Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

রাজ্য

TMC: 'দলের প্রত্যেকে গলা অবধি দুর্নীতিতে ডুবে গেছে', শাসকদলের রুদ্ধদ্বার বৈঠকের ভিডিও ভাইরাল

বালির বখরা নিয়ে অন্তর্কলহ যে ক্রমেই মাথাব্যথার কারণ হচ্ছে, তা বুঝেই শাসকদলের রুদ্ধদ্বার বৈঠক। সেই বৈঠকের ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গেল জেলার রাজনৈতিক মহলে।

সম্প্রতি গড়বেতা তৃণমূল কংগ্রেসের বৈঠকের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। (যা যাচাই করেনি সিএন পোর্টাল)। ওই বৈঠকে রয়েছেন তৃণমূল বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিংহ হাজরা সহ গড়বেতা এলাকার শাসকদলের একাধিক গুরুত্বপূর্ণ নেতা। ভিডিওতে বিধায়ককে বলতে শোনা যাচ্ছে, বালি, মোরাম নিয়ে বখরার কথা। একসময় তাঁকে বলতে শোনা যাচ্ছে, দলের প্রত্যেকে গলা অবধি দুর্নীতিতে ডুবে গেছে। সেই তালিকা থেকে নিজেকেও বাদ রাখেননি বিধায়ক উত্তরা সিংহ হাজরা। একই সাথে তাঁকে সকলের উদ্দেশ্যে সাবধানবাণীও দিতে শোনা গেছে যে, আর যেন না হয়। তবে ভিডিওতে দেখা যাচ্ছে, বিধায়কের বক্তব্যের মাঝেই তাঁর বিরোধিতা করছেন গড়বেতার দাপুটে তৃণমূল নেতা অসীম ওঝা।

বালির বখরা যে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন গড়বেতার বর্ষীয়ান তৃণমূল নেতা অসীম ওঝা। অস্বস্তি এড়িয়ে জেলা তৃণমূল সভাপতি সুজয় হাজরার দাবি, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ব্লক নেতৃত্বের কাছ থেকে পুরো বিষয়টির রিপোর্ট চাওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে বিধায়ক উত্তরার সিং হাজরা ফোনে সিএন-কে প্রতিক্রিয়ায় জানান, এই মিটিং অনেক দিন আগে হয়েছে। বিধানসভা ভোটে গড়বেতায় খারাপ ফল হয়। তার রিভিউ মিটিং করার সময় এই আলোচনা হয়। দলের বিপর্যয় হলে সবাইকে দায় নিতে হবে। আমি এই কথাটিই বলার চেষ্টা করেছি।

এ নিয়ে অবশ্য শাসকদলকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি শিবির। বিজেপির জেলার সহ-সভাপতি অরূপ দাসের দাবি, তৃণমূলের অন্তর্কলহের ছবি যত প্রকাশ্যে আসছে, ততই জেলায় জেলায় বাড়ছে বগটুইকাণ্ডের আশঙ্কা।

সব মিলিয়ে গোটা ঘটনা কোনদিকে মোড় নেয়, সেটাই এখন দেখার।

2 years ago
Rampurhat: ভাদু শেখ হত্যাকাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ করতে পারে সিবিআই

ভাদু হত্যাকাণ্ডের তদন্তভার গ্রহণ করার পর সিবিআইয়ের তরফ থেকে তদন্তকারী আধিকারিকদের একটি দল আজ বগটুই গ্রামে ভাদু শেখের বাড়িতে যায়। সেখানে বাড়ির সামনের অংশ খতিয়ে দেখেন তাঁরা। এছাড়াও ভাদুর বাড়ির বাইরে যে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেগুলি খতিয়ে দেখেছেন তদন্তকারী আধিকারিকরা। রবিবার এই ঘটনায় অভিযুক্ত ৫ জনকে নিয়ে আসা হয় সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে। এমনকি ঘটনাস্থলে তাদের নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, খবর সিবিআই সূত্রে। রবিবার সকালে ঘটনাস্থল খতিয়ে দেখেন সিবিআইয়ের ৩ জন আধিকারিক। এদিন সকালেই মিহিলাল শেখ আসেন সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে।

সিবিআই সূত্রে খবর, গতকাল আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে থানার তদন্তকারী আধিকারিককে যে বিষয়গুলি জিজ্ঞাসা করেছেন

১) ঘটনার দিন আততায়ীরা কোন দিক থেকে এসেছিল?

থানার আধিকারিকের উত্তর, মারগ্রামের দিক থেকে এসে ভাদু যে চায়ের দোকানে সামনে দাঁড়িয়ে ছিল, সেখানে প্রথমে বোমা মারে আততায়ীরা।

২) বোমা মারার পর আততায়ীরা কোনদিকে পালাল?

