Breaking News
Jitendra: দু সপ্তাহ জিতেন্দ্রকে গ্রেফতার নয়, সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে রাজ্য পুলিস      AYAN: ঘুঘুর বাসা অফিস! ৩৭ ঘন্টা তল্লাশির পর ইডির হাতে গ্রেফতার শান্তনু ঘনিষ্ঠ অয়ন      Ayan: শান্তনু ঘনিষ্ঠ অয়নের সঙ্গে নিয়মিত যোগাযোগ বহু পুরসভার চেয়ারম্যানের, তবে কি ইডির ডাক পাবেন তাঁরাও?      Covid 19: ছয় রাজ্য করোনা প্রবণ, এখন থেকেই সতর্ক হতে কেন্দ্রের চিঠি      Bony: 'ভুল হয়ে গিয়েছিল, শুধরে নিলাম', টাকা ফেরতের পর বললেন বনি      Meet: অনুব্রতহীন বীরভূমের দায়িত্বে খোদ মমতা, সংখ্যালঘু সেলেও রদবদল      ED: কুন্তলের থেকে নেওয়া টাকা ইডিকে ফেরালেন বনি, সোমাও একই পথে হাঁটলেন      KIFF: কুন্তল প্রযোজিত ছবির স্ক্রিনিং কলকাতা চলচ্চিত্র উৎসবে, টাকা সাদা করার ফন্দি?      DA: মার্চেই কেন্দ্রের আরও একদফা ডিএ ঘোষণা, কত বাড়তে পারে মহার্ঘ ভাতা?      Nabanna: শাহরুখের জায়গায় বাংলা পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর দেব     

রাজ্য

টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ, বাবা-ছেলের মৃত্যুতে অয়ন যোগ?

ইডির হাতে গ্রেফতার হওয়া অয়ন শীলের (Ayan Seal) বিরুদ্ধে অভিযোগ বাড়ছেই। পূর্বে অভিযোগ ছিল টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দিতেন অয়ন। সোমবার সকালে অয়নের গ্রেফতারির পর সামনে আসে টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ। অভিযোগ অয়নের থেকে টাকা উদ্ধার করতে না পেরে আত্মহত্যা (Scicide) করেন ওই যুবক ও তাঁর বাবা। সোমবার অবধি ইডি সূত্রে জানা গিয়েছে, শান্তনুর নির্দেশে এজেন্টদের মাধ্যমে টাকা তুলতেন অয়ন শীল। বিনিমিয়ে ছিল অবৈধভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ।

সে-সঙ্গেই অভিযোগ ছিল এ রাজ্যের প্রায় ৭০টি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ ছিল তাঁর।  যথাক্রমে সময় গড়িয়ে গেলে নিয়োগ দুর্নীতি যোগে নাম উঠেছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ও দমকল বিভাগের। সে সমস্ত নথি অয়নের বাড়ি, অফিস থেকে উদ্ধার করেছে ইডির আধিকারিকেরা। দীর্ঘ ৩৭ ঘন্টা জেরা ও তল্লাশির পর আজ তাঁকে গ্রেফতার করে ইডি। সোমবার তাকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় বলে খবর। 

অয়নের গ্রেফতারির পরই মুখ খুলেছেন এক অয়ন ঘনিষ্ঠ। তাঁর একসময়ের শাগরেদ পূর্ণেন্দু চক্রবর্তী। সোমবার দুপুরে পূর্ণেন্দু বলেন, 'একটা সময়ে অয়নের টাকা তোলা দেখে, আমি ওর সঙ্গ ছেড়েছিলাম। কিন্তু ও আমাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছিল ও প্রাণে মেরে দেবারও চেষ্টা চালিয়েছিল। সেসময় আমি ওর বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছিলাম। কিন্তু পুলিস কোন পদক্ষেপ গ্রহণ করেনি।'

সোমবার অয়নের বিরুদ্ধে মুখ খুলেছেন অয়নের প্রতিবেশীরা, তাঁরা জানান, ব্যান্ডেল দেবানন্দপুর এলাকায় ২০১৮ সালে বাবা ও ছেলের রহস্যজনক মৃতদেহ উদ্ধার হয়েছিল ঘর থেকে। মৃত শ্রীকুমার চট্টোপাধ্যায় এবং তার ছেলে রূপকুমার চট্টোপাধ্যায় মৃত্যুর ঘটনাতে নাম জড়ায় অয়নের। স্থানীয়দের দাবি, ওই ঘর থেকে উদ্ধার হয় একটি সুইসাইড নোট যে নোটে অয়ন শীলের নাম উল্লেখ ছিল। তবে সেই ঘটনাতেও পুলিস কোনও পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন বলে অভিযোগ শ্রীকুমারের কাকা-কাকিমার। ওই এলাকারই আরেক বাসিন্দা বলেন, 'বাবা ও ছেলের মৃত্যুর পর শুনেছিলাম, অয়ন চাকরি দেওয়ার নাম করে তাদের কাছ থেকে বহু টাকা আত্মসাৎ করেছিল। পরে আত্মহত্যার পথ বেছে নেয় বাবা এবং ছেলে।' একই অভিযোগ করেন অয়নের একসময়ের সঙ্গী পূর্ণেন্দুও। 

