Breaking News
Dengue: রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য ভবন, জরুরি বৈঠকে মুখ্যসচিব      Dengue: ডেঞ্জার 'ডেঙ্গি' রুখতে হটস্পট, বিশেষ ব্যবস্থা স্বাস্থ্য ভবনেরও      Raghav-Parineeti: বর-কনে সাজে রাঘব-পরিণীতি, প্রকাশ্যে 'রাঘনীতি'-র রূপকথার বিয়ের ছবি      Dengue: ডেঙ্গি কিন্তু ডেঞ্জারাস...      India: ৪০০ রানের টার্গেট, শ্রেয়স-গিলের জোড়া সেঞ্চুরিতে পাহাড় সমান রান ভারতের      Resignation: মানসিক চাপ সৃষ্টি করছে টিএমসিপি! অভিযোগ তুলে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অধ্যক্ষর      Mamata: 'অনেক কাজ করতে পেরেছি...' স্পেন থেকে কলকাতায় ফিরে জানালেন মমতা      Senior Citizen: কেউ আতঙ্কে, কেউ আবার দিব্যি আছেন, শহর কলকাতায় কেমন আছেন একাকী বয়স্করা?      cctv: ঘুমের ব্যাঘাত হওয়ায় মারধর! সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার বৃদ্ধার পরিচারিকা      Mamata: 'বাংলায় বিনিয়োগ করলে...' দুবাইয়ের মঞ্চ থেকে বিনিয়কারীদের পথ দেখালেন মমতা     

রাজনীতি

অবাঙালি ভোট টানতে কেন্দ্রীয় নেতাদের ভিড়

 ভবানীপুরে   বিজেপি বা সিপিএম বা অন্যদলের পক্ষে মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে জিতে আসা এক প্রকার অসম্ভব । প্রথমত যে সরকার ক্ষমতায় রয়েছে তাদের প্রতিনিধিকে বিশেষ করে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেওয়ার ইতিহাস ভারতীয় রাজনীতিতে নেই । দ্বিতীয়ত সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে এই ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বিজেপিকে ২৯ হাজারেরও বেশি ভোট হারিয়েছে । ফলের আশায় না থেকে প্রার্থীর সমর্থনে প্রচারে খামতি রাখবে না কেন্দ্রীয় বিজেপি বলেই সংবাদ । এই নির্বাচনের প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন তৃণমূল এবং বর্তমান বিজেপি সাংসদ অর্জুন সিং ।

কিন্তু এবারেও দিল্লির নেতারা এই উপনির্বাচনের দায়িত্ব রাজ্য নেতাদের হাতে না দিয়ে নিজেরাই আসছেন বলে সংবাদ । আসছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি । বিগত বিধানসভায় যেখানেই স্মৃতি প্রচারে গিয়েছেন তুলোধোনা করেছেন তৃণমূল সুপ্রিমোকে সেখানেই যদিও তাঁর প্রচার করা কেন্দ্রগুলির অধিকাংশ কেন্দ্রেই বিজেপির ভরাডুবি হয়েছে । এছাড়া গুজরাটি ভোট টানতে দায়িত্ব দেওয়া হচ্ছে আরেক প্রাক্তনী দীনেশ ত্রিবেদীকে, যিনি এখন দিল্লিতেই থাকেন বলে খবর । আসছেন সাংসদ মনোজ তিওয়ারি, বিহার এবং উত্তরপ্রদেশের অধিবাসীদের বাস যেখানে, তিনি সেখানে প্রচার করবেন । আসবেন শেহনাজ হোসেন, তিনি সংখ্যালঘু এলাকায় প্রচারে যাবেন । আরও অনেক নাম উঁকি দিচ্ছে । বাঙালি এলাকায় প্রচারে থাকবেন শুভেন্দু অধিকারী প্রমুখরা । দেখার বিষয় প্রিয়াঙ্কা টিব্রিউয়াল কতটা ভোট কাটতে পারেন । 


2 years ago
Priyanka Tibrewal: মমতার বিরুদ্ধে কে এই বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল

কলকাতাঃ ১৯৮১ সালে জন্ম। প্রিয়াঙ্কা তিব্রেওয়াল দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হন। এর পরে মানবসম্পদ বিষয়ে এমবিএ করেন তাইল্যান্ড অ্যাসামপশন ইউনিভার্সিটি থেকে।