থানার আধিকারিকের উত্তর, আততায়ী মারগ্রামের দিকে পালায়।

৩) ভাদুকে যখন আক্রমণ করা হয়, সেই সময় তাঁর সঙ্গে কারা কারা ছিল?

থানার আধিকারিকের বক্তব্য, ভাদুর সঙ্গে কেউ ছিল না। সবাই সামনের একটি মিষ্টির দোকানে খাচ্ছিল।

৪) ঘটনাস্থল থেকে বাসস্ট্যান্ডের দূরত্ব কত?

থানার আধিকারিক জানান, ঘটনাস্থল থেকে বাসস্ট্যান্ড ৫ মিনিট দূরত্বে।

পাশাপাশি ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরাগুলি সম্বন্ধে জিজ্ঞেস করা হয়। রবিবার সকালে থানার আধিকারিকের সঙ্গে নিয়ে এলাকার ম্যাপ তৈরি করেন সিবিআইয়ের আধিকারিকরা।

তৃণমূল নেতা ভাদু সেখ খুনে অভিযুক্ত রাজা শেখ, সফিকুল শেখ, নুর ইসলাম ওরফে সঞ্জু, ভাসান শেখ এবং সেরা শেখকে আগেই গ্রেফতার করেছিল পুলিস। এরপর মুম্বই থেকে গ্রেফতার করা হয় আরও চারজনকে। তারা হল  ১. বাপ্পা শেখ, ২. সাবু শেখ, ৩. সিরাজুল শেখ ও ৪. তাজ মহম্মদ। জানা যায়, এই চারজনের ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

সিবিআই সূত্রে আরও খবর, ভাদু সেখের হত্যাকাণ্ড নিয়ে আজ ফের জেরা করা হবে অভিযুক্তদের। এই ঘটনার তদন্তভার নেওয়ার পর আজই প্রথম অভিযুক্তদের জেরা করবে সিবিআই।

2 years ago
Gang Rape: নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে পুড়িয়ে দেওয়া হল দেহ, গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

ফের নারকীয় ঘটনা। এবার ঘটনাস্থল নদিয়ার হাঁসখালির গাড়াপোতা। নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করে শুধু খুন করাই নয়, প্রমাণ লোপাটের জন্য সেই মৃতদেহ স্থানীয় শ্মশানে পুড়িয়ে ফেলার অভিযোগ। কেরোসিন ও চ্যালা কাঠ দিয়ে দেহটি পোড়ানো হয় বলে জানা গিয়েছে।

এ যেন সেই হাথরাসেরই কালো ছায়া। সবচেয়ে বড় কথা, এখানে কাঠগড়ায় তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলে ব্রজগোপাল গয়াল। ফলে পুলিসের বিরুদ্ধেও নানা অভিযোগ উঠতে শুরু করে। এতবড় ঘটনা ঘটে গেলেও পুলিস এতদিন কী করছিল বা তারা এখনও কেন অভিযুক্তকে পাকড়াও করতে পারল না, সেইসব প্রশ্ন উঠতে শুরু করে। যদিও ঘটনা নিয়ে চারদিকে শোরগোল পড়তেই সক্রিয় হয় পুলিস। তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। পরে গ্রেফতার করা হয় অভিযুক্তকে। 

পাশাপাশি প্রশ্ন উঠছে, ধর্ষিতা ওই নবম শ্রেণির ছাত্রীটির পরিবারকে কি কোনও মহল থেকে চাপ দেওয়া হয়েছিল। না হলে ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। এতদিন পরে তা প্রকাশ্যে এল কীভাবে। তাছাড়া ওই ছাত্রীকে কেন হাসপাতালে নিয়ে যাওয়া হল না, কেনই বা তার মৃত্যুর পর মৃতদেহের কোনও ময়নাতদন্ত হল না।

এই ঘটনার পর ওই গ্রামেও স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়িয়েছে। যদিও ওই পঞ্চায়েত সদস্যের বক্তব্য এখনও জানা যায়নি। এক প্রতিবেশী জানিয়েছেন, ওই মেয়েটির সঙ্গে পঞ্চায়েত সদস্যের ছেলের প্রেমের সম্পর্ক ছিল।

এ ব্যাপারে বিশিষ্ট সমাজবিদ মীরাতুন নাহার কী বলছেন, শোনা যাক।

2 years ago


Mograhat: মগরাহাট জোড়াখুনের মূল অভিযুক্ত জানে আলম ২৪ ঘণ্টা পরেও অধরা, এলাকায় ক্ষোভ

