিন ভুলবে না। যদিও গত বিশ্বকাপে অস্ট্রেলিয়া এখানেই হেরে গিয়েছিলো। কিন্তু বারবার ভুল ওরা করবে কি?

6 months ago
B Ed College : কেন্দ্রের নির্দেশিকার অনিয়ম! ২৫৩ টি বিএড কলেজের অনুমোদন বাতিল করল রাজ্য

শিক্ষকতার পাঠ দেওয়া রাজ্যের ২৫৩টি বেসরকারি বিএড কলেজের সরকারি অনুমোদন আপাতত বাতিল। এই কলেজগুলির পুনর্নবীকরণ হবে না বলেও জানিয়ে দিল রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়।

এই কলেজ চালানোর জন্য কেন্দ্রের নির্দেশিকার নির্দিষ্ট নিয়ম-নীতি আছে। তা মানা হয়নি বলে অভিযোগ। এই ব্যাপারে রাজ্যের বিআর আম্বেদকর বিএড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আগাম সতর্ক করা হলেও তা মানেনি অধিকাংশ কলেজ। তাই কলেজগুলির অনুমোদন বাতিল হয়েছে। এই মুহূর্তে অনিশ্চয়তার মুখে শিক্ষক হতে চাওয়া হাজার হাজার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ।

রাজ্যে বিএডি প্রশিক্ষণ দেওয়া সরকারি কলেজের সংখ্যা মাত্র ২৪টি। তুলনায় বেসরকারি কলেজের সংখ্যা অনেকটাই বেশি। প্রায় ৬০০ বেসরকারি কলেজে প্রশিক্ষণ নেন লক্ষাধিক ছাত্রছাত্রী। এই সিদ্ধান্ত অনেকের ভবিষ্যৎ অনিশ্চিত।

6 months ago
WC: সেরারাই বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্যায়ে

প্রসূন গুপ্ত: অনেকেই হয়তো আশা করেছিলেন ভারত-পাকিস্তানের ফের দেখা হবে এবং ইডেনে সেমিফাইনাল দেখতে যাবে কিন্তু যা হওয়ার তাই হলো।নিউজিল্যান্ড একেবারে ধরাশায়ী করে শ্রীলংকাকে হারালো কাজেই পাকিস্তান যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় তাতেও কাজ হবে না। বিশাল রান করতে হবে এবং সামান্য রানে আউট করতে হবে ইংরেজদের।রান বা পরিসংখ্যা যা বলছে তা অসম্ভব। সুতরাং আগামী ১৫ নভেম্বর ভারত খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে এবং পরদিন ইডেনে অস্ট্রেলিয়া লড়বে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। বলা ভালো, ১৯৮৭-তে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারত পরাজিত হয়েছিল এবং এবারের মতোই খেলা ওয়াংখেড়ে স্টেডিয়ামে। আরও মনে রাখতে হবে গত বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে পরাজিত হয়েছিল ভারত।এতো নেতিবাচক দিক। ইতিবাচক হচ্ছে, ওয়াংখেড়েতে বিশ্বকাপ ফাইনালে ভারত খেলে চ্যাম্পিয়ন হয়েছিল। বলতে দ্বিধা নেই আগের ভারত আর আজকের ভারতীয় দলের আকাশ পাতাল তফাৎ। বিশেষজ্ঞরা বলছেন এতো ভালো বোলিং সাইট-এর আগের কোনও বিশ্বকাপে কেউ পায়নি। প্রত্যেকে জীবনের সেরা ম্যাচ খেলছে। ব্যাটিংয়েও তাই। রোহিত,  কোহলি তো বটেই, বাকি ৫ ব্যাটার বেশ ভালো ফর্মে। তবে রোহিতের টস ভাগ্য ভালো কাজেই টসে জিতলে চোখ বুঝে মুম্বাইয়ের মাঠে আগে ব্যাট নেওয়া উচিত।