প্রিয়াঙ্কা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অনুশীলন করেন। বাংলা, হিন্দি ও ইংরেজি তিনটি ভাষাতেই তিনি পারদর্শী। ২০১৪ সালের অগস্ট মাসে বিজেপি-তে যোগ দেন।  ২০১৫-র কলকাতা পুরসভা নির্বাচনে ৪৮ নম্বর ওয়ার্ডে প্রার্থী হন। যদিও সেবার পরাজিত হন তিনি। কিন্তু রাজনৈতি থেকে বিদায় নেননি। ধীরে ধীরে দলে নিজের জায়গা তৈরি করতে থাকেন। 

২০২০ সালের অগস্ট মাসে দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি প্রিয়ঙ্কা তিব্রেওয়াল ২০২১ বিধানসভা নির্বাচনে এন্টালি আসনে লড়েন। সেবারও তৃণমূলের কাছে হেরে যান। এবার উপনির্বাচনে ভবানীপুরে দল তাকে প্রার্থী করেছে। লড়বেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ৩-০ নাকি ৩-১ তা সময়ই বলবে। 

বিজেপির দাবি,পশ্চিমবঙ্গে সাম্প্রতিক ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এদিকে ভোট পরবর্তী হিংসা’ মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছে- খুন, ধর্ষণ, অস্বাভাবিক মৃত্যুর মতো ঘটনার তদন্ত করবে সিবিআই। পাশাপাশি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ অভিযোগের তদন্ত করবে সিট। এই মামলায় বিজেপি-র পক্ষে আইনজীবীদের প্রধান মুখই ছিলেন প্রিয়ঙ্কা তিব্রেওয়াল। 


2 years ago
Politics: বড় ধাক্কা তৃণমূলে! মালদায় একটি পঞ্চায়েত দখল করল বিজেপি

মালদাঃ ২০২১ বিধানসভায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল। তারপর থেকে বিজেপি ছেড়ে অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন। কিন্তু এবার যেন উলটপুরান। বিধানসভা ভোটের পর এই প্রথমবার তৃণমূলের হাতছাড়া হল একটি পঞ্চায়েত। দখল করল বিজেপি। 

মালদার রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলের কয়েকজন সদস্য দলেরই প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন। গতকাল ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হয়েছেন বিজেপি সদস্য। 

অনাস্থার জেরে অপসারিত হলেন তৃণমূল প্রধান পঙ্কজ মিশ্র। বুধবার অনাস্থা ভোটে বিজেপির পক্ষে ১২-৬ ভোটে প্রধান নির্বাচিত হন বিজেপির লাল্টু চৌধুর। 

বিজেপির জেলা সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ভারতীয় জনতা পার্টির বিজয় যাত্রা শুরু হল। অন্যদিকে জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, এতে বিজেপির উল্লসিত হওয়ার কোনো কারণ নেই। বিজেপি আগে নিজেদের বিধায়কদের সামলান। আর যারা দল বিরোধী কাজ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল।

রতুয়া ১ ব্লক / পঞ্চায়েত সমিতির গ্রাম পঞ্চায়েত গুলি: মাহানন্দতলা, বিলাইমারী, দেবীপুর, কাহালা, রতুয়া, বাহারাল, ভাডো, সামসি, চাঁদমনি ১, চাঁদমনি ২। সদর ব্লক রতুয়া। । ২০১১ সালের জনগণনা অনুসারে, রাতুয়া ১ সমষ্টি উন্নয়ন ব্লকের জনসংখ্যা ২৭৫,৩৮৮। এর মধ্যে ১৪২,১৮৩ জন পুরুষ ও ১৩৩,২০৫ জন মহিলা।


2 years ago


By-election: প্রিয়াঙ্কা টিব্রিউয়াল বিজেপি প্রার্থী ভবানীপুরে

কলকাতাঃ বিশিষ্ট আইনজীবী তথা বিজেপির গত বিধানসভার এন্টালির পরাজিত প্রার্থী প্রিয়াঙ্কাকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করানো হলো । তাঁর নাম গত বুধবারই জানা গিয়েছিলো আজ সিলমোহর পড়লো । বিজেপি সভাপতি দিলীপ ঘোষ প্রিয়াঙ্কার সমর্থনে জানালেন, উনিই উপযুক্ত প্রার্থী যদিও তথাগত রায় সহ বহু নেতার নাম শোনা গেলেও তাঁদের অনেকেই প্রার্থী হতে অস্বীকার করেন । শোনা গিয়েছিলো লকেট চট্টোপাধ্যায়ের নামও কিন্তু দিলীপবাবু প্রথম থেকেই বলছিলে তিনটি নাম গিয়েছে দিল্লিতে তাদের মধ্যে একজনকেই প্রার্থী করা হবে ।