মগরাহাটে জোড়াখুনের ঘটনায় এবার প্রশ্নের মুখে পুলিসের ভুমিকা। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকে গ্রেফতার করা হয়েছে দুজনকে। তবে মূল অভিযুক্ত জানে আলমকে এখনও গ্রেফতার করা হয়নি। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে গ্রেফতার করতে হবে জানে আলমকে। পাশাপাশি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে জানে আলমকে ফাঁসি দেওয়ার দাবিও জানান স্থানীয়রা। গতকাল থেকেই এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে রবিরার জয়নগর লোকসভা কেন্দ্রের এম‌পি প্রতিমা নস্কর আসেন। তিনি পরিবা‌রের স‌ঙ্গে কথা বলেন। সরকারের উপর ভরসা রাখতে বলেন পরিবারকে। তিনি জানান, সঠিক তদন্ত করবে রাজ্য পুলিস।

প্রসঙ্গত, শনিবার সকালে এক সিভিক ভলান্টিয়ার এবং তাঁর বন্ধুকে প্রথমে গুলি করা হয়। পরে তাঁদের গলা কেটে হত্যা করা হয় বলে সূত্রের খবর। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত বিরাট পুলিস বাহিনী। জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম বরুণ চক্রবর্তী ও অন্য একজন মলয় মাখাল। শনিবার মাগুরপুকুর পোল এলাকা থেকে বরুণ চক্রবর্তী (৩৫) এবং মলয় মাখাল (৩১) নামে ওই দুই যুবকের গুলিবিদ্ধ দেহ স্থানীয় জানে আলমের একটি ঘর থেকে উদ্ধার হয়। জানে আলমের ইমারতি দ্রব্য সহ একাধিক ব্যবসা রয়েছে। আরও জানা গেছে, জানে আলমের একটি অর্থলগ্নিকারী সংস্থা রয়েছে। 

স্থানীয় বিধায়কের দাবি, মলয় মাখাল জানে আলমের কাছে ৮০ হাজার টাকা পেতেন। বেশ কিছুদিন ধরে ওই টাকা ফেরতের দাবিও জানাচ্ছিলেন তিনি। অভিযোগ, শনিবার সকালে বরুণ এবং মলয়কে টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। বরুণ মগরাহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতেন।

2 years ago
Murder: বাগুইআটিতে ব্যবসায়ীর মুখবাঁধা মৃতদেহ, খুন বলে সন্দেহ

বাথরুম থেকে ব্যবসায়ীর মুখবাঁধা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শনিবার বাগুইআটির অশ্বিনীনগরে। মৃত ওই এলাকার বাসিন্দা জগদীশচন্দ্র মল্লিক(৭২)। পেশায় তিনি চাল ব্যবসায়ী।

উল্লেখ্য, অশ্বিনীনগরে তিনতলা বাড়ির দোতলায় তিনি একাই থাকতেন। ব্যবসায়ীর দিদির  অভিযোগ, তাঁর দাদা আত্মহত্যা করেননি। তাঁকে কেউ মেরে ফেলেছ। শনিবার মহাজনকে টাকা দেওয়ার জন্য পকেট ভর্তি করে টাকা নিয়ে বাড়ি থেকে বেরোন। চালের লরি এসেছিল বলে খবরও আসে তাঁর কাছে। তড়িঘড়ি বেরিয়ে পড়েন। পরবর্তী সময়ে তিনি দেখতে পান, বাথরুমের মধ্যে উপুর হয়ে পড়ে রয়েছে ভাইয়ের দেহ। মুখ কালো কাপড়ে বাঁধা। পকেট দুটো একেবারে ছেঁড়া। এরপরে বাগুইআটি থানায় খবর দেওয়া হয়। পুলিস মৃতদেহ উদ্ধার করে ঘর সিল করে দিয়েছে।

ব্যবসায়ীর দিদির আরও অভিযোগ, ঘরের মধ্যে আলমারি খোলা ছিল। লুটপাঠ চালানোর আগে ওই ব্যবসায়ীকে বাথরুমে মুখ বেঁধে আটকে দেওয়া হয়েছিল। তারপরেই মৃত্যু হয়। এরপরে বাথরুম লক হয়ে যায়।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিস। পারিবারিক কোনও বিবাদ ছিল কিনা এবং তার জেরে এ ঘটনা কিনা, তাও খতিয়ে দেখছে পুলিস।

2 years ago


Kharagpur: বিনা পয়সায় মদ না পেয়ে বোমা মারার চেষ্টা, নিজের হাতে ফেটেই গুরুতর জখম

মদের নেশায় কত রকমেরই না কাণ্ড ঘটাতে দেখা যায়। এবার একেবারে বিনা পয়সায় মদ কিনতে চেয়ে ঘটিয়ে বসল গুরুতর কাণ্ড। ঘটনাটি ঘটেছে খড়গপুর লোকাল থানার অন্তর্গত ঘোলঘোড়িয়া গ্রামের আদিবাসী এলাকায়।

