Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ATK

Box office: আদিপুরুষ মুক্তি সত্বেও বক্স অফিসে ভালো আয় করছে ভিকি-সারার সিনেমা

২ জুন মুক্তি পেয়েছিল অভিনেতা ভিকি কৌশল এবং সারা আলি খান অভিনীত সিনেমা 'জারা হাটকে জারা বাঁচকে' (Zara hatke zara bachke)। সিনেমা মুক্তি পেতেই হলমুখী হয়েছিলেন দর্শক। তবে চিন্তা ছিল আদিপুরুষ মুক্তির পর এই সিনেমার ভবিষ্যৎ নিয়ে। একদিকে প্রায় ৪০ কোটি বাজেটের সিনেমা জারা হাটকে জারা বাঁচকে, অন্যদিকে ৫০০ কোটির সিনেমা আদিপুরুষ। মনে করা হয়েছিল আদিপুরুষ (Adipurush) হলে আসতেই সারা-ভিকির সিনেমায় ভাটা পড়বে। তবে দর্শকেরা প্রমাণ করে দিলেন চিত্রনাট্যই শেষ কথা।

আদিপুরুষ মুক্তির আগেই প্রচারেই যে হাইপ তৈরী করেছিল, তাতে সিনেমা মুক্তির আগেই কয়েক লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছিল। তবে ৫০০ কোটি টাকা বাজেট হলেও এই সিনেমা দর্শকদের মন জয় করতে পারেনি। বরং সকলের মুখে একই সংলাপ 'টাকাটাই নষ্ট।' সামাজিক মাধ্যমে আদিপুরুষের রিভিও দেখে অনেক দর্শক সিনেমাটি থেকে মুখ ফিরিয়েছেন। তবে সেই আগ্রহ গিয়ে পড়ছে 'জারা হাটকে জারা বাঁচকে' সিনেমায়। বুধবার অর্থাৎ ২১ জুন সিনেমার আয় ছুঁয়েছে ৭৫ কোটি। বিগ বাজেটের সিনেমার সামনে এই আয় কিন্তু খুব একটা কম নয়।

'জারা হাটকে জারা বাঁচকে'-এর গল্প দু'জন কম বয়সী দম্পতি কপিল (ভিকি কৌশল) এবং সৌম্যার (সারা আলি খান)। মধ্যবিত্ত পরিবারে ব্যক্তিগত স্পেস নেই। তাই নিজের একটি ফ্ল্যাট চেয়েছে সৌম্যা। এই ফ্ল্যাট সহজে পাওয়া যাবে না। কাঠ খড় পোড়াতে এই সম্পর্ক কতদূর যায়, তা নিয়েই তৈরী হয়েছে সিনেমার প্রেক্ষাপট।

11 months ago
Box Office: সারা-ভিকির নতুন ছবি কেমন ব্যবসা করল বক্স অফিসে

বলিউডের নতুন ছবি 'জারা হাটকে জারা বাঁচকে' (Zara Hatke Zara Bachke) বর্তমানে চর্চায়। এই ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) এবং এবং অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal)। ইতিমধ্যেই তাঁদের জুটি বেশ পছন্দ করেছেন দর্শক। নেটিজেনরা রীতিমতো সামাজিক মাধ্যমে ছবির সৌমিয়া (সারা) এবং কপিল (ভিকি)-এর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু মুখে যাই বলুক না কেন, বক্স অফিসেও কি ভালোবাসার প্রতিফলন ঘটেছে?

২ জুন সারা ভারতের সিনেমাহলে মুক্তি পেয়েছে 'জারা হাটকে জারা বাঁচকে'। প্রথম দিনে সারা ভারতে সিনেমাটি ৫.২৫ কোটি টাকার ব্যবসা করেছিল। তারপর যত সময় গিয়েছে আয়ের সংখ্যা বেড়েছে। এমনকি সিনেমা মুক্তির ১০ দিনের মধ্যে ৫০ কোটির সীমানা পেরিয়েছে সিনেমাটি। এই কদিনে হয়তো আরও কিছুটা ব্যবসা করবে ঠিকই। তবে ১৬ জুন সারা ভারতে মুক্তি পেতে চলেছে 'আদিপুরুষ' সিনেমাটি। বড় বাজেটের সিনেমা এলে সৌমিয়া এবং কপিলের ভালোবাসায় ভাটা পড়তে পারে।

সৌমিয়া এবং কপিলের ভালোবাসার কাহিনী বেশ মজার। নিম্নবিত্ত পরিবারের দম্পতি তাঁরা। বাড়িতে অনেক সদস্য ফলে তাঁদের ভালোবাসার ব্যক্তিগত সময় নেই বললেই চলে। ফলে সরকারি আবাস যোজনার বাড়ি কিনতে চেয়েছিল তাঁরা। তবে বিবাহ বিচ্ছেদ না হলে সেই বাড়ি তাঁরা পাবেন না। ফলে ফন্দি এঁটে ডিভোর্স করতে কোর্ট পর্যন্ত যান তাঁরা। তারপর কী হবে, তা জানতে হলে দেখতে হবে সিনেমাটি।


11 months ago
Virat Kohli: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে অস্ট্রেলিয়াকে কি বার্তা বিরাটের!

