Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

SupremeCourt

Bail: এখনই হয়ত জামিন নয়! পিছল গরু পাচার কাণ্ডে অনুব্রতর জামিন মামলা

পিছিয়ে গেল গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি মামলা। সিবিআই-এর গ্রেফতারির প্রেক্ষিতে জামিনের আবেদন জানিয়ে সুপ্রিমকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। এর আগে নিম্ন আদালত এবং দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন তাঁর খারিজ হয়ে যায়। শীর্ষ আদালতে বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বেলা এম ত্রিবেদির এজলাসে শুনানি তালিকাভুক্ত ছিল। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী শুক্রবার।

বারবার অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনেরর মামলার শুনানি পিছিয়ে যাচ্ছে। অনুব্রতর আইনজীবীর বক্তব্য ছিল, যে কোনও মূল্যে তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক। তিনি দীর্ঘদিন ধরেই জেলে রয়েছেন। সিবিআই-এর আইনজীবী অবশ্য বারবারই অনুব্রতর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করেছিলেন। সিবিআই-এর বরাবরই বক্তব্য, ‘উনি ভীষণই প্রভাবশালী ব্যক্তি। তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে। এই সময় তাঁকে জামিন দেওয়া হলে স্বাক্ষীদের প্রভাবিত করতে পারেন।’

এর আগে অনুব্রতর সিবিআই- বিশেষ আদালত, দিল্লি হাইকোর্টেও অনুব্রতর জামিনের আর্জি খারিজ হয়ে গিয়েছে। সিবিআই-এর বিশেষ আদালত অনুব্রতর আর্জিই সেভাবে শোনেনি।

প্রসঙ্গত, গরু পাচার মামলায় গত বছরের অগস্ট মাসে গ্রেফতার করা হয় অনুব্রতকে। তারপর তাঁকে দিল্লিতে নিয়ে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। বর্তমানে তিহাড় জেলেই রয়েছেন তিনি। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও বর্তমানে জেলেই। তিনিও জামিনের আবেদন জানিয়েছেন। কিন্তু দিল্লি হাইকোর্টে তাঁর জামিনের আবেদনও চার মাস পিছিয়ে যায়। তাঁর জামিনের আবেদনের পরবর্তী শুনানি ২০২৪ সালের ১০ জানুয়ারি।

উল্লেখ্য, গরু পাচার মামলার তদন্ত এখন বাংলা থেকে সরে দিল্লিতে গিয়েছে। আসানসোল সিবিআই-এর বিশেষ আদালত থেকে সরে মামলা গিয়েছে দিল্লি রাউস অ্যাভিনিউ আদালতে। গরু পাচার মামলার সঙ্গে যুক্ত হয়েছে আর্থিক দুর্নীতি মামলাও। ৪৪/১ সি ধারায় স্থানান্তরের আবেদন করে ইডি। তাতে নিম্ন আদালতের বিচারক সন্তোষ প্রকাশ করেন। তারপরই মামলা সরে দিল্লিতে।

8 months ago
CBI: 'সিবিআইয়ের নোটিস পাই নি, আমার সম্মান হানি করা হচ্ছে,' সাংবাদিক বৈঠকে মন্ত্রী সুজিত

সুপ্রিম কোর্টের থেকে নির্দেশ পেয়ে রাজ্যের পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে আদাজল খেয়ে নেমেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে তলব করেছিল সিবিআই। সেই তদন্তে বৃহস্পতিবার হাজিরা এড়ালেন রাজ্যের দমকল মন্ত্রী। তাঁর দাবি, এই ব্যাপারে তাঁকে কোনও নোটিস দেওয়া হয়নি। 

সল্টলেকে থেকে গ্রেফতার অয়ন শীলকে জেরা করে কেন্দ্রীয় এজেন্সি জানতে পেরেছিল, রাজ্যের ১৫টির বেশি পুরসভায় নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছিল। তার ভিত্তিতেই তদন্ত শুরু করেছিল ইডি এবং সিবিআই। সম্প্রতি এই তাদেরই এই তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

