Breaking News
Abhishek Banerjee: বিজেপি নেত্রীকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ, প্রশাসনিক পদক্ষেপের দাবি জাতীয় মহিলা কমিশনের      Convocation: যাদবপুরের পর এবার রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সমাবর্তনে স্থগিতাদেশ রাজভবনের      Sandeshkhali: স্ত্রীকে কাঁদতে দেখে কান্নায় ভেঙে পড়লেন 'সন্দেশখালির বাঘ'...      High Court: নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সুদ সহ বেতন ফেরতের নির্দেশ হাইকোর্টের      Sandeshkhali: সন্দেশখালিতে জমি দখল তদন্তে সক্রিয় সিবিআই, বয়ান রেকর্ড অভিযোগকারীদের      CBI: শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ! তদন্তে সিবিআই      Vote: জীবিত অথচ ভোটার তালিকায় মৃত! ভোটাধিকার থেকে বঞ্চিত ধূপগুড়ির ১২ জন ভোটার      ED: মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, শ্রীঘই হাইকোর্টে রিপোর্ট পেশ ইডির      Ram Navami: রামনবমীর আনন্দে মেতেছে অযোধ্যা, রামলালার কপালে প্রথম সূর্যতিলক      Train: দমদমে ২১ দিনের ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ ট্রেন, প্রভাবিত কোন কোন রুট?     

ShankarAdhya

Ration Scam: রেশন দুর্নীতির দ্বিতীয় চার্জশিটে শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের নাম

শিয়রে লোকসভা নির্বাচন। তাই নির্বাচনের পূর্বে একের পর দুর্নীতির জাল গোটাতে তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা মহল। ইডির রেশন দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে একাধিক রাঘববোয়াল। ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছিল ইডি। সেই দুর্নীতির সূত্র ধরে সম্প্রতি পুলিসের জালে ধরা পড়েছে সন্দেশখালির প্রভাবশালী তৃণমূল নেতা শেখ শাহজাহান। আগামী সপ্তাহে রেশন দুর্নীতি মামলায় দ্বিতীয়বার চার্জশিট জমা দেওয়ার সিদ্ধান্ত ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা ধৃত তৃণমূল নেতা শঙ্কর আঢ্য ও তাঁর বিভিন্ন ফরেক্স সংস্থার বিরুদ্ধেও একাধিক তথ্যের উল্লেখ চার্জশিটে রয়েছে বলে সূত্রের খবর। তবে শুধু শঙ্কর আঢ্য নয় তার পরিবারের আরও কয়েকজন এই দুর্নীতির নেপথ্যে রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দামহলের। ফরেক্স ছাড়াও শঙ্করের পরিবারের অন্যান্য সদস্যদের একাধিক কোম্পানির নামও থাকার সম্ভাবনা রয়েছে চার্জশিটে।

কিন্তু তদন্ত এখানেই শেষ নয়। দুর্নীতির রহস্যের পর্দাফাঁস করতে ইডির দ্বিতীয় চার্জশিটেও রেশন বন্টনে কারচুপিতে ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা সংক্রান্ত তথ্য থাকছে। মূলত রেশন দুর্নীতির টাকা বালু ওরফে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ঘুরে কিভাবে শঙ্কর আঢ্যের মাধ্যমে বিদেশে পাচার হয়েছে? এমনকি দুবাইতে যে সংস্থায় রেশন দুর্নীতির টাকা লগ্নি হয়েছে তারও স্পষ্ট উল্লেখ রয়েছে চার্জশিটে। সূত্রের খবর এর আগে শঙ্কর ও তার কোম্পানির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা দুবাইতে পাঠানোর তথ্য হাতে এসেছিল ইডির।  ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ লক্ষেরও বেশি টাকা পাঠানো হয়েছিল শঙ্কর ওরফে ডাকু মারফত। এখন ইডির পেশ করা দ্বিতীয় চার্জশিটে রেশন বন্টন দুর্নীতির আর কোন কোন সত্য প্রকাশ পায় সেটাই দেখার।

2 months ago
Shankar Adhya: 'বালু-বিশ্বজিৎকে চিনি না', চিকিৎসার জন্য কাতর আবেদন শঙ্করের

রেশন বন্টন দুর্নীতির তদন্তে নেমে বাকিবুর ও বালুর সূত্র ধরে ইডির জালে ধরা পড়েছিল দাপুটে রাঘব বোয়াল বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। আর্থিক দুর্নীতি, বিদেশে মুদ্রা পাচার-সহ পরিবারের নামে একাধিক কোম্পানি এমনকি নিজের নামেও একাধিক FFMC কোম্পানি, সবেতেই যে দুর্নীতির কাণ্ডারি শঙ্কর, সেই তথ্যের সন্ধান মিলেছিল ইডির তল্লাশিতে। ইডির হাতে এসেছিল শঙ্করের ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানির খোঁজও। শঙ্কর ও তাঁর পুত্র শুভ আঢ্যের বিদেশি কোম্পানির হদিশও পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দামহল।

ইতিমধ্যেই, শুক্রবার নগর দায়রা আদালতে পেশ করা হয়েছে রেশন বন্টন দুর্নীতিতে ধৃত শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে। শনিবার ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মামলা কলকাতার নগর দায়রা আদালতে পেশ করা হয়। আলিপুর সংশোধনাগার থেকে ধৃত শঙ্কর আঢ্যকে আদালতে নিয়ে আসার সময় সাংবাদিকদের প্রশ্নে তিনি জ্যোতিপ্রিয় মল্লিক বা বিশ্বজিৎ দাসকে চেনেন না, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন।

সাংবাদিক শঙ্কর আঢ্যকে প্রশ্ন করেন, জ্যোতিপ্রিয় মল্লিকের কালো টাকা বিশ্বজিৎ দাসের হাত ঘুরে আপনার কোম্পানিতে আসতো? শঙ্করের সাফ জবাব, 'চিনি না... আমি এদের কাউকেই চিনি না।'

এদিন ইডির বিশেষ আদালতে শঙ্কর আঢ্যের মামলা চলে ভারপ্রাপ্ত বিচারক শুভেন্দু সাহার অধীনে। শঙ্করের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী জাকির হুসেন এবং আইনজীবী শ্যামল ঘোষ। পাশাপাশি ইডির তরফে ছিলেন আইনজীবী ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন শঙ্কর আঢ্যর আইনজীবী, আদালতে সিজার লিস্ট এবং কেস ডাইরির আবেদন জানান। কোনও জামিনের আবেদন করা হয়নি শঙ্কর আঢ্যর আইনজীবীর তরফে। অন্যদিকে ইডির তরফে শঙ্কর আঢ্যর জেল হেফাজতের জন্য আবেদন করা হয়েছে আদালতে। তবে শনিবার আদালতে বিচারকের কাছে কাতর আবেদন ধৃত শঙ্কর আঢ্যর।

এখন গরিবের অন্ন নিয়ে ঠিক কত পরিমাণ দুর্নীতিতে মজেছিলেন শঙ্কর আঢ্য ওরফে ডাকু? তা জানার অপেক্ষাতেই বঙ্গের ওয়াকিবহাল মহল।

3 months ago
Shankar Adhya: ফের বিপাকে শঙ্কর, আদালতে বিস্ফোরক দাবি ইডির

শঙ্কর আঢ্য এই মুহূর্তে ইডির হাতে গ্রেফতার হয়ে রয়েছেন জেলে। তাঁকে নিয়ে চলছেই ইডির তদন্ত। আগেই জানা গিয়েছিল, আর্থিক দুর্নীতি, বিদেশে মুদ্রা পাচার-সহ পরিবারের নামে একাধিক কোম্পানি এমনকি নিজের নামেও একাধিক FFMC কোম্পানি, সবেতেই দুর্নীতির শিরোমণি মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্কর। ইডির হাতে এসেছিল শঙ্করের ফরেন মানি এক্সচেঞ্জ কোম্পানির খোঁজও।

এবার, শঙ্করকে নিয়ে আদালতেও বিস্ফোরক দাবি ইডির। দুবাইতে শঙ্করের ফরেক্স কোম্পানির নথি, আদালতে পেশ করল ইডি। জানা যাচ্ছে, শঙ্কর ও তার কোম্পানির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা পাঠানো হত দুবাইতে। ভারতীয় মুদ্রায় প্রায় ৬৬ লক্ষেরও বেশি টাকা পাঠানো হয়েছে শঙ্কর ওরফে ডাকু মারফত।

সবমিলিয়ে, গরিবের চাল চুরির দুর্নীতিতে শঙ্করের নাম জোড়ার পর থেকেই তদন্তে যা তথ্য তাকে নিয়ে উঠে আসছে, তাতে তদন্তকারী সংস্থার বুঝতে বাকি নেই যে শঙ্করের দুর্নীতির শিকড় আরও গভীরে। দিন যতই এগোচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশিতে ততই প্রকাশ্যে আসছে একের পর গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ। এখন আদালতে শঙ্করের কোম্পানির নথি পেশ করার পর, খতিয়ে দেখা হচ্ছে এই টাকার সঙ্গে রেশন বন্টন দুর্নীতির যোগ ঠিক কতটা। দেখা হচ্ছে, গরিবের অন্ন  নিয়ে ঠিক কতটা পরিমাণ দুর্নীতিতে মজেছিলেন শঙ্কর আঢ্য ওরফে ডাকু। 

3 months ago


Shankar Adhya: রেশন দুর্নীতিতে অভিযুক্ত শঙ্করকে ফের জেল হেফাজতের নির্দেশ আদালতের

রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরই ইডির জালে ধরা পড়েছেন দুর্নীতির আরেক রাঘব বোয়াল বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। আজ, শনিবার তাঁর জেল হেফাজত শেষে ফের আদালতে পেশ করা হয়। আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি।

অভিযোগ, আর্থিক দুর্নীতি, বিদেশে মুদ্রা পাচার-সহ পরিবারের নামে একাধিক কোম্পানি এমনকি নিজের নামেও একাধিক FFMC কোম্পানি, সবেতেই দুর্নীতির শিরোমণি মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্কর। সেই তথ্যের সন্ধান আগেই পেয়েছিল ইডি। এবার তদন্তের গতি বাড়াতেই শঙ্করের ফরেন এক্সচেঞ্জ মানি কোম্পানির হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে কোম্পানি থেকে ভারতীয় মু্দ্রা বৈদেশিক মুদ্রায় বিনিময়ে করা হত RBI মারফত। ধৃত শঙ্কর আঢ্যের সেই মুদ্রা বিনিময়ের কারবার সংক্রান্ত নথি জোগাড় করতেই শুক্রবার RBI কে চিঠি দেয় ইডি।

তবে দুর্নীতির শিকড় যে আরও গভীরে তা বুঝতে বাকি নেই ইডিরও। তাই দুর্নীতির নয়া মোড়ের সন্ধানে শঙ্করের ভাই মলয় আঢ্যতে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, আগামী সোমবার ব্যাঙ্কের যাবতীয় নথি ও শঙ্করের ব্যবসায়িক তথ্য নিয়ে মলয় আঢ্যকে সিজিওতে তলব ইডির।

প্রসঙ্গত, রাজ্যের রেশনবন্টন দুর্নীতিকাণ্ডে একে একে গ্রেফতার ব্যবসায়ী বাকিবুর, মন্ত্রী জ্যোতিপ্রিয় এবং পরবর্তীতে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। দিন যতই এগোচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশিতে ততই প্রকাশ্যে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ।

3 months ago
Shankar Adhya: শঙ্করের বৈদেশিক মুদ্রা বিনিময় কোম্পানির হদিশ, সিজিওতে তলব মলয় আঢ্যকে

রেশন বন্টন দুর্নীতিকাণ্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পরই ইডির জালে ধরা পড়েছেন দুর্নীতির আরেক রাঘব বোয়াল বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা দাপুটে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। অভিযোগ, আর্থিক দুর্নীতি, বিদেশে মুদ্রা পাচার-সহ পরিবারের নামে একাধিক কোম্পানি এমনকি নিজের নামেও একাধিক FFMC কোম্পানি, সবেতেই দুর্নীতির শিরোমণি মন্ত্রী ঘনিষ্ঠ শঙ্কর। সেই তথ্যের সন্ধান আগেই পেয়েছিল ইডি। এবার তদন্তের গতি বাড়াতেই শঙ্করের ফরেন এক্সচেঞ্জ মানি কোম্পানির হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে কোম্পানি থেকে ভারতীয় মু্দ্রা বৈদেশিক মুদ্রায় বিনিময়ে করা হত RBI মারফত। ধৃত শঙ্কর আঢ্যের সেই মুদ্রা বিনিময়ের কারবার সংক্রান্ত নথি জোগাড় করতেই এবার RBI কে চিঠি ইডির।

তবে দুর্নীতির শিকড় যে আরও গভীরে তা বুঝতে বাকি নেই ইডিরও। তাই দুর্নীতির নয়া মোড়ের সন্ধানে শঙ্করের ভাই মলয় আঢ্যতে হাজিরার নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। সূত্রের খবর, আগামী সোমবার ব্যাঙ্কের যাবতীয় নথি ও শঙ্করের ব্যবসায়িক তথ্য নিয়ে মলয় আঢ্যকে সিজিওতে তলব ইডির।

প্রসঙ্গত, রাজ্যের রেশনবন্টন দুর্নীতিকাণ্ডে একে একে গ্রেফতার ব্যবসায়ী বাকিবুর, মন্ত্রী জ্যোতিপ্রিয় এবং পরবর্তীতে তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। দিন যতই এগোচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তল্লাশিতে ততই প্রকাশ্যে আসছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ। আগামী সোমবার মলয় আঢ্যের পেশ করা নথি ও তথ্য প্রমাণের উপর ভিত্তি করে রেশন বন্টন দুর্নীতির রহস্যে নতুন আর কোন কোন রাঘব বোয়ালের নাম জড়ায় এখন সেটাই দেখার।

3 months ago


Ration Scam: বাকিবুরের সঙ্গে ঘনিষ্ঠতা শঙ্করের, ইডির চিঠি রাজ্য পুলিসের ডিজিকে

রেশন দুর্নীতিকাণ্ডে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আঢ্যের বিরুদ্ধে এবার একাধিক বিস্ফোরক তথ্য উঠে এলো ইডির হাতে। শুধুমাত্র মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক নয়, রেশন দুর্নীতির অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমানের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে শঙ্কর আঢ্যের। দীর্ঘদিন বাকিবুরের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তৃনমূল নেতা শঙ্কর আঢ্য। এমনকি বাকিবুর রহমানের পানশালা এবং গাড়ি বিক্রির ব্যবসায় টাকা বিনিয়োগ করতেন শঙ্কর। এমনই বিস্ফোরক তথ্য এবার উঠে এলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে।

এছাড়াও রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে রাজ্য পুলিসের ডিজিকে চিঠিও দেওয়া হয়েছে ইডির তরফে। ইডির দাবি, কীভাবে দুর্নীতি হয়েছে এবং কোন কোন জায়গায় দুর্নীতি হয়েছে এই সমস্ত বিস্তারিত ভাবে খতিয়ে দেখুক রাজ্য পুলিস। প্রসঙ্গত, ২০২০ সালেই রেশন দুর্নীতি কাণ্ডে রাজ্য পুলিস প্রথম মামলা রুজু করেছিল বলে ইডি সূত্রে খবর।

বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের ফোরেক্স সংস্থার মাধ্যমে কোটি কোটি ভারতীয় টাকা, ডলার সহ বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করে বিদেশে পাচার করার অভিযোগ আগেই উঠেছে। এবার রেশন দুর্নীতিকাণ্ডে জেলবন্দি বাকিবুর রহমানের পানশালা এবং গাড়ির ব্যবসায় টাকা বিনিয়োগের ক্ষেত্রেও নাম জড়ালো শঙ্করের। রেশন দুর্নীতির জাল কতদূর বিস্তৃত এবং এই দুর্নীতির সঙ্গে শাসকদলের আর কোন কোন প্রভাবশালীর নাম জড়িয়ে? আদৌ কি এই দুর্নীতির কোনও শেষ আছে? এই সব তথ্য জানতেই এবার ইডির পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে বঙ্গের ওয়াকিবহাল মহল।

4 months ago
Ration Scam: জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই বিস্তৃত হয়েছে রেশন বণ্টন দুর্নীতির জাল, স্বীকরোক্তি খোদ বালুর!

ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে রেশন দুর্নীতির চাঞ্চল্যকর তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে স্বীকার করেছেন রেশন বন্টনে দুর্নীতির কথা তিনি জানতেন। তাঁর নির্দেশেই রেশন দুর্নীতির জাল বিস্তৃত করেছিলেন শঙ্কর আঢ্য। বালুর নির্দেশে 'ডাকু' এভাবেই রেশন বন্টন দুর্নীতির অর্থ পাচার করতেন বিদেশে। এবার বিস্ফোরক তথ্য প্রকাশ্যে রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রয় মল্লিককে নিয়ে।

ব্যাঙ্কশাল কোর্টে জমা দেওয়া রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে স্বীকার করেছেন যে দুর্নীতি হচ্ছে তিনি জানতেন। ইডির পাশাপাশি সিআইডিও এই রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত করছে। এই মর্মে প্রেসিডেন্সি জেলে গিয়ে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিককে একাধিক প্রশ্ন করা হয়। আর সেই জেরা থেকেই রেশন বন্টন দুর্নীতির এই বিস্ফোরক তথ্য উঠে আসে ব্যাঙ্কশাল আদালতে।

আদালতে পেশ করা নথি থেকে জানা যাচ্ছে, রেশন বন্টনে দুর্নীতি হচ্ছে তা জানতেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর নির্দেশেই বাংলায় বিস্তার ঘটেছিল রেশন বন্টন দুর্নীতির জাল। প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমানে ধৃত জ্যোতিপ্রয় মল্লিকের নির্দেশেই ধৃত প্রাক্তন পুর প্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকুর কোম্পানির মাধ্যমে বিদেশে পৌঁছে যেত গরিবের চাল চুরির বিপুল টাকা। এই গোটা চক্রে একাধিক মিল মালিক ও সন্দেহজনক কয়েকজন প্রভাবশালী যুক্ত বলে দাবি ইডির তরফে।

রেশন বন্টন দুর্নীতির বিস্ফোরক এই তথ্য সামনে আসার পর, ফের মোড় ঘুরল তদন্তের। এখন গরিবের চাল নিয়ে এমন বিদেশ খেলা প্রকাশ্যে আসার পর, সাধারণের একটাই প্রশ্ন, গরিব মানুষের এমন বঞ্চিত করে, দুর্বলের ওপর সবলের অত্যাচারের দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো?

4 months ago
ED: শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় হামলা, অভিযোগ দায়ের ইডির তরফে, তদন্তে বনগাঁ থানা

নতুন বছরের শুরু থেকেই রেশন দুর্নীতি কাণ্ডে অত্যন্ত তৎপর হতে দেখা গেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে। আর এই রেশন বন্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ি ও শ্বশুরবাড়ি-সহ মোট ৫ জায়গায় ম্যারাথন তল্লাশি অভিযানে নামে ইডি।  প্রায় ১৭ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সেদিন মধ্যরাতে গ্রেফতার করা হয় শঙ্কর আঢ্যকে। তবে শঙ্কর আঢ্যকে গ্রেফতারের সময় বনগাঁতেও দেখা গিয়েছিল সন্দেশখালির ছায়া।  আঢ্যকে গ্রেফতারের পর বনগাঁর বাড়ি থেকে নিয়ে বেরনোর সময় বিক্ষোভের মুখে পড়তে হয় ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীকে। হামলার চেষ্টা করা হয়  ইডি আধিকারিকদের ওপর। পাশাপাশি ইডি আধিকারিকদের গাড়ি ভাঙচুর সহ  কেন্দ্রীয় বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইঁট ছোড়া হয় এবং গালিগালাজও করা হয়েছিল বলে সূত্রের খবর। 

এই ঘটনায়  অভিযোগ দায়ের করা হয়েছিল ইডির পক্ষ থেকে। এতদিন পর এই ঘটনা নিয়ে তৎপর হতে দেখা গেল বনগাঁ থানার পুলিসকে। ঘটনার তদন্ত শুরু করল বনগাঁ থানার পুলিস । সিজিও কমপ্লেক্সে এসে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিককে প্রায়  দেড় ঘন্টা জিজ্ঞাসাবাদ করে বনগাঁ থানার পুলিস । সেদিন ঠিক কী ঘটনা ঘটেছিল, কোনও  ব্যক্তি আহত হয়েছিল কিনা,  কটা গাড়ি ভাঙচুর করা হয়েছিল, এই সমস্ত বিষয়ে তথ্য  সংগ্রহ করে নিয়ে যান বনগাঁ থানার পুলিস। 

প্রসঙ্গত রেশন দুর্নীতি কাণ্ডে তদন্তের সময়ে সন্দেশখালি এবং বনগাঁতে যেভাবে হামলার মুখে পড়তে হয়েছে ইডিকে, তাতে রাজ্য পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠছেই। পাশাপাশি এই দুর্নীতি কাণ্ডের অন্যতম শেখ শাহজাহানকে এখনও আটক করতে না পারায় রাজ্য পুলিসের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন কিন্তু থেকেই যাচ্ছে। 

4 months ago


ED: রেশন দুর্নীতিতে অভিযুক্ত শঙ্করের সঙ্গে 'ফোনে' যোগাযোগ বালুর! ইডির তদন্তে বিস্ফোরক তথ্য

রেশন বন্টন দুর্নীতিতে ইডির জালে ধরা পড়েছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তারপর থেকেই ইডির তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে শঙ্করের বিরুদ্ধে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠমহলের তালিকাতেও মেলে শঙ্কর আঢ্যের নাম। শঙ্করের নেপথ্য কাহিনী জানার জন্য যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু হয় ইডির। এমনকি তাঁর পরিবারের সদস্যদেরও বারবার তলব করেন ইডি আধিকারিকরা। এবার শঙ্করে আঢ্যের ভাই মলয় আঢ্যকে চতুর্থবারের জন্য তলব করল ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কল ডিটেইলস থেকে প্রাপ্য তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক প্রায়শই ফোনের মাধ্যমে শঙ্কর আঢ্যের সঙ্গে যোগাযোগ রাখতেন। শঙ্কর আঢ্য এবং তাঁর ছেলে শুভ আঢ্য একটি বিদেশি কোম্পানির মালিক। কোম্পানির নাম এস.বি.আর.এম জেনারেল ট্রেডিং। সূত্রের খবর, এই কোম্পানিটি দুবাই-এ অন্তর্ভুক্ত। তবে এই কোম্পানির মাধ্যমে কতখানি দুর্নীতি হয়েছে সেই বিষয়ে এখনও তদন্ত চলছে।

উল্লেখ্য, গত সপ্তাহে মারকুইস স্ট্রিটের ফরেক্স কোম্পানিতে ইডির তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা 'নিজের' বলে দাবি করেন বালু ঘনিষ্ঠ শঙ্কর। সাংবাদিকদের মুখোমুখি হতেই শঙ্করের সাফ জবাব, ওই টাকা আমার কারেন্সি। তবে তদন্তের স্বার্থে পরিবারকে ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ সুকৌশলে এড়ালেন শঙ্কর। ইডি তদন্তের স্বার্থে যাকে খুশি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানান তিনি।

প্রসঙ্গত, শঙ্কর আঢ্যের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি ও অফিসেও হয়েছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন ৬টি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থাও রয়েছে, যে সংস্থা গুলি থেকে সাড়ে ৮ লক্ষ টাকা সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি। মূলত, ওই বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা মারফত রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার চালাত শঙ্কর, দাবি ইডির। বাজেয়াপ্ত যাবতীয় সেই নথি ও তথ্যপ্রমাণ আদালতে পেশ করার পরবর্তী সময়ে রেশন বন্টন দুর্নীতির রহস্য কোন দিকে মোড় নেয়, জবাব দেবে সময়।

4 months ago
Shankar Adhya: শঙ্কর আঢ্যকে আদালতে পেশ, উদ্ধার টাকা 'নিজের' বলে দাবি শঙ্করের

রেশন বন্টন দুর্নীতিতে ইডির জালে ধরা পড়েছিলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তারপর থেকেই ইডির তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে শঙ্করের বিরুদ্ধে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠমহলের তালিকাতেও মেলে শঙ্কর আঢ্যের নাম। শঙ্করের নেপথ্য কাহিনী জানার জন্য যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত শুরু হয় ইডির। ১৪ দিনের হেফাজত শেষে শনিবার সেই শঙ্কর আঢ্যকে ফের আদালতে পেশের সিদ্ধান্ত ইডি আধিকারিকদের। এমনকি রহস্যের তল পেতে শঙ্করের পরিবারের সদস্যদেরও জেরার ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় গোয়েন্দামহল।

কিন্তু এদিন সাংবাদিকদের মুখোমুখি হতে বিস্ফোরক মন্তব্য বালু ঘনিষ্ঠ শঙ্করের। গত সোমবার মারকুইস স্ট্রিটের ফরেক্স কোম্পানিতে ইডির তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা 'নিজের' বলে দাবি অভিযুক্তের। শঙ্করের সাফ জবাব, ওই টাকা আমার কারেন্সি। তবে তদন্তের স্বার্থে পরিবারকে ইডির জিজ্ঞাসাবাদ প্রসঙ্গ সুকৌশলে এড়ালেন শঙ্কর। ইডি তদন্তের স্বার্থে যাকে খুশি তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানান তিনি।

এমনকি সম্প্রতি ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের জেল থেকে লেখা চিঠিতে তাঁর নাম উল্লেখ থাকা নিয়েও মুখ খুললেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান। মন্ত্রীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন শঙ্করের, জেল হেফাজতে কাগজ-পেন পেলেন কীভাবে জ্যোতিপ্রিয় বাবু? আগে সেই বিষয়টার তদন্ত হোক। নিজেকে মূলত গভীর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন ধৃত শঙ্কর আঢ্য।

প্রসঙ্গত, ১৪ দিনের ইডি হেফাজতে থাকার সময়ে শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য হাতে পেয়েছে ইডি। পাশাপাশি, শংকর আঢ্যের একাধিক ঘনিষ্ঠ ব্যক্তির বাড়ি ও অফিসেও হয়েছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, শঙ্কর আঢ্য ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন ৬টি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থাও রয়েছে, যে সংস্থা গুলি থেকে সাড়ে ৮ লক্ষ টাকা সহ একাধিক নথি বাজেয়াপ্ত করেছে ইডি।মূলত, ওই বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থা মারফত রেশন দুর্নীতির কোটি কোটি কালো টাকা সাদা করার কারবার চালাত শঙ্কর, দাবি ইডির।বাজেয়াপ্ত  যাবতীয় সেই নথি ও তথ্যপ্রমাণ আদালতে পেশ করার পরবর্তী সময়ে রেশন বন্টন দুর্নীতির রহস্য কোন দিকে মোড় নেয়, জবাব দেবে সময়।

4 months ago


Shankar Adhya: ইডি দফতরে রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত শংকর আঢ্যর কন্যা, তিনিও কি জেরার মুখোমুখি?

রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে ধৃত বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শংকর আঢ্যর কলকাতার বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হল প্রচুর বাংলাদেশি মুদ্রা। ইডি সূত্রে খবর এমনই। মঙ্গলবার সকালে ইডি দফতরে যান শংকর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। শংকরের নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকি তাঁর পরিবারের অন্যান্যদের নামেও এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। ইতিমধ্যেই শংকর আঢ্যর ভ্রাতৃবধূকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, এ বিষয়েই হয়তো শংকর আঢ্যর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি।

উল্লেখ্য, শংকর আঢ্যর আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য পেতে সোমবার কলকাতা ও সল্টলেকের ৪ জায়গায় তল্লাশি চালান ইডি আধিকারিকরা। এর মধ্যে সবচেয়ে বেশি নজরে ছিল ধর্মতলার কাছে মারকুইজ স্ট্রিটে তাঁর ফ্ল্যাট ও অফিসে। সেখানে একটি মুদ্রা বিনিময় কেন্দ্র চলত শংকর আঢ্যর নামে। সূত্রের খবর, সেই অফিস থেকেই প্রচুর বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছেন তদন্তকারীরা। ভারতীয় টাকায় যা প্রায় ৮ লক্ষের কাছাকাছি। ইডি কর্তাদের প্রশ্ন, এত বাংলাদেশি মুদ্রা কেন অফিসে? এর সঙ্গে কোনও বেআইনি বিষয় যুক্ত কি না, খতিয়ে দেখা হচ্ছে।

4 months ago
ED: শহরজুড়ে ইডির ম্যারাথন তল্লাশি, সল্টলেকে শঙ্কর আঢ্যর ফিনান্স অফিসে ইডি হানা

রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি। একযোগে শহরের ৪ জায়গায় ইডি হানা।  চৌরঙ্গীতে শঙ্কর আঢ্যর ফিনান্স অফিসে পৌঁছন ইডি আধিকারিকরা। পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভের একটি চাডার্ড অ্যাকাউন্সের অফিসেও যান গোয়েন্দারা। তাঁদের সঙ্গে রয়েছেন সিআরপিএফ জওয়ানরা। এছাড়া কলিন স্ট্রিটে ত্রিনয়নী ফোর এক্স প্রাইভেট লিমিটেডের অফিসেও হানা দেয় ইডি।

আগামী ২০ জানুয়ারি ফের রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শঙ্কর আঢ্যকে  আদালতে পেশ করবেন তদন্তকারী আধিকারিকরা। তার আগে তল্লাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি ইডির। অরবিন্দ সিং যিনি শঙ্করের চার্টার্ড অ্যাকাউন্ট হিসেবে দীর্ঘদিন কাজ করছেন, সেই অফিস থেকে যাবতীয় ডিজিটাল এফিডেন্স হার্ডডিক্স চেক করবেন তদন্তকারী আধিকারিকরা। এর আগে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, শঙ্কর আঢ্য হাওয়ালার মাধ্যমে দেশে টাকা পাচার করতেন। তাদের মাধ্যমেই টাকা পাচার করতেন কিনা এবং বৈদেশিক মুদ্রা বিনিময় করা হত কিনা তা জানতে তৎপর ইডি।

4 months ago
Shankar Adhya: দলের মান বাঁচানোর চেষ্টা শঙ্করের! চলছে নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা

রেশন দুর্নীতিকাণ্ডে ইতিমধ্যেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন মন্ত্রী ঘনিষ্ঠ বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। তারপর থেকেই ইডির তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে শঙ্করের বিরুদ্ধে। তদন্তে নেমে ইডির দাবি রেশন দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্করের। শঙ্করের মাধ্যমেই রেশন দুর্নীতির কালো টাকা সাদা হয়ে পাচার হয়ে যেত বিদেশে। একাধিক দুর্নীতি তো বটেই তবে গ্রেফতারের পর শঙ্করের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার খবরও প্রকাশ্যে এসেছে ইডি সূত্রে। রবিবার শঙ্করকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ইডি দফতর থেকে নিয়ে যাওয়া হয় বিআর সিং হাসপাতালে। এদিন স্বাস্থ্য পরীক্ষার পর বেরোনোর সময় শঙ্কর আঢ্যকে জিজ্ঞাসা করা হয়, এই বিপুল টাকার লেনদেন সম্পর্কে কি তাঁর দল জানতো? উত্তরে শঙ্কর বললেন- সব ফরেক্সেই এরকম হয়, এর সঙ্গে দলের কী আছে?

তবে যতই দলের কথা এভাবে এড়িয়ে যাক শঙ্কর আঢ্য, রেশন দুর্নীতিকাণ্ডে যে শাসক দলেরই একাধিক প্রভাবশালীর নাম জড়িয়ে রয়েছে তা জানতে বাকি নেই কারও। কারণ এই রেশন দুর্নীতিতে শাসকদলের মন্ত্রী জ্যোতিপ্রিয় ইতিমধ্যেই ইডির  গ্রেফতার হয়ে রয়েছেন জেলে। তাই যতই ধামাচাপার চেষ্টা হোক, যতই তদন্তকারীদের ওপর হামলা করে, তদন্তে অসহযোগিতা করে, তদন্ত প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করা হোক, তদন্তের মাধ্যমেই আসল সত্য শীঘ্রই প্রকাশ্য পাবে, এমনটাই মনে করছে বাংলার ওয়াকিবহাল মহলের একাংশ।

4 months ago


Shankar Adhya: রেশন দুর্নীতিতে বিদেশি মুদ্রা বিনিময় সংস্থার খোঁজ! এবারে ইডির স্ক্যানারে শঙ্কর আঢ্যর পরিবার

এবার ইডির নজরে শঙ্কর আঢ্যর পরিবার। মা, ছেলে, মেয়ে, স্ত্রী, এমনকি ভাইয়ের নামেও নাকি বিদেশি মুদ্রা বিনিময় সংস্থা খুলে রেশনম বণ্টন দুর্নীতির কালো টাকা সাদা করছিলেন বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য, দাবি ইডির। তার পরিপ্রেক্ষিতেই যে কোনও মুহূর্তে এবারে এই নেতার পরিবারের সদস্যদের তলব করা হতে পারে বলেই সূত্র মারফত খবর।

রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূলের দাপুটে নেতা শঙ্কর আঢ্য। প্রায় প্রতিদিনই নতুন নতুন তথ্য উঠে আসছে এই দুর্নীতির তদন্তে। এবারে শঙ্কর আঢ্যর একাধিক সংস্থার হদিশ পাওয়া গিয়েছে, আর সেগুলো তাঁর পরিবারের সদস্যদের নামে খোলা হলেও তিনিই চালাতেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়স ইডির অনুমান, এই সংস্থাগুলোর মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা সাদা করা হত। তাই এবারে তাঁর পরিবারের সদস্যদের তলব করা হতে পারে বলে খবর।

শুধু তাই নয়, এর পাশাপাশি পূর্ত দফতরের জমিতে জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণের অভিযোগও উঠছে বনগাঁর প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, ২০১৫ সাল নাগাদ পূর্ত দফতরের কাছ থেকে বনগাঁ পুরসভা কিছু উন্নয়নমূলক কাজের জন্য ওই দীঘির এক পাশের অংশ অধিগ্রহণ করে। এরপর সেই জমির পাশের অংশে ২০১৬ সাল নাগাদ বেআইনি নির্মাণ শুরু হয়। অবৈধ ভাবে ইচ্ছামতী নদীর বালি তুলে চলতে থাকে নির্মাণ কাজ। এমনকি পিডব্লিউডি কর্মীরা জমি মাপতে আসলে তাঁদের শারীরিকভাবে নিগ্রহ অবধি করে তৃণমূল নেতা শঙ্কর আঢ্যের অনুগামীরা। অভিযোগ উঠছে, চেয়ারম্যান থাকাকালীন বনগাঁ থানার বিপরীতে পুরসভার নামে বেআইনি হোটেল নির্মাণ করে ৯৯৯ বছরের লিজ নেন শঙ্কর আঢ্য। তবে নিজের নাম নয়, পরিবারের নামে, জানালেন স্থানীয়রা। 

পুরসভার  প্রায় সাড়ে চার কোটি টাকা দিয়ে এই নির্মাণ করা হয়েছে বলে সূত্রের খবর৷ অথচ বছরে এই হোটেলের নামমাত্র ভাড়া শুনলে আপনার চোখ কপালে উঠবে। মাত্র ৫ হাজার টাকা ভাড়া দিতেন শঙ্কর আঢ্য। আর তাই শঙ্কর আঢ্য গ্রেফতার হতেই জলাভূমি ফিরিয়ে দেওয়ার দাবিতে দাবিতে সোচ্চার বনগাঁর বাসিন্দারা। প্রশ্ন উঠছে ৯৯৯ বছরের লিজ নিয়েও।

রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়ার পর শঙ্কর আঢ্যের বিরুদ্ধে তদন্তে, ইডির হাতে একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসছে। কিন্তু প্রশ্ন উঠছে কাদের ছত্রছায়ায় এতো বাড়-বাড়ন্ত শঙ্কর আঢ্যের মতো নেতাদের? কোন প্রভাবশালীর প্রভাবে, এই একাধিক দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন শঙ্কর? শাসক সুপ্রিমোর মুখে কুলুপই বা কেন? উঠছে প্রশ্ন।

4 months ago
Shankar Adhya: 'উনি কোনওদিন আমাকে ১০০ টাকাও দেননি', বালুর সঙ্গে ঘনিষ্ঠতা অস্বীকার ডাকুর

রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam) মামলায় বালু-বাকিবুরের গ্রেফতারির পর উঠে এসেছে শঙ্কর আঢ্যর (Shankar Adhya) নাম। জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠির মাধ্যমেই উঠে আসে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বালু ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যর নাম। আর তারপরই ইডি গ্রেফতার করে তাঁকে। আর গ্রেফতার হতেই ভোলবদল 'ডাকু'র ওরফে শঙ্কর আঢ্যর। সোমবার সিজিও কমপ্লেক্স থেকে জোকার ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য যাওয়ার পথে দাবি শঙ্কর আঢ্যর দাবি, জ্যোতিপ্রিয় তাঁকে কখনও ১০০ টাকাও দেননি। অন্যদিকে, শঙ্করের 'আঢ্য ফরেক্স সংস্থা'র বিরুদ্ধে FEMA আইনে মামলা রুজু করেছে ইডি।

সোমবার ইডি রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত শঙ্কর আঢ্যকে জোকা ইএসআই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে আসে। আর তখনই দুবাইয়ে টাকা পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলে শঙ্কর আঢ্য বলেন, 'উনি আমাকে কোনওদিন কোনও টাকা দেননি এবং ওনার মেয়ে আমাকে কোনওদিন দেখেননি।' উল্টে তিনি প্রশ্ন তোলেন, জ্যোতিপ্রিয়র সঙ্গে ভাল সম্পর্ক থাকলে, তাঁকে কেন পুরসভা থেকে সরিয়ে দেওয়া হল? 'কেন ২০২২-এর পুরভোটে টিকিট দেওয়া হয়নি?' জ্যোতিপ্রিয় তাঁকে কোনও দিন ১০০ টাকাও দেননি বলে দাবি করেন শঙ্কর আঢ্য। উড়িয়ে দিয়েছেন টাকার লেনদেনের কথা।

আবার এদিন 'আঢ্য ফরেক্স' সংস্থার বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট অর্থাৎ 'FEMA' আইনে অর্থাৎ বিদেশি মুদ্রা লঙ্ঘনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। ইডি সূত্রে দাবি, নগদে সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছিল ২৭০০ কোটি টাকা। সেই টাকা বিদেশি মুদ্রা মূলত ডলার এবং ইউরোতে পরিবর্তন করা হয়েছে। আইনের তোয়াক্কা না করে পাসপোর্ট ডিটেল বা ভ্রমণকারীর ডিটেল না উল্লেখ করে বিদেশি মুদ্রায় পরিবর্তন করা হয়েছে। FEMA আইন অনুযায়ী, বৈদেশিক মুদ্রা কনভার্ট করলে, পাসপোর্টের ডিটেল বা ভ্রমণকারীর ডিটেল জমা করতে হয়। এছাড়াও ইডি আধিকারিকদের সংস্থার কর্মীরা জানিয়েছেন, খাতায়-কলমে এই সংস্থার ডিরেক্টর শঙ্করের মা এবং ভাই। কিন্তু এই সংস্থা চালান শঙ্কর। আর এই বিপুল নগদ টাকার উৎসও জানাতে পারেননি শঙ্কর আঢ্য। ফলে মনে করা হচ্ছে, এই বিপুল টাকা রেশন দুর্নীতিরই টাকা। আর এই টাকাই বৈদেশিক মুদ্রায় কনভার্ট করে পাচার করা হয়েছে বিদেশে।

4 months ago