অতীতে ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার সিরিজ শুরুর আগে তৈরি হতো অশান্তির বাতাবরণ। কিন্তু বর্তমানে পরিস্থিতি বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়া নিয়ে মুখ খুলে একথায় বললেন বিরাট কোহলি।

একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে কোহলি বলেছেন, আগে ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের আগে অশান্তির আবহ থাকলেও এখন তা ধীরে ধীরে সমীহে পরিণত হয়েছে। এপ্রসঙ্গে তিনি বলেন, "প্রতিপক্ষ যে সমীহ করে সেটা আমরা দেখেই বুঝতে পারি।"

একইসঙ্গে কোহলির বক্তব্য়, আগে অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ম্য়াচ থাকলেই তা চিন্তার বিষয় হয়ে উঠত। কিন্তু সেই পরিস্থিতি থেকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে।

11 months ago


Bollywood: প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা, বলিউডে শোকের ছায়া

বলি (Bollywood) পাড়ায় আবারও শোকের ছায়া। প্রয়াত হয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সুলোচনা লতকর (Sulochona latkar)। হিন্দি এবং মারাঠি সিনেমা মিলিয়ে মোট ২০০টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। অধিকাংশ চরিত্র মায়ের, তাই একসময় তাঁকে বলিউডের 'মা' বলা হত। ভারত সরকারের অন্যতম সম্মান 'পদ্মশ্রী' পেয়েছিলেন অভিনেত্রী। বার্ধক্যজনিত রোগে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন। রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকজ্ঞাপন করেছেন মাধুরী দীক্ষিত সহ বলিউড তারকারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে লিখেছেন, 'সুলোচনা দেবীর প্রয়াণে ভারতীয় সিনেমায় শূন্যস্থান তৈরী হয়েছে। তাঁর ভুলতে না পারা পারফরম্যান্স আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং প্রজন্মের কাছে তাঁকে নিজের করে তুলেছে। চলচ্চিত্র জগতে তিনি কাজের মাধ্যমে রয়ে যাবেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল।'

অন্যদিকে মাধুরী দীক্ষিত লিখেছেন, 'সুলোচনা মাসি সিনেমা জগতের অন্যতম মাধুর্যমণ্ডিত এবং ভালোবাসা প্রাপ্ত অভিনেত্রী। তাঁর অভিনীত আমার সবসময়ের পছন্দের ছবি হয়ে রয়ে যাবে 'সঙ্গীতা আইকা'। প্রত্যেকটি সিনেমায় তাঁর অভিনয় মনে রাখার মতো। আমাদের আলাপচারিতা আমার মনে পড়বে। ভারতীয় সিনেমায় তোমার প্রতিদান মনে থাকবে।'

অভিনেত্রীর প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন অভিনেতা রীতেশ দেশমুখও। প্রভাদেবী রেসিডেন্সে তাঁকে শায়িত রাখা হবে শেষ শ্রদ্ধা জানানোর জন্য। বিকেল ৫টা ৩০ মিনিটে শিবাজী পার্ক শ্মশানে তাঁর অন্তিম ক্রিয়া সম্পন্ন হবে।

11 months ago
Sujay: ‘কালীঘাটের কাকু’ কুন্তল ঘোষের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন, বিস্ফোরক দাবি ইডির

সুজয়কৃষ্ণকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি ইডির (ED)। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’ কুন্তল ঘোষের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন। সেই টাকার পরিমাণ ছিল ৭০ লক্ষ টাকা। সুজয় শুধু একাই টাকা নেননি, তিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও টাকা দিতে বলেছিলেন।

আদালতে ইডির তরফে দাবি করা হয়, গত ১ ফেব্রুয়ারি এবং ২ ফেব্রুয়ারি আর্থিক তছরুপ নিয়ন্ত্রক আইনের ৫০ নম্বর ধারা অনুসারে কুন্তলের যে বয়ান নথিবদ্ধ করা হয়, তাতে তিনি জানান, ২০১৪ সালের টেট প্রার্থীদের নিয়ে আলোচনার জন্য তিনি ‘কালীঘাটের কাকু’র সঙ্গে যোগাযোগ করেন। কয়েক জন চাকরিপ্রার্থীকে বেআইনি ভাবে টেট পাশ করিয়ে শিক্ষক হিসাবে নিয়োগ করাতে চেয়েছিলেন কুন্তল। সুজয় তখন কুন্তলকে আশ্বস্ত করে বলেছিলেন, পার্থের সঙ্গে কথা বললেই তাঁর কাজ হয়ে যাবে। এই সময়ে কুন্তল ৭০ লক্ষ টাকা দেন সুজয়কে। সুজয়ের কথাতেই তিনি পার্থকে দেন আরও ১০ লক্ষ টাকা। যদিও ইডি জানিয়েছে, ৩০ মে ‘কালীঘাটের কাকু’ তাদের প্রশ্নের মুখে এই লেনদেনের বিষয়টি অস্বীকার করেন।