ঘটনার সূত্রপাত শনিবার সন্ধ্যা নাগাদ। ওই  এলাকারই এক বাসিন্দা তুলসী মহাপাত্র। মদের দোকানে গিয়ে বিনা পয়সায় মদ চায়। মদের দোকানদারকে ভয় দেখায়, যদি বিনা পয়সায় মদ না দেয়, তাহলে দোকানে বোমা মারবে। দোকানদার তার কথার গুরুত্ব না দিয়ে মদ না দেওয়ায় সত্যি সত্যিই বোমা ফাটানোর চেষ্টা করে তুলসী। এবং সেই বোমার আঘাতে নিজেই গুরুতরভাবে আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিস। গুরুতর আহত অবস্থায় বছর চল্লিশের তুলসী মহাপাত্রকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তুলসী মহাপাত্র সেখানকার পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন। এই বোমা ওই ব‍্যক্তি কোথা থেকে পেল, তা খতিয়ে দেখছে খড়গপুর লোকাল থানার পুলিস। গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত নিজে।

2 years ago
Jhalda: পুলিস ছিল ৪০০ মিটার দূরে, তবুও তপন কান্দু গুলিবিদ্ধ হয়েছেন জেনেও যায়নি

ঝালদায় তপন কান্দু খুনে এবার উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। তপন কান্দু গুলিবিদ্ধ হয়েছেন জেনেও ঘটনাস্থলে যায়নি পুলিস। সেদিন রাতে ঘটনাস্থলের খুব কাছেই ছিল ঝালদা থানার আরটি ভ্যান। জানা যায় মাত্র ৪০০ মিটার দূরেই ছিল ভ্যানটি।  সেখানেই প্রথম খবর আসে তপনবাবুকে গুলি করা হয়েছে। কিন্তু সব জেনেও ওই ভ্যানের দায়িত্বে থাকা এক এসআই গাড়ি নিয়ে সেখানে যাননি। কাউকে পাঠানোর কথাও বলেননি। উল্টে যাতে ওই গাড়ির কেউ না যায় সেজন্য শাসানি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত ওই গাড়ির কেউই যায়নি ঘটনাস্থলে। ক্লোজ হওয়া পুলিসকর্মীদের জিজ্ঞাসাবাদের পর সিবিআইয়ের হাতে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা যায়, তপন কান্দু খুনের তদন্তে এবার নমুনা সংগ্রহের জন্য সিএফএসএলের সাহায্য নিচ্ছে সিবিআই।

পাশাপাশি ঘটনার দিন তপন কান্দু গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে পুলিস গেলে আরও আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া যেত। হয়তো বাঁচানো সম্ভব হত। পুলিস এতটাই কাছে ছিল যে তখনই গেলে হয়ত দুষ্কৃতীদের হাতেনাতে ধরা যেত, এমনটাই মনে করছেন সিবিআই।

2 years ago
Siliguri: তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চড়াও, অভিযুক্ত দলেরই বহিষ্কৃত নেতা

তৃণমূল কাউন্সিলরের বাড়িতে চড়াও হওয়া সহ অসভ্য আচরণের অভিযোগ উঠল বহিষ্কৃত তৃণমূল নেতা স্বপন দাসের বিরুদ্ধে৷ যদিও স্বপন দাস পালটা অভিযোগ তুলে ধরেছেন। অন্যদিকে তৃণমূল কাউন্সিলর ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শিলিগুড়ির রাজনৈতিক মহলে। ঘটনাটি শিলিগুড়ি শহরের ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দরপাড়া এলাকার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তৃণমূল কাউন্সিলরের স্বামী বাড়ির নিচে পার্টি অফিস বন্ধ করছিলেন। অভিযোগ, সেই সময় অকথ্য ভাষা, অসভ্য আচরণ ও তাঁর উপর চড়াও হন স্বপন দাস ও তাঁর দলবল। এরপরই তৃণমূল কাউন্সিলর সহ কর্মীরা আজ সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, বিগত পুরনিগম নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াই করেছিলেন স্বপন দাস। যদিও পরাজয় হয়েছিল তাঁর। পালটা অভিযোগ তুলেছেন স্বপন দাস৷ তিনি জানান, গতকাল রাতে তাঁরা ক্যারাম খেলছিলেন। এমন সময় সেখানে আসে কাউন্সিলরের স্বামী ও তাঁর দলবল। এরপর তাঁরাই তাঁর উপর চড়াও হয়। তিনি গতকাল রাতেই থানার দ্বারস্থ হয়েছিলেন। তবে তাঁর অভিযোগ নেয় নি পুলিস, অভিযোগ স্বপন দাসের।

ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে পুলিস।

2 years ago


Rampurhat: ভাদু শেখ হত্যা মামলায় এফআইআর দায়ের করল সিবিআই

রামপুরহাটে ভাদু শেখ হত্যা মামলায় এফআইআর দায়ের করল সিবিআই। এফআইআরে ভারতীয় দণ্ডবিধির ৩০২ খুনের ধারার পাশাপাশি ১২০বি অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিস্ফোরক আইনের ৩ ও ৪ নম্বর ধারায়- জীবনহানি বা সম্পত্তি নষ্ট করতে গিয়ে বিস্ফোরণের অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, এফআইআরে নাম রয়েছে সোনা শেখ ও পলাশ শেখের।

সূত্রের খবর, ভাদু শেখ খুনে অভিযুক্তদের পাঁচজনকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। অভিযুক্তদের ফের ১৩ এপ্রিল রামপুরহাট মহকুমা আদালতে হাজির করাতে হবে বলে খবর। অভিযুক্তদের মধ্যে রয়েছে সেরা শেখ, নুর ইসলাম (ওরফে সঞ্জু), রাজা শেখ, সফিকুল শেখ ও ভাসান শেখ। এতদিন ধৃতরা গ্রেফতার হওয়ার পর পুলিস হেফাজতে ছিল। আজ সেই পুলিস হেফাজত সম্পূর্ণ হয়েছে। সেই কারণে ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়। এদিকে ভাদু শেখ খুনের তদন্ত সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেইমতো ধৃত অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চেয়ে আদালতে আবেদন করে সিবিআই। সেই আবেদনের পরিপেক্ষিতে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিলেন রামপুরহাট মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য ও দায়রা বিচারক। এছাড়া ভাদু শেখের খুনের ঘটনায় ডায়েরি রামপুরহাট থানা থেকে সংগ্রহ করে সিবিআই।

এদিনই রামপুরহাট আদালতে তোলা হয় বগটুই কাণ্ডের অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেনকে। আদালতে ঢোকার সময় আবারও নিজেকে নির্দোষ বলে দাবি করেন আনারুল। আনারুল হোসেনের জামিন খারিজ করে আদালত। পাশাপাশি তাঁর ২১ তারিখ আবার হাজিরা। হেফাজতে থাকা আনারুল হোসেনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেন রামপুরহাট মহকুমা আদালতের বিচারক। পাশাপাশি সন্ধ্যা হতেই অভিযুক্তদের সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

2 years ago
Burdwan: বরফজল খেয়ে অসুস্থ ১৪ জন ছাত্রছাত্রী, আতঙ্কিত অভিভাবকরা

করোনা পরবর্তী সময়ে ফের স্বাভাবিক হয়েছে স্কুলের পঠনপাঠন। কিন্তু শনিবার স্কুলে গিয়েই ঘটল বিপত্তি। স্কুলের পাশে রোজকার মতো আজও বিক্রি হচ্ছিল বরফজল। আর সেই বরফজল খাওয়ার পরেই একের পর এক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শক্তিগড় থানার সামন্তী উচ্চ বিদ্যালয়ে। হাসপাতাল সূত্রে খবর, ১৪ জন ছাত্রছাত্রীকে ভর্তি করা হয় মেমারির পাহাড়হাটি হাসপাতালে। দুশ্চিন্তায় অভিভাবকরা।

স্কুলের গেটের সামনে বিক্রি হওয়া বরফজল খেয়েই ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে। শিক্ষক, শিক্ষিকা ও স্থানীয়রাই উদ্যোগ নিয়ে অসুস্থ ছাত্রছাত্রীদের পাহাড়হাটি হাসপাতালে নিয়ে যায়।

স্কুলের সহ শিক্ষক সঞ্জয় সেন জানান, আজ সাড়ে ১০ টা নাগাদ প্রার্থনা লাইনে দাড়িয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তারপর সংখ্যাটা আরও বাড়তে থাকে ক্লাস শুরু হবার পর থেকেই। পরিস্থিতি ঠিক নয় আন্দাজ করেই স্থানীয়দের সহযোগিতায় তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ছে বলে জানা যায়।

যদিও হাসাপাতালের চিকিৎসক অভীক রায় জানান, ডিহাইড্রেশন ও মাস প্যানিক থেকে হয়েছে এই ঘটনা। তবে প্রাথমিক চিকিত্সার পর সবাই সুস্থ আছে। অসুস্থ সকলকেই ছেড়ে দেওয়া হয়।

2 years ago


Satgachia: তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ, তোলার টাকা না দেওয়ায় রুদ্রমূর্তি

