Breaking News
Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের      ED: লিপস এন্ড বাউন্ডস প্রসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য ফের অভিষেককে তলব ইডির      Dengue: ডেঙ্গির থাবায় মৃত্যু আরও তিন জনের, নয়া পদক্ষেপ নবান্নের      ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের      Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে      Delhi: লাঠি উঁচিয়ে তাড়া করে রাজঘাট থেকে তৃণমূলকে বের করে দিল দিল্লি পুলিস      Meeting: একদিকে ইডি, অন্যদিকে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সোম-মঙ্গলের প্লান কষতে দিল্লিতে বৈঠকে অভিষেক      Abhishek: দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নজরে ৩ অক্টোবর      Accident: দুর্ঘটনার কবলে তৃণমূলের দিল্লিগামী বাস, আশঙ্কাজনক ১১ জন      Justic Sinha: জলে কুমির ডাঙায় বাঘ! রনংদেহী জাস্টিস সিনহার নির্দেশে মহাফাঁপরে ইডি ও অভিষেক     

রাজ্য

Abhishek: অভিষেককে ইডির হাজিরা দিতেই হবে! ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা তৃণমূল সাংসদের

তদন্তকারী সংস্থা অপেশাদারিত্বের পরিচয় দিচ্ছে। কিন্তু সিঙ্গল বেঞ্চের রায়েও হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। এটা আদালতের নজরদারিতে তদন্ত। তাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নামে ইডি-র সমন বা সিঙ্গল বেঞ্চের নির্দেশ কোনোটাতেই এখনই স্থগিতাদেশ নয়। স্পষ্ট জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন সংক্রান্ত মামলায় এই পর্যবেক্ষণ বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের। ফলে ইডি তদন্তের মুখে যে পড়তেই হচ্ছে অভিষেককে, তা একপ্রকার নিশ্চিত। (ডিভিশন বেঞ্চে কার্যত জোর ধাক্কা তৃণমূল সাংসদের। ) কিন্তু, একই সঙ্গে বিচারপতির প্রস্তাব, ১২ অক্টোবরের মধ্যে হাজিরা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত তথ্য দিয়ে দিন। আরও তথ্যের প্রয়োজন হলে আরও কিছুদিন সময় দিতে পারে ইডি। এটাও হতে পারে, হাজিরার আগে সব তথ্য পাঠিয়ে দিতে পারেন তিনি ও পরে হাজিরা দিতেই পারেন। পাশাপাশি, ইডি-কেও চরম ভর্ৎসনা করে বিচারপতি জানান, অর্ডার শুধু বলে যে সম্পদ প্রকাশ করুন। ব্যালেন্স শিট-এ গিয়ে ইডি-র খুঁজে বের করা উচিত ছিল, কী সম্পত্তি অর্জিত হয়েছে। আমি মনে করি এই ক্ষেত্রে একেবারেই অযোগ্য তদন্তকারী সংস্থা। তারা ১৯ মাস ধরে কী করছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হতে পারেন না।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডস-এর সিইও ও ডিরেক্টরদের সম্পত্তির হিসেব চেয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই রিপোর্ট ইডি জমা দিলেও তা দেখে সন্তুষ্ট হননি বিচারপতি। ফের ১০ তারিখ রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি। পাশাপাশি, ৩ অক্টোবর ইডি অভিষেককে তলব করেছিল, সেই তদন্ত প্রক্রিয়ায় কোনও ব্যাঘাত যাতে না হয়, তা ইডি-কে নিশ্চিত করতে হবে বলেও নির্দেশ ছিল বিচারপতি সিনহার। তবে হাজিরা এড়িয়ে সিঙ্গল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক।

মামলার শুনানিতে বুধবার আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জানান, আগামী ৯ তারিখ অভিষেককে ডাকা হয়েছে ইডি দফতরে। বিচারপতির প্রশ্ন, অভিষেকের ভয় কিসের? তাঁর সম্পত্তির হদিস তদন্তকারী সংস্থাকে দিতে অসুবিধা কোথায়? তাঁর অর্জিত সম্পত্তি, তাঁর উপার্জনের ফলে হলে অসুবিধা কোথায়? সিঙ্গল বেঞ্চের নির্দেশে ভুল নেই। সিঙ্গল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপের প্রয়োজনও নেই  বলেই মনে করছে আদালত। অর্থের উৎস খুঁজে বের করতে হবে ইডি-কেই। নির্দেশ বিচারপতির।