অন্য ফাইনালে অবশ্যই দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার থেকে ভালো ফর্মে আছে। কিন্তু ৫ বারের চ্যাম্পিয়ন কখন কি করতে পারে কে বলতে পারে? আগের ম্যাচে কে জানতো ৭ উইকেট হারানোর পরে ম্যাক্সওয়েল দ্বিশত রান করে খেলা বের করে নিয়ে যাবে! যদিও দক্ষিণ আফ্রিকা আর আফগানিস্তানের বিস্তর ফারাক কিন্তু দক্ষিণ আফ্রিকা চিরকাল সেমিফাইনালে হেরেও যেতে দেখা যায়।এরা ফুটবলের নেদারল্যান্ডের মতো। কিছুতেই চ্যাম্পিয়ন লাক নেই। যায় হোক না কেন লীগ ম্যাচের মতো নকআউট এতো সোজা হবে না। সাধু সাবধান।

6 months ago


Betting: বিশ্বকাপ ম্যাচ ঘিরে শহরজুড়ে সক্রিয় ক্রিকেট বেটিং চক্র, গ্রেফতার ৫

ক্রিকেট আর জুয়ার সম্পর্ক বহুদিনের। এবার ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরু হতেই বেটিং চক্র আরও সক্রিয় হয়ে উঠল। রবিবার ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেট (Cricket) ম্যাচ চলাকালীন কলকাতার বুকে বড়সড় জুয়াচক্রের হদিশ পেল পুলিস। শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মোট ৫ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিসের অ্যান্টি রাউডি সেকশন। গিরিশ পার্ক, নারকেলডাঙা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার তাদের তোলা হবে আদালতে।

রবিবার সন্ধেবেলা গিরিশ পার্ক এলাকার একটি ক্যাফেতে বসে জুয়াচক্র চালাচ্ছিল অভিষেক জয়সওয়াল নামে বছর আঠাশের এক যুবক। মাস্টার আইডি দিয়ে বিভিন্ন লোকের সঙ্গে তা চালানো হচ্ছে বলে খবর পায় কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। সঙ্গে সঙ্গে সেখানে হানা দিয়ে অভিষেককে গ্রেফতার করে পুলিস। তার কাছ থেকে একটি আইফোন বাজেয়াপ্ত করা হয়েছে। গিরিশ পার্ক থানায় বেশ কয়েকটি ধারায় মামলা দায়ের হয়েছে অভিষেকের বিরুদ্ধে।

জানা গিয়েছে, অভিষেকের গ্রেফতারির পরই উঠে আসে বাকি দুজনের নাম। বউবাজার এলাকা থেকে অরুণ আগরওয়াল ও প্রদীপ বর্মাকে গ্রেফতার করেন গোয়েন্দারা। তারাও  বেটিং চক্র চালাচ্ছিল বলে খবর। এরপর গোপন সূত্রে পুলিসের কাছে আরও খবর আসে, নারকেলডাঙা এলাকার একটি ফ্ল্যাটে জুয়াচক্র চলছে। সেখানে তল্লাশি চালিয়ে কালু সাউ এবং কেশবপ্রসাদ মুন্দ্রা নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। সবমিলিয়ে রবিবার কলকাতায় বিশ্বকাপের ম্যাচ চলাকালীন মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে জুয়াচক্র চালানোর অভিযোগে।

6 months ago
WC: এই টিম ইন্ডিয়া সর্বকালের সেরা

প্রসূন গুপ্ত: রবিবাসরীয় ইডেন ছিল সত্যিকারের স্বর্গ। অসাধারণ রূপে রূপসী হয়ে রয়েছিল সে।  আজকেও বলতে দ্বিধা নেই দেশের সেরা দর্শক কিন্তু ইডেনেই। বঙ্গবাসীরা চেয়েছিলো কঠিন দল দক্ষিণ আফ্রিকা হারুক, বিরাট একটি সেঞ্চুরি করুক এবং বোলাররা ফের জাদু দেখাক। সবকটিই ফলেছে কিন্তু তাই বলে অন্যতম সেরা দক্ষিণ আফ্রিকা মাত্র ৮৩?