প্রশ্ন উঠেছে হঠাৎ প্রিয়াঙ্কা টিব্রিউয়াল কেন ? জানা গেলো ভবানীপুর বিধানসভা কেন্দ্রের একটি ওয়ার্ডের বেশিরভাগ অধিবাসী গুজরাটি এবং মাড়োয়ারী । পাশের ওয়ার্ডে শিখদের বেশ কিছু ভোট আছে । যদিও পাঞ্জাবিদের ভোটার বিষয়ে নিশ্চিন্ত তৃণমূল কিন্তু ওই ৭০ ওয়ার্ডের ভোট কি ফের অন্যবারের মতো বিজেপির বাক্সে পড়বে, প্রশ্ন বিশেষজ্ঞদের । তৃণমূলের পক্ষ থেকে এখনও বিজেপি প্রার্থী নিয়ে কোনও প্রতিক্রিয়া জানা যায় নি । এবারে কবে থেকে প্রচার শুরু করবে বিজেপি জানা গেলো না ।

2 years ago
Mamata Banerjee: আজ মুখ্যমন্ত্রীর মনোনয়ন

শুক্রবার একদিকে গণেশ চতুর্থী অন্যদিকে জুম্মাবার । এমনই একটি দিন বেঁছে  নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অবশ্য মমতা চিরকালই শুক্রবারকে একটি আবেগের দিন হিসাবে দেখেন । আজও তার ব্যতিক্রম হচ্ছে না । অন্যদিকে এখনও বিজেপি তাদের প্রার্থী ঠিক করে উঠতে পারে নি । শোনা যাচ্ছে কখনও এক অবাঙালি প্রার্থীর নাম শোনা গেলেও তাতে সিলমোহর পরে নি । ইতিমধ্যে তৃণমূল তাদের প্রচার শুরু করে দিয়েছে । দলের প্রথম সারির নেতারা প্রচারের দায়িত্ব নিয়েছেন । ববি হাকিম থেকে সুব্রত মুখোপাধ্যায়, অরূপ বিশ্বাস থেকে সুব্রত বক্শি প্রায় সকলেই নেমে পড়েছেন প্রচারে । সিপিএম এক প্রার্থী ঠিক করেছে, তাদের পশে এবার নেই জোটসঙ্গী কংগ্রেস ।

শুক্রবার দ্বিতীয়ার্থে সার্ভে অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মনোনয়ন জমা দেবেন । জানা গিয়েছে, দলের কাছে বার্তা দিয়েছেন নেত্রী দল বেঁধে  মনোনয়ন কেউ যেন ভিড় না করেন ।আইনজীবী ও তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায় এবারে মুখ্যমন্ত্রীর মুখ্য নির্বাচন এজেন্ট । তিনি ব্যাতিত আর কেউই ভিড় বাড়ান এটা চাইছেন না ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ।


2 years ago


ফের বাংলায় রাজ্যসভার ভোট

সম্প্রতি দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতাতে নির্বাচিত হন তৃণমূলের জহর সরকার । এবারে ফের রাজ্যসভায় ভোটার ঢাকে কাঠি পরে গেলো । মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের উপনির্বাচন আগামী ৩০ সেপ্টেম্বর ফল ঘোষণা ৩ অক্টোবর রবিবার ঠিক তার পরদিনই রাজ্যসভার ভোট । মানস ভূইঞার ছেড়ে যাওয়া পদে ভোট নির্ধারিত হয়েছে ৪ অক্টোবর । মানসবাবু গত মে মাসে তাঁর রাজ্যসভার সাংসদ পদটি থেকে ইস্তফা দেন । তিনি তাঁর আগেই সবং কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে রাজ্যের মন্ত্রী হন । 