10 hours ago
Sikkim: সিকিমের বিপর্যয় মোকাবিলায় কন্ট্রোল রুম খুলছে নবান্ন, বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

নদী আপন বেগে পাগল পারা গানের মতোই তিস্তার এই মুহূর্তে রুদ্ররূপে ছিন্নবিছিন্ন উত্তর সিকিম। পাহাড়-সমতলের দু'কুল ছাপিয়ে তিস্তার প্লাবন। জানা গিয়েছে, বুধবার ভোররাতে হঠাত্ মেঘ ভাঙা বৃষ্টি আছড়ে পড়ে উত্তর সিকিমের লাচেনের লোনক হ্রদে। সেই জল ধরে রাখতে না পারায় হ্রদ উপচে ভাঙে চুংথাম বাঁধ, আর সেই বাঁধভাঙা জল নেমে আসে তিস্তাতে। হরপা বানের জল নিয়েই এগোতে থাকে তিস্তা, আশপাশে পাহাড়ি সিকিম-সহ সমতলের সব কূল ছাপিয়ে ধ্বংসলীলা চালায়। বিচ্ছিন্ন চুংথাম, লাচেন উপত্যকা। ১৫-২০ মিটার উঁচু জল ধ্বংসলীলা চালায় সিংতামের বারদং সেনা ছাউনিতে। উত্তর সিকিমের তিস্তাপারের বহু বাড়ি, বহু ঘর কাদা জলের স্রোতে ভেসে গিয়েছে। তিস্তার এই রূদ্ররূপে নিখোঁজ অন্তত ২৩ জন সেনা, তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ড ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারকাজ এবং বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাউন্ড জিরো পরিদর্শনে সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

প্রাক উত্সব মরশুমে তিস্তার রুদ্ররূপে সবচেয়ে বেশি বিপাকে পর্যটকরা। এই মুহূর্তে উত্তর সিকিমের যা অবস্থা, ফেরার উপায় নেই। কারণ শিলিগুড়ি হয়ে সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। প্রতিকূল হয়ে দাঁড়িয়ে ডুয়ার্স, গরুবাথান, কালিম্পং, লাভা হয়ে সিকিমে ঢোকার বিকল্প রাজ্য সড়ক। এই অবস্থায় কতদিন ঘরবন্দি, হোমস্টে বন্দি বা হোটেল বন্দি থাকবেন পর্যটকরা, জানেনা কেউ। ভয়ানক ক্ষতিগ্রস্ত গ্যাংটক, নামচির মতো পর্যটনস্থল। ধংস্তস্তূপ সরলে কী দাঁড়াবে অবস্থা, তাও জানে না প্রশাসন। বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় ৮ অক্টোবর পর্যন্ত প্যাকিয়ং, নামচি, গ্যাংটক, মঙ্গনের সব সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ  রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। স্থানীয় এবং পর্যটকদের সুবিধার্থে চালু ০৩৫৯২-২০২৪৬১/২০১১৪৫ এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার। পর্যটকদের জন্য নোডাল অফিসার হেল্পলাইন নাম্বার ৭০০১৯১১৩৯৩। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত সাত জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাণহানির সঠিক খবর নিয়ে মুখ খোলেনি কেউই। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি তিনটি দেহ উদ্ধার হয়েছে।

এদিকে এই প্রাকৃতিক বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে সিকিমের পর্যটন। প্রাক উত্সবের মরশুমে রাজ্যের একটি অংশে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে তিস্তা, সেই ক্ষত শুকোতে কমবেশি এক থেকে দেড় মাস। ফলে মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। সিকিমের এই বিপর্যয় এবং সেনা নিখোঁজের ঘটনায় এক্স অ্যাকাউন্টে সমবেদনা জানান প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে জরুরি বৈঠকে অডিও বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু রাজ্যের গা ঘেষা সিকিম, তাই উত্তর সিকিমের বিপর্যয়ের প্রভাব পড়ছে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে, বার্তায় জানান মুখ্যমন্ত্রী। দুর্যোগ কমলে তিস্তা বাঁধ মেরমাতি করবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অডিও বার্তায় তাঁর আবেদন, 'বাড়ি থেকেই সাতদিন ২৪ ঘণ্টা আমি নজরদারি করছি। চিন্তা করবেন না, ভয় করবেন না। প্রকৃতির সঙ্গে কারও লড়াইয়ের ক্ষমতা নেই। বিপর্যয় মোকাবিলায় কন্ট্রোল রুম খুলছে নবান্ন।'