বর্তমানে টিম ইন্ডিয়া ১ নম্বর স্থানে আছে এবং সেমিফাইনালে হয় নিউজিল্যান্ড অথবা পাকিস্তানের সাথে ফের মোলাকাত হবে। কেউ কেউ  (পড়ুন রবি শাস্ত্রী ) বলছে ল অফ এভারেজ হবে নাতো অর্থাৎ তীরে গিয়ে তরী ডুববে না তো? দেখুন, এ যা ভারতীয় দল তাতে ওসব তুকতাক খাটা উচিত নয়। এই দল সর্বকালের সেরা একদিবসীয় দল, বিশ্বকাপে তো বটেই। ৭জন ব্যাটার এবং প্রত্যেকের বাটে রান এসেছে। দলনায়ক রোহিত নিয়মিত ওপেন করতে নেমে দুরমুশ করছে বিপক্ষের পেসারদের। বিরাট কোহলির কথা কি আর বলার। রবিবারের পরে বিশ্বের সর্বকালে শ্রেষ্ঠ ব্যাটার একদিবসীয়তে। জীবনের সেরা ফর্মে রয়েছে। ধীরস্থির ভাবে খেলা ধরছে এবং অন্তত ৪০ ওভার ব্যাট করছে। দুমদাম ছক্কা না হাঁকড়ালেও প্রচুর মাটিচেরা বাউন্ডারি এবং শেষ দিকে কিছু ওভার বাউন্ডারি। ভালো খেলেছেন শ্রেয়স, রাহুল। গিল বা সূর্য্যের উপরেও ভরসা করা যায়। জাদেজা তো শেষে নেমে অন্তত ৩০/৪০ রানের ঝোড়ো ইনিংস খেলছে কাজেই এমন পোক্ত ব্যাটিং সাইট নেই কোনও দলে।

বোলিং যেন স্বপ্ন জগতের। ৫ জন বোলার, ষষ্ঠ বোলার নেই , দরকারও হচ্ছে না। ৫০ ওভার অবধি খেলাই গড়াচ্ছে না। শামি এসে যাওয়াতে আরও চমৎকার হয়েছে। ওকে প্রথমে খেলানো হচ্ছিলো না কেন রহস্য। বরং হার্দিক না থাকায় শাপে বর হয়েছে। দুই স্পিনার লাট্টুর মতো বল ঘোরাচ্ছে। এই মুহূর্তে এই বোলাররাই চ্যাম্পিয়নের ট্রফি আনার পক্ষে যথেষ্ট। সবথেকে বড় কথা রোহিতের নেতৃত্ব অসাধারণ। লোকে বলে রোহিত নাকি লাকি ক্যাপ্টেন। মুম্বই ইন্ডিয়ানদের কতবার চ্যাম্পিয়ন করেছে ওর নেতৃত্ব। এবারে ভারতকে করার পালা কারণ এটাতে ইন্ডিয়া কথাটাতো আছে।

6 months ago


Polluted City: বিশ্বের সবচেয়ে দূষিত শহর রাজধানী দিল্লি, তৃতীয় স্থানে কলকাতা!

দূষণ (Pollution) ক্রমশ বেড়েই চলেছে। দূষণের ক্ষেত্রে দেশের রাজধানী দিল্লি প্রথম স্থানে বারংবার উঠে এসেছে। এবারে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের (Polluted City) তালিকায় নাম উঠল ভারতের (India) তিন গুরুত্বপূর্ণ শহরের। জানা গিয়েছে, দিল্লি (Delhi), কলকাতা (Kolkata) এবং মুম্বই (Mumbai) এই তিন শহরের বায়ুর মান অত্যন্ত বিপজ্জনক।

সুইস গ্রুপ আইকিউএয়ার-র তরফে প্রকাশিত তথ্যেই দেখা গিয়েছে, আজ, ৫ নভেম্বর বিশ্বের সবথেকে দূষিত শহর দিল্লি। সেখানে বাতাসের গুণমান বা একিউআই হল ৪৮৩। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশি পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের গুণমান ৩৭১। এরপরই তৃতীয় স্থানে রয়েছে কলকাতার নাম। কলকাতার বাতাসের গুণমান ২০৬। চতুর্থ স্থানে রয়েছে ঢাকা, পঞ্চম স্থানে করাচি। ষষ্ঠ স্থানে রয়েছে মুম্বই। সেখানে বাতাসের গুণমান ১৬২।

6 months ago
WC2023: ইডেন ঠিক করে দেবে কে কোথায়?