তদন্তকারী সংস্থা সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিকাণ্ডে অপর ধৃত তাপস মণ্ডলও ‘কালীঘাটের কাকু’র সঙ্গে বেআইনি নিয়োগ সংক্রান্ত যোগাযোগের কথা ইডিকে জানিয়েছিলেন। গত বছর নভেম্বরে তাপসের বয়ান অনুযায়ী, ৩২৩ জন টেট প্রার্থীর তালিকা সুজয়কে পাঠানো হয়েছিল। তাঁর কাছ থেকে সেই তালিকা পাঠানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের কাছে। ইডি আদালতে এ-ও জানিয়েছে যে, সুজয় তাঁর বয়ানে দাবি করেছেন, তিনি মানিককে ২০২১ সালের আগে চিনতেন না। মানিকের সঙ্গে তাঁর কোনও রকম যোগাযোগ আগে ছিল না। কিন্তু তদন্তে ইডির হাতে আসা তথ্য অন্য কথা বলছে। মানিকের হোয়াটস্‌অ্যাপ কথোপকথন ঘেঁটে কেন্দ্রীয় গোয়েন্দারা দেখেছেন, তাঁর সঙ্গে সুজয়ের যোগাযোগ রয়েছে অন্তত ২০১৮ সাল থেকে। ওই সময় থেকেই মানিককে বহু টেট প্রার্থীর নথি সুজয় পাঠিয়েছিলেন। পাঠানো হয়েছিল মার্কশিট এবং অ্যাডমিট কার্ডও। অর্থাৎ, সুজয় তথ্য গোপন করতে চাইছেন, সত্যি কথা বলছেন না, দাবি ইডির।

11 months ago


Mohun Bagan: বৃহস্পতিবার থেকেই এটিকে মোহনবাগানের নাম বদলে মোহনবাগান সুপারজায়ান্ট

আজ অর্থাৎ ১লা জুন বৃহস্পতিবার থেকে নতুন নামে মোহনবাগান (Mohun Bagan)। এটিকের (ATK) পরিবর্তে এদিন থেকে সবুজ মেরুনের নতুন নাম হল মোহনবাগান সুপার জায়ান্টস। মোহনবাগানের বোর্ড সদস্যদের বৈঠকে এই সিদ্ধান্ত নেন বাগান সমর্থকেরা। গত ১৮ মার্চ নতুন নামের ঘোষণা করেছিলেন টিম মালিক সঞ্জীব গোয়েঙ্কা। এরপর সুপার কাপেও এটিকে মোহনবাগান নাম নিয়েই খেলেছে দল। ৭৫ দিনের মাথায় এবার নতুন নামে সবুজ-মেরুন।

এই শতাব্দী প্রাচীন ক্লাবের নাম পরিবর্তন মার্টিনেজ আসার আগেই। উল্লেখ্য, আগামী ৪ জুলাই মোহনবাগানে আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইতিমধ্যেই ক্লাবের জন্য সই করা বল ও জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার।

11 months ago
TMC: চোখ, কান, গলা গ্রেফতার, এবার মাথাও গ্রেফতার হোক দাবি বিরোধীদের

মণি ভট্টাচার্যঃ আপাতত কালীঘাটের কাকুর ঠিকানা বেহালা (Behala) ফকির পাড়া নয়। আগামী ১৪ দিনের জন্য কাকু অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের ঠিকানা ইডির (ED) হেফাজত। শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক-কুন্তলের একটা পৃথক মামলায় সিবিআই অস্বস্তিতে রয়েছেন অভিষেক। এবার কালীঘাটের কাকুর গ্রেফতারি। এতে কি কোনও ভাবে অস্বস্তি বাড়াবে যুবরাজ অর্থাৎ অভিষেকের। যদিও এ ঘটনায় বিজেপি সহ বাদবাকি বিরোধী দল গুলি কাকুকে কান স্বরূপ অভিষেককে মাথা হিসেবেই দাবি করছেন। তাঁদের মত কানে টান পড়ছে, এবার মাথার পালা। যদিও এসব তথ্য উড়িয়ে তৃণমূলের দাবি 'নবজোয়ার'কে ঢাকতেই এই চক্রান্ত।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে ইডির দফতরে হাজিরা দিতে যাওয়ার সময় যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, অভিযুক্ত এই কাকু তাঁর ফোন থেকে নিয়োগ দুর্নীতি সম্পর্কিত সমস্ত চ্যাট তদন্তের গতি বুঝে উড়িয়ে ফেলতেই চেয়েছিলেন। কিন্তু আগেই তাঁর মোবাইল গুলি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই মোবাইলের তথ্য নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা করে সমস্ত কথা তিনি অস্বীকার করেন। এই বিষয়ে উত্তর দিতে চান নি। এছাড়া ইডির সূত্রে থেকে পাওয়া তথ্য অনুযায়ী নাম উঠেছে কাকুর ৩ টি কোম্পানির নাম। যার মধ্যে গুরুত্বপূর্ণ হল লিপ্স এন্ড বাউন্স। অভিষেকের এই কোম্পানির সিইও ছিলেন কাকু। সে সঙ্গেই এই কোম্পানির জয়েন্ট ডিরেক্টর ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়ের পরিবার। অভিযোগ এই কোম্পানি থেকে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে।