তৃণমূল নেতার দাদাগিরির অভিযোগ। এক ব্যবসায়ীর কাছ থেকে তোলার টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি হওয়ায় ব্যবসায়ীর দোকানের সামগ্রী ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সাতগাছিয়া বিধানসভার আমতলা মদিনা মার্কেটের ঘটনা। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা আতঙ্কিত।

ব্যবসায়ী সাইফুল সেখ অভিযোগ করেন, তিনি ২০০৩ সালে মসজিদ কমিটির কাছে থেকে ঘর ভাড়া নেন। সেখানে তিনি পোশাকের ব্যবসা শুরু করেন। দীর্ঘ ১৮-১৯ বছর ব্যবসা করে আসছেন তিনি। এরজন্য মসজিদ কমিটিকে মাসিক অন্যান্য দোকানদারদের মতো ভাড়া হিসাবে ২৪৫ টাকা দিয়ে আসছেন। তারমধ্যে কোভিড ১৯ হওয়ার ফলে দোকান বন্ধ ছিল। তারপর মসজিদ কমিটি তাঁকে দোকান খুলতে বললে তিনি দোকান না খোলায় তাঁর কাছে থেকে ৭০ হাজার টাকা চাওয়া হয়। সেই টাকা দিতে দেরি হওয়ায় দোকানের সামগ্রী বাইরে ফেলে দিয়ে অন্যান্য সামগ্রীর দোকানের মধ্যে ঢুকিয়ে দিয়ে জোরপূর্বক তালা মেরে দেন তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা মসজিদ কমিটির সভাপতি মজনু সেখ ও তাঁর দলবল। এরপরই তিনি বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন।

তবে এই বিষয়ে তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি তথা মসজিদ কমিটির সভাপতি মজনু সেখ জানান, "মসজিদ কমিটির সম্পত্তিতে কেউ ব্যক্তিগত মালিক হয় না। কিন্তু সাইফুল সেখ ব্যক্তিগত মালিক হিসাবে মসজিদ কমিটির সম্পত্তি অন্যত্র ভাড়া দিচ্ছেন ও মুনাফা লুটছেন। সেই নিয়ে আমরা মসজিদ কমিটিকে সমস্ত কিছু জানিয়েছি ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

তবে এই বিষয়ে সুর চড়িয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্বও। এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতা জানান, তৃণমূল দলটাই প্রোমোটিং, সিন্ডিকেট, তোলাবাজি করেই চলছে। আইনের সাহায্য নিয়ে গোটা বিষয়ের তদন্ত হওয়া দরকার।

2 years ago
Double Murder: মগরাহাটে সিভিক ভলান্টিয়ার সহ জোড়া খুন, পুলিস-জনতা খণ্ডযুদ্ধ, অবরোধ, আগুন

মগরাহাটে জোড়াখুনে চাঞ্চল্য। শনিবার সকালে এক সিভিক ভলান্টিয়ার এবং তাঁর বন্ধুকে প্রথমে গুলি করা হয়। পরে তাঁদের গলা কেটে হত্যা করা হয় বলে সূত্রের খবর। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দঃ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত বিরাট পুলিস বাহিনী। জানা গিয়েছে, ওই সিভিক ভলান্টিয়ারের নাম বরুণ চক্রবর্তী ও অন্য একজন মলয় মাখাল।

শনিবার মাগুরপুকুর পোল এলাকা থেকে বরুণ চক্রবর্তী (৩৫) এবং মলয় মাখাল (৩১) নামে দুই যুবকের গুলিবিদ্ধ দেহ স্থানীয় জানে আলমের একটি ঘর থেকে উদ্ধার হয়। জানে আলমের ইমারতি দ্রব্য সহ একাধিক ব্যবসা রয়েছে। আরও জানা গেছে, জানে আলমের একটি অর্থলগ্নিকারী সংস্থা রয়েছে। স্থানীয় বিধায়কের দাবি, মলয় মাখাল জানে আলমের কাছে ৮০ হাজার টাকা পেতেন। বেশ কিছুদিন ধরে ওই টাকা ফেরতের দাবিও জানাচ্ছিলেন তিনি। অভিযোগ, শনিবার সকালে বরুণ এবং মলয়কে টাকা ফেরত দেওয়ার নাম করে ডেকে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। বরুণ মগরাহাট থানায় সিভিক ভলান্টিয়ার হিসাবে কাজ করতেন।