10 hours ago
Bankura: বাড়তি টাকার দাবিতে মাঝপথে অপারেশন বন্ধ করার অভিযোগ বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও, বাড়তি টাকা নেওয়ার অভিযোগ নার্সিংহোমের বিরুদ্ধে। অভিযোগ, নার্সিংহোমের দাবি অনুযায়ী বাড়তি টাকা দিতে না পারায় মাঝপথে অপারেশন থামিয়ে দেওয়া হয়। এই অমানবিক ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গোবিন্দনগর এলাকার একটি বেসরকারি নার্সিংহোমে। ঘটনার অভিযোগে বাঁকুড়া সদর থানায় দ্বারস্থ হয় রোগীর পরিজনেরা। 

সূত্রের খবর, পুরুলিয়ার রঘুনাথপুর এলাকার বাসিন্দা শেখ আলমগির বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি পরীক্ষানিরীক্ষা করে জানতে পারেন তাঁর গলব্লাডারে স্টোন রয়েছে। চিকিৎসকরা গলব্লাডারের স্টোন অস্ত্রোপচার করে বের করার পরামর্শ দেন রোগীর পরিজনদের। এরপর সোমবার বাঁকুড়ার গোবিন্দনগর এলাকার ওই বেসরকারি নার্সিংহোমে রোগীকে অস্ত্রোপচারের জন্য ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন। 

মঙ্গলবার অস্ত্রোপচার করার কথা ছিল। স্বাস্থ্য সাথী কার্ডের দ্বারাই রোগী ভর্তি হয়েছিল ওই নার্সিংহোমে। এমনকি ওই রোগীর স্বাস্থ্য়সাথী কার্ডে অস্ত্রোপচারের কথা উল্লেখ ছিল। কিন্তু অপারেশন টেবিলে যাওয়ার পর নার্সিংহোমের কর্তৃপক্ষ জানায় রোগীর পরিজনদের ২০ হাজার টাকা জমা দিতে হবে। আর সেই টাকা জমা না করা পর্যন্ত অপারেশন করা সম্ভব হবে না বলে জানায়। সেই জন্য় রোগীকে অজ্ঞান করার পরেও মাঝপথে বন্ধ করে দেওয়া হয় অপারেশান। 

রোগীর পরিজনদের অভিযোগ, রোগীকে অপারেশন টেবিলে তুলে অজ্ঞান করে ল্যাপারোস্কোপি পদ্ধতিতে অস্ত্রোপচার শুরু করার পর পরিবারের লোকজনের কাছে ২০ হাজার টাকা দাবি করে নার্সিংহোম কর্তৃপক্ষ। রোগীর পরিজনদের দাবি, যদি টাকা নেওয়ার হত তাহলে অপারেশান টেবিলে নিয়ে যাওয়ার আগে কেন জানানো হল না..? টাকা দিতে না পারায় অস্ত্রোপচার চলাকালীন মাঝপথে থামিয়ে রোগীকে অপারেশন টেবিল থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। 

যদিও নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর পরিজনদের তরফে তোলা বাড়তি টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে। নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি, ল্যাপারোস্কোপি পদ্ধতিতে অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসক দেখেন ওই অস্ত্রোপচারে জটিলতা রয়েছে। এই অবস্থায় অস্ত্রোপচার করতে গেলে রোগীর জীবনে বড় ঝুঁকি হয়ে যাবে। সেকারণেই মাঝপথে অস্ত্রোপচার বন্ধ করা হয়েছে। এর সঙ্গে টাকা লেনদেনের কোনও সম্পর্ক না কি নেই। 

12 hours ago


Weather: নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গে, কবে কমবে বৃষ্টি জানুন...