সোমবার অয়নের গ্রেফতারির পর ইডি সূত্রে জানা গিয়েছে, অয়নের ব্যাঙ্ক থেকে আর্থিক লেনদেনের তথ্য পেয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। জানা গিয়েছে, বেশ কিছু প্রভাবশালীদের ব্যাঙ্কে সরাসরি টাকা পাঠাতো অয়ন। ম্যারাথন জেরার পর কোন কোন প্রভাবশালীদের টাকা পাঠাতেন, তাদের পরিচয় কী? সমস্ত কিছু ইডি আধিকারিকদের জানিয়েছেন বলে খবর ইডি সূত্রে।


39 minutes ago
Basanti: মন্দিরে বিগ্রহের গয়না, প্রণামী বাক্সের নগদ চুরি! চোর ধরতে পথ অবরোধ

মন্দিরে চুরির (Theft) ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ (Agitation)। বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। বাসন্তীর (South 24 Parganas) চুনাখালি গ্রাম পঞ্চায়েতের নাপিতপাড়া এলাকার ঘটনা। এ বিষয়ে প্রশাসনের দারস্থও হয়েছেন স্থানীয়রা। 

স্থানীয়রা জানান, গত শনিবার রাতে নাপিতপাড়ার শনি মন্দিরে চুরির ঘটনা ঘটে। সকালে মন্দিরের পুরোহিত ও স্থানীয় লোকজন এসে দেখে মন্দিরের তালা, ভাঙা অবস্থায় পড়ে। এমনকি বিগ্রহের গয়না ও প্রণামী বাক্সে রাখা নগদ ৭ হাজার টাকাও চুরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের দারস্থ স্থানীয়রা। তবে কাউকে গ্রেফতার না করতে পারায় সোমবার সকালে স্থানীয়রা নাপিতপাড়ার কাছে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি, অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করে শাস্তি দিতে হবে। 

তবে এই বিক্ষোভ কর্মসূচির খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিস। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন। পুলিস দুষ্কৃতীদের গ্রেফতারের করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। 

2 hours ago
Weather: মেঘলা আকাশের সঙ্গেই কালবৈশাখীর সম্ভাবনা, কোন জেলায় সতর্কতা

মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড়। এমনটাই সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া (Weather) দফতর। দু-এক জায়গায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি, কোনও কোনও জায়গায় দমকা হাওয়া থাকবে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বৃষ্টিপাত বেশি থাকবে। এর সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অন্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে বলে মৌসম ভবন সূত্রে খবর।

বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। আগামী দু-তিনদিন এই আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ২১ তারিখের পর থেকে তাপমাত্রা একটু বাড়তে থাকবে ২ থেকে ৪ ডিগ্রির মতো।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ২২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

5 hours ago


Gold: বড় সাফল্য সীমান্তরক্ষীদের, প্রায় তিন কোটি টাকার সোনা পাচার রুখলেন, গ্রেফতার পাচারকারী

শনিবার সন্ধায় আইসিপি পেট্রাপোল (ICP Petrapole), ১৪৫ ব্যাটালিয়নের জওয়ানরা (Army) আন্তর্জাতিক সীমান্তে ৪ কেজি ৬৬৭ গ্রাম ওজনের ৪০ টি সোনার বিস্কুট সহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত সোনার মোট মূল্য প্রায় ২ লক্ষ ৮০ কোটি টাকা।

সেনা সূত্রে খবর, কর্তব্যরত জওয়ানরা গোপন সূত্রে খবর পান এক চোরাকারবারী ট্রাক ড্রাইভারের ছদ্দবেশে আইসিপি পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করতে চলেছে। অবিলম্বে, বিএসএফ আধিকারিকদের নির্দেশ অনুসারে জওয়ানরা একটি অনুসন্ধান দল গঠন করে। এর কিছুক্ষণ পরই খবর মোতাবেক এক সন্দেহভাজন বাংলাদেশি ট্রাক আইসিপি পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করে। বিএসএফ অনুসন্ধান দল তল্লাশির জন্য ওই ট্রাকটিকে থামায়। ওই ট্রাকে করে বাংলাদেশ থেকে ভারতে মাছ আনা হচ্ছিল। জওয়ানরা পুরো ট্রাকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে। তল্লাশিকালে মাছের বাক্সের নিচে থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। জওয়ানরা অবিলম্বে ট্রাক এবং সোনা সহ ট্রাক চালককে আটক করে এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য বিএসএফ ক্যাম্পে নিয়ে আসে। গ্রেফতারকৃত পাচারকারীর পরিচয় সুশংকর দাস। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।