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই সময়টিই ধার্য্য করা হয়েছে খালি আসনের জন্য । ১৫ সেপ্টেম্বর জারি হতে পারে নোটিফিকেশন । এরপর ২২ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে । ২৩ সেপ্টেম্বর স্ক্রুটিনি । ২৭ সেপ্টেম্বরের মধ্যে নাম তুলে নেওয়ার শেষ তারিখ । ৪ অক্টোবর ভোটের সময় সকাল ৯ থেকে বিকেল ৪টা অবধি । তারপর শুরু হবে ভোট গণনা । অবশ্য ফের যদি বিজেপি প্রার্থী না দেয় তবে আগেই যিনি মনোনয়ন জমা দেবেন তাঁকেই জয়ী ঘোষণা করা হয় । এখনও তৃণমূলের কে প্রার্থী হবে তা ঠিক হয় নি । 

2 years ago
CPIM: আগরতলা উত্তাপ নিয়ে দেশজুড়ে প্রতিবাদ বামেদের

বুধবার বিকেল থেকেই উত্তপ্ত ত্রিপুরার বিভিন্ন প্রান্ত । ভয়ঙ্কর অবস্থা আগরতলার । দুপুর থেকেই বোঝা যাচ্ছিলো কিছু একটা ঘটতে চলেছে । বিজেপির একটি মিছিল প্রতিবাদের বার্তা নিয়ে সটান পৌঁছে যায় সিপিএম অফিসের সামনে তারপর হৈ হট্টগোল । পুড়লো দলীয় কার্যালয় । ভাঙলো গাড়ি । সিপিএমের ক্যাডাররাও বেরিয়ে আসে কিন্তু বিশাল বিজেপি বাহিনীর সঙ্গে তারা পেরে ওঠে না । এরপই মারামারি এবং আগুন লাগানো হয় বাম পার্টি অফিসে । যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কিছু জানে না । অগ্নিগর্ভ অবস্থা থেকে বেরিয়ে প্রতিবাদের মিছিল করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার । আক্রান্ত হয় প্রচার মাধ্যম । এদিন আগরতলায় উপস্থিত ছিলেন বাংলার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং শ্রমিক সভাপতি ঋতব্রত ভট্টাচার্য । দ্রুত সাংবাদিক বৈঠক ডেকে তাঁরা প্রতিবাদ জানান ।

অন্যদিকে, আজ ওই রাজ্যজুড়ে প্রতিবাদে নামছে বামেরা । অন্যদিকে সারাদেশের বিরোধীরা সমস্বরে এই ঘটনার প্রতিবাদে নেমেছে । সিপিআই (এম এল ) লিবারেশনএর পক্ষ থেকে আজ বিজেপি ব্যাতিত সমস্ত বিরোধী দলকে প্রতিবাদের আহ্বান জানিয়েছে । প্রতিবাদী টুইট করেছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি লিখেছেন, হিংসা এবং গুন্ডামি ত্রিপুরা বিজেপির মজ্জায় মজ্জায় রয়েছে । এদিন সেটা আবার প্রমাণিত হলো । গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত আজ । 

2 years ago
By- Election: সিপিএম-এর প্রার্থী তালিকা প্রকাশ

কলকাতা : ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শ্রীজীব বিশ্বাসকে প্রার্থী করল সিপিএম। এই কেন্দ্রে জোট ছাড়াই লড়বে বামফ্রন্ট। কারণ কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে, তারা এই কেন্দ্রে কোনও প্রার্থী দিচ্ছে না। এমনকি প্রচারে তারা নামবে না বলে জানিয়ে দিয়েছে। এর পরই বৈঠকে বসে বামফ্রন্ট। এবং কংগ্রেসকে ছাড়াই ভবানীপুরে লড়াই করার সিদ্ধান্ত নেয়।প্রসঙ্গত, ২০২১ এ বিধানসভা ভোটে ভবানীপুরে বামেদের জোট প্রার্থী ছিল। সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। ওই বৈঠকে ঠিক হয় এলাকার পরিচিত কাউকে প্রার্থী করা হবে।


সেই হিসেবে নাম উঠে আসে স্থানীয় যুবক তথা আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাসের। এখন শুধু আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করার অপেক্ষা। তবে শেষ পর্যন্ত নাম পরিবর্তন করে কিনা,সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।

এদিকে ভবানীপুরে উপ-নির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, মঙ্গলবার মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷তিনি বলেন, কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশেই ভবানীপুরে প্রার্থী দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে কংগ্রেস বিজেপি-র সুবিধে করে দিতে চায় না।