প্রসূন গুপ্ত: দীপাবলির আগেই আলোকসজ্জায় সেজে রয়েছে ইডেন গার্ডেন। ব্রিটিশ আমল থেকেই এই মাঠ ক্রিকেটারদের বিশেষ পছন্দের। অনেকেই লর্ডস এবং মেলবোর্নের আগে সেরা দর্শকের উপস্থিতি ইডেনেই থাকে বলে দাবি করেছে। তবে এই ইডেন সবার পক্ষে লাকি হয় না। এ মাঠে এক সময়ে জনতার প্রাণের খেলোয়াড় ছিলেন মুস্তাক আলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, চন্দ্রশেখর,আজহারউদ্দিন, ভিভিএস লক্ষণ, হরভজন সিং থেকে আজকের রোহিত শর্মা। এঁরা ইডেনে আসলেই সেরা পারফর্মেন্স বেরিয়ে আসতো। তবে ইডেন পাগলও ছিল সচিন তেন্ডুলকারের জন্য। একবার তাঁকে রানআউট দেওয়ার জন্য খেলাই বন্ধ করে দিয়েছিলো ক্ষিপ্ত দর্শক।

রবিবার সেই ইডেনেই ফের বিশ্বকাপের ম্যাচ। বিপক্ষে দক্ষিণ আফ্রিকা। এবারের টুর্নামেন্টে সেরা দুই দল। ভারত এখনও পর্যন্ত সব কটি ম্যাচে জিতেছে কিন্তু দক্ষিণ আফ্রিকা হেরেছে একটিতেই, তাও নেদারল্যান্ডের কাছে। কিন্তু ওই ভাবে বিচার করলে চলবে না। বাকি সব ম্যাচে ঝুড়ি ঝুড়ি রান করেছে তারা। এবারে দক্ষিণ আফ্রিকার চেষ্টা থাকবে ভারতকে হারানোর। যদি তারা জিততে পারে এক নম্বর স্থানে চলে যাবে রানরেটে। ভারত নিশ্চই চাইবে তাদের জয়ের ধারা ধরে রাখতে। এ মুহূর্তে ব্যাটিংয়ে টপ ফর্মে রয়েছে রোহিত ও বিরাট কোহলি। নিয়মিত রান পাচ্ছে। রোহিতের প্রিয় মাঠ ইডেন কাজেই ফের একটি বড় ইনিংস খেলার চেষ্টা থাকবে অন্যদিকে কোহলির বিশ্বের কোনও প্রিয় মাঠ নেই। এই মুহূর্তে তিনিই ব্যাটিংয়ে সেরা কাজেই সেই খেলাটি ধরে রাখার চেষ্টা থাকবে। তবে ভারতের প্রধান অস্ত্র বোলিং। ৫ বোলারই দুর্দান্ত খেলছে। শামির নিজের মাঠ নিজের দর্শক কাজেই এই সময়ে বিশ্বের বিস্ময় তিনি এবং তাঁর ইনকাটার ইয়র্কার। মুশকিল একটিই হার্দিক পাণ্ড্য আর এই বিশ্বকাপে মাঠে নামতে পারছেন না। দরকার একজন অতিরিক্ত বলার যা ভারতের বর্তমান জয়ী দলে নেই কাজেই ষষ্ঠ বোলার হিসাবে ভরসা করতে হবে কোহলির উপর।    

মনে রাখতে হবে যে জিতবে সেই দল সেমিফাইনালে অপেক্ষাকৃত দুর্বল দলের সম্মুখীন হবে। ভারত নিশ্চই অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে চাইবে না। সব শেষে একটি কথা মনে করিয়ে দিতেই হয় \ ২০০৫ এ সৌরভ গাঙ্গুলিকে দল থেকে বাদ দেওয়াতে ক্ষিপ্ত দর্শক সেবার ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করেছিল।

6 months ago
WC2023: ভারতের পেসের আগুনে ৫৫ রানে জ্বলে ছাই শ্রীলঙ্কা, ৩০০-র বেশি রানে জয় ভারতের