জিজ্ঞাসাবাদের সময় ট্রাক চালক জানান, সে ১৫ বছর ধরে ট্রাক চালাচ্ছেন। সে আরও জানান, রবিবার ট্রাকের মালিক সফিকুল ইসলাম সে সাতক্ষীরা থেকে এই ট্রাকে মাছ বোঝাই করেছিলেন। এরপর ভারতে আসার পর এসব মাছ কলকাতার একটি বেসরকারি সংস্থার কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু আইসিপি পেট্রাপোলে বিএসএফ অনুসন্ধান দল তল্লাশির সময় তাঁকে সোনার বিস্কুট সহ আটক করে নেয়। আটক পাচারকারীকে সোনার বিস্কুট ও ট্রাকসহ কাস্টম অফিস, পেট্রাপোল পুলিসের হাতে তুলে দিয়েছে।

7 hours ago
Darjeeling: শীতের বিদায়বেলায় বরফের ছোঁয়ায় শ্বেতশুভ্র সান্দাকফু

সান্দাকফুতে (Sandakphu) ফের তুষারপাত। যা দেখে আনন্দে আত্মহারা পর্যটকরা। দার্জিলিংয়ের (Darjeeling) অদূরে এই পর্যটন কেন্দ্রে মরশুমের তৃতীয়বার তুষারপাত (SnowFall) হলো বলে জানা গিয়েছে। আবহাওয়া (Weather) দফতর সূত্রে খবর, বিগত দু'দিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিপাত চলছে। সে জন্যই হয়তো তুষারপাত সান্দাকফুতে। 

দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ে একটানা বৃষ্টি হচ্ছে।  এখনই বৃষ্টি থামছে না উত্তরবঙ্গে। হাওয়া দফতর সূত্রে আরও খবর যে, আগামী আরও দু'দিন বৃষ্টি হবে পাহাড়ে। একই সঙ্গে শিলাবৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে। চলতি মাসের ২০-২১ তারিখে পাহাড়ি এলাকা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে। তবে আবহবিদদের মতে, এই বৃষ্টি চা চাষের জন্য উপকারী।

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু ( ৩৬৩৬ মি ), যা দার্জিলিং জেলার সিঙ্গলিলা ন্যাশনাল পার্কে অবস্থিত। সাধারণত দেশ-বিদেশ থেকে পর্যটকরা ট্রেকিংয়ে যান এখানে। আবহাওয়া পরিষ্কার থাকলে এই সান্দাকফু থেকেই কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ স্লিপিং বুদ্ধ রেঞ্জ স্পষ্ট দেখা যায়। তবে এবার শীতের বিদায়ে গোটা সান্দাকফুর বাড়ি-ঘর, রাস্তাঘাট সবই ঢেকেছে বরফে। ২৬ শে ফেব্রুয়ারি প্রথম তুষারপাত এবং ১৫ মার্চ সান্দাকফুতে তুষারপাত হয়। প্রচন্ড ঠান্ডা সহ্য করে আসা পর্যটকদের দাবি, 'তাঁরা তুষারপাত উপভোগ করেছেন।'


7 hours ago


Kidnap: কাজের প্রলোভন দেখিয়ে তিনজনকে অপহরণের চেষ্টা, ঘটনার তদন্তে পুলিস

কাজের প্রস্তাব দিয়ে ভিন্ন জেলার তিনজন কর্মীকে অপহরণের (Kidnap) অভিযোগ। কোনোমতে পালিয়ে প্রাণ বাঁচাতে পারলেও, টাকা বাঁচাতে পারেননি তাঁরা। কোচবিহারের (Cooch Behar) মাথাভাঙ্গার কুর্শামারি এলাকায় ঘটনাটি ঘটে। 