পুলিস সূত্রে জানা গেছে, বরুণ এবং মলয় দু’জনেই মাগুরপুকুর এলাকার বাসিন্দা। তাঁদের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। নিহতদের আত্নীয় এবং স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। এলাকার বাসিন্দারা উত্তেজিত হয়ে রাস্তার উপর থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। মৃতদেহ উদ্ধারের পর জনতা-পুলিস খণ্ডযুদ্ধ বাধে। উত্তেজিত জনতা জানে আলমের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও বিশাল পুলিস বাহিনী। প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে গ্রামবাসীরা। জানে আলম একজন প্রতারক বলেই দাবি স্থানীয়দের। বাজার থেকে টাকা তোলে নানা অছিলায়, দাবি স্থানীয়দের। এরপরই ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন দে-র নেতৃত্বে পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। মূলত ব্যবসা সংক্রান্ত লেনদেন নিয়ে জানে আলমের সঙ্গে তাদের কথা কাটাকাটি শুরু হয়। এর কিছু পরেই ওই স্থানে গলা কাটা, পেট কাটা এবং গুলিবিদ্ধ অবস্থায় দুজনের দেহ উদ্ধার হয় বলে স্থানীয়দের দাবি। প্রকৃত দোষীর ফাঁসির দাবি এলাকাবাসীর।

ডায়মন্ড হারবারের এসডিপিও মিথুন দে বলেন, পরিস্থিতি আপাতত স্বাভাবিক। মূল অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। দ্রুত গ্রেফতার করা হবে অভিযুক্তকে। পুলিশ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এছাড়া ডায়মন্ড হারবারের পুলিস সুপার জানান, মূলত টাকা নিয়ে সমস্যার সৃষ্টি। গোটা বিষয়টি তদন্তের পর জানা যাবে।

2 years ago
Bangaon: স্ত্রীকে অত্যাচারের পর খুনের অভিযোগ, অভিযুক্ত আইনজীবী স্বামীকে গণধোলাই

মর্মান্তিক মৃত্যু। একগুচ্ছ অভিযোগ আইনজীবী স্বামীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে চলত অমানবিক অত্যাচার। কোনওদিন মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, তো কোনওদিন মারধর এতটাই মারাত্মক থাকত যে গায়ে জমত চাপ চাপ রক্ত। দীর্ঘদিনের এই ঘটনার সাক্ষী থাকত নির্যাতিতার পরিবার সহ এলাকার মানুষ।

কিন্তু এর মধ্যেই ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ। অভিযোগ, গতকাল রাতে বাড়িতে এসেছিল একদল যুবক, যারা তাঁর স্বামীরই বন্ধু বলে পরিচিত। এরপরই উদ্ধার হয় ওই গৃহবধূর মৃতদেহ। মৃতদেহ উদ্ধারের ঘটনায় শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় বনগাঁ থানার শক্তিগড় নরোত্তম পল্লি এলাকায়। স্থানীয়রা দেখেন, গৃহবধূর পরনে নেই কাপড়, পা বাঁধা গামছা দিয়ে। এরপরই তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে তাঁকে আটকে রেখে মারধর করে উত্তেজিত জনতা। বাড়ি ভাঙচুরের চেষ্টার পাশাপাশি অভিযুক্তের বাইক ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিসবাহিনী গিয়ে অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবারকে উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে আসে।

জানা যায়, মৃত গৃহবধূর নাম প্রিয়া সেন। বয়স ২২ বছর। অভিযুক্ত স্বামীর নাম রথীন সেন। তিনি পেশায় বনগাঁ মহকুমা আদালতের আইনজীবী। তাঁদের দু'বছরের একটি কন্যাসন্তান রয়েছে। রথীনের পরিবারের দাবি, আত্মহত্যা করেছে প্রিয়া। স্থানীয়রা জানান, স্ত্রীর ওপর নিয়মিত অত্যাচার চালাত স্বামী সহ পরিবার। এই নিয়ে বহুবার থানায় অভিযোগ দায়ের করতে গেলে তা নিতে অস্বীকার করে পুলিস, দাবি পরিবারের। শুক্রবার রাতে রথীন তাঁর বাবা-মা ও ভাই মিলে ওই গৃহবধূর মৃতদেহ বাড়ি থেকে বার করে নিয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয়রা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে পড়েন। রথীন ও তাঁর পরিবারের লোকজনদের আটকে রাখে উত্তেজিত জনতা। এরপরই চলে গণধোলাই।

ঘটনাস্থলে পুলিস এসে তাঁদের উদ্ধার করে নিয়ে যায়। খবর পেয়ে রাতে ছুটে আসেন প্রিয়ার পরিবারের সদস্যরা। অভিযোগের ভিত্তিতে পুলিস রথীন সেন (স্বামী), রজত সেন (দেওর), সুতপা সেন (শাশুড়ি) কে গ্রেফতার করেছে। তবে ঘটনার পর থেকেই রবীন্দ্রনাথ সেন(শ্বশুর) পলাতক। দোষীদের কঠোর শাস্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করে স্থানীয় বাসিন্দা ও মৃতার আত্মীয়-পরিজনেরা।