2 years ago


ভগবানের জেষ্ঠ্যপুত্র, নাম না করে শুভেন্দুকে কটাক্ষ মমতার

কলকাতাঃ বুধবার নিজের নির্বাচন ক্ষেত্রে বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বিরোধী বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি জানালেন, নির্বাচন ঘোষণা হলেই কেন্দ্রীয় এজেন্সিগুলোর তৎপরতা শুরু হয়ে যায় । তিনি বলেন, অহেতুক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বিব্রত করা হচ্ছে এবং এটি তাঁকে আঘাত করার জন্য । দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে কেন, এখানে তাদের অফিস থাকা সত্বেও দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে । মমতা বলেন, বিভিন্ন বিরোধী দলকে এই ভাবে বিব্রত করা হচ্ছে কংগ্রেস, শারদ পাওয়ার, মুলায়ম যাদব ইত্যাদিদের ।

তিনি বলেন হত্যাকাণ্ডে তদন্তের জন্য বিশেষ কাউকে ডাকা হলে আদালত বলছে, ডাকা যাবে না, গ্রেফতার করা যাবে না । ইঙ্গিত নিঃসন্দেহে শুভেন্দুর দিকে কারণ এই ঘটনা ঘটেছে শুভেন্দুকে কেন্দ্র করে । মমতা বলেন, তিনি কি ভগবানের জেষ্ঠ্যপুত্র নাকি ?

2 years ago
By Election:ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস!

কলকাতাঃ ভবানীপুরে সিপিএম প্রার্থী হচ্ছেন শ্রীজীব বিশ্বাস। আজই চূড়ান্ত ঘোষণা করতে পারে বামফ্রন্ট। 

আজ সকালে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল। ওই বৈঠকে ঠিক হয় এলাকার পরিচিত কাউকে প্রার্থী করা হবে। সেই হিসেবে নাম উঠে আসে স্থানীয় যুবক তথা আলিপুর আদালতের আইনজীবী শ্রীজীব বিশ্বাসের। এখন শুধু আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করার অপেক্ষা। তবে শেষ পর্যন্ত নাম পরিবর্তন করে কিনা,সে দিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের। 

আজই ফের বৈঠকে বসবেন বাম নেতৃত্ব। ওই বৈঠকে প্রার্থীর নাম নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরই আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

এদিকে ভবানীপুরে উপ-নির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, মঙ্গলবার মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷

তিনি বলেন, কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশেই ভবানীপুরে প্রার্থী দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে কংগ্রেস বিজেপি-র সুবিধে করে দিতে চায় না।

উল্লেখ্য, ২০২১ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়েছিল কংগ্রেস। 


2 years ago


By-Election: ভবানীপুর কেন্দ্রে বিজেপির পর্যবেক্ষক অর্জুন সিং!

কলকাতাঃ ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির প্রধান পর্যবেক্ষক বারাকপুরের সাংসদ অর্জুন সিং। এবং জ্যোতির্ময় সিং মাহাতো ও রাজ্যের সাধারণ সম্পাদক সঞ্জয় সিং।  

বিজেপি সূত্রে খবর, তিনজন পর্যবেক্ষকের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রের ৮টি ওয়ার্ড পর্যবেক্ষণে থাকবেন একজন করে বিজেপি বিধায়ক। 

অর্জুনকে প্রধান পর্যবেক্ষক করা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য, অর্জুন তো খুবই শান্তিপ্রিয় মানুষ তাই দেখতে হবে ভোটের শান্তি তিনি কতটা ধরে রাখেন ।

এদিকে ধার্য হয়ে গিয়েছে ভবানীপুর উপনির্বাচনের । ৩০ সেপ্টেম্বর । তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী, কংগ্রেস প্রার্থী দিচ্ছে না এবং বামেদের পক্ষ থেকে হয়তো প্রার্থী দেওয়া হচ্ছে । কিন্তু মূল বিরোধী পক্ষ বিজেপি গতকাল অবধি ঠিক করে উঠতে পারে নি,কাকে প্রার্থী করবে । 

যদিও বুধবার অনেকগুলো নাম উঠে এলো যথা তথাগত রায়, রুদ্রনীল ঘোষ,প্রতাপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রিউয়াল এবং দেবশ্রী চৌধুরী ও লকেট চট্টোপাধ্যায় । 

