
বুধবার দুপুর নাগাদ পছন্দের দম্পতির ঝলক পেল নেট দুনিয়া। নিজের সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। ছবিতে দেখা গিয়েছে, পাশের সিটে বসে রয়েছেন অনুষ্কা (Anushka Sharma)। পাশে বসে সেলফি নিয়েছেন বিরাট কোহলি। যেহেতু গাড়িতে বসেই ছবি তুলেছেন বিরাট, তাই এই ছবিকে সেলফি না বলে কারফি বললেও বোধহয় খুব একটা ভুল হবে না।
বিরাট ও অনুষ্কা চললেন কোথায়? সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে বিরাট লিখেছেন, 'আউট এন্ড এবাউট ইন দিল্লি'। অর্থাৎ দূরে কোথাও না, একান্ত সময় কাটাতে দিল্লীর রাস্তাতেই ঘুরছিলেন দু'জনে। বিরাট পরেছিলেন একটি ছাই রঙের টিশার্ট। অন্যদিকে অনুষ্কা পরেছিলেন কালো ক্যাজুয়াল জ্যাকেট এবং মাথায় টুপি। দু'জনের মুখেই দেখা গিয়েছে লাখ টাকার হাসি।
বিরাট এবং অনুষ্কার প্রেম চলাকালীন সামাজিক মাধ্যমের কুমন্তব্যের শিকার হয়েছিলেন। কিন্তু সব খারাপ মন্তব্য তুড়িতে উড়িয়ে বিয়ে করেন দু'জনে। তারকা দম্পতির কন্যা সন্তান ভামিকাও নেটিজেনদের আকর্ষণের মধ্যবিন্দু। কয়েক দিন আগেই অনুষ্কার জন্মদিনে একগুচ্ছ না দেখা ছবি পোস্ট করেছিলেন বিরাট। এবার একান্তে কাটানো সময়ের ঝলক দিলেন ভক্তদের।