শীর্ষ আদালত থেকে নির্দেশ পাওয়ার পরেই এই দুর্নীতিতে জিজ্ঞাসাবাদের জন্য রাজ্যের প্রথম মন্ত্রী হিসাবে তলব করা হয়েছিল সুজিত বসুকে। সিবিআইয়ের দাবি, অনেক আগে থেকেই রাজ্যের মন্ত্রীকে এই ব্যাপারে নোটিস পাঠানো হয়েছে। যদি তিনি না আসেন পরবর্তীতে কী পদক্ষেপ করা হবে তা পরে বিবেচনা করে দেখা হবে।

8 months ago
Supreme Court: বলা যাবে না 'হাউসওয়াইফ', 'প্রস্টিটিউট'-এর মত শব্দ, নির্দেশিকা জারি সুুপ্রিম কোর্টের

নারীদের (Women) সম্মানার্থে এবারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সুপ্রিম কোর্টে মহিলাদের সম্পর্কে প্রায়ই একাধিক 'আপত্তিকর শব্দ' ব্য়বহার করা হয়, ফলে সেই বিষয়কে পর্যবেক্ষণ করেই একটি নির্দেশিকা দিল সুপ্রিম কোর্ট। 'হ্যান্ডবুক অন কমব্যাটিং জেন্ডার স্টিরিওটাইপস' (Handbook on combating Gender Stereotypes) অর্থাৎ মহিলাদের সম্পর্কে চিরাচরিত বা প্রচলিত ধারণা প্রতিরোধের জন্য এক হ্যান্ডবুক প্রকাশ করলেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সেখানে প্রায় ১০০টির বেশি শব্দ চিহ্নিত করা হয়েছে ও এগুলোর পরিবর্তে কোন শব্দ বা প্রবাদ বলা যেতে পারে, তার উল্লেখও করা হয়েছে হ্যান্ডবুকে।



সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় হ্যান্ডবুক প্রকাশ করে জানিয়েছেন, আদালতের রায়ে সচরাচর মহিলাদের বিষয়ে কিছু কিছু শব্দ প্রয়োগ অনুচিত। ফলে সেইসব আপত্তিকর শব্দের পরিবর্তে কিছু অন্য শব্দই এখন থেকে আদালতে ব্যবহার করা হবে। এই হ্যান্ডবুকের উদ্দেশ্যই হল মহিলাদের প্রতি সম্মান বা সংবেদশীলতা বজায় রাখা। যেমন- এখন থেকে আদালতে কোনও রায়দানে মহিলাদের 'হাউসওয়াইফ' বলা যাবে না, এর বদলে বলতে হবে 'হাউসমেকার'। আবার 'প্রস্টিটিউট' বদলে বলতে হবে 'সেক্স ওয়ার্কার'।

9 months ago


Judge: কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতিকে বদলির সুপারিশ সুপ্রিম কোর্টের, কারা রয়েছেন তালিকায়

কলকাতা হাই কোর্টের তিন বিচারপতিকে বদলির সুপারিশ করল সুপ্রিম কোর্ট। চলতি সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্ট দেশের হাই কোর্টগুলির ২৫ জন বিচারপতিকে বদলির সুপারিশ করেন। তার মধ্যে ছিলেন কলকাতা হাই কোর্টের তিন বিচারপতি। এই তালিকায় আছেন বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়।

শীর্ষ আদালতের সুপারিশ অনুযায়ী, কলকাতা হাই কোর্টের বিচারপতি বিবেক চৌধুরীকে পটনা হাই কোর্ট, বিচারপতি শেখার ববি সরাফকে এলাহাবাদ হাই কোর্ট ও লপিতা বন্দ্যোপাধ্যায়কে পঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে বদলির সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট। এলাহাবাদ থেকে এক বিচারপতিকে কলকাতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে কলেজিয়ামের পক্ষ থেকে।

জুলাইয়ের মাঝামাঝি দিল্লি হাই কোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তকে কলকাতায় বদলির সবুজ সংকেত দেয় কেন্দ্র। রাষ্ট্রপতি ভবনের থেকে জারি করা হয়েছিল প্রেস বিজ্ঞপ্তি।

9 months ago
Manipur: মণিপুর তদন্তে বেনজির নির্দেশ! তিন অবসরপ্রাপ্ত মহিলা বিচারপতির কমিটি গঠন সুপ্রিম কোর্টের