অভিযোগ, এমদাদুল ইসলাম, মুস্তাক আলম এবং হুসেন আলী এই তিনজনকে ইলেকট্রিক কাজ করানোর কথা বলে মাথাভাঙ্গার কুর্শামারি এলাকায় আসতে বলা হয়। কথামতো ঘটনাস্থলে পৌঁছলে ওই তিনজনের কাছে সাড়ে চার লক্ষ টাকা দাবি করেন কয়েকজন যুবক। ঘটনার ভিত্তিতে মুস্তাক আলম জানান, হামিদ মিয়া নামে এক কনডাক্টরের কাজের প্রস্তাবে তাঁর বাড়িতে গেলে কাজ দেখানোর নাম করে তাঁদেরকে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও কয়েকজন ঘটনাস্থলে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে মোট ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি আরও জানান, টাকা না দিলে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হয়।  

হুসেন আলী কোনোক্রমে বাইক থেকে নেমে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এসে মাথাভাঙ্গা থানায় অপহরণকারীদের বিরুদ্ধে অভিযোগ করেন।

মাথাভাঙ্গা থানার বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে গিয়ে অপহৃত বাকি দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মাথাভাঙ্গা থানার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা জানিয়েছেন, অপহৃত তিন জনকেই উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনার তদন্তে নেমেছে পুলিস। 

এই অপহরণের অভিযোগ মামলার ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিস।

7 hours ago
Durgapur: দুর্গাপুরে গোটা পরিবারের মৃতদেহ উদ্ধার, নেপথ্যে কি নিয়োগ দুর্নীতি! ধন্ধে পুলিস

মামা বাড়ির সঙ্গে প্রাথমিক নিয়োগ দুর্নীতির যোগ জানিয়ে হোয়াটসঅ্যাপ (Whats App) মেসেজে সিবিআই তদন্তের দাবি। রাতারাতি সেই মেসেজ ঘনিষ্ঠদের পাঠিয়ে আত্মঘাতী (Suicide) দুর্গাপুরের (Durgapur) এক যুবক ও তাঁর পরিবার। রবিবার সকালে দুর্গাপুরের কুরুরিয়া ডাঙ্গা মিলনপল্লি এলাকার ঘটনা। পুলিস গিয়ে তাঁদের মৃতদেহ (Dead Body) উদ্ধার করে। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, ওই বাড়ির কর্তা অর্থাৎ মৃত অমিত মণ্ডল, তাঁর স্ত্রী রুপা মণ্ডল সহ তাঁদের আট বছরের সন্তান নিমিত মণ্ডল ও চোদ্দ মাসের নিকিতা মণ্ডলের মৃতদেহ উদ্ধার করে পুলিস। রবিবার পুলিস আরও জানায় যে, ওই দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন (Murder) করা হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়ে অমিতের মোবাইল অমিতের মামাবাড়ির অনেকের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দুর্নীতিতে যোগের কথা উল্লেখ আছে...থেকে রাতে স্থানীয় ও ঘনিষ্ঠদের কাছে ম্যাসেজ যায়। যেখানে অমিতের মামাবাড়ির অনেকের প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগ দুর্নীতিতে যোগের কথা উল্লেখ আছে। রবিবার কুরুরিয়া ডাঙ্গাতে একই পরিবারের চার জনের মৃত্যুর ঘটনায় পুলিস তদন্ত শুরু করেছে। যদিও গোটা ঘটনায় অমিতের মামা বাড়ির বিরুদ্ধে অভিযোগ তুলেছে অমিতের শাশুড়ি। রবিবার তিনি বলেন, 'আমার জামাইকে ওঁর মামা বাড়ির লোকেরা অত্যাচার করত, অপমান করত, ওঁরাই আমার জামাইকে খুন করেছে।'

রবিবার অমিতের পরিবারের মৃতদেহ উদ্ধার করতে গেলে বিশেষ ঝক্কি পোহাতে হয় পুলিসকে। অমিতের বাড়িতে স্থানীয়রা এসে ভিড় করে এবং পুলিসকে বাধা দেয়। এক স্থানীয়দের দাবি, 'অমিত ভালো ছেলে ছিল। কেন এমন ঘটনা ঘটাল সেটা পুলিস তদন্ত করুক।' দোষীদের উপযুক্ত সাজার দাবিতে এদিন স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন।

স্থানীয়দের দাবি, অমিতের পাঠানো মেসেজে লেখা ছিল অমিতের মামাবাড়িতে নাকি কোটি কোটি টাকা রয়েছে। এই দাবি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তদন্তের দাবি জানায় সে। অমিতের এমন হোয়াটস অ্যাপ ম্যাসেজ পাওয়া মাত্রই অমিতের আত্মীয়রা কুরুরিয়া ডাঙ্গার বাড়িতে এসে দেখেন অমিতের দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তাঁর স্ত্রী রুপার দেহ বিছানায় পড়ে। আর মৃত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছে তাঁদের দুই সন্তান। এরপরই তাঁরা থানায় খবর দেন। দুর্গাপুর থানার পুলিস ঘটনাস্থলে এলে স্থানীয়রা অমিতের মামার বাড়ির বেশ কয়েকজনকে গ্রেফতারের দাবি জানান।