বুধাবর সকাল থেকে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে শহরজুড়ে। আজ সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে। গত ২৪ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬১.৩ মিলিমিটার। 

আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের কারণে বাংলার উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদীয়া ও বীরভূমে। এছাড়াও দক্ষিণবঙ্গের বীরভূম, দুই মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কয়েকদিনের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের কারণে শহরজুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে জমা জলের ছবি। সেন্ট্রাল এভিনিউ সহ বিভিন্ন জায়গায় এখনও জমে রয়েছে জল। 

পাশাপাশি এদিন উত্তরবঙ্গের মালদহ, দুই দিনাজপুর, দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবারের পর থেকে উত্তরবঙ্গে কমবে বৃষ্টিপাত।

14 hours ago
Abhishek: 'প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে,' অভিষেকদের মনে করিয়ে দিল দিল্লি পুলিশ

মণি ভট্টাচার্য: দুটি লড়াই-ই সমগোত্রীয়, দুটিই অধিকারের দাবিতে। একটি, রাজ্যে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরির দাবিতে, অন্যটি বাংলার বকেয়া আদায়ের দাবিতে। আর এই দুই লড়াইকেই এখন একই দাঁড়িপাল্লায় মাপছে বাংলার জনসাধারণের একাংশ। একদিকে বাংলায় দিনের পর দিন অধিকারের দাবিতে পুলিশের লাঠির বাড়ি জুটেছে চাকরিপ্রার্থীদের। অন্যদিকে, সোমবার ও মঙ্গলবারে দিল্লিতে তৃণমূলের আন্দোলনের চিত্রটিও যেন কিছুটা একইরকম। কখনও খেলেন পুলিশের তাড়া, কিংবা কখনও অভিষেক সহ সমস্ত সাংসদদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে তোলা হয় প্রিজন ভ্যানে। ঠিক যেমনটা চাকরি প্রার্থীদের সঙ্গে করা হয় এ রাজ্যে। দিল্লির পুলিশ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে মনে করিয়ে দিলেন, 'প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।'

হ্যাঁ, একদিকে নিয়োগ দুর্নীতি জর্জরিত রাজ্য, ঠিক তখনও রাস্তায় বসে কাতরাচ্ছে যোগ্য চাকরিপ্রার্থীরা। তখনও হুশ ফেরে না প্রশাসনের। চ্যাংদোলা করে, কখনও আন্দোলনকারীদের কামড়ে, কখনও রাত বাড়লেই মহিলা-পুরুষ নির্বিশেষে লাঠিচার্জ, সে এক নির্মম অত্যাচার। এই ঘটনা লিখতে গেলেই মনে পড়ে যায়, ক্যা-এনআরসি আন্দোলন চলাকালীন কবি আমির আজিজের লেখা কবিতার দুটি লাইন। 'রাত্রি হলে অধিকার দাবিতে গুলি আর লাঠির বাড়ি, যাদের গায়ে আঘাত তাদেরকেই বলা বদমাইশের ধারি,' আন্দোলন ও প্রেক্ষাপট ভিন্ন হলেও লাইন দুটি আজ বড়ই প্রাসঙ্গিক। এভাবেই প্রত্যেকবার বঞ্চনা ও লাঞ্ছনার শিকার হয়েছেন চাকরিপ্রার্থীরা। কেউ কখনও তাঁদের কথা শোনেইনি। বরং রাজনীতির আঙিনা বাঁচাতে প্রতিশ্রুতি জুটেছে তাঁদের। ঠিক তেমনই তৃণমূল দিল্লির রাজপথে ধরণা-প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলেও কেউই শুনলো না তাঁদের কথা, প্রতিশ্রুতি সত্ত্বেও দেখা মিলল না কেন্দীয় মন্ত্রীর। বরং চ্যাংদোলা করে তোলা হল প্রিজন ভ্যানে।