যদিও কালীঘাটের কাকু বা কুন্তল এই প্রসঙ্গে অভিষেকের মুখে কিন্তু অন্য সুর। অভিষেক জানিয়েছেন তিনি কুন্তলকে চেনেনই না। চেনেন না কাকুকেও। সূত্রের খবর, কালীঘাটের কাকু এবং কুন্তল দুজনেই নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনে যুক্ত বলে দাবি ইডির। অভিযোগ কুন্তলকে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড দিতেন কাকু। কুন্তল ওই তথ্য দিতেন মানিককে। ওই চাকরি বিক্রির টাকা পৌঁছে যেত পার্থ, মানিক ও কাকুর কাছে। গ্রেফতার হওয়ার পর বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তলের মুখে শোনা গিয়েছিল এই কালীঘাটের কাকুর নাম। এখন প্রশ্ন হচ্ছে এই ঘটনায় কিভাবে জড়িয়ে গেল অভিষেক বন্দোপাধ্যায়।

পূর্বেই নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলের চিঠি প্রসঙ্গে সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দোপাধ্যায়। জেরা শেষে বেরিয়ে এসে বিজেপি ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে তোপ দিয়েছিলেন তিনি। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা উল্টো। বিজেপির আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারির মতে, 'কালীঘাটের কাকু অভিষেকের যুবা দলের সংঘটক। এই কুন্তল, শান্তনু, এদেরকে বাছাই করে তুলে আনা। আর ওই কোম্পানির মাধ্যমে এই দুর্নীতির কালো  টাকা সাদা করা হত। আর ভাগ পৌঁছে যেত অভিষেকের কাছেও।' একই দাবি বাম নেতা শতরুপ ঘোষের। শতরুপের দাবি, 'কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতির অন্যতম হোতা। মাথা কে সেটা সবাই জানে। তদন্ত ঠিক চললে এর পরে কালীঘাটের ভাইপো, তারপর কালীঘাটের পিসি সব গারদে যাবে।'

যদিও এমন দাবি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে কুনাল ঘোষের দাবি, অভিষেকের নবজোয়ারে পরিকল্পিতভাবে হামলা আর এই হামলার দায় চাপতেই এই চক্রান্ত করেছে বিজেপি। পাশাপাশি 'নবজোয়ার' প্রকল্পকে ভয় পেয়েছে বিজেপি। কালীঘাটের কাকুর সঙ্গে দলের বা অভিষেকের তেমন কোনও সম্পর্ক নেই। তাও স্পষ্ট করেন তিনি।

11 months ago
Summon: শনিতে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এবার মঙ্গলে কালিঘাটের কাকুকে তলব ইডির

কালীঘাটের (KalighatKaku) কাকুকে কি আষ্টেপৃষ্টে বেঁধে ফেলতে চাইছে কেন্দ্রীয় গোয়েন্দারা। সম্প্রতি কালীঘাটের কাকুকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি (ED)। শনিবার দীর্ঘ সময় ধরে বেহালায় তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সে দিন কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছিল তাঁকে। এ বার সেই সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra) ওরফে ‘কালীঘাটের কাকু’কে আরও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল। ইডি সূত্রের খবর, আগামী মঙ্গলবার (৩০ মে) ইডির দফতরে তাঁকে ডেকে পাঠানো হয়েছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরের প্রাক্তন কর্মী সুজয়কৃষ্ণের পাশাপাশি গত শনিবার তৃণমূলের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তের বিবিরবহাটের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল ইডি। তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সেই সঙ্গে রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ারকেও তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। গত শনিবার বেহালার ফফিরপাড়া রোডে তল্লাশি অভিযানের সময় সুজয়ের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডি সূত্রের খবর, সেই মোবাইল থেকে উদ্ধার হওয়া কিছু ‘তথ্য’ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।

12 months ago


Virat: চারবছর পর আইপিএলে সেঞ্চুরি বিরাটের, কলকাতার প্লেঅফের আশা দুরমুশ

বৃহস্পতিবার হায়রাবাদের (SRH) রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদের বোলারদের নিয়ে কার্যত খেলা করলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ১২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬২ বলে শতরানের গণ্ডি টপকে যান। দীর্ঘ চার বছর পরে আইপিএলে (IPL) সেঞ্চুরি করলেন কোহলি। এর আগে আইপিএলে তাঁর ব্যাট থেকে শেষ শতরান এসেছিল ২০১৯ সালে। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ শতরানকারী হলেন কোহলি। মোট ৬টি শতরান করেছেন বিরাট। আইপিএলে সমসংখ্যক শতরান করেছেন তাঁর এক সময়ের সতীর্থ ক্রিস গেইলও।

৫টি শতরান করে দ্বিতীয় স্থানে জস বাটলার। ম্যাচে হেনরিক ক্লাসেনের শতরানে ভর করে ১৮৬ করে হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে ১৭২ রানের পার্টনারশিপ করেন কোহলি ও দুপ্লেসি। ৭১ রান করেন ডুপ্লেসি। ৮ উইকেটে ম্যাচ জেতে আরসিবি। উল্লেখ্য এই জয়ের ফলে আইপিএলের পয়েন্ট তালিকায় আরসিবি পাঁচ নম্বর থেকে উঠে এল চারে। তাদের প্লে-অফ খেলা নিশ্চিত। চার থেকে নেমে গেল মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে প্লে-অফের আশা শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের।