পুলিস সূত্রে দাবি, পূর্বেই মামা বাড়ির সঙ্গে অমিতের জমিজমা সংক্তান্ত বিষয়ে বিবাদ ছিল। সেখান থেকে কিছু ঘটলো নাকি, অমিতের পাঠানো মেসেজের আদতে কোনও ভিত্তি আছে কিনা সেটার তদন্ত ইতিমধ্যেই শুরু করছে পুলিস।

23 hours ago
Bankura: কর্মীদের কর্মবিরতি কর্মসূচি জারি, বেহাল দশা সুপার স্পেশালিটি হাসপাতালের

ফের নোংরা আবর্জনার (Garbage) স্তূপ বিষ্ণুপুর (Bankura) সুপার স্পেশালিটি হাসপাতালে। হাসপাতালের (Bishnupur Super Speciality Hospital) ওয়ার্ডে ওয়ার্ডে ভেসে বেড়াচ্ছে নোংরা জল। আর তার উপর দিয়েই রোগীরা যাতায়াত করছেন। ফলে রোগী ও রোগীর আত্মীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। জানা গিয়েছে, হাসপাতালের কর্মীদের বেতন থেকে টাকা কেটে নেওয়ায় কর্মবিরতি শুরু করেছে সাফাই, ওয়ার্ড বয় ও নিরাপত্তারক্ষীরা। এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে টাকা কেটে নেওয়ার অভিযোগও তুলেছেন তাঁরা। 

সোনামুখী পুরসভার সাফাই কর্মীদের অভিযোগ, কাজের পারিশ্রমিক না পাওয়ার জন্যই সবাই কর্মবিরতি নিয়েছেন। গত চারদিন ধরেই চলছে এই কর্মসূচি। এর আগেও দুই তিনবার এই কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তারপরেও একই ঘটনা ঘটে চলেছে। তাঁদের দাবি, প্রায় চার মাসের পারিশ্রমিক দেওয়া হয়নি। দু-তিন মাসের বেতন দিলে তবেই কাজ শুরু হবে। আর তা না হলে এই কর্মবিরতি কর্মসূচি চলবে। প্রত্যেকবারই প্রতিশ্রুতি দিয়েছে, আশ্বাস দিয়েছে, কিন্তুু কোনও কাজ হয়নি।     

তবে ওই বেসরকারি সংস্থার ইন চার্জ শিবম লাহা বলেন, কিছু সমস্যা হয়েছে। তবে তা সমাধানের আশ্বাস দিয়েছেন বিষ্ণুপুরের মহকুমা এবং মাননীয় বিধায়ক। ইতিমধ্যেই সমস্ত কর্মীদের দ্রুত কাজে লাগানোর চেষ্টা চলছে। সাধারণ মানুষ যেমন পরিষেবা পেত তেমনিই পরিষেবা পাবেন। 

yesterday


Khardaha: অফিসারের সামনে নিগ্রহ যুবককে, সিভিকের বিরুদ্ধে বিচার চেয়ে সিপির দ্বারস্থ পরিবার

প্রথমে সামনে এসেছিল খড়দহ থানার পুলিসের (Khardaha Police) রাস্তার উপরে দাঁড়িয়ে প্রকাশ্যে লরি ও ট্রাক থেকে টাকা তোলার ছবি। এবার সরাসরি ছিনতাইয়ের অভিযোগ উঠল খড়দহ থানার পুলিসের বিরুদ্ধে। শনিবার এমনই এক অভিযোগ করা হয় ব্যারাকপুর পুলিস কমিশনারের দফতরে।

অভিযোগ, সোদপুর সুখচর গীর্জা এলাকার বাসিন্দা এক যুবক রাস্তায় বিস্কুট কিনতে বেরিয়ে পুলিসের নিগ্রহের শিকার হন। এমনকি গোটা রাত থানার লকআপে কাটাতে হয় তাঁকে। শুধু তাই নয় যুবকের ও তাঁর পরিবারের মারাত্মক অভিযোগ, তাঁকে মারধর করা হয় এবং তাঁর থেকে আড়াই হাজার টাকা ছিনতাই করে নিয়ে নেওয়া হয়। এই অভিযোগ নিয়ে শনিবার ব্যারাকপুর পুলিস কমিশনারের দ্বারস্থ হয় সোদপুর সুখচর গীর্জা এলাকার পাঁজা পরিবার।