মণিপুরে (Manipur Violence) ‘আইনের শাসনের প্রতি বিশ্বাস' ফেরাতে নানা চেষ্টা চলেছে। এবার গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সোমবার মণিপুরের হিংসা মামলা নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হয়। সেখানে ত্রাণ ও পুনর্বাসনের কাজের তদারকির জন্য প্রাক্তন বিচারপতিদের (তিন জনই মহিলা) নিয়ে একটি কমিটি গড়ল সর্বোচ্চ আদালত। এছাড়াও মণিপুরে পাঠানো হবে ৪২টি স্পেশ্যাল ইনভেস্টেগেশন টিম তথা 'সিট'।

মণিপুরের বিভিন্ন হিংসার ঘটনার তদন্ত, ত্রাণের কাজ, ক্ষতিপূরণ দেওয়া, হিংসায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং বিভিন্ন ধ্বংস হয়ে যাওয়া ধর্মীয় স্থানের পুননির্মাণের মতো মানবিক কাজগুলি পর্যালোচনার জন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেপি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চের গড়া কমিটিতে রয়েছে দেশের বিভিন্ন হাইকোর্টের অবসরপ্রাপ্ত তিন মহিলা বিচারপতি। এই কমিটির নেতৃত্বে থাকবেন জম্মু ও কাশ্মীর হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তল। এছাড়া কমিটিতে থাকছেন বম্বে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শালিনী ফাঁসালার জোশী এবং দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি আশা মেনন।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেছেন, মণিপুরের জনগণের আস্থা বাড়ানোর জন্যই তাদের চেষ্টা। তিনি বলেছেন, ১১ টি এফআইআর সিবিআইকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করবে না। তবে সর্বোচ্চ আদালত নির্দেশ দেবে যাতে তদন্তকারী দলে ৫ জন আধিকারিককে ডিএসপি বা এসপি পদমর্যাদার হতে হবে। তিনি আরও বলেছেন, এই অফিসারদের অন্য রাজ্যের হতে হবে, তাঁরা স্থানীয়দের সঙ্গে হিন্দিতে কথা বলবেন। প্রধান বিচারপতি আরও বলেছেন রাজ্য সরকার ৪২ টি সিট তৈরির কথা বলেছে। সুপ্রিম কোর্ট চায় প্রতিটি সিটের সদস্য হিসেবে কমপক্ষে একজন পরিদর্শক থাকা উচিত, যিনি অন্য রাজ্যের আধিকারিক হবেন। এছাড়াও অন্য রাজ্য থেকে ডিএজি পদমর্যাদার ৬ জন আধিকারিক থাকা উচিত, যাঁরা ওই ৪২ টি সিটের কাজের তত্ত্বাবধান করবেন।

9 months ago


Governer: রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে, রাজ্যপাল বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

রাজ্য-রাজ্যপাল সংঘাতে নজিরবিহীন ঘটনা। রাজ্যেপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য। রাজ্যে বিশ্ববিদ্যালয়গুলিতে এক্রিয়ারের বাইরে গিয়ে উপাচার্য নিয়োগের অভিযোগ করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ব্যাপারে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার একই অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য।

রাজনৈতিক মহলের দাবি, রাজ্য-রাজনীতিতে রাজভবন বনাম রাজ্যের সংঘাতে এই ঘটনা নয়া মোড়। ইতিমধ্যেই রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি অভিযোগ করেছেন, উপাচার্য নিয়োগে কোনও আইন মানছেন না সিভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন গৃহীত হয়েছে। এ নিয়ে দেশের শীর্ষ আদালত কী বলে সে দিকেই আগামী দিনে নজর থাকবে রাজনৈতিক মহলের।

এদিকে, তাঁর নিয়োগ করা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরে যেতে নির্দেশ দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মাস খানেক আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অমিতাভ দত্ত। কিন্তু তিনি প্রাপ্য সমস্ত সুবিধা নিচ্ছিলেন না বলেই জানা গিয়েছে। একই দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর শুক্রবার তাঁকে আচমকা উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া হল। তবে কী কারণে এই সিদ্ধান্ত তা জানা যায়নি।

9 months ago
Rahul: আপাতত জেল খাটতে হচ্ছে না রাহুলকে, মোদি পদবি নিয়ে সুরাত কোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ

রাহুল গান্ধীর সাংসদ পদ মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। 'মোদি' পদবী নিয়ে অপ্রীতিকর মন্তব্যের বিরুদ্ধে সুরাত আদালতে একটি মামলায় দোষী সাব্যস্ত হয় সাংসদ রাহুল গান্ধী। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পর লোকসভা কর্তৃক একটি বিজ্ঞপ্তি জারি করে তার সংসদ পদ খারিজ করা হয়। এবার ওই মামলায় সুরাত আদালতের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি সুপ্রিম কোর্টের এই রায়ে আপাতত লোকসভা নির্বাচনের আগে স্বস্তিতে থাকবে রাহুল গান্ধী ও কংগ্রেস।

সূত্রের খবর, মোদি পদবী নিয়ে অপ্রীতিকর মন্তব্য করায় সুরাট আদালতে একটি মামলা করা হয়। ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সুরাত আদালত তাঁকে দু বছরের জেল হেফাজতের নির্দেশ দেয। সুরাত আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে গুজরাত হাইকোর্টের দ্বারস্থ হয় রাহুল গান্ধী। যদিও সেখানে সুরাত আদালতের রায় বহাল থাকে। এরপর সংসদ পদ বাঁচাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিরোধী দল নেতা রাহুল গান্ধী। আজ অর্থাৎ শুক্রবার ওই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট প্রাথমিক পর্যায়ে সুরাট আদালতের এই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়।

9 months ago
Manik: মানিকের বিরুদ্ধে শিক্ষক বদলি মামলায় তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জ গঠনের কথা জানিয়েও সেই সিদ্ধান্ত থেকে সরে এল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ তাঁর বিরুদ্ধে ইডি ও সিবিআইকে তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিল। বৃহস্পতিবারের শুনানিতে মানিকের জামিনের আর্জি জানানো হয়নি। আপাতত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন কলকাতার নগর দায়রা আদালতের বিচারক। পাশাপাশি শিক্ষকদের বদলি সংক্রান্ত মামলার তদন্তেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে খবর। এ বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি হবে না আপাতত।

উল্লেখ্য, প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে জেলবন্দি অবস্থায় রয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বারবার জামিন খারিজ হচ্ছে তাঁর। এমনকী মানিক ভট্টাচার্য স্ত্রী ও ছেলের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার শুনানিতে ইডির আইনজীবী আদালতে জানান, তাঁরা অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠনের জন্য প্রস্তুত। তারপর এই মামলায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে চান তাঁরা। বিচারক ইডির আইনজীবীর কাছে জানতে চান, মানিক সংক্রান্ত মামলায় তাঁদের তদন্ত শেষ হয়েছে কি না। এর কিছু সময় পরেই দেখা যায়, আদালতে ইডি-র পক্ষ থেকে একটি নথি পেশ করা হয়। কিন্তু তা পেশ করার আগেই তারা আদালতকে জানায়, চার্জ গঠনের আবেদন তারা করছে না।

9 months ago


Abhishek: জিজ্ঞাসাবাদে অভিষেককে দিল্লি ডাকতে পারবে না ইডি, সুপ্রিম কোর্টে জোড়া স্বস্তি অভিষেকের

জোড়া স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।অভিষেক বন্দ্যোপাধ্যায় ও স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি হয়েছিল। এবার ইডিকে সেই নোটিস তুলে নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। তবে শীর্ষ আদালত বলেছে, বিদেশযাত্রার সাত দিন আগে  ইডির কাছ থেকে অনুমতি নিতে হবে।

শুক্রবার বিচারপতি সঞ্জয় কিসন কউল ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন কপিল সিব্বল। কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল ইডির হয়ে সওয়াল করেন।

গত সোমবার এই সংক্রান্ত মামলার শুনানিতে, তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানো উচিত নয়। এমনই জানিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই চোখের চিকিৎসা করাতে দুবাই যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে ডাকা যাবে না। এক মামলার শুনানিতে এই নির্দেশই দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রয়োজনে ইডি আধিকারিকদের কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। 

জিজ্ঞাসাবাদের জন্য ইডি যে অন্য শহরে ডেকে পাঠাচ্ছে তা নিয়ে আপত্তি তুলে মামলা করেছিলেন অভিষেক রুজিরা। যদিও এই মামলার শুনানি শেষে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ইডি ডাকলে দিল্লি যেতেই হবে অভিষেক ও রুজিরাকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন তাঁরা। আগেই সুপ্রিম কোর্ট দিল্লি হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল। শুক্রবার সেই স্থগিতাদেশই বহাল রাখল শীর্ষ আদালত।