12 months ago
Virat: নিজের মা, অনুষ্কা এবং শাশুড়ি মা'কে মাতৃদিবসের শুভেচ্ছা বিরাটের, প্রশংসা নেট দুনিয়ায়

১৪ মে, রবিবার মাতৃদিবস (Mothers Day)। যিনি জন্ম দিয়েছেন, উষ্ণতা দিয়েছেন, হাঁটতে শিখিয়েছেন, সমস্ত বিপন্নতা থেকে রক্ষা করেছেন, করে চলেছেন আজ তাঁর দিন। তাই এই বিশেষ দিনে আবেগী হয়েছে নেট দুনিয়া। অনেকেই নিজের মায়ের সঙ্গে, কেউ বা শাশুড়ি মায়ের সঙ্গে, আবার অনেকে সন্তানকে পেয়ে মাতৃত্ব যাপনের ছবি দিয়েছেন সামাজিক মাধ্যমে। সেই তালিকা থেকে বাদ যাননি তারকারা। স্পোর্টস তারকা বিরাটও (Virat Kohli) এই বিশেষ দিনটিতে শুভেচ্ছা জানাতে ভোলেননি, নিজের মা-স্ত্রী এবং শাশুড়ি মা'কে।

নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে তিনটি ছবি পোস্ট করেছেন বিরাট। প্রথম ছবিতে দেখা গিয়েছে অনুষ্কা এবং তাঁদের কন্যা সন্তান ভামিকার না দেখা একটি ছবি। কোনও একটি খোলা জায়গায় দাঁড়িয়ে রয়েছেন অনুষ্কা, কোলে ছোট্ট ভামিকাকে আগলে রয়েছেন এক হাতে।

বিরাটের শেয়ার করা পরের ছবিতে এক ফ্রেমে বিরাটের মা সরোজ কোহলি এবং তাঁর শাশুড়ি মা অসীমা শর্মার ছবি। পারিবারিক অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়েছেন দুই বেয়ান, মুখে ঝলমলে হাসি। তাঁরা যখন একসঙ্গে নাচ করতে ব্যস্ত, তখনই মুহূর্তবন্দী হয়েছে ফ্রেমটি।

তিন নম্বর ছবিটিতে দুটি ছবির কোলাজ। একদিকে নিজের মায়ের সঙ্গে বিরাট, অন্যদিকে অনুষ্কার সঙ্গে তাঁর মা। নিজের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ তিন মা'কে মাতৃ দিবসের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'হ্যাপি মাদার্স ডে'।

12 months ago


Infighting: বিরাটের সঙ্গে হাত মেলান সৌরভ, কোলাকুলি করে শেষ সিরাজ-সল্টের ঝামেলা

দিল্লিতে (Delhi) দুই ঝামেলারই মীমাংসা হয়ে গেল। অবসান হলো দুজনেরই দ্বন্দ্বের। প্রথমত বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে দাদা অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) দ্বন্ধ। মাঠেই সল্টের সঙ্গে সিরাজের। দিল্লিতে ফিল সল্টের ঝড় দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। একের পর এক বল উড়ে গেছে বাউন্ডারির বাইরে। কিন্তু সেই ম্যাচেও বিতর্ক তৈরি হয়। ম্যাচের মধ্যেই মহম্মদ সিরাজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই ব্রিটিশ তারকা। তবে সেই তিক্ততা ম্যাচ শেষে কোথাও যেন উবে গেল। দেখা গেল সৌজন্যের ছবি! একে অপরকে জড়িয়ে ধরলেন।

দ্বিতীয় ইনিংসের পঞ্চম ওভারে মহম্মদ সিরাজের প্রথম ৩টি বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন ফিল সল্ট। পরের বলেও ব্যাট চালিয়েছিলেন দিল্লি ব্যাটার। যদিও বল ব্যাটে লাগেনি। অনেকটা দূর দিয়ে বোলিং করেন সিরাজ। তারপরে দেখা যায় কোহলিদের দলের বোলার সিরাজ কার্যত ব্যাটিং ক্রিজে পৌঁছে গিয়ে আঙুল তুলে সল্টের দিকে কী বলছেন। বোঝাই গিয়েছে তিনি মেজাজ হারিয়েছেন। অবশ্য কোনো প্রতিক্রিয়া দেননি সল্ট। তবে হাসিমুখে সিরাজকে তিনিও অম্লমধুর কিছু বলেছেন। যদিও এ ঝামেলা মাঠেই শেষ। ম্যাচ শেষ হতেই সব রাগ গলে জল। সল্ট ও সিরাজ একে অপরকে জড়িয়ে ধরেন। সিরাজ নিজে থেকে এগিয়ে গিয়ে সল্টকে জয়ের জন্য অভিনন্দন জানান এবং আলিঙ্গন করেন। ঝামেলা সেখানেই শেষ।