ভারতীয় পেস অ্যাটাকের দাপটে গুটিয়ে গেল শ্রীলঙ্কা। একের পর এক পেস অ্যাটাক। শামি, বুমরা, সিরাজ এর দাপটে রীতিমতো দিশেহারা হয়ে পড়ল শ্রীলঙ্কা। ভারতের পাহাড় সমান রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম দিকেই ছন্দপতন হয় শ্রীলংকান ব্যাটসম্যানদের। পরপর উইকেট পড়তে থাকে। ভারতীয় পেস অ্যাটাকের সামনে ওপেনার, মিডিল অর্ডার, কেউই টিকতে পারে নি। রীতিমত এই বিশ্বকাপের সর্বনিন্ম স্কোর করল শ্রীলঙ্কা। ভারতের ৩৫৮ রানের স্কোরের সামনে শ্রীলঙ্কা মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়।

টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। প্রথম ওভারেই রোহিতের উইকেট পায় শ্রীলঙ্কা। এরপর গিল ও বিরাটের ১৮৯ রানের জুটিতে ভারত কিছুটা ধাক্কা সামলে নেয়, এরপর শ্রেয়স এর ব্যাটে আসে ৮২ রান। এরপর জাদেজা কিছুটা রান জুড়লে ভারত ৩৫৭ রান করে। ৩৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে রীতিমত দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। সিরাজ ৩ উইকেট, শামি ৫ উইকেট বুমরা ১ উইকেট ও জাদেজা ১ টি উইকেট পায়। সব মিলিয়ে ৫৫ রানে শ্রীলঙ্কা ১০ উইকেট হারায়।

শ্রীলঙ্কার এরকম ছন্দপতনে রীতিমত এ বিশ্বকাপের সর্বনিন্ম স্কোরের রেকর্ড গড়লো শ্রীলঙ্কা। ভারতের পেস অ্যাটাক ইংল্যান্ডের বিরুদ্ধেও জ্বলে ওঠে। মুম্বাইয়ের মাঠে শ্রীলঙ্কার এই লজ্জার হারে রেকর্ড হয়ে রইল এ বছরের বিশ্বকাপে। পাশাপাশি আগামী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল সেটা বলাই বাহুল্য। এই নিয়ে চলতি বিশ্বকাপে পরপর ৭টি ম্যাচ জিতল ভারত।

6 months ago


WC: লখনউর পিচই ম্যান অফ দ্যা ম্যাচ

প্রসূন গুপ্ত: রবিবাসরীয় ভারত ইংল্যান্ডের খেলার দিকে ক্রীড়াপ্রেমীদের নজর থাকলেও কারুরই সাহেবদের দলকে পাত্তা দেয়নি। গতবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারে ভারতে বাঘ থেকে বেড়ালে পরিণত হওয়া একটি দল। ইংলিশ সংস্কৃতিতে কোনও খেলাতেই দলগত গোষ্ঠীদ্বন্দ্বের খবর কোনও দিনও থাকেনি। এরা ভীষণ রকম জাতীয়তাবাদী এবং মনে করে ব্রিটিশ মর্যাদার কাছে আজকেও কোনও দেশ নেই। সে অবিশ্যি অন্য প্রসঙ্গ কিন্তু যথার্থই এ বছর পুরো দলটাই ফর্মে নেই।

লখনউ-এর মাঠ বা তার উইকেট বা পিচ নিয়ে সংশয়ে ছিল ক্রিকেট বিশেষজ্ঞরা, আমরা শনিবারের প্রতিবেদনে পিচের একটা আভাস দিয়েছিলাম। উইকেটে নিয়মিত জল দিয়ে রোল করা হয়নি এবং ঘাস সমস্ত ছেঁটে ফেলা হয়েছিল। এই উইকেটে সাধারণত বোলাররা সুবিধা পায়। বলের গতি কমে যায়। কখনও থেমে থেমে বল আসে আবার কখনও বাউন্স করে আচমকাই।তার লক্ষণ কিন্তু সারা খেলায় দেখা গিয়েছে। এই উইকেটে যত বল গড়াবে তত ভয়ঙ্কর হবে বোলাররা। জানিনা টস জিতে ইংল্যান্ড কেন বোলিং নিলো রবিবার।

