
ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে মৃত (Dead) এক। গুরুতরভাবে আহত (Injured) দুই জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ (Raiganj) থানার অন্তর্গত লহন্ডা স্মৃতি মন্দির এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিস (Police)। আহতদের উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিস সূত্রে খবর, এই দুর্ঘটনায় মৃত ও আহত ব্যক্তিদের এখনও কোনও পরিচয় জানা যায়নি। তবে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত আটটা নাগাদ এই ঘটনাটি ঘটে। রায়গঞ্জ থেকে একটি বাইকে চেপে দু'জন মহারাজার দিকে যাচ্ছিল। তখনই অপর দিক থেকে একজন বাইকে করে মহারাজা থেকে রায়গঞ্জের দিকে আসছিল। আর ঠিক সেই সময়ই দুটো বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, এই দুর্ঘটনার পরেই খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফের ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। ঘটনার জেরে মৃত্যু (Death) হল একই পরিবারের চার সদস্যের। বুধবার ঘটনাটি ঘটেছে লখনউয়ের (Lucknow) আলিগঞ্জে একটি মন্দিরের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস (Police)। গুরুতর আহত অবস্থায় ওই চার জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। মৃতদেহগুলি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিস। পুলিস ইতিমধ্যেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। এমনকি ওই ঘাতক গাড়িটির খোঁজে তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, পরিবারের চারজন একসঙ্গে স্কুটিতে করে রাস্তায় যাওয়ার সময়ই এই ঘটনাটি ঘটে। তখনই বেপরোয়া গতিতে থাকা একটি দ্রুতগামী এসইউভি ওই স্কুটিতে ধাক্কা মেরে প্রায় ১০০ মিটার স্কুটিটিকে টেনে নিয়ে যায় ওই গাড়িটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাতক গাড়িটি স্কুটিটিকে টেনে নিয়ে যাওয়ার সময় গাড়ির তলায় আটকে যায় ওই চারজন। গাড়িটি যখন থামে তখন ওই চারজনই রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে। তারপরেই তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ইতিমধ্যেই এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এমনকি সরকারের তরফে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি।
ফের কাশ্মীরে (Kashmir) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। এবার দুর্ঘটনাস্থল কিশ্তওয়াড়। সেখানকার গভীর খাদে পড়ে যায় একটি গাড়ি। এই ঘটনায় মৃত্যু (Death) হয়েছে অন্তত ছ’জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চার জন। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কীভাবে দুর্ঘটনা ঘটে তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে কিশ্তওয়াড়ের দাংদুরু বাঁধ এলাকায়। জানা গিয়েছে, ওই গাড়িতে ছিলেন দাংদুরু বিদ্যুৎ কেন্দ্রের ১০ কর্মী। বাঁধ প্রকল্প এলাকার কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় গভীর খাদে। দুর্ঘটনার কথা জানিয়ে কিশ্তওয়াড় পুলিস জানিয়েছে, একটি যাত্রীবোঝাই গাড়ি খাদে পড়ে গিয়েছে। ওই কর্মীদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
উল্লেখ্য, কিশ্তওয়াড় এলাকা দুর্ঘটনাপ্রবণ। এর আগেও এই এলাকায় একাধিকবার নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি খাদে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটেছে।
ভয়াবহ পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত (Death) তিন বাইক আরোহী (Bike rider)। সূত্রের খবর, বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার আগরপাড়ার তেতুলতলা মোড় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ডানলপের থেকে ব্যারাকপুরের দিকে বি টি রোড ধরে বাইক নিয়ে যাচ্ছিলেন ওই তিন যুবক। স্থানীয় প্রত্য়ক্ষদর্শীরা জানান, বাইকের স্পিড খুব বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাইকটি। পানিহাটি তেতুলতলা মোড়ের কাছে দমকল অফিসের সামনে, বি টি রোডে একটি পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা মারে। বাইকে থাকা তিনজন যুবক বি টি রোডে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিন বাইক আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আগরপাড়া তেতুলতলা মোড় এলাকায়। ঘটনাস্থলে খড়দহ থানা পুলিস এসে তড়িঘড়ি মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু (Death) এক মহিলার। জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Mursidabad) জলঙ্গী থানার অন্তর্গত একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে রাস্তা পার হতে গিয়ে বাসের তলায় পিষ্ট হয়ে মারা যান ওই মহিলা। পুলিস সূত্রে খবর, মৃত মহিলার নাম রাহেলা বিবি। বয়স ৫৫ বছর। জোড়তলার বাসিন্দা তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মা দুর্গা নামে একটি বাস বহরমপুর দিক থেকে আসছিল জলঙ্গীর দিকে। সেই সময় রাহেলা বিবি জোড়তলার একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে রাস্তা পার হতে গিয়ে ওই বাসের তলায় পড়ে যান। স্থানীয়রা বাসটিকে থামতে বললেও, বাসটি না থামিয়ে কিছুদূর যাওয়ার পর বাস থামিয়ে পালিয়ে যায় চালক। স্থানীয়রা তড়িঘড়ি ওই মহিলাটিকে উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। তবে অবস্থার অবনতি ঘটলে বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই মহিলার।
পথ দুর্ঘটনায় (Roadaccident) মৃত্যু (Death) এক বাইক আরোহীর। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি দুর্গাপুরের (Durgapur) মুচিপাড়ার ১৯ নম্বর জাতীয় সড়কের বর্ধমানগামী লেনে। উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ (Protest) দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিস বাহিনী। স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক (Traffic) সিস্টেম ঠিকঠাক ভাবে না চলার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, বুধবার সকালে বাইকে করে যাচ্ছিলেন বছর ৪৫-এর গুরমুখ সিং। ঠিক সেই সময় একটি তেলের টেঙ্কার এসে বাইকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরই উত্তেজিত জনতা জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে পড়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেন। ঘটনার পর অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের বর্ধমানগামী লেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা থানার পুলিস। কিন্তু উত্তেজিত জনতাকে শান্ত করতে ব্যর্থ হয়। এরপর দুর্গাপুরের বিভিন্ন থানা থেকে বিশাল পুলিস বাহিনী এলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। প্রায় ঘণ্টা খানেক অবরোধ চলার পর পুলিসের আশ্বাস পেয়ে অবরোধ ওঠে। গোটা ঘটনায় উত্তেজিত পরিস্থিতি তৈরি হয় দুর্গাপুরের মুচিপাড়ার কাছে জাতীয় সড়কে।
ফের শোকের ছায়া সোশ্যাল মিডিয়াজুড়ে। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনপ্রিয় ‘ইউটিউবার’(YouTuber) তথা ‘বাইক রাইডার’(Bike rider) অগস্ত্য চৌহানের। প্রো রাইডার ১০০০ নামেই তাঁকে চিনত নেটপাড়া। ২০ লাখের জাম্বো বাইক নিয়ে ঝড়ের গতিতে কাঁপিয়ে বেড়াতেন নেটদুনিয়া। আর এই গতিই কাড়ল অগস্ত্যের জীবন। পুলিস সূত্রে খবর, ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিবেগে বাইক চালিয়ে আগ্রা থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। যমুনা এক্সপ্রেসওয়ের ৪৭ নম্বর মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটে।
পুলিস সূত্রে খবর, আগ্রা থেকে দিল্লি যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়েতে ৩০০ কিলোমিটার বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন অগস্ত্য। মাইলস্টোনের কাছে অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ডিভাইডারে জোরে ধাক্কা লেগে কয়েক ফুট দূরে গিয়ে ছিটকে পড়েন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিসের টহলদারি ভ্যান সেখানে এসে পৌঁছয়। অগস্ত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়ে মৃত্যু হয়েছে অগস্ত্যর।
সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়তা রয়েছে অগস্ত্য চৌহানের। বয়স মাত্র পঁচিশ বছর। উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা ছিলেন তিনি। ইউটিউব এবং সমাজমাধ্যমে তাঁর ফলোয়ারের সংখ্যা কয়েক লক্ষ। শুধু মাত্র ইউটিউবেই তাঁর অনুগামীর সংখ্যা ১২ লক্ষ। সমাজমাধ্যমে নিজের বাইক চালানোর নানা রকম ভিডিও শেয়ার করতেন অগস্ত্য। এছাড়াও বাইক নিয়ে দূরদূরান্তে ভ্রমণেও যেতেন তিনি। তাঁর অকালমৃত্যুতে অনুগামীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় এক যুবকের। ঘটনাটি ঘটেছে বাগডোগরার (Bagdogra) কাছে। এই ঘটনার পর ওই যুবককে তড়িঘড়ি বাগডোগরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে আসে বাগডোগরা থানার পুলিস (Police)। পরবর্তীতে পুলিস দেহটিকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। জানা গিয়েছে, মৃত যুবকের নাম জাকিম ক্রিকেটটা (২৭)।