এতো নামাযের মধ্যে শেষ পর্যন্ত কাকে ঠিক করা হতে পারে, প্রশ্ন করলে দলের সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনটি নাম পাঠানো হয়েছে মাত্র । শোনা গিয়েছে, হয়তো কোনও মহিলা প্রার্থী করা হতে পারে সে ক্ষেত্রে আইনজীবী প্রিয়াঙ্কার নাম উঠে আসছে কারণ ভবানীপুর কেন্দ্রে অবাঙালি ভোটার আছে অনেক । তবে যাই হোক না কেন আজকেই হয়ত নাম ঘোষণা করা হবে।  

2 years ago
আজ ভবানীপুরে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির!

দিন ধার্য হয়ে গিয়েছে ভবানীপুর উপনির্বাচনের । ৩০ সেপ্টেম্বর । তৃণমূলের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী, কংগ্রেস প্রার্থী দিচ্ছে না এবং বামেদের পক্ষ থেকে হয়তো প্রার্থী দেওয়া হচ্ছে । কিন্তু আজকের মূল বিরোধী পক্ষ বিজেপি গতকাল অবধি ঠিক করে উঠতে পারে নি । বুধবার অনেকগুলো নাম উঠে এলো যথা তথাগত রায়, রুদ্রনীল ঘোষ,প্রতাপ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা টিব্রিউয়াল এবং দেবশ্রী চৌধুরী ও লকেট চট্টোপাধ্যায় । প্রধান পর্যবেক্ষক ঠিক করা হয়েছে অর্জুন সিংকে, তাঁকে সহযোগিতা করবেন অন্য এক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো । 

এতো নামাযের মধ্যে শেষ পর্যন্ত কাকে ঠিক করা হতে পারে, প্রশ্ন করলে দলের সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনটি নাম পাঠানো হয়েছে মাত্র । শোনা গিয়েছে, হয়তো কোনও মহিলা প্রার্থী করা হতে পারে সে ক্ষেত্রে আইনজীবী প্রিয়াঙ্কার নাম উঠে আসছে কারণ ভবানীপুর কেন্দ্রে অবাঙালি ভোটার আছে অনেক । তবে যাই হোক না কেন আজকেই নাম ঘোষণা করা হবে । অন্য দিকে ৮ নেতাকে ওই কেন্দ্রের ৮ টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হবে । অর্জুনকে প্রধান পর্যবেক্ষক করা নিয়ে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের বক্তব্য, অর্জুন তো খুবই শান্তিপ্রিয় মানুষ তাই দেখতে হবে ভোটের শান্তি তিনি কতটা ধরে রাখেন ।

2 years ago
by election: ভবানীপুরে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস

কলকাতাঃ ভবানীপুরে উপ-নির্বাচনে মমতার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে না কংগ্রেস, মঙ্গলবার মুর্শিদাবাদে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী৷

তিনি আরও বলেন, কংগ্রেস হাইকম্যান্ডের নির্দেশেই ভবানীপুরে প্রার্থী দেওয়া হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে কংগ্রেস বিজেপি-র সুবিধে করে দিতে চায় না।

 ২০২১ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে লড়েছিল কংগ্রেস। সেক্ষেত্রে এই আসনে বামেরা এবার প্রার্থী দেবে কিনা,তা সময়ই বলবে। এই কেন্দ্রে একুশের নির্বাচনে তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায়  বিজেপির রুদ্রনীল ঘোষকে হারিয়ে জয়ী হন। পরে তিনি পদত্যাগ করেন।   

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। একই দিনে ভোট হবে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে। ৩ কেন্দ্রেই ভোট গণনা ৩ অক্টোবর। ২০২১ বিধানসভা ভোটের আগে সামশেরগঞ্জ, জঙ্গিপুর এই দুই কেন্দ্রের প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি। এই দুই কেন্দ্রে ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করা হবে। তিনটি আসনেই  ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ভোট গণনা ৩ অক্টোবর।