 ওদিকে সৌরভের সঙ্গে বিরাটের অন্তর্দ্বন্দ্ব তো ছিলই, দু’জনের মধ্যে সংঘাত লেগে গিয়েছিল। একে অপরের সঙ্গে হাত মেলাননি। সেই ছবি পালটে গেল শনিবার রাতে কোটলার মাঠে। সৌরভ এগিয়ে এসে কথা বলেন কোহলির সঙ্গে। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ৫৫ রানের ইনিংসের জন্য। পাশাপাশি সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। সৌরভ আদৌ কথা বলেন কিনা সেই নিয়ে আগ্রহ ছিল। কিন্তু খেলা শেষে মহারাজ এগিয়ে গিয়ে বিরাটের পিঠে হাত রাখেন। মুছে যায় দুরত্ব। 

12 months ago
Virat: 'বিরাটকে কেন গম্ভীর দেখাচ্ছে?' স্ত্রী অনুষ্কার সঙ্গে ছবি দিতেই প্রশ্ন নেটিজেনদের

গৌতম গম্ভীর ও বিরাট কোহলি (Virat Kohli) এই দুইয়ের বিতর্ক এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে। ২২ গজে বিরাটের আগ্রাসন এর আগেও দেখা গিয়েছে। কিন্তু এবারে তা যেন এক অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। গৌতম গম্ভীরের সঙ্গে তুমুল বিতর্কের পরই বিরাটকে অনুষ্কার সঙ্গে দেখা যায় ধর্মীয় স্থানে। তখন নেট দুনিয়ায় এমনও শোনা যাচ্ছিল যে, 'মাথা ঠান্ডা রাখতেই কী তবে ভগবানের দুয়ারে বিরাট!' তবে এবারে বিরাটকে দেখা গেল স্ত্রী অনুষ্কার সঙ্গে নৈশভোজে যেতে। ছবিও শেয়ার করেছেন বিরাট। কিন্তু এতেও ফের প্রশ্ন নেটিজেনদের, 'বিরাটকে গম্ভীর কেন দেখাচ্ছে?'

প্রায় সারাক্ষণই বিরাটকে খোশমেজাজেই দেখা যায়। আবার তাঁর পাশে স্ত্রী ও কন্যা থাকলে তো কোনও কথাই নেই। খুশি তখন তাঁর মুখেই ফুটে ওঠে। রেস্তোরাঁয় খেতে গিয়েছেন তিনি আবার বাহুডোর রয়েছেন অনুষ্কাও, তবুও বিরাটের মুখে যেন নেই তাঁর সেই উজ্জ্বল হাসি। একান্তে স্ত্রীর সঙ্গে সময় কাটাতে গিয়েও মনে যেন নেই কোনও খুশি। কেমন যেন একটা চিন্তিত দেখাচ্ছে তাঁকে। এমনটাই মন্তব্য নেটিজেনদের।

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

বিরাটের এমন 'চিন্তিত' মুখ দেখেই নেটিজেনরা মজা করেই মন্তব্য করেছেন, 'বিরাট আপনি আরেকটু হাসতেই পারতেন, নয়তো আপনাকে সবাই বলবে বিরাট এত গম্ভীর কেন?' কেউ আবার লিখেছেন, 'তাঁকে ১ কোটি জরিমানা দিতে হবে তো কী হয়েছে, ছবি শেয়ার করে ৭ কোটি উপার্জন করে নিলেন।'

12 months ago
IPL: 'কোহলি ক্রিকেটের আইকন', বিরাট-গম্ভীর বিতর্কে প্রতিক্রিয়া দিলেন রবি শাস্ত্রী

বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীরের (Gautam Gambhir) সম্পর্ক বারবার আইপিএলের ময়দান উত্তপ্ত করছে। চলতি আইপিএল সিজনে চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টস ম্যাচ জেতার পরই গম্ভীর মুখে আঙুল দিয়ে চুপ করার ইশারা করেছিলেন বিরাটের দিকে তাকিয়ে। কিন্তু বিরাট কি চুপ করে থাকার মানুষ! গত সোমবার একানা স্টেডিয়ামে প্রথম থেকেই আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছিল বিরাটকে। ম্যাচের মাঝেই বিরাট এবং গম্ভীর একে অপরকে রক্তচক্ষু দেখান। অন্যদিকে নবীন-উল-হকের সঙ্গেও বিবাদে জড়িয়ে পড়েন বিরাট। এই নিয়ে বিতর্ক চলছেই। এরই মাঝে এই বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

প্রতিক্রিয়া দিয়ে রবি শাস্ত্রী বললেন, 'তাঁরা যথেষ্ট ক্রিকেট খেলেছেন। গৌতম দুই বার বিশ্বকাপ জিতেছেন। অন্যদিকে বিরাট একজন আইকন। দু'জনেই দিল্লি থেকে এসেছেন। আমার মনে হয়, সবচেয়ে ভালো হবে যদি দু'জন মুখোমুখি বসে বিষয়টি মিটিয়ে নেন। খুব তাড়াতড়ি তাঁদের রাগ কমে গেলে বুঝতে পারবেন, আরও ভালো করে বিষয়টি তাঁরা মিটিয়ে নিতে পারতেন।' 