এই উইকেটে ২৫০ রান যথেষ্ট। ভারত প্রথমে ব্যাট করে তোলে ২২৯ রান , যা কিনা লড়াইয়ের পক্ষে ভালো বলা যায়। সাধারণত রোহিত শর্মা শুরু থেকেই চালিয়ে খেলেন।চার ছয়ের টক্কর থাকে। শুরুও করেছিলেন রোহিত দুটি ছক্কা এবং একটি চার দিয়ে। কিন্তু পরপর তিন উইকেট পরে যাওয়ার পরে, বিশেষ করে কোহলি আউট হতেই খেলার ধরণ পাল্টিয়ে দেখে খেলতে শুরু করেন তিনি। অবিশ্যি রাহুল এবং সূর্যকুমারও সহযোগিতা করেন। ইংল্যান্ডের স্পিনারদের তখন ভয়ঙ্কর রূপে দেখা যায়।  ২২৯ এ শেষ হওয়ার পরে ইংল্যান্ড খেলতে নেমে বলের দিশাই খুঁজে পান না।

নিঃসন্দেহে বুমরা এবং শামি সেরা ফর্মে বল করেন সাথে স্পিনাররাও বিশেষ করে কুলদীপ। ১০০ রানের ফারাকে ইংল্যান্ডের এ বারের মতো বিশ্বকাপ থেকে তাদের ছিটকে দিলো। রোহিতকে ম্যান অফ দা ম্যাচ বেছে ঠিকই হয়েছে কারণ এই পিচে ৮৭ রান অসম্ভব ভালো। এবারে সেমিফাইনালে ভারত কি করে দেখার।

6 months ago
WC2023: হার্দিক কি বিশ্বকাপের বাইরে?

প্রসূন গুপ্তঃ একেবারে অন্দরের খবর যে বাংলাদেশ ম্যাচে পায়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান হার্দিক পাণ্ড্য। বিশ্বকাপে ভারতের পক্ষে এটি মোটেই সুবিধার বিষয় নয়। এখনও পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপের যে খেলা হয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে যে টিম ইন্ডিয়াই সেরা। ৫টি ম্যাচের প্রতিটিতে জিতেছে ভারত এবং দাপটের সঙ্গে। কখনওই সমস্ত উইকেট হারায়নি তারা। এক নিউজিল্যান্ডের সঙ্গে ৪৮ ওভার অবধি খেলা গড়িয়েছিল। ভারতের পরেই নিউজিল্যান্ডের অবস্থান। এবারে দুটি কঠিন দল অপেক্ষা করছে, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ঠিক এই সময়ে হার্দিকের প্রয়োজন ছিল দলে, কিন্তু জানা যাচ্ছে তাঁর পায়ের চোট অনেকটাই। সারতে অন্তত দিন কুড়ি সময় ন্যূনতম লাগা উচিত বলেই সূত্রের খবর।

যে কোনও দল কতটা শক্তিশালী তা নির্ণয় হয় দলে কতজন অলরাউন্ডার আছে তার উপরে। ১৯৮৩-তে ভারতীয় দল তেমন আহামরি ছিল না কিন্তু দলে নিয়মিত ৬জন অলরাউন্ডার ছিল। ২০১১ তে যুবরাজ সিং সহ বেশ কয়েকজন ব্যাটার বল করতে পারতেন। এবারের ভারতীয় দলে সঠিক অলরাউন্ডার রয়েছেন হার্দিক পাণ্ড্য ও জাদেজা। এর মধ্যে হার্দিক যদি মাঠের বাইরে থাকেন তবে তাঁর জায়গা নেবে কে?  ৫জন বোলার কি যথেষ্ট? কোনও একজন ফ্লপ করলে ষষ্ঠ বোলার কোথায়? শার্দুল ঠাকুর অনেকটা দলের বোঝা। ব্যাট পরীক্ষিত নয়, বোলিং খুব কাজের নয় কাজেই হার্দিকের জায়গা নেবে কে। হার্দিক চোট পাওয়াতে দুটি পরিবর্তন করতে হয়েছিল কিউইদের সঙ্গে। মহম্মদ শামি এবং সূর্যকুমার যাদব। এবারে শামি অসাধারণ বল করতে ম্যাচ উৎরে গিয়েছিলো কিন্তু এরপর নকআউট পর্যায়ে ষষ্ঠ বোলার তো দরকার। ভারতীয় বোর্ড আরও অপেক্ষা করতে চাইছে। যদি আগামী সপ্তাহে ঠিক না হয় তবে হয়তো খেলোয়াড় বদল হতে পারে। কিন্তু কে হবেন সেই খেলোয়াড়? জানা যায়নি।

6 months ago