সূত্রের খবর, শনিবার রাতে বাগডোগরা সংলগ্ন বিজয়নগর চা বাগান থেকে ঘোষপুকুরের জয়ন্তিকা চা বাগানে একটি বাসে করে বরযাত্রী এসেছিল। বিয়ে বাড়ির শেষে বাড়ি ফেরার সময় বাগডোগরার সামনে হঠাৎ গাড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই যুবকের। জানা গিয়েছে, ওই যুবক বরযাত্রীর বাসের গেটের সামনে দাঁড়িয়ে ঝুলে ঝুলে আসছিল। গাড়ি চলাকালীনই হঠাৎ করে গাড়ির ভিতর থেকে বাইরে ছিটকে রাস্তার উপর পড়েন। তারপরেই ঘটনাস্থলে গাড়ি থামিয়ে ওই যুবককে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় বাসের বাকি লোকজন। তারপরেই জানা যায় ওই যুবকের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
অগ্নিগর্ভ শ্রীরামপুর। পথ দুর্ঘটনায় (Serampore Accident) এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে শ্রীরামপুরের দিল্লি রোড অবরোধ এলাকাবাসীর। মৃতার নাম পুষ্পা সাঁতরা, শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে। অবরোধের (Road Block) জেরে দিল্লী রোডে সৃষ্টি হয় ব্যাপক যানজট।
বছর ৫৬-র পুষ্পা সাঁতরার বাড়ি শ্রীরামপুরের বড়বেলু মনসাতলায়। প্রতিদিনের মতোই সকালে কাজে যাচ্ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত ওই মহিলা পিয়ারাপুর মোড়ে রাস্তার এক পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি বালি বোঝাই বেপরোয়া লরির ডাম্পার পিষে দেয় তাঁকে। তারপরই রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামে এলাকাবাসী।
এর আগেও বহুবার দুর্ঘটনা ঘটেছে ওই এলাকায়। শনিবার সকালে দুর্ঘটনার পর ট্রাফিক কিয়স্ক ভাঙচুর করে উত্তেজিত জনতা। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিস বাহিনী ও র্যাফ। প্রায় ঘন্টা চারেক পর পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়েছে পুলিস। স্বাভাবিক হয় দিল্লী রোড। ট্রাফিক থাকা সত্ত্বেও কেন বারাবর দুর্ঘটনা ঘটছে প্রশ্ন তুলেছে সাধারন মানুষ।
স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনা(road accident)। আহত ১৫ জন শিশু সহ চালক। মুর্শিদাবাদের বহরমপুর(murshidabad incident) এলাকার ঘটনা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র বোঝাই একটি ম্যাজিক গাড়ি সকালে স্কুলের উদ্দেশ্যে রওনা দেয়।
সেই সময় বহরমপুরের আখের মিল এলাকার জাতীয় সড়কে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ম্যজিক গাড়িটির। স্থানীয়দের তৎপরতায় সমস্ত ছাত্র এবং চালককে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চাদের আই কার্ড দেখে শনাক্ত করে তাদের স্কুলে ও অভিভাবকদের খবর দেওয়া হলে তাঁরা হাসপাতালে পৌঁছান।
সুত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চালক-সহ তিনজন ছাত্র গুরুতর আহত। পলাতক লরির চালক।
ফের রাতের শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। মৃত্যু (Death) হয় এক তরুণী-সহ চার জনের। ঘটনায় বাকি আহতদের অবস্থা আশঙ্কাজনক। দমদম পার্ক সিগনালের কাছে ঘটে এই দুর্ঘটনা। ঘটনাস্থলে লেকটাউন থানার (Lake Town Police) পুলিস। গোটা ঘটনার তদন্তে পুলিস। এমনকি প্রত্যেকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিস।
পুলিস সূত্রে খবর, লেকটাউন থানা এলাকার দমদম পার্ক সিগনালে দাঁড়িয়ে ছিল একটি লরি। তার পাশেই ছিল একটি বাইক। আচমকা দ্রুত গতিতে আসা একটি চারচাকার গাড়ি প্রথমে বাইকে ধাক্কা মেরে পরে লরির পিছনে ধাক্কা মারে। এই ধাক্কার জেরে বাইকে থাকা দু'জন রাস্তায় ছিটকে পড়ে এবং রক্তাক্ত অবস্থায় ওই প্রাইভেট গাড়ির মধ্যেই পড়ে থাকে চার জন। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, ওই চারচাকা প্রাইভেট গাড়িতে থাকা প্রত্যেকে মদ্যপ ছিলেন। এমনকি অত্যন্ত বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন তাঁরা। যার জেরে গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে সিগন্যালে দাঁড়িয়ে থাকা লরি ও বাইকের পিছনে ধাক্কা মারে। গাড়ির গতিবেগ খুব বেশি থাকায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এই ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক তরুণী-সহ তিন জনের। পরে আহত একজনের মৃত্যু হয়েছে।