অন্যদিকে, মাঠের মাঝেই খেলোয়াড়দের এই আচরণ মেনে নিতে নারাজ আইপিএল কর্তৃপক্ষ। বিরাট-গম্ভীর এবং নবীনকে এই বিষয়ে শাস্তিও ঘোষণা করা হয়েছে। বিরাট এবং গম্ভীরকে ম্যাচ ফি-র পুরো টাকা জরিমানা দিতে নির্দেশ দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ এবং নবীনকে তাঁর ম্যাচ ফি-র ৫০% জরিমানা দিতে হবে।


12 months ago


Virat: জিতে নিজের ট্রফি বিরাটকে দিয়েছিলেন গম্ভীর, তবে কেন সেই বন্ধুত্ব বদলে গেল শত্রুতায় জানুন

সালটা ২০০৯। ডিসেম্বরের কোনও এক দুপুরে কলকাতার ইডেন গার্ডেন্সে (EDEN) এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিল ভারতীয় (India) দল। বিপক্ষে ছিল শ্রীলঙ্কা (Srilanka)।

ম্যাচটি অনেক ভারতীয় ক্রিকেট সমর্থকই মনে রেখে দিয়েছেন। শুধু ভারত সেই ম্যাচে জিতেছিল বলেই নয়, ম্যাচে দুই ক্রিকেটারের মধ্যে অনবদ্য বোঝাপড়া এবং ক্রিকেটীয় পেশাদারিত্বের সাক্ষী থেকেছিল ইডেন।

সেই দুই ক্রিকেটারের নাম বিরাট কোহলি (Virat Kohli) এবং গৌতম গম্ভীর (Goutam Gambhir)। দু’জনেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইডেনের সেই ম্যাচে শতরান করেছিলেন। ২১ বছরের উঠতি তারকা বিরাটের ব্যাট থেকে সেটাই ছিল একদিনের ম্যাচের প্রথম শতরান।

বিরাট সেদিন ১১৪ বলে ১০৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। আর গম্ভীরের ব্যাট থেকে এসেছিল ১৫০ রান। তাঁদের ২২৪ রানের যুগলবন্দির উপর ভর করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হেসেখেলে জয় এসেছিল।

সেই ম্যাচে বিরাট এবং গম্ভীরের বন্ধুত্বের প্রমাণ পাওয়া যায়। ম্যাচের সেরা নির্বাচিত হলেও পুরস্কারটি বিরাটের হাতে তুলে দিয়েছিলেন গম্ভীর। বিরাটের প্রথম শতরানটি স্মরণীয় করে রাখার জন্যই সিনিয়র হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। দিল্লির দুই ক্রিকেটারের মধ্যে এই বন্ধুত্ব চোখ ভরে দেখেছিল ইডেন।

পরবর্তী ঘটনাপ্রবাহ ২০১৩ সালের। ঘটনাস্থল এ বার এম চিন্নস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু। আইপিএলের একটি ম্যাচে মুখোমুখি হয় রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) এবং কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই ম্যাচে জন্ম নেয় ভারতীয় ক্রিকেটের অন্যতম তিক্ত দ্বন্দ্ব। চার বছর আগের বন্ধুত্ব বদলে যায় ‘শত্রুতা’য়।

বেঙ্গালুরুর ওই ম্যাচে গম্ভীরের অধিনায়কত্বে খেলতে নেমেছিল কেকেআর। ম্যাচটি জিতেছিল বিরাটের আরসিবি। বিরাট সেই ম্যাচে ৩৫ রান করে আউট হন। লক্ষ্মীপতি বালাজির বলে বিরাটের উইকেট পড়তেই উল্লাসে ফেটে পড়তে দেখা যায় গম্ভীরকে

গম্ভীর এবং কোহলি, দু’জনেই আগ্রাসী খেলোয়াড়। কিন্তু সে দিন বাইশ গজের আগ্রাসন যেন মাত্রা ছাড়িয়ে গিয়েছিল। কোহলি আউট হয়ে ফেরার সময় গম্ভীর সম্ভবত কোনও মন্তব্য করেছিলেন। দেখা যায়, কোহলি রাগে গজগজ করতে করতে এগিয়ে যাচ্ছেন কেকেআরের খেলোয়াড়দের দিকে। চলছে উত্তপ্ত বাক্যবিনিময়।

অন্য খেলোয়াড় এবং মাঠে উপস্থিত আম্পায়ারদের হস্তক্ষেপে পরিস্থিতি কোনও রকমে সামাল দেওয়া গিয়েছিল। কিন্তু বিরাট এবং গম্ভীরের সম্পর্কে যে তিক্ততার ছাপ সে দিন চোখে পড়েছিল, তা ভুলতে পারেননি সমর্থকেরা।

বিরাট বা গম্ভীর, মুখে দু’জনেই এই দ্বন্দ্বকে মাঠের মধ্যে ফেলে আসার কথা বলেছেন বার বার। ব্যক্তিগত সম্পর্কে এর কোনও প্রভাব পড়েনি বলেও জানান তাঁরা। কিন্তু আইপিএলের মঞ্চে ক্রমেই তিক্ত থেকে তিক্ততর হয়েছে দুই দিল্লি তারকার সম্পর্ক।