পরিবার সূত্রে দাবি, পাঁজা পরিবারের সন্তান সমন্বয় পাঁজা গত ১৪ তারিখ রাতে পাশের বাড়ি থেকে বিস্কুট আনতে বেরিয়েছিলেন। অভিযোগ, সেই সময় খড়দহ থানার একটি টহলদারী অটোতে দুইজন সিভিক ভলেন্টিয়ার ও একজন অফিসার এসে পৌঁছায় ওই স্থানে। এরপরেই শুরু হয় নিগ্রহের পর্ব। সমন্বয়ের দাবি, অটোর মধ্যে থেকে কেউ তাঁর মুখে বারবার টর্চ মারতে থাকেন। তখন সে বলেন যে, আলো তাঁর মুখে না মেরে, রাস্তায় একটু আলো ফেললে খুব ভালো হয়। এই কথা শোনা মাত্রই ওই অটো থেকে দুই জন সিভিক ভলেন্টিয়ার বেরিয়ে আসেন এবং তার ঘাড় ধরে অশ্লীল ভাষা ব্যবহার করতে থাকেন। এর প্রতিবাদ করলে তাঁকে বলপূর্বক অটোতে তুলে নেন।

অভিযোগ, অটোতে একজন খাকি উর্দি পড়া অফিসার বসে ছিলেন। কিন্তু তিনি দুইজন সিভিক ভলেন্টিয়ারদের সংযত থাকতে বলেননি বরং নির্বাক দর্শক হয়ে সেদিন সঞ্চালকের ভূমিকা পালন করছিলেন। এরপরেই তাঁকে অটোর মধ্যে চড় থাপ্পর মারে এবং অভব্য ভাষার ব্যবহার করে বলে দাবি সমন্বয়ের।  এরইমধ্যে তাঁর মোবাইল থেকে আড়াই হাজার নগদ টাকা নিয়ে নেয় পুলিস বলে অভিযোগ।

সমন্বয়ের মা অভিযোগ জানিয়ে বলেন, তাঁর ছেলেকে ওই রাতে খড়দহ থানায় নিয়ে গিয়ে সারারাত লকআপে আটকে রাখে। থানার তরফে বলা হয়, সকালে ছেড়ে দেওয়া হবে তাঁর ছেলেকে। সকাল আটটার পর তাঁর স্বামী খড়দহ থানায় গেলে, থানার ডিউটি অফিসার বলে তাঁর ছেলেকে কোর্টে পাঠানো হবে। সমন্বয়ের মা, তাঁর ছেলেকে বিনা কারণে মারধর করে জোরপূর্বক গাড়িতে তুলে দেওয়া এবং মিথ্যা মামলা দেওয়ার পাশাপাশি পুলিস যে নির্মম অত্যাচার করেছে তাঁর সুবিচার চেয়েছেন অভিযোগ পত্রে।

তিনি আরও অভিযোগ করেন যে, থানার আধিকারিকেরা এই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে রাতের অন্ধকারে সাধারণ মানুষদের উপর অন্যায় করছেন। রোজ তাঁদের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে সিভিক এবং পুলিস অফিসার গাড়ি থেকে বেআইনিভাবে টাকা তুলছে। সেটারও প্রতিকার চেয়েছেন তিনি।

yesterday
Weather: ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা! জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস

সকাল থেকে মেঘলা আকাশ। দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী ২৪ ঘণ্টা প্রধানত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত (Rain) হতে পারে। দু-এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া (Weather) দফতর। পাশাপাশি, কোনও কোনও জায়গায় দমকা হাওয়া থাকবে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপু্রে তুলনামূলক বৃষ্টিপাত বেশি থাকবে। এর সঙ্গে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং অন্যান্য জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকবে। মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে বলে মৌসম ভবন সূত্রে খবর। বুধবার থেকে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস দিয়েছে।

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় প্রধানত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। মাঝেমধ্যে দমকা হাওয়াও বইবে। আগামী দু-তিনদিন এই আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। ২১ তারিখের পর থেকে তাপমাত্রা একটু বাড়তে থাকবে ২ থেকে ৪ ডিগ্রির মতো।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলো, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। ২২ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।

yesterday


Suicide: বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিস

এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার (Hanging Body) ঘিরে চাঞ্চল্য। হাওড়ার (Howrah) চ্যাটার্জীহাট থানা এলাকার ঘটনা। ঘটনাস্থলে চ্যাটার্জি থানার পুলিস (Chatterjeehat Police) এসে দেহটি উদ্ধার করে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ৬০ বছর বয়সি ওই মৃত বৃদ্ধের নাম নির্মল দত্ত। হাওড়া চ্যাটার্জী থানার অন্তর্গত চৌধুরীপাড়ার বাসিন্দা ওই বৃদ্ধ।  