আবাস যোজনা ও ১০০ দিনের কাজে বকেয়ার দাবি তুলে দিল্লির রাজপথে কর্মসূচি গ্রহণ করে তৃণমূল। চলতি সপ্তাহেই সোমবার অর্থাৎ তৃণমূলের আন্দোলনের প্রথম দিনই কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং জানিয়েছিলেন, ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল আবাস যোজনা খাতে। সেই টাকার হিসাব তৃণমূল দেখাতে পারছেনা। ফলে গিরিরাজ সিংয়ের অভিযোগ সেখানেও টাকার নয়-ছয় হয়েছে। পাশাপাশি জবকার্ডের ক্ষেত্রে ২৫ লক্ষ জবকার্ড ভুয়ো বলে দাবি করেন তিনি।

কেন্দীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে কৃষি ভবনে ধরনা দিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সাংদেরও জোরপূর্বক প্রিজন ভ্যানে তোলা হয়। মোটের উপর প্রথম বারের জন্য প্রিজন ভ্যানে ওঠার অভিজ্ঞতা হলো তৃণমূল সেকেন্ড ইন কমান্ডের। এরই প্রতিবাদের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি দাবি করেন, '৩রা অক্টোবর দেশের জন্য কালো দিন।' প্রশ্ন উঠছে, জোর করে, টেনে-হিঁচড়ে, কামড়ে, লাঠির বাড়ি মেরে বাংলায় প্রতিনিয়ত চাকরিপ্রার্থীদের মারধর করা হয়। ওদের আন্দোলনও তো অধিকারের দাবিতে। ওদের ক্ষেত্রে তবে আপনাকে সরব হতে দেখা যায় না কেন? নাকি আপনি কেবল আপনার সাংসদদের মুখ্যমন্ত্রী! রাজ্যের যোগ্য চাকরিপ্রার্থী কিংবা সমস্ত আপামর জন সাধারণের মুখ্যমন্ত্রী নয়?

16 hours ago


Mamata: 'আমরা ভয় করব না, দু'বেলা মরার আগে মরব না', দিল্লির ঘটনায় সরব মমতা

কেন্দ্রীয় বঞ্চনা ও ১০০ দিনের টাকাও আবাস যোজনায় বকেয়ার দাবিতে, দিল্লিতে কর্মসূচি নিয়েছিল তৃণমূল। সোমবার ও মঙ্গলবার অর্থাৎ অক্টোবর ২ এবং ৩ তারিখ গ্রহণ করা হয়েছিল এই আন্দোলন। এই আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন হলেও কোনও ভাবেই তা আর সত্যাগ্রহ আন্দোলন রইল না। একদিকে সোমবার রাজঘাটে পুলিশের তাড়া খেল তৃণমূল, অন্যদিকে কৃষি ভবনে জোর করে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হলো তৃণমূল সাংসদ, নেতৃত্ব সহ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। এ ঘটনার পর এবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি ভবন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন সংসদদের প্রিজন ভ্যানে তোলা হয়, আটক করে নিয়ে যাওয়া হয় মুখাজিনগর থানায়। এরপরই মুহূর্তে এ ঘটনা বৃহৎ আন্দোলনের আকার নেয়। এর পরেই নিজের এক্স হ্যান্ডেলে লড়াইয়ের বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পোস্টে লেখেন, 'আজ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার, অশুভ দিন। বাংলার জনগণের প্রতি বিজেপির ঘৃণা, দরিদ্রদের অধিকারের প্রতি তাদের অবজ্ঞা প্রকাশ পেয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ বিসর্জন দিয়ে দেওয়া হয়েছে।' তিনি আরও লেখেন, 'কিন্তু আমরা ভয় করব না ভয় করব না, দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না।'

18 hours ago
Job Fraud: ভুয়ো চাকরির চক্র চালানোর অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্ত

ভুয়ো চাকরির র‍্যাকেট চালানোর অভিযোগে গ্রেফতার তিন অভিযুক্ত। বিধান নগর দক্ষিণ থানার পক্ষ থেকে তানভীর আলম, অশোক রায় ও পাপাই শর্মা নামের তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযোগ, সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২.৫ লক্ষ টাকা নেয় ওই তিন অভিযুক্ত। 

জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা রশিদ মণ্ডলকে সল্টলেকের একটি সরকারি অফিসে ডেকে পাঠিয়েছিল ওই তিন অভিযুক্ত। তারপর সেই অফিস থেকে তাঁকে বলা হয় রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরি পাইয়ে দেওয়া হবে। তবে চাকরি পাওয়ার জন্য় টাকা দিতে হয় ওই ব্য়ক্তিকে। কিন্তু পরবর্তীতে টাকা দিয়েও কোনও চাকরি না পেয়ে অবশেষে ওই ব্য়ক্তি অভিযোগ জানায় সল্টলেকের দক্ষিণ থানায়। 

অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে পুলিস জানতে পারে ওই তিন ব্যক্তি সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালাচ্ছে। এরপর ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিস। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা নিয়েও খতিয়ে দেখছে পুলিস প্রশাসন। 

yesterday
Donation: রাজ্যে তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি, অৰ্থিক অনুদান রাজ্যপালের

রাজ্যের বিভিন্ন এলাকায় তৈরি হতে পারে বন্যা পরিস্থিতি। এমনই আশঙ্কায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একমাসের বেতন দান করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

রাজ্যের বিভিন্ন জেলায় বিগত কয়েকদিন ধরে টানা বৃষ্টি চলছে। এর ফলে একাধিক জেলায় জল ঢুকছে। পাশাপাশি ডিভিসিও জল ছাড়তে শুরু করেছে। ফলে পুজোর আগে ঘাটাল, চন্দ্রকোণা সহ আশপাশের এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এনিয়ে ইতিমধ্য়ে সোমবারই নবান্নে জরুরি বৈঠক করেছে রাজ্য প্রশাসন।

শুধু বাংলায় নয়, পড়শি রাজ্যেও কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। যার ফলে অতিদ্রুত জল ছাড়তে হচ্ছে ডিভিসিকে। দুর্গাপুর ব্যারাজ থেকে ইতিমধ্যে ১ লাখ ৬ হাজার ৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এরপর ফের ডিভিসি জল ছাড়লে নতুন করে ভাসতে পারে বাংলার একাধিক জেলা। ফলে গৃহহীণ হওয়ার আশঙ্কা অসংখ্য মানুষের। এমন অবস্থায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক মাসের বেতন দান করলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

yesterday


Nadia: চিকিৎসার অভাবে গৃহবধূ মৃত্যুর অভিযোগ, কাঠগড়ায় নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতাল

আবারও একবার নদিয়ায় চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবার নদিয়ার তেহট্ট মহকুমা হাসপাতালে এক গৃহবধূর বিনাচিকিৎসায় মৃত্যুর অভিযোগে উঠেছে। সেই ক্ষোভে ফেটে পড়লেন রোগীর আত্মীয়রা। মৃত মহিলার নাম, মঞ্জু মণ্ডল। বাড়ি নারায়নপুরের। 

পরিবার সূত্রে খবর, গতকাল অর্থাৎ সেমবার সন্ধ্য়া ৬ টা নাগাদ ওই গৃহবধূ অসুস্থতার কারণে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হয়। পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তি করার পর বারংবার ডাক্তার ও নার্সদের বলার পরেও কোনওরকম চিকিৎসা করেনি তাঁরা। যার ফলে মঙ্গলবার ভোর চারটে নাগাদ চিকিৎসার অভাবে মারা যায় ওই গৃহবধূ। এই মৃত্য়ুর খবর পাওয়া মাত্রই মঙ্গলবার সকালে ওই গৃহবধূর আত্মীয়রা তেহট্ট মহকুমা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পরেন। বিনা চিকিৎসার অভাবে রোগী মৃত্য়ুর অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনেরা। 

মৃত রোগীর আত্মীয়দের দাবি, রাজ্যের চিকিৎসার হাল বেহাল। সেই কারণে তেহট্ট গ্রামীণ হাসপাতালে কোনওরকম চিকিৎসা করা হয়নি রোগীর। যার ফলে প্রতিদিন হাসপাতালে গিয়ে মৃত্য়ু হচ্ছে হাজারও রোগীর। এমনকি ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলতে গেলেও তারা রোগীর আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। যদিও এই বিষয়ে কিছুই বলেন নি তেহট্ট হাসপাতালের সুপার। তবে চরম গাফিলতির জেরেই একের পর এক রোগীর মৃত্যু ঘটছে বলে অভিযোগ করেছেন মৃত গৃহবধূর আত্মীয়রা।

yesterday
CPM: সিপিএমের সাধারণ সম্পাদক ইয়েচুরির বাড়িতে তল্লাশি দিল্লি পুলিসের, কারণ!