2 years ago


Bhabanipur:ফের বিতর্কিত টুইট তথাগতের

একসময়ে বিজেপির রাজ্য সভাপতি ছিলেন এই খ্যাতনামা ইঞ্জিনিয়ার তথাগত রায় । মেট্রো রেলের ইঞ্জিনিয়ার ছিলেন এবং পরে চাকরি ছেড়ে শিক্ষাকেন্দ্রে যোগ দেন । বহুবার নির্বাচনে দাঁড়িয়েছেন এই সঙ্ঘ ঘনিষ্ট ব্যক্তিত্ব কিন্তু জিততে পারেননি কখনও । পরে নরেন্দ্র মোদির কল্যানে তিনি রাজ্যপাল হয়েছিলেন। বর্তমানে বয়স ৮০ পেরিয়েছে কিন্তু ফের রাজনীতিতে ভেসে থাকতে চান । তাঁর ঘনিষ্ট মহল জানাচ্ছে যে এবারের বিধানসভার প্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু দল আর সেই সুযোগ দেয় নি । তারপর থেকেই প্রায়ই দলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন । দিলীপ ঘোষের ঘোরতর বিরোধী বলেই বিদিত । 

সোমবার শুভেন্দু অধিকারীর প্রশংসা করে টুইট করেছিলেন বিষয় ছিল সিআইডি । আজ ফের টুইট করলেন দলের বিরুদ্ধে । তিনি বলতে চেয়েছেন, কাকে প্রার্থী করা হচ্ছে ভবানীপুরে ? সুবোধকে প্রার্থী করা উচিত । এই সুবোধ বিজেপি অফিসে চা, চপ,সিঙ্গারা দিয়ে থাকে নেতাদের বলে খবর । তথাগতের বক্তব্য, এখন চপ শিল্পের যুগ । প্রশ্ন উঠেছে হটাৎ এরকম বিদঘুটে মন্তব্য কেন ? ঘনিষ্ট মহলের বক্তব্য, সম্প্রতি শুভেন্দু নাকি ভবানীপুরের প্রার্থী হতে চেয়ে ছিলেন কিন্তু দিলীপ ঘোষ বাঁধা দিয়েছেন । এতেই নাকি গোসা হয়েছে তথাগতের, তাই এই টুইট ।


2 years ago
তদন্তে আছেন অভিষেক, নেই শুভেন্দু

সোমবার ইডিকে সম্পূর্ণ সহযোগিতা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দপ্তরে ছিলেন প্রায় ৯ ঘন্টার উপর । এরই মধ্যে বিরতিতে নিজের সহযোগীর আনা খাবারও খেয়েছেন তিনি মতের উপর সম্পূর্ণ রিল্যাক্স মুডে ছিলেন অভিষেক । প্রবেশের সময়ে এবং বেরিয়ে সংবাদ মাধ্যমকে সাক্ষাতকার দেন তিনি । অত রাতেও তাঁকে ক্লান্ত লাগলেও বিষন্ন লাগেনি তাঁকে । সাধারণত সিবিআই বা ইডি দপ্তর থেকে বেরিয়ে অন্যান্য নেতাদের যেরকম বিদ্ধস্ত লাগে, অভিষেকের ক্ষেত্রে সেরকম কিছুই পাওয়া যায় নি । তিনি বেরিয়ে নানান কথার ফাঁকে নাম না করে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । বলেছেন, এমন অনেককেই টিভির পর্দায় হাত পেতে টাকা নিতে দেখা গিয়েছে অথচ তাদের বিষয়ে নীরব কেন্দ্রীয় এজেন্সী কারণ তিনি একটি সুনির্দিষ্ট দল করেন । ইঙ্গিতটি বিজেপির দিকে ।

অন্যদিকে আদালত থেকে গ্রেফতারির হাত থেকে আপাতত স্থগিতাদেশ পেলেও কি নিশ্চিন্ত নন শুভেন্দু অধিকারী । আদালত কিন্তু বিশেষ কেসে তাঁকে জেরা করার অনুমতি দিয়েছে, তার মধ্যে তাঁর সিকিউরিটির মৃত্যু রহস্য থাকতে পারে । কিন্তু সিআইডি জেরার মুখোমুখি হচ্ছেন না শুভেন্দু বা সময় দিচ্ছেন না বলে প্রশাসনের দাবি । তিনি বরং রাজ্য পুলিশের তৎপরতা দেখলেই দিল্লি চলে যাচ্ছেন অমিত শাহের সাথে দেখা করতে বলে দাবি তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের । তৃণমূলের দাবি, অভিষেক যদি কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরকে সহযোগিতা করেন তবে শুভেন্দু করছেন না কেন, কেন দিল্লি গিয়ে বসে থাকছেন । 


2 years ago