9 months ago
Supreme Court: সুপ্রিম ধাক্কা রাজ্যের, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি হিমা কুহেলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ এই নির্দেশ দেয়। এর ফলে প্রায় ১২ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আপাতত বন্ধ থাকছে। এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ২০২০-২২ শিক্ষাবর্ষের প্রশিক্ষিতরা ওই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

২০১৭ সালের প্রশিক্ষিত চাকরী প্রার্থীরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। কিন্তু বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ খারিজ করে দেয়। তারপর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে।

9 months ago


Supreme Court: মণিপুরের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার হলেও সুপ্রিম ভৎসনার মুখে পুলিস, ফাঁসির আবেদন মুখ্যমন্ত্রীর

মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার এবিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ মণিপুর সরকারের কাছ থেকে রিপোর্ট তলব করেছে। আদালতের হুঁশিয়ারি, সরকার কোনও পদক্ষেপ না করলে আদালত স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করবে। এদিকে এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। বৃহস্পতিবার সকালে টুইট করে তিনি জানিয়েছেন, ইতিমধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, অপরাধীদের যাতে মৃত্যুদণ্ড হয় তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার রাতে বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে মণিপুরের একটি ভিডিও ভাইরাল হয়। দেখা যায় দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো হচ্ছে (যদিও সিএন-ডিজিটাল ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি)। অভিযোগ, ওই দুই মহিলাকে গণধর্ষণও করা হয়।

ওই ভিডিও ভাইরাল হতেই বৃহস্পতিবার সকালে তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, সভ্য সমাজের জন্য ওই ঘটনা নিন্দাজনক। অন্যদিকে মেইতেই সম্প্রদায়ের বিরুদ্ধেই ওই নিন্দাজনক ঘটনার অভিযোগ উঠেছে।

10 months ago
Abhishek: কুন্তল ঘোষ চিঠি মামলায় সুপ্রিম ধাক্কা অভিষেক বন্দোপাধ্যায়ের

কুন্তল ঘোষ (Kuntal Ghosh) চিঠি মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। 'সুপ্রিম' রক্ষাকবচ পেলেন না তৃণমূল সাংসদ। সিবিআইয়ের মতো ইডিও জেরা করতে পারবে অভিষেককে।  সোমবার মামলার শুনানিতে এমনই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্টের রায়ে হস্তক্ষেপই করতে চাইল না শীর্ষ আদালত।

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় হাইকোর্ট অভিষেককে জেরার যে নির্দেশ দিয়েছিলেন, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন অভিষেক। এদিন সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, হাই কোর্টের একক বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল তাতে হস্তক্ষেপ করলে তদন্তে বাধা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আদালত এ ব্যাপারে নাক গলাবে না। তবে, অভিষেককে যে ২৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল, তা তৃণমূল নেতাকে দিতে হবে না বলে জানিয়েছে আদালত। এদিকে, অভিষেক-রুজিরার বিদেশ যাত্রার অনুমতির মামলা শোনেনি সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, কুন্তল ঘোষ চিঠি সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ইডি এবং সিবিআই চাইলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় মামলা। ওই মামলা সরিয়ে দেওয়া হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে। তারপর সেই মামলা আবার হাইকোর্টেই ফিরে আসে। বদলে যায় বিচারপতির এজলাস।

মামলাটি যায় বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে। তবে তাতেও সুরাহা হয়নি অভিষেকের। ইডি এবং সিবিআইয়ের জেরার হাত থেকে কোনওরকম রক্ষাকবচ পাননি। উল্টে জরিমানা করা হয় অভিষেক ও কুন্তলকে। পরে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। শীর্ষ আদালতে জরিমানার উপর স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু, আদালত জানিয়েছিল, অভিষেককে জেরা করতে পারবে সিবিআই। এবার ইডি-কেও অভিষেককে জেরার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট।

10 months ago
Supreme Court: প্রাথমিকের ৩২ হাজার চাকরি বাতিল, জাস্টিস গাঙ্গুলির রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