২০১৬ সালে কেকেআর বনাম আরসিবির আরও এক ম্যাচে কোহলি, গম্ভীরের তিক্ততার পরিচয় পাওয়া গিয়েছিল। সে দিনও হেরে গিয়েছিল কলকাতা। ১৮৩ রান তাড়া করেও জয় আসেনি। তবে তাতে গম্ভীরের আগ্রাসনে খামতি ছিল না।

ম্যাচের শুরু থেকেই কলকাতার অধিনায়কের আগ্রাসী মনোভাবের পরিচয় পাওয়া যাচ্ছিল। ১৯তম ওভারে, ব্যাঙ্গালোরের জয় যখন প্রায় নিশ্চিত, একটি রান নেন কোহলি। রান নিয়ে তিনি নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকাকালীন সে দিকে বল ছোড়েন গম্ভীর। দেখে মনে হয়েছিল, যেন কোহলিকে লক্ষ্য করেই বলটি ছুড়ে মারা হয়েছে।

এই ঘটনার পর মাঠে ফের আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। দুই তারকার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। পরিস্থিতি সামাল দেন আম্পায়ার। অপ্রীতিকর আচরণের জন্য গম্ভীরকে সমালোচনা এবং শাস্তির মুখে পড়তে হয়েছিল।

সময় বদলেছে। বিরাট এখন আর আরসিবির অধিনায়ক নন। গম্ভীরও নেই কেকেআরে। তিনি এখন লখনউয়ের মেন্টর। পরিস্থিতি বদলে গেলেও বিরাট-গম্ভীরের তিক্ততায় বিরাম নেই আজও। সোমবার লখনউয়ের ঘরের মাঠে দুই তারকার ঝামেলা প্রকাশ্যে দেখা গেল আবার।

ম্যাচটি জিতেছে আরসিবি। মাত্র ১২৬ রান করেও কোহলিরা লখনউকে জিততে দেননি। ১০৮ রানে শেষ হয়ে যায় লোকেশ রাহুলদের ইনিংস। খেলা শেষে দুই দলের খেলোয়াড়েরা হাত মেলানোর সময় বচসায় জড়িয়ে পড়েন কোহলি

ম্যাচ চলাকালীন লখনউয়ের এক একটি উইকেট পড়তেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন বিরাট। কখনও গ্যালারিতে বসে থাকা স্ত্রী অনুষ্কার দিকে ছুড়ে দিচ্ছিলেন চুম্বন, কখনও আবার মাঠের বাইরে বসে থাকা লখনউয়ের খেলোয়াড়দের দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করিয়ে দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন।

আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হক আউট হওয়ার সময়ও উত্তেজিত হয়ে উল্লাস করেন কোহলি। টুপি খুলে মাটিতে ছুড়ে ফেলেন। সেটা হয়তো ভাল ভাবে নেননি নবীন। তাই হাত মেলানোর সময় কোহলিকে কিছু বলতে দেখা যায় তাঁকে।

12 months ago
Virat: অনুষ্কার সঙ্গে 'কারফি' শেয়ার করলেন বিরাট, কোথায় চললেন দুজনে?

বুধবার দুপুর নাগাদ পছন্দের দম্পতির ঝলক পেল নেট দুনিয়া। নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। ছবিতে দেখা গিয়েছে, পাশের সিটে বসে রয়েছেন অনুষ্কা (Anushka Sharma)। পাশে বসে সেলফি নিয়েছেন বিরাট কোহলি। যেহেতু গাড়িতে বসেই ছবি তুলেছেন বিরাট, তাই এই ছবিকে সেলফি না বলে কারফি বললেও বোধহয় খুব একটা ভুল হবে না।

বিরাট ও অনুষ্কা চললেন কোথায়? সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'আউট এন্ড এবাউট ইন দিল্লি'। অর্থাৎ দূরে কোথাও না, একান্ত সময় কাটাতে দিল্লীর রাস্তাতেই ঘুরছিলেন দু'জনে। বিরাট পরেছিলেন একটি ছাই রঙের টিশার্ট। অন্যদিকে অনুষ্কা পরেছিলেন কালো ক্যাজুয়াল জ্যাকেট এবং মাথায় টুপি। দু'জনের মুখেই দেখা গিয়েছে লাখ টাকার হাসি।

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

বিরাট এবং অনুষ্কার প্রেম চলাকালীন সামাজিক মাধ্যমের কুমন্তব্যের শিকার হয়েছিলেন। কিন্তু সব খারাপ মন্তব্য তুড়িতে উড়িয়ে বিয়ে করেন দু'জনে। তারকা দম্পতির কন্যা সন্তান ভামিকাও নেটিজেনদের আকর্ষণের মধ্যবিন্দু। কয়েক দিন আগেই অনুষ্কার জন্মদিনে একগুচ্ছ না দেখা ছবি পোস্ট করেছিলেন বিরাট। এবার একান্তে কাটানো সময়ের ঝলক দিলেন ভক্তদের।

12 months ago