2 years ago


Bomb: কাঁকিনাড়ায় রেললাইনের ধারে পরিত্যক্ত ব্যাগ, ছুড়ে ফেলতেই বোমা বিস্ফোরণ

ভয়ানক ঘটনা। রেললাইনের ধারে পড়ে পরিত্যক্ত একটি ব্যাগ। সেই ব্যাগ ঘিরে বাড়ে চাঞ্চল্য। সেটি ছুঁড়ে ফেলতেই বিস্ফোরণ। কাঁকিনাড়া ২৮ এবং ২৯ নম্বর রেলগেটের মাঝামাঝি এলাকায় রেললাইনের ধারে ঘটে এই বোমা বিস্ফোরণ। ঘটনার পর থেকেই আতঙ্কিত এলাকাবাসী।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে রেলকর্মীরা কাজ করছিলেন। সেই সময় রেললাইনের ধারে একটি লেডিস ব্যাগ পড়ে থাকতে দেখেন তাঁরা। সন্দেহ হয় তাঁদের। তড়িঘড়ি সেই ব্যাগটিকে ছুঁড়ে ফেলতেই বোমা বিস্ফোরণ হয়। লেডিস ব্যাগের মধ্যেই বোমাটি রাখা ছিল বলে জানান কর্মরত রেলকর্মীরা।

স্থানীয়রা জানান, আজ সকালে তাঁরা সবাই নিজের কাজেই মগ্ন ছিলেন। এরই মধ্যে হঠাত্ ব্যাপক জোরে শব্দ হওয়ায় তাঁরা তড়িঘড়ি বাড়ির বাইরে বেরিয়ে আসেন। এরপরই দেখেন এই ঘটনা। তবে তাঁদের অভিযোগ, এলাকার মানুষ সুস্থভাবেই থাকেন। বহিরাগতরা এসে এলাকায় এই কাণ্ড ঘটাচ্ছে।

তবে কোথা থেকে এই বোমা এল, কারাই বা এই বোমা রেখে গেল? তা নিয়ে তদন্ত শুরু করেছে রেলপুলিস।

2 years ago
Murder: স্ত্রী খুনে গ্রেফতার বায়ুসেনার কর্মী

বায়ুসেনায় কর্মরত এক আধিকারিকের স্ত্রীর মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। শুক্রবার রাতে বিছানার উপর স্ত্রীর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন ওই বায়ুসেনা কর্মী। তারপরেই চিৎকার করে রাস্তায় বেরিয়ে আসেন তিনি। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে আসেন সেখানে। তারপর খবর দেওয়া হয় স্থানীয় নোয়াপাড়া থানায়। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিস এবং বায়ুসেনা ছাউনির কর্মীরা। এই রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনা জেলার পলতার জহর কলোনি এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, দিন ১৫ আগে জহর কলোনির বাসিন্দা বিজন ভট্টাচার্যের বাড়িতে ভাড়া আসেন বায়ুসেনায় কর্মরত এই ব্যক্তি। স্ত্রী ও ২ কন্যা সন্তান নিয়ে তিনি ভাড়া থাকতেন। তিনি পলতার বায়ুসেনা ছাউনির সার্জেন্ট পদে নিযুক্ত বলে জানা যায়। শুক্রবার তিনি তাঁর দুই মেয়েকে নিয়ে স্থানীয় একটি পার্কে সন্ধ্যা সাতটার পর বেড়াতে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন, তাঁর স্ত্রী অঞ্জনা লাল ঘরে বিছানার উপরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।

এক প্রতিবেশী জানান, ওই বায়ুসেনা কর্মী অমর লালের চিৎকার শুনে তাঁরা তাঁর বাড়িতে ছুটে যান। সেখানে ঘরের ভিতরে দেখেন তাঁর স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিছানায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। এছাড়াও এদিন ঘটনাস্থলে এসেছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি জগদ্দল সুব্রত মন্ডল এবং নোয়াপাড়া থানার ভারপ্রাপ্ত পুলিস আধিকারিক পার্থসারথি মজুমদার। ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মৃত ওই গৃহবধূর স্বামী অমর লালকে গ্রেফতার করে নোয়াপাড়া থানার পুলিস। দফায় দফায় পুলিশি জেরার মুখে অবশেষে ওই বায়ুসেনা কর্মী স্বীকার করেন যে এই খুনের নেপথ্যে তাঁরই হাত রয়েছে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে এই খুন বলে জানান অভিযুক্ত বায়ুসেনা কর্মী।

পুলিসের প্রাথমিক অনুমান, গলার নলি কেটে খুন করা হয়েছে ওই বধূকে। গোটা ঘটনার তদন্তে পুলিস।

2 years ago