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালবেলা প্রতিবেশীরা ওই বৃদ্ধকে বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। গত তিন মাস আগে বৃদ্ধের স্ত্রী মারা যান। বৃদ্ধের কোনও সন্তানও ছিল না। তাই স্ত্রী মারা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন এই বৃদ্ধ। বাড়িতে একাই থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে তাঁর এক আত্মীয় এসে খোঁজ খবর নিতেন। প্রতিবেশীরা আরও জানান, পাড়ায় সু-সম্পর্ক বজায় রেখেছিলেন নির্মলবাবু। কোনও দিন কারোর সঙ্গে বিবাদও ছিল না তাঁর।   

তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে চ্যাটার্জীহাট থানার পুলিস। কী কারণে এই ঘটনা ঘটল, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিস।

yesterday
ED: জোর করেই কোম্পানি মেয়ের নামে করেছিলেন অনুব্রত, ইডির জেরায় দাবি মনীশ কোঠারির

রীতিমত ভয় দেখিয়েই কোম্পানির মালিকানা মেয়ের নাম করে ছিলেন, এমনই দাবি কেষ্ট মণ্ডলের (Anubrata Mondal) হিসেব রক্ষক মনীশ কোঠারির (Manish Kothari)। ইডির (ED) জেরায় মনীশ জানিয়েছেন, 'সুকন্যার নামে থাকা একটি খাবারের কোম্পানি আসলে মনীশ কোঠারি এন্ড গ্রুপের। মনীশের সঙ্গে আরও ১৬ জন ছিল এই কোম্পানির শেয়ার হোল্ডার।

ইডি সূত্রে দাবি, জেরায় মনীশ স্বীকার করেছে ২০১৮ সালে এই কোম্পানিটি জোর করে সুকন্যার নামে হস্তান্তর করতে বাধ্য করেছিলেন অনুব্রত মণ্ডল। ৩ কোটি ৬০ লক্ষ টাকায় ফুড কোম্পানিটি সুকন্যার নামে হস্তান্তর করেছিলেন মনীশ কোঠারিরা। কোম্পানির নামে থাকা ১৫ কোটি টাকার সম্পত্তি অনুব্রতর নির্দেশে বাধ্য হয়ে দিতে হয়েছে সুকন্যাকে। ইচ্ছে না থাকলেও অনুব্রত মণ্ডলের নির্দেশেই এই কোম্পানি সুকন্যাকে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন মনীশরা।

এর আগে সিবিআইয়ের জেরার মুখে অনুব্রতর হিসাব রক্ষক মনীশ কোঠারি জানিয়েছিলেন, 'যখন যা বলতেন অনুব্রত, তখন তাই করতে হতো।' এছাড়া কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়ে তিনি আরও জানিয়েছিলেন, অনুব্রত মনীশদের পুরোনো কোম্পানির নামে আরও জমি কিনেছিলেন।

এছাড়া তাঁর স্ত্রীর নামেও কেনা হয়েছিল বহু টাকার সম্পত্তি। এই সংক্রান্ত সমস্ত নথিপত্র তদন্ত করে উদ্ধার করেছে সিবিআই। যা সিবিআই এর চার্জশিটেও উল্লেখ রয়েছে। ২০১৩ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ওই  ফুড কোম্পানির নামে কেনা সম্পত্তি তথ্যের এক অংশ সিএন এর হাতে। একইসঙ্গে ইডি সূত্রে খবর, মনীশের মাধ্যমেই আরো এক কোম্পানি নীর ডেভলপার প্রাইভেট লিমিটেড চালু করেন সুকন্যা।

yesterday
Anubrata: গরু পাচারের কালো টাকাতেই সুকন্যার নামে ফিক্সড ডিপোজিট!

কেন্দ্রীয় সংস্থা ইডির (ED) জেরায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইডি সূত্রে খবর, শনিবার জেরার মুখে পড়ে অনুব্রতর (Anubrata Mondal) হিসেব রক্ষক মনীশ কোঠারি জানিয়েছেন, 'গরু পাচারের কালো টাকাতেই করা হয় সুকন্যা মণ্ডলের ফিক্সড ডিপোজিট। কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডলের ১৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের তথ্য আগেই প্রকাশ করেছে সিএন। প্রায় ১০ কোটি টাকার ফিক্সড ডিপোজিটের নথি সিএন এর হাতে।