এক সংবাদমাধ্যমের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে পৌঁছল দিল্লি পুলিস। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকেই তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে সূত্রের খবর। 

মঙ্গলবার দিল্লির বহু জায়গায় তল্লাশি চালানো হচ্ছে দিল্লি পুলিসের তরফে। সেই সূত্রেই, এদিন ইয়েচুরির বাড়িতে পৌঁছে যায় দিল্লি পুলিসের একটি টিম। সিপিএম নেতা জানিয়েছেন, তাঁর বাড়িতে থাকেন এমন এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ল্যাপটপ ও মোবাইল। এই ঘটনার প্রতিবাদ করে ইয়েচুরি জানিয়েছেন, সংবাদমাধ্যমের মুখ বন্ধ করে দিতেই এই ধরনের তল্লাশি চালানো হচ্ছে। কী কারণে এই তল্লাশি, তা স্পষ্টভাবে জানানোর দাবি জানিয়েছেন সিপিএম নেতা।

2 days ago


Death: নেশামুক্তি কেন্দ্রে এক যুবকের মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য়, পিটিয়ে খুনের অভিযোগ

নেশামুক্তি কেন্দ্রে যুবকের অস্বাভাবিক মৃত্য়ু ঘিরে চাঞ্চল্য়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে সোনারপুরের বনহুগলী এলাকায়। পুলিস সূত্রে খবর, মৃত যুবকের নাম তাপস বিশ্বাস। ওই যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ তুলেছে তাঁর পরিবারের লোকজন। সেই ক্ষোভে পরিবারের সদস্য়রা ভাঙচুর চালায় ওই নেশামুক্তি কেন্দ্রে। খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিস মোতায়েন করা হয়েছে। 

পরিবার সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরে সোনারপুরের চৌহাটি এলাকার বাসিন্দা তাপস বিশ্বাস মানসিক অবসাধে ভুগছিলেন। তারপর তাঁকে দিন ১৫ আগে ওই নেশামুক্তি কেন্দ্রে নিয়ে আসা হয়। এদিন ভোর রাতে হঠাৎ তাঁর শরীর খারাপ করে। তারপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ওই নেশমুক্তির কর্তৃপক্ষ। সেখানে যাওয়ার পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার খবর মৃতের পরিবারকেও দেওয়া হয়। এরপর পরিবারের লোকজন এসে ভাঙচুর চালায় ওই নেশামুক্তি কেন্দ্রে। প্রায় ৬০ জনের বেশি মানুষ চিকিৎসার জন্য আছেন। ১০ জনের মত মহিলাও চিকিৎসাধীন। এই ঘটনার জেরে সকলেই আতঙ্কিত। 


2 days ago
ED: ইডিকে আগেই জানানো উচিত ছিল, অভিষেকের মামলায় মন্তব্য ডিভিশন বেঞ্চের

মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদনের শুনানি হচ্ছে না। পরিবর্তে ওই আবেদনের শুনানি হবে বুধবার। যদিও এদিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মন্তব্য, মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাজিরা এড়ানোর বিষয়টি আগেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দেওয়া উচিত ছিল।

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু দিল্লিতে দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত তিনি। সেকারণে হাজির হতে পারেননি। সেই ইঙ্গিতও আগেই দিয়েছিলেন অভিষেক। কিন্তু ইডিকে লিখিতভাবে কিছু না জানানোয় প্রশ্ন তোলেন বিচারপতি।

নিয়োগ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু দিল্লিতে দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কারণে তিনি এদিন হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছেন। অন্যদিকে ৩ অক্টোবরের তদন্তপ্রক্রিয়া যাতে ব্যহত না হয় তার জন্যও তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেকারণে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

2 days ago
Court: জাস্টিস সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক

জাস্টিস সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাচ্ছেন অভিষেক। সূত্রের খবর, আজ অর্থাৎ মঙ্গলবার পিটিশন দাখিল হতে পারে বলেই খবর। সূত্রের খবর গত সপ্তাহে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত শুনানিতে জাস্টিস সিনহা নির্দেশ দেয় অক্টোবর তিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে ইডির তলবে হাজিরা দিতে হবে। এছাড়া ইডিকে নির্দেশ দেয়, এই তদন্ত যেন কোনও ভাবে ব্যাহত না হয়। এবং সে ক্ষেত্রে যদি ব্যাহত হয় তবে ইডিকে পদক্ষেপ নিতে হবে। এই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, গত ২৮ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠায় ইডি। সিজিও কমপ্লেক্সে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। ঠিক তার পরদিনই কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি ছিল। সেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির অফিসার মিথিলেশকুমার মিশ্রকে নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে বিচারপতি সিনহা মন্তব্য করেন, ৩ অক্টোবর যে সমন পাঠানো হয়েছে, তা যেন কোনওভাবেই নড়চড় না হয়। তা নিয়ে ইডিকে পদক্ষেপ করতে হবে।

2 days ago


Abhishek: নিজের কথাই রাখছেন অভিষেক, যাচ্ছেন না ইডির তলবে

নিজের কথাই রাখছেন অভিষেক। যাচ্ছেন না ইডির তলবে। সূত্রের খবর, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে অক্টোবর ২ এবং ৩ তারিখে দিল্লির রাজপথে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করে অভিষেক তথা তৃণমূল। সেই মতো ২রা অক্টোবর অর্থাৎ সোমবার দিল্লির রাজপথে প্রতিবাদ কর্মসূচি পালন করে তৃণমূল। সেই মতো গতকাল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয় ৩রা অক্টোবর দুপুর থেকে এই প্রতিবাদ কর্মসূচি চালু হবে।

পাশাপাশি তৃণমূল সূত্রে খবর, আজ অর্থাৎ মঙ্গলবার কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলত তিনি যে ইডির তলবে মঙ্গলবার হাজির হচ্ছেন না সেটা কিছুটা স্পষ্ট। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্বেই এক্স হ্যান্ডেলে বিজেপিকে তোপ দেগে জানিয়েছিলেন তিনি দিল্লি যাবেন এদিক তলবে হাজিরা দেবেন না। জাস্টিস সিনহা নির্দেশ দিয়েছিলেন মঙ্গলবার অর্থাৎ ৩রা অক্টোবর তদন্তে যেন ব্যাহত না হয়, এমন নির্দেশ দিয়েছিলেন ইডিকে। এখন দেখার ইডির তলবে হাজিরা না দেওয়ায় ইডি অভিষেকের বিরুদ্ধে কোন বড় পদক্ষেপ গ্রহণ করেন কিনা।

2 days ago
Nabanna: পুজোর মধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক করল নবান্ন

ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টিতে প্রভাব পড়তে পারে রাজ্যেও। এবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে পুজোতেই বন্যা পরিস্থিতির আশঙ্কা নবান্নের। সেই মত সতর্ক ও প্রস্তুত থাকতে বলা হয়েছে প্রশাসনকে। সূত্রের খবর, ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টির প্রভাব পড়তে পারে এরাজ্যেও। প্রবল বৃষ্টিতে ক্রমশ জলধারনের ক্ষমতা হারাচ্ছে মাইথন ও পাঞ্চেত জলাধার। এর জেরে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিভিসি, তাই পুজোর মুখে চার জেলায় বন্যার আশঙ্কা। হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ার একাংশে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এছাড়াও ঝাড়খন্ড পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার নিচু এলাকা থেকে তড়িঘড়ি বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতির জন্য কী কী সাবধানতা অবলম্বন করতে হবে সেই নিয়ে সোমবারই বৈঠক করেন মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে , মাইকিং করে সতর্কতা জারি করা হবে। নিচু এলাকার বাসিন্দাদের প্রয়োজনে নিরাপদ জায়গায় স্থানান্তরিত করতে হবে। ত্রিপল, শুকনো খাবারের ব্যবস্থা রাখতে হবে দুর্যোগপ্রবণ এলাকায়।

2 days ago