৩২ হাজার প্রাথমিক চাকরি বাতিলের নির্দেশের উপর স্থগিতাদেশ (suspension) দিল সুপ্রিমকোর্ট (Supreme Court)। শুক্রবার শীর্ষ আদালত ওই নির্দেশ দিয়েছে। কয়েকমাস আগে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে মামলা করে।

নিয়োগ দুর্নীতির অভিযোগে প্রথমে ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পরে বদল করে ৩২ হাজার করেছিলেন তিনি। পাশাপাশি চার মাসের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দেওয়া হয়েছিল।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিলেন চাকরিহারাদের একাংশ। সেখানে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কিছুটা পরিবর্তন করা হয়। ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয়, ওই ৩২ হাজার প্রাথমিক শিক্ষককে পার্শ্বশিক্ষক হিসাবে কাজ করতে হবে না। তাঁরা যেমন নিযুক্ত ছিলেন তেমনই থাকবেন। তবে পর্ষদকে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে।

এর পর হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান প্রাথমিক শিক্ষকদের একাংশ। সেখানে বিচারপতি জে কে মহেশ্বরী এবং কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ খারিজ করে দেয়।

10 months ago


CBI: মনোনয়নের নথি বিকৃত করার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের

পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) নথি বিকৃতির ঘটনায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ রাজ্য। সূত্রের খবর, গতকাল অর্থাৎ বুধবার উলুবেড়িয়া এক ব্লকের দুজন প্রার্থী ওমজা বিবি ও কাশ্মীরা বিবির মনোনয়ন পত্র ঘিরে অভিযোগ ওঠে। ওই দুই প্রার্থীর অভিযোগ তাঁরা সঠিক মনোনয়ন জমা দেওয়া সত্ত্বেও তাদের মনোনয়নের স্কুটিনি পর্যায় বাদ দিয়ে দিয়েছেন বিডিও। এবং ওই মনোনয়নপত্রের নথি বিকৃত করা হয়েছে এমনই অভিযোগ ওই দুই প্রার্থীর।

এরপরই ওই দুই প্রার্থী হাইকোর্টের দ্বারস্থ হয় বুধবার এই মামলার শুনানিতে, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সমস্ত সওয়াল জবাব শুনে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয়, যা রীতিমত নজিরবিহীন।

সূত্রের খবর আজ অর্থাৎ বৃহস্পতিবার এই মামলাকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য। এই বিষয়ে উলুবেড়িয়া ব্লকের বিডিও নীলাদ্রি শেখর দেকে ফোন করা হলে, তিনি ফোনে কোনও উত্তর দিতে চাননি। পাশাপাশি এ বিষয়ে উলুবেড়িয়ায়র এসডিও কে জিজ্ঞেস করা হলে তিনিও কোনও উত্তর দিতে চান নি।

11 months ago
Force: ২৪ ঘন্টার মধ্যে বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন করতে পারে কমিশন!

কেন্দ্রের কাছে ২৪ ঘন্টার মধ্যে বাহিনী (Central Force) চাওয়ার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (Election Commision)। সূত্রের খবর, মঙ্গলবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খাবার পর কেন্দ্রের কাছে বাহিনী চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরকে চিঠি লিখে ২৪ ঘন্টার মধ্যে বাহিনীর আবেদন করবে রাজ্য নির্বাচন কমিশন।

সূত্রের খবর, গত সপ্তাহে বৃহস্পতিবার কংগ্রেস এবং বিজেপির করা একটি মামলায়, হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম নির্দেশ দেয়, রাজ্যের প্রতিটি জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এবং তিনি আরও নির্দেশ দেন যে ৪৮ ঘন্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে পাঠাতে হবে। এরপর অবশ্য ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও কমিশন কোনও সিদ্ধান্তই নেয় নি। পাশাপাশি হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য নির্বাচন কমিশন। এরপরই কার্যত সুপ্রিম কোর্ট সমস্ত সওয়াল জবাবের পর, হাইকোর্টের রায়কে বহাল রাখে। এরপর মঙ্গলবার থেকে আরও তৎপর হয় নির্বাচন কমিশন। এবং এখনও অবধি পাওয়া সূত্রের খবর অনুযায়ী, প্রতিটি জেলার জন্য দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আবেদন করবে রাজ্য নির্বাচন কমিশন।

11 months ago