দেখা গিয়েছে, বোলপুরের ব্যাঙ্ক অফ বরদাতেই সুনক্যার নামে রয়েছে ১১ টা ফিক্সড ডিপোজিট। যেখানে রয়েছে ৫ কোটি ২৭ লক্ষ টাকা। সুকন্যার নামে রয়েছে সল্টলেকের এসবিআই ব্যাঙ্কের শাখায় ৫ টা ফিক্সড ডিপোজিট। সেখানে রয়েছে ৪ কোটি ৫৭ লক্ষ ৬৬ হাজার ২৬৪ টাকা। এই সব গরু পাচারের কালো টাকাতেই করা হয় ফিক্সড ডিপোজিট। এই সব ফিক্স ডিপোজিট খোলা হয়েছে দু'বছরের মধ্যে। অর্থাৎ ২০১৯ সালের মার্চ থেকে ২০২২ সালের জানুয়ারি মাসের মধ্যে।

yesterday


Partha: 'চোর তাড়াও, বেহালা বাঁচাও', পার্থর পদত্যাগ চেয়ে পোস্টার

প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে পোস্টার বেহালায়, নেপথ্যে সিপিএম কলকাতা জেলা কমিটি। বেহালার স্থানীয় বাসিন্দাদের দাবি, বেহালাজুড়ে বিভিন্ন এলাকায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে তাঁর বিরুদ্ধে পোস্টার। এই পোস্টারিংকে কেন্দ্র করে উঠেছে হৈ-হৈ রব। এই পোস্টারে সিপিএম-র তরফে দাবি করা হয়েছে, 'পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়কপদ থেকে অবিলম্বে অপসারণ চাই। মানুষ কোনও জরুরি পরিষেবা পেতে প্রেসিডেন্সি জেলে মাথা ঠুকতে পারবে না। পরিষেবা ও উন্নয়নের স্বার্থে পদত্যাগ চাই তৃণমূল বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের।' 

এছাড়া ওই পোস্টারে তুলে ধরা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে উদ্ধার হওয়া ৫০ লক্ষ টাকা ও তাঁর সমস্ত বাজেয়াপ্ত সম্পত্তির হদিশ। পোস্টার থেকে বাদ যায়নি গ্রেফতার হওয়া উপাচার্য-সহ প্রায় গোটা শিক্ষা দফতর যারা আজও নিয়োগ কেলেঙ্কারিতে জেলে, সেই বিষয়। এঁরা প্রত্যকের প্রাক্তন শিক্ষামন্ত্রীর দোসর বলে দাবি তোলা হয়েছে পোস্টারে। স্থানীয় বাম সূত্রে আরও খবর, রবিবার সিপিএম-র পক্ষ থেকে বেহালা সরশুনা বাসস্ট্যান্ডে সকাল দশটার সময় এই লিফলেট বিলির কর্মসূচি। 

yesterday
Flag: পুরসভার গাড়ির আবর্জনা জাতীয় পতাকায় ঢাকা, স্থানীয়দের উদ্যোগে উদ্ধার

দেশের জাতীয় পতাকা দিয়ে পুরসভার আবর্জনার গাড়ি বাঁধা, খবর পেয়ে পতাকা উদ্ধার করল বারাসত থানার পুলিস। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসত থানার অন্তর্গত পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ছোটবাজার সংলগ্ন সুরেন্দ্রনাথ কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকায় স্থানীয় কিছু বাসিন্দা শনিবার সকালবেলায় দেখেন রাস্তার পাশে পুরসভার একটি ভ্যাটের গাড়ি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে। সেখানে এক কর্মী গাড়িতে আবর্জনা বোঝাই করছে। সেই আবর্জনা যাতে না ছড়ায় সে কারণে আবর্জনা জাতীয় পতাকা দিয়ে ঢেকে রাখে ভ্যাটের ভ্যান চালক। সেই দৃশ্য চোখে পড়তেই বাসিন্দারা সংবাদমাধ্যমকে খবর দেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বারাসত থানার পুলিসকে খবর দিলে পুলিস গিয়ে জাতীয় পতাকা উদ্ধার করে এবং ওই ভ্যান চালককে ধমকানিও দেন।

এবিষয়ে স্থানীয় কাউন্সিলর কনিকা রায় চৌধুরী বলেন, 'ভ্যাটের ভ্যান চালক নিরক্ষর। সে বুঝতে পারেননি। যিনি আবর্জনার মধ্যে দেশের জাতীয় পতাকা ফেলেছেন তিনি ঠিক করেননি।' জাতীয় পতাকার অবমাননা ঘটনায় প্রতিবাদে সরব স্থানীয় বাসিন্দারা। শনিবার স্থানীয় একজন বলেন, 'আমি এই ওয়ার্ডে থাকি না, তবুও এখানে কাজে এসে জাতীয় পতাকার অবমামনা দেখে আমার খারাপ লেগেছে, তাই প্রশাসনকে জানতে বাধ্য হয়েছি।'

2 days ago