বাকি আহতরা আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে চিকিৎসাধীন। পুলিস জানিয়েছে, ওই চারচাকা গাড়ি এবং বাইককে লেকটাউন থানায় নিয়ে যাওয়া হয়েছে। এমনকি এই ঘটনার তদন্তও শুরু করেছে পুলিস।
শুক্রবার মর্মান্তিক পথ দুর্ঘটনার (Road Accident) সাক্ষী থাকল রানীনগরের (Raninagar) শেখপাড়া। লরির ধাক্কায় মাথায় গুরুতর ভাবে জখম হন এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানীনগর থানার শেখপাড়া বাজারের একটি মোটর বাইক শোরুমের সামনে। যদিও পরে হাসপাতালে মৃত্যু (Death) হয় ওই ব্যক্তির।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে মোটরসাইকেলে রানীনগর থেকে শেখপাড়ার দিকে আসছিলেন একটি প্যাথলজি ল্যাবের মালিক আব্দুল হাই ওরফে সাহেব। সকাল ৮.০৫ নাগাদ শেখপাড়া হোন্ডা শোরুমের সামনে দু'জন সাইকেল আরোহীকে ওভারটেক করতে গেলে পিছন দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি লরির চাকার নীচে পড়ে যান। মাথায় হেলমেট থাকলেও গুরুতর ভাবে মাথা ও ঘাড়ে চোট পান ওই বাইক আরোহী।
দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় মানুষ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। শারীরিক অবস্থার অবনতির কারণে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। হাসপাতলে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থলে পৌঁছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিস।
ফের পথ দুর্ঘটনায় (Road Accident) মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে তাহেরপুর (Nadia) পালপাড়া মোড়ে। ঘটনাস্থলে তহেরপুর থানার (Taherpur Police) পুলিস। জানা গিয়েছে, মৃত (Death) ব্যক্তির নাম কার্তিক বিশ্বাস (৫২)। তাহেরপুর বারাসত রেলগেটের বাসিন্দা। মৃত মায়ের শ্রাদ্ধ-শান্তির জন্য বাজার করে টোটোতে করে ফেরার সময়ই ঘটে এই দুর্ঘটনা।
মৃত কার্তিক বিশ্বাসের ভাই জানান, একটি টোটোতে করে মায়ের শ্রাদ্ধের বাজার করতে যাচ্ছিল তিন দাদা। বাজার করে ফেরার সময় একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিঁড়ী ওই টোটোতে গিয়ে ধাক্কা মারে। এই ধাক্কা লাগার ফলে টোটোটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখনই গুরুতর আহত হয় তাঁরা। সেই অবস্থাতেই তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা কার্তিক বিশ্বাসকে মৃত বলে ঘোষণা করেন।
ফের বালিবোঝাই ডাম্পার উল্টে দুর্ঘটনা (Road Accident)। নিহত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) বাঁকি গ্রামের কাছে গন্ধেশ্বরী নদীর বক্ষে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। জানা গিয়েছে, মৃত (Death) খালাসির নাম রাহুল বাউরী। গঙ্গাজলঘাটি ব্লকের বিহারজুড়ি গ্রামের বাসিন্দা রাহুল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় গন্ধেশ্বরী নদীবক্ষে থাকা অস্থায়ী রাস্তা দিয়ে বাঁকি থেকে ভূতসহর যাওয়ার চেষ্টা করছিল বালি বোঝাই করা ডাম্পারটি। ওই অস্থায়ী রাস্তা দিয়ে ডাম্পারটিকে যেতে স্থানীয়রা বারবার চালককে নিষেধ করেন। তারপরও চালক জোর করে ওই রাস্তা দিয়ে ডাম্পারটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর সেই সময়ই নদীবক্ষে থাকা অস্থায়ী রাস্তার মাঝামাঝি ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ডাম্পারের নীচেই চাপা পড়ে যান ডাম্পারের খালাসি রাহুল বাউরী।
উল্লেখ্য, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এর আগেও রাজ্যে বহু ডাম্পার উল্টে দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পথদুর্ঘটনার(Road Accident) কবলে পুলিসের গাড়ি। বাসের সঙ্গে পুলিস জিপের সংঘর্ষে মৃত পুলিস গাড়ির চালক। আহত এক পুলিস অফিসার-সহ এক কনস্টেবল ও এক সিভিক ভলান্টিয়ার। আহত তিনজনকে বর্ধমানের এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি আউশগ্রাম থানার(Ausgram police)বাগরাই ব্রিজ এলাকার। ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে আউশগ্রাম থানার পুলিস। তবে বাসের চালক পলাতক।
জানা গিয়েছে, পুলিস গাড়ির মৃত চালকের নাম বিশ্বনাথ মুর্মু (৩৮)। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাগরাই ব্রিজের কাছে পুলিস গাড়িকে ধাক্কা মারে একটি বাস। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বননবগ্রাম হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই চিকিৎসকরা চালককে মৃত ঘোষণা করেন। বাকি তিন আহতকে বর্ধমানের এক নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে আউশগ্রাম